এনআইডি কার্ড সংশোধন, উত্তোলনের ফি কত টাকা হিসাব করার উপায়

এনআইডি কার্ড সংশোধন এবং উত্তোলন ফি কত টাকা হিসাব করার উপায় সম্পর্কে, আজ আপনাদের বিস্তারিত জানানো হবে।

জাতীয় পরিচয় পত্র এর কার্যক্রম এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। তাই আপনারা চাইলে নিজের ঘরে বসে, মোবাইল বা কম্পিউটার থেকে জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড সংশোধন বা উত্তোলনের ফি টাকা হিসাব করে।

এনআইডি কার্ড সংশোধন বা হারানো/ নষ্ট হয়ে যাওয়া কাড উত্তোলনের আবেদন করতে পারবেন।

এনআইডি কার্ড সংশোধন, উত্তোলনের ফি কত টাকা হিসাব করার উপায়
এনআইডি কার্ড সংশোধন, উত্তোলনের ফি কত টাকা হিসাব করার উপায়

তবে সাধারণ নাগরিক ভোটার আইডি কার্ড সংশোধন বা হারানো- নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ড উত্তোলনের ফি সম্পর্কে সঠিক তথ্য জানেন না। ভোটার আইডি কার্ড সংশোধন ফি এর পরিমাণ সব সময় সবার জন্য একই হবে সেটিও কিন্তু ঠিক না।

বিয়ের পরিমাণ আপনার জন্য যা হবে। আরেকজনের জন্য তা নাও হতে পারে। কারণ একেকজনের সমস্যা একেক ধরনের হয়ে থাকে।

তাই এই ভোটার আইডি কার্ডের সংশোধন ফি পরিবর্তন হয়।

তাই জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য বা ভোটার আইডি কার্ড উত্তোলনের আগে, অবশ্যই ফি কত টাকা জমা দিতে হবে। তা হিসাব করে নেওয়া উত্তম।

এনআইডি কার্ড সংশোধন, উত্তোলনের ফি কত টাকা হিসাব করার উপায়

ভোটার আইডি কার্ড সংশোধন, হারানো বা নষ্ট জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড পুনরায় উত্তোলন এর জন্য কত টাকা ফি জমা দিতে হবে।

তা জানতে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোন ওয়েব ব্রাউজার চালু করে, আপনাদের ভিজিট করতে হবে-

নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট services.nidw.gov.bd. নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের চিত্রটি দেখুন।

আপনারা নির্বাচন কমিশনের এ অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর ওপরে দেয়া ছবিটির মত ডেশবোর্ড পেয়ে যাবেন।

আপনারা সেই ওয়েবসাইটের কিছু মেনুবার দেখতে পারবেন। সেই মেনু কার্ড থেকে ফিস এর অপশনে ক্লিক করে দিবেন।

আপনারা যখন ফিস এর মেনুতে ক্লিক করবেন। তখন নিচে দেওয়া সবের মতো একে ফর্ম চলে আসবে। আর সেই ফর্মে লেখা থাকবে, ফি হিসাব করুন। নেচার ছবিটি দেখুন-

আপনারা উপরোক্ত যে ছবিটি দেখতে পাচ্ছেন। এখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো যুক্ত করতে হবে।

তারপর হিসাব করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা জেনে নিতে পারবেন। এনআইডি card সংশোধন ফি কত টাকা।

Read More: Bangladesh National ID card check online

01. জাতীয় পরিচয় পত্র নাম্বার

ওপরের ছবিতে যে ফরমটি দেখতে পাচ্ছেন সেখানে প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর টাইপ করতে হবে।

এবং আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ১৭ ডিজিট বা ১০ ডিজিট এর এনআইডি কার্ড নম্বর টাইপ করতে হবে।

আপনার জাতীয় পরিচয় পত্র এন আইডি কার্ডের নম্বর যদি ১৩ সংখ্যার হয়ে থাকে। তাহলে আপনার জন্ম সাল টাইপ করে, তারপর ১৩ সংখ্যার এন আই ডি কার্ড নম্বর বা ভোটার আইডি কার্ড নম্বর টাইপ করবেন।

02.  আবেদনের ধরন

আবেদনের ধরন এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আবেদনের ধরন অনুযায়ী আপনার ফি কত টাকা হবে, সেটি হিসাব করা যায়।

আবেদনের ধরন থেকে নির্বাচন করুন অপশনে ক্লিক করে, জাতীয় পরিচয় পত্র সংশোধন, বিভিন্ন তথ্য সংশোধন, জাতীয় পরিচয় পত্র এবং অন্যান্য তথ্য সংশোধন এবং রি-ইস্যু এই অপশন গুলো দেখতে পারবেন।

এখন আপনি কোন অপশনে কি কি তথ্য সংশোধন করা যায় সেটি জেনে নিতে হবে।

জাতীয় পরিচয় পত্র সংশোধন

আপনারা জাতীয় পরিচয় পত্রে যেকোনো তথ্য সংশোধন করতে চাইলে। প্রথমে আপনাদের অবশ্যই সংশোধন ফি কত টাকা সে বিষয়ে জেনে নিতে হবে।

তো এখন আমি আপনাকে জানাবো। জাতীয় পরিচয়পত্র সংশোধন অপশনটি সিলেক্ট করে, যদি ফি হিসাব করেন এবং ফি জমা দেন। তবে জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ডের যে সকল তথ্য পরিবর্তন করতে পারবেন।

যেমন-

  • ছবি
  • স্বাক্ষর
  • বাংলা নাম
  • ইংরেজি নাম
  • পিতার নাম
  • পিতার ইংরেজি নাম
  • মাতার নাম
  • মাতার ইংরেজি নাম
  • জন্ম তারিখ

এন আই ডি কার্ড এর পিছনের ঠিকানা-

  • গ্রাম/বাসা/ হোল্ডিং/ মৌজা/ মহল্লা
  • ডাকঘর
  • পোস্ট অফিস
  • জন্মস্থান ইত্যাদি সংশোধন করা যায়।

আপনি যদি এ সকল তথ্যের মধ্যে কোন এক বা একাধিক তথ্য সংশোধন করতে চান তবে জাতীয় পরিচয়পত্র সংশোধন সিলেক্ট করবেন।

মানে যে তথ্যগুলো জাতীয় পরিচয় পত্র কার্ড এর ওপরে লেখা থাকে। সে গুলো পরিবর্তন বা সংশোধনের জন্য জাতীয় পরিচয় পত্র সংশোধন অপশন এ ক্লিক করে দিতে হবে।

অন্যান্য তথ্য সংশোধন

অন্যান্য তথ্য সংশোধন সিলেট করে হিসাব করলে এবং ফি জমা দিলে। আপনারা যে সকল তথ্য সংশোধন করতে পারবেন।

যেমন-

  • লিঙ্গ
  • পাসওয়ার্ড নম্বর
  • পিতা এবং মাতার এন আই ডি কার্ড নম্বর
  • পিতা মৃত তারিখ
  • মাতার মৃত্যু তারিখ
  • বৈবাহিক অবস্থা
  • স্বামী এবং স্ত্রীর নাম ও এনআইডি নম্বর
  • ধর্ম
  • জন্ম নিবন্ধন নম্বর
  • পেশা
  • ড্রাইভিং লাইসেন্স
  • মোবাইল নাম্বার
  • শিক্ষাগত যোগ্যতা
  • প্রতিবন্ধী কিনা সে তথ্য সংশোধন করতে পারবেন।

এই তথ্যগুলো ছাড়া ভোটার তথ্যের মধ্যে বিদ্যমান স্থায়ী ঠিকানা যা এনআইডি কার্ডে লেখা থাকে না যেমন-

  • বিভাগ
  • জেলা
  • উপজেলা
  • ইউনিয়ন
  • মৌজা, ওয়ার্ড নম্বর, গ্রাম/ রাস্তা/ বাসা/ হোল্ডিং নাম্বার
  • ডাকঘর ইত্যাদি।

আপনি যদি এ যাবতীয় তথ্যগুলোর মধ্যে এক বা একাধিক তথ্য সংশোধন করতে চান তবে অন্যান্য তথ্য সংশোধন সিলেট করে দিবেন।

মানে যে তথ্যগুলো এন আইডি কার্ডের উপরে লেখা থাকে না। সে গুলো পরিবর্তন বা সংশোধনের জন্য অন্যান্য তথ্য সংশোধন অপশন সিলেক্ট করে, ফি জমা দিতে হবে।

জাতীয় পরিচয় পত্র এবং অন্যান্য তথ্য সংশোধন

জাতীয় পরিচয় পত্র এবং অন্যান্য তথ্য সংশোধন অপশন সিলেক্ট করে ফি হিসাব করে জমা দিলে। এক নং ক্রমিক এবং দৈনিক ক্রমিকে উল্লেখিত সকল তথ্যাদি সংশোধনের অপশন চালু হয়ে যাবে।

মানে কোন ব্যক্তি যদি নিজের নাম এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর ভুল থাকে। তবে তার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য তথ্য সংশোধন সিলেট করে ফি জমা দিতে হবে।

রি-ইস্যু

রিইস্যু সিলেট করলে ভোটার আইডি কার্ড হারানো বা নষ্ট হওয়া বা স্থানান্তরিত ভোটারদের জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড উত্তোলনের ফি হিসাব করে তা আপনার সামনে প্রদর্শিত করবে।

মানে যে কোন কারনে পুনরায় একটি ভোটার আইডি কার্ড উত্তোলন করতে হলে, রিইস্যু অপশন সিলেক্ট করে দিতে হবে।

03. বিতরণের ধরন

জাতীয় পরিচয় পত্র সংশোধনের ক্ষেত্রে বিতরণে ধরন আপনারা দুইটি অপশন দেখতে পারবেন যেমন সাধারণ এবং সাধারণ স্মার্ট কার্ড অপশন।

কিন্তু বিতরনের বিভিন্ন সাধারণ সিলেক্ট করাই উত্তম। জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদনের প্রেক্ষিতে সাধারণ স্মার্ট কার্ড বিতরণ এখনো চালু হয়নি। তবে পরবর্তীতে চালু হতে পারে।

রিইস্যু এর ক্ষেত্রে সাধারণ জরুরী সাধারণ স্মার্ট কার্ড এবং জরুরী কার্ড এ চারটি অপশন পাওয়া যাবে কিন্তু এক্ষেত্রে সাধারণ সিলেক্ট করাই ভালো।

আপনারা উপরোক্ত কাজ পুরোপুরি ভাবে সম্পন্ন করার পর ক্যাপচা টাইপ করতে হবে। ক্যাপচা টাইপ উপরে ছবিতে ক্যাপচা এম এস থাকবে।

সেটি হুবহু ছবিতে প্রদর্শিত কোনটি প্রবেশ করান অপশনে টাইপ করতে হবে।

আপনারা ওপরে দেয়া সবার মত ক্যাপচা করতে সঠিকভাবে পূরণ করার পর হিসাব করুন বাটনে ক্লিক করবেন।

তারপর নিচে দেওয়া শ্রমের মত আপনার সামনে এনআইডি কার্ড সংশোধন ফি কত টাকা সেটি জানিয়ে দেওয়া হবে। নিচের ছবিটি দেখুন-

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদেরকে এই পোস্টে আপনাকে জানিয়ে দেয়া হলো, এনআইডি কার্ড সংশোধন, উত্তোলনের ফি কত টাকা হিসাব করার  উপায় সম্পর্কে।

আপনি যদি কোন কারণে এনআইডি কার্ড সংশোধন করতে চান? বা হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া। ভোটার আইডি কার্ড উত্তোলন করতে চান।

সেজন্য আপনাকে অবশ্যই কত টাকা ফি প্রদান করতে হবে। সে বিষয়ে জেনে নিতে হবে।

আর উপরোক্ত নিয়ম অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন। তাহলে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে, সহজেই এনআইডি কার্ড সংশোধন এবং উত্তোলনের ফি কত টাকা হিসাব করে নিতে পারবেন।

আমাদের এই আর্টিকেল থেকে আপনারা যা শিখতে পারলেন। এ বিষয়ে আপনার বন্ধুদের জানাতে, একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন।

আর বিশেষ করে, আমাদের এই ওয়েবসাইট থেকে এন আইডি কার্ড সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top