www কে আবিষ্কার করেন ?

www কে আবিষ্কার করেন : বর্তমানে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি। তারা একটি বিষয় লক্ষ্য করলে, দেখতে পারবো।

বিভিন্ন ব্রাউজার দিয়ে একটি ওয়েবসাইটে প্রবেশ করার পরে, উক্ত ওয়েবসাইটের নামের প্রথমে, www ব্যবহার করা হয়।

তবে আপনারা কি জানেন, উক্ত www ব্যবহার আসল কারণ কি। এছাড়া আপনাকে জানেন www কে আবিষ্কার করেন ?

আপনারা অনেকেই এই প্রশ্ন গুলোর উত্তর হয়তো জানেন না। তাই আজকের এই আর্টিকেলটি আপনার নজরে পড়ায় আপনি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেছেন।

www কে আবিষ্কার করেন ?
www কে আবিষ্কার করেন ?

তাই আমি আপনাকে www সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব, আমাদের লেখা আর্টিকেলটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। তো চলুন বিস্তারিত শুরু করা যাক।

www কে আবিষ্কার করেন ?

আমরা জানি, টিম বার্নার্স একজন ব্রিটিশ বিজ্ঞানের টিম ছিলেন। তিনি সর্বপ্রথম www আবিষ্কার করেন। টিম বার্নার্স ১৯৯০ সালে, www আবিষ্কার করেন।

সেই সময় থেকে এখন পর্যন্ত www এর ব্যবহার চলমান আছে। এই www কে সাধারণত World Wide Web বলা হয়।

যখন আপনারা কোন ওয়েব ব্রাউজার দিয়ে একটি ওয়েব সাইট ভিজিট করবেন। সেই সময় আপনি উক্ত ওয়েবসাইট এর নামের প্রথমে www লেখা দেখতে পারবেন।

কিন্তু এর মাধ্যমে ইন্টারনেট এর সঙ্গে একটি কম্পিউটারকে সংযুক্ত করা হয়। যা আপনি নিচে দেওয়া আলোচনা অনুসরণ করে জেনে নিতে পারবেন।

আমি আশা করব যে, www কে আবিষ্কার করেন। এই বিষয়ে সঠিক ধারণা পেয়ে গেছেন।

www এর পূর্ণরূপ কি ?

আপনারা উপরোক্ত আলোচনা তে, www কে আবিষ্কার করেন এবং কত সালে আবিষ্কার করেন, সে বিষয়ে জানতে পারলেন। তবে অনেকে প্রশ্ন করে থাকেন যে, তবে অনেকে প্রশ্ন করে থাকেন যে, www এর পূর্ণরূপ কি ?

আশা করি আপনারা এখান থেকেই www এর পূর্ণর সম্পর্কে জেনে নিতে পারবেন। তো www এর পূর্ণরূপ হচ্ছে- World Wide We.

সারা পৃথিবী ব্যাপী কম্পিউটার গুলোকে সংযুক্ত করার অন্যতম একটি নেটওয়ার্ক হচ্ছে- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে আপনার মনের যত গুলো প্রশ্ন রয়েছে। তার সবকিছু এখানে খুব সহজে খুঁজে পেয়ে যাবেন।

কারণ www এর মাধ্যমে, সারা পৃথিবীর যেকোনো তথ্য সহজেই খুঁজে পাওয়া যায়।

www বলতে কি বোঝায়?

উপরে উক্ত আলোচনায় আপনারা জেনে নিলেন, www কে আবিষ্কার করেন এবং www এর পূর্ণরূপ কি। কিন্তু এ বিষয়ে জানার পর অনেকে আরও প্রশ্ন করতে পারেন।

বিশেষ করে, www বলতে কি বুঝায় ? তো এ বিষয়ে আপনাকে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব।

আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, সেই সময় ইন্টারনেটের মাধ্যমে, একটি ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্রাউজার ব্যবহার করতে হয়।

আর যখন এই ধরনের ওয়েব ব্রাউজারের মাধ্যমে, কোন একটি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি। তখন সেই ওয়েবসাইট গুলো এক্সেস করার জন্য বিভিন্ন ধরনের প্রটোকল হয়।

আর যখন এই কাজ গুলো সম্পন্ন হয়ে যায়। তখন একজন ব্যবহারকারী সেই, ওয়েবসাইটের মধ্যে থাকা সকল তথ্য গুলো দেখতে পারেন।

একটি ওয়েবসাইট ভিজিট করার পর, সেখানে বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে। যেমন- টেক্সট, ইমেজ এছাড়া ভিডিও থাকতে পারে। কারণ যখন ওয়েব ব্রাউজারের মধ্যে একটি ওয়েবসাইটের যে প্রটোকল হয়।

তার মাধ্যমে আমরা সেই ওয়েবসাইট এর সকল তথ্য গুলোর লোকেশনের সাথে কানেক্ট হতে পারি। তারপর আমরা সেই ওয়েবসাইটের সকল তথ্য গুলো access করতে পারি।

যার ফলে, www কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়।

www কত সালে আবিষ্কৃত হয় ?

আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, www কে আবিষ্কার করেন? তো এখন এ বিষয়টি জানার পাশাপাশি আপনাকে জানতে হবে। www কত সালে আবিষ্কৃত হয়।

আমাদের জানামতে, www ১৯৮৯ সালের শেষের দিকে বলা যায় ১৯৯০ সালের শুরুতে www আবিষ্কৃত হয়।

সে সময়ে ১৭০০ বেশি বিজ্ঞানী একত্রিত হয়ে, বিশেষ একটি দল করেছিল। যারা বিশ্বের ১১০ টি দেশের মধ্যে বিস্তৃত ছিলেন।

আর সেই সময় তারা তাদের যোগাযোগ অক্ষুন্ন রাখতে চেয়েছিলেন বিধায়। তারা এই ধরনের (www) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন।

www এর কাজ কি ?

উপরোক্ত আলোচনা অনুসরণ করে, আপনারা www এর বিষয়ে অনেক তথ্য জানতে পারলেন। কিন্তু এখন মূল বিষয় হচ্ছে, www এর কাজ কি ?

তো আপনারা যারা এ বিষয়ে, জানতে চান? তাহলে আমি আপনাকে বলতে চাই, ইন্টারনেট ইউজারদের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ এবং বিনিময় করার জন্য www ব্যবহার করে থাকে।

যার মাধ্যমে আমরা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। খুব সহজে নিজেদের তথ্য গুলো আদান-প্রদান করার সুযোগ পায়।

তার পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে অন্য যে, কোন দেশের ওয়েবসাইট ভিজিট করার সুযোগ থাকে।

বিশেষ করে, আপনি যদি বাংলাদেশে থাকেন। তাহলে গুগল ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি ইন্ডিয়ায় থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি গুগল ব্যবহার করতে পারবেন।

তাই ইন্টারনেটে www এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যার মাধ্যমে আমরা সকল প্রকার তথ্য খুব সহজেই, নিজের কম্পিউটার ডিভাইস থেকে শুরু করে। স্মার্ট মোবাইল ফোন দিয়েও যেকোনো ওয়েব সাইট তথ্য সহজেই খুঁজে বের করতে পারি।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা অনলাইনে সার্চ করে, জানতে চান? www কি? www কে আবিষ্কার করেন? www এর পূর্ণরূপ কি / ফুল মিনিং কি ?

তাহলে আপনারা উপরোক্ত আলোচনা মনোযোগ সহকারে পড়লে, www সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

তো এ বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে ইন্টারনেট / ওয়েবসাইট সম্পর্কে অন্যান্য আর্টিকেল পড়তে চাইলে, নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top