ভোটার এলাকা স্থানান্তর করার করণীয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সমূহ সম্পর্কে আজকের, এই আলোচনায় বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।
আপনাদের ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম সম্পর্কে জানতে, আজকের পোস্ট শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। তো যাদের ভোটের এলাকা স্থানান্তর করার দরকার তারা অবশ্যই, আমাদের পরামর্শ অনুযায়ী আবেদন করতে পারেন।

আমরা জানি মানুষ অনেক কর্মব্যস্ত জীবন অতিবাহিত করে। প্রতিদিনের প্রয়োজনীয়তার কারণে মানুষ সর্বদা নিজের স্থায়ী ঠিকানা বসবাস করতে পারেন না।
এমন অনেক মানুষ রয়েছে যারা লেখাপড়া বা চাকরি অথবা ব্যবসার জন্য অন্য যেকোনো প্রয়োজনে নিজের বাড়ি থেকে অনেক দূরে গিয়ে বসবাস করে থাকেন।
যার ফলে তারা নিজের স্থায়ী ঠিকানায় ভোটার না হয়ে, বর্তমান ঠিকানায় ভোটার হয়ে যান। কিন্তু সেটি তাদের অস্থায়ী ঠিকানা, তাই কখনো না কখনো তাদের ভোটার এলাকা পরিবর্তন করে স্থায়ী ঠিকানায় নিয়ে আসার দরকার হয়।
তো আপনি যে উপজেলার স্থায়ী বাসিন্দা মানে আপনি যে, উপজেলায় ভোটার এলাকা স্থানান্তর করতে চান? সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার এলাকা স্থানান্তর করার জন্য আবেদন করতে হবে।
ভোটার এলাকা স্থানান্তর ফরম 13 পূরণ করে আবেদন করতে হয়। ভোটের এলাকা স্থানান্তর ফরম, নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে হবে।
এছাড়া আপনারা উপজেলা নির্বাচন অফিসের সামনে ফটোকপির দোকান গুলোতে ভোটের এলাকা স্থানান্তরের ফরম পেয়ে যাবেন। এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে, ভোটার এলাকা স্থানান্তর ফরম ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।
ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন ফরম পুরণ করার নিয়ম
ভোটার এলাকা স্থানান্তরের ফরম ১৩ সংগ্রহ করার পরে প্রথমে ভালোভাবে সেটি পড়তে হবে। তারপর ফরম পূরণ করার সহজ হবে। তো চলুন জেনে নেয়া যাক। ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন ফরম কিভাবে পূরণ করতে হয়। যেমন-
ভোটার এলাকা স্থানান্তরের ফরমের ১ নং ক্রমিকে আবেদনকারীর নাম বাংলাতে লিখতে হবে।
ফর্মে ২ নং ক্রোমিকে আবেদনকারের জাতীয় পরিচয় পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বর লিখতে হবে।
ফরমে ৩ নং ক্রোমিকে আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে।
ফর্মের ৪ নং ক্রোমিকে, আপনারা যে এলাকায় ভোটার ছিলেন সেই এলাকার নাম লিখতে হবে। বিশেষ করে ভোটার এলাকার বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
ফরমের ৫ নং ক্রমিকে আপনি যে ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করতে চান? সেই এলাকার পণ্য ঠিকানা লিখতে হবে। ভোটার এলাকার নাম এবং গ্রামের নাম দুটি আলাদা হতে পারে।
আপনার সঠিক ভোটার এলাকা কোনটি সে বিষয়ে জানা না থাকলে, ওয়ার্ড নম্বর এবং এলাকার জনপদানীদের কাছ থেকে আপনার সঠিক ভোটার এলাকা জেনে নিবেন। তাই আপনাকে সতর্কতা অবলম্বন করে ভোটার এলাকা স্থানান্তরের ফরমে পাঁচ নং ক্রমে সঠিকভাবে পূরণ করতে হবে।
ফর্মের ৬ নং ক্রোমিকে, বলা হবে 5 নং ক্রমিকে বর্ণিত ঠিকানায় আপনি কতদিন যাবত বসবাস করে আছেন। সেটি উল্লেখ করতে হবে।
হতে পারে, ৫ নং ক্রমিকের ঠিকানা আপনার জন্মস্থান। সেখানে আপনি এক বছর বা তিন বছর যাবৎ বসবাস করছেন। সেটি উল্লেখ করে দিবেন।
ফর্মের ৭ নং ক্রমিকে বলা আছে আপনি কেন? ভোটার এলাকা স্থানান্তর করতে চাচ্ছেন। এক্ষেত্রে, মানুষের আলাদা আলাদা কারণ হতে পারে যেমন বৈবাহিক সূত্রে স্বামীর ঠিকানায় বসবাস করছে, অস্থায়ী ঠিকানায় ভোটার হওয়ার ফলে এখন স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান? এরকম আরো বিভিন্ন কারণ হতে পারে যা আপনারা উল্লেখ করে দিবেন।
তারপর ফর্মে থাকা পেছনের পাতায় আবেদনকারীর স্বাক্ষর, পূর্ণ নাম, ভোটার আইডি কার্ডের ফটোকপি যুক্ত করে, জমা দিতে হবে উপজেলা নির্বাচন অফিসে।
আরও পড়ুনঃ
- স্টুডেন্টদের অনলাইন আয় করার উপায় : ছাত্র জীবনে কত টাকা আয় করা যায়।
- জনতা ব্যাংক লোন প্রকল্প সম্পর্কে বিস্তারিত : জনতা ব্যাংক থেকে কত টাকা লোন নেওয়া যায়।
- বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে ? আমেরিকা বিমান ভাড়া কত?
ওপরে দেয়া পদক্ষেপ অনুযায়ী আপনারা ভোটার এলাকা স্থানান্তরের ফরম পূরণ করে, জমা দিতে পারবেন।
ভোটার এলাকা স্থানান্তর করতে যে সকল কাগজপত্র জমা দিতে হবে ?
আপনি যদি ভোটার এলাকা স্থানান্তর করতে চান তাহলে কি কি কাগজপত্র লাগবে? সে বিষয়ে জানার জন্য আমরা এখানে বিস্তারিত বলবো। তো চলুন আর সময় নষ্ট না করে, জেনে নেয়া যাক ভোটার এলাকা স্থানান্তর করতে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে। যেমন-
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা হলে মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়ন পত্র লাগবে।
- বাসা বাড়ির যেকোন একজন ব্যক্তির নামে থাকা বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল ইত্যাদি লাগবে।
- চৌকিদারি ট্যাক্স রশিদ, পৌর কর এর রশিদ, বাড়ি ভাড়ার রশিদ লাগবে।
- ভোটার এলাকা স্থানান্তর কার্ডের, অ্যানাডি কার্ডের ফটোকপি লাগবে।
আপনারা ভোটার এলাকা স্থানান্তর করতে চাইলে, উপরে দেয়া নিয়ম অনুযায়ী ভোটার এলাকা স্থানান্তরের ফরম পূরণ করে এই জাতীয় কাগজপত্র সংযুক্ত করে উপজেলা নির্বাচন অফিসে, জমা দিলে আপনার ভোটের এলাকা কয়েক দিনের মধ্যে স্থানান্তর করে নিতে পারবেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা ভোটার এলাকা স্থানান্তর করার করণীয় কি এবং ভোটার এলাকা স্থানান্তর করতে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে সে বিষয়ে জানতে চেয়েছিলেন।
তারা উপরে উল্লেখিত পদক্ষেপ অনুযায়ী এবং প্রয়োজনীয় কাগজগুলো সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিলেই দ্রুত সময়ের মধ্যে ভোটার এলাকা স্থানান্তর করে নিতে পারবেন।
এছাড়া জাতীয় পরিচয় পত্র/ ভোটার আইডি কার্ড সম্পর্কে আরো নতুন নতুন তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ।