রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফি পরিশোধের নিয়ম

রকেট অ্যাপ দিয়ে এন আইডি কার্ডের ফ্রি পরিশোধ করার নিয়ম সম্পর্কে যারা জানতে চান সঠিক একটি আর্টিকেলে অবস্থান করছেন।

বর্তমান সময়ে, এনআইডি কার্ড সংশোধন করার আবেদন করলে এবং ভোটার আইডি কার্ড উত্তোলন করার জন্য আবেদন করলে উভয় ক্ষেত্রে সরকারি ফি প্রদান করতে হয়।

রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফি পরিশোধের নিয়ম
রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফি পরিশোধের নিয়ম

আপনারা ফ্রিতে এনআইডি কার্ড সংশোধন বা উত্তোলন করতে পারবেন না। তাই রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফ্রি পরিশোধ করা অনেক সহজ।

কিন্তু এনআইডি কার্ড সংশোধন ফি বা রি-ইস্যু এর আবেদন ফি সবার জন্য সব সময় একই রকম থাকে না।

একাধিকবার আবেদন করার ফলে ফি পরিমাণ বৃদ্ধি পায়। আবার কিছু কিছু ক্ষেত্রে তথ্য সংশোধন এর জন্য কম পরিমাণে ফি পরিশোধ করতে হয়।

তো এনআইডি কার্ড সংশোধন বা রি ইস্যুর আবেদন করার পূর্বে অবশ্যই, ফি হিসাব করে জমা দেওয়া উচিত। আজকের এই পোস্টে, রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফি পরিশোধের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করো।

যার ফলে আপনারা নিজের রকেট অ্যাপস এর মাধ্যমে সহজেই এন আই ডি ফি পরিশোধ করতে পারবেন।

বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা নিজের রকেট একাউন্টের অ্যাপ ব্যবহার করে এনআইডি কার্ডের ফ্রি পরিশোধ করতে পারে না।

তাই যারা এ বিষয়ে সঠিক ধারণা পেতে চান? আমাদের লেখা ভার্টিক্যালটির শেষ পর্যন্ত পড়ুন।

রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফি পরিশোধের নিয়ম

আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যদি রকেট অ্যাপ থেকে থাকে। তবে নিচে দেওয়া আলোচনা অনুসরণ করে খুব সহজেই এন আই ডি সংশোধন ফি এবং এনআইডি রি ইস্যু ফ্রী পরিশোধ করতে পারবেন।

তো চলুন বিস্তারিত জেনে নেয়া যাক।

সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা রকেট অ্যাপ চালু করতে হবে। রকেট অ্যাপের ভিতরে Add Money, Mobile Recharge, Bill Pay নামে বিভিন্ন মেনু থাকবে। সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে ‘Bill Pay’ অপশনটি তারপর ক্লিক করতে হবে।

তারপর, পেজটি লোড হয়ে নিচে দেওয়া ছবির মতো একটি ইন্টারফেস আসবে।

উপরে থাকা ছবির মতো সার্চ বক্সে 1000 লিখে সার্চ করতে হবে। কারণ এন আই ডি ফি পেমেন্ট এর বিলার আইডি হচ্ছে 1000।

বিলার আইডি লেখার সঙ্গে সঙ্গে ‘EC Bangladesh’ নামে লেখাটি চলে আসবে। সে লেখার উপর ক্লিক করলে পুনরায় লোড হয়ে নিচে দেওয়া ছবির মত আসবে।

আপনারা সেপেজে দেখতে পারবেন বিলের আইডি লেখা রয়েছে, বিলের নাম লেখা রয়েছে, এন আই ডি নম্বর লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন টাইপ লেখা রয়েছে। আপনারা সেই এপ্লিকেশন টাইপ এ ক্লিক করে, 1,2,3,4 এই সংখ্যাগুলোর মধ্যে যেকোনো একটি লিখে দিবেন।

এক্ষেত্রে, প্রশ্ন হল অ্যাপ্লিকেশন টিপে 1 লিখলে কিসের আবেদন হয়, 2 লিখলে কিসের আবেদন হয়, 3 লিখলে কিসের আবেদন হয়, 4 লিখলে কিসের আবেদন হয়। আপনারা এ বিষয়গুলো জেনে নিয়ে তারপর বিল পরিশোধ করবেন।

সর্বশেষ Pay For নামে একটি অপশন দেখতে পারবেন সেখানে, ফ্রি পরিশোধ করার জন্য সেলফ / Self সিলেক্ট করবেন। এক্ষেত্রে যদি অন্যের বিপরিশোধ করেন সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করে দিবেন।

এই অপশনে আদার্স সিলেক্ট করার ফলে, আবেদনকারীর মোবাইল নাম্বার দেওয়ার জন্য অপশন চলে আসবে। সেখানে আবেদনকারীর মোবাইল নাম্বার টাইপ করে দিবেন।

তারপর সবশেষে ‘VALIDATE’ লেখা অপশনে ক্লিক করবেন। অতঃপর পেজটি লোড হয়ে, নিচে দেয়া ছবির মত ইন্টারফেস আসবে। যেমন-

আপনার আবেদনের ধরন অনুযায়ী কত টাকা ফি জমা দিতে হবে সেটি উপরে দেওয়া পেজের মত দেখাবে। আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন- ‘Bill Amount Tk 345 only’.

আপনি যখন বিল পরিশোধ করবেন তখন আপনার সামনেও এরকম দেখাবে। তারপর সরাসরি OK বাটনে ক্লিক করে দিবেন। তারপর পেজটি লোড হয়ে নিচে দেওয়া ছবিটির মতো ইন্টারফেস আসবে।

উত্তর পেজে আপনারা বিলার নেম দেখতে পারবেন, এনআইডি নম্বর দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন টাইপ, টাকার পরিমান ও যে নম্বর থেকে বিল পরিশোধ করছেন সেই মোবাইল নাম্বার।

সেখান থেকে রকেট একাউন্টের পিন নাম্বার যুক্ত করতে হবে। এরপরে রকেট আইকন এর ওপরে চেপে ধরতে হবে। তবে আপনার এনআইডি কার্ডের ফ্রি পরিশোধ হয়ে যাবে। তারপর পেজটি লোড হয়ে নিচে দেওয়া সবের মতো আসবে।

আপনারা ওপরে যে পেজটি দেখতে পারছেন, সেখানে বিল পরিশোধের বিস্তারিত তথ্য দেখানো হবে। আপনারা চাইলে এই ভাউচারটি সেভ করে রেখে দিতে পারেন।

বিশেষ করে, উপজেলা নির্বাচন অফিসে আবেদন জমা দেয়ার সাথে সংযুক্ত করে দিতে পারেন। সংশোধন করার জন্য, রি ইস্যু করার জন্য বা উত্তোলণ করার জন্য আবেদন করলে, নির্ধারিত ফি উল্লেখিত নিয়ম অনুযায়ী সহজেই রকেট একাউন্ট দিয়ে পরিশোধ করতে পারবেন।

শেষ কথাঃ

আশা করি আজকের এই আলোচনা অনুসরণ করে আপনারা রকেট অ্যাপ দিয়ে এনআইডি কার্ডের ফি পরিশোধের নিয়ম জেনে গেছেন।

এখন আপনার যদি এ বিষয়ে, আরো কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment