অগ্রিম ছুটির জন্য আবেদন

আমাদের আজকের এই আর্টিকেলে, জানতে পারবেন অগ্রিম ছুটির জন্য আবেদন কিভাবে লিখতে হয়।

বিশেষ করে, অগ্রিম ছুটির আবেদন গুলো শিক্ষার্থীদের থেকে শুরু করে, সকল প্রকার চাকরিজীবীদের জন্য প্রয়োজন হয়।

তাই আপনি যদি বিস্তারিতভাবে ছুটির দরখাস্ত লিখতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেল শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

অগ্রিম ছুটির জন্য আবেদন
অগ্রিম ছুটির জন্য আবেদন

অগ্রিম ছুটির জন্য আবেদন কেন করতে হয়?

আপনি যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকেন। এবং কোন চাকরিজীবী হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার বিশেষ প্রয়োজনে যদি প্রতিষ্ঠানে না যেতে পারেন। সে ক্ষেত্রে অবশ্যই ছুটি নিতে হবে।

মোটকথা আপনার কোন সমস্যার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করতে চাইলে, প্রতিষ্ঠানের প্রধান, অফিসের বস, ম্যানেজার এছাড়া আরো অন্যান্যদের কাছে আবেদন করতে চাইলে আবেদনের নিয়ম সম্পর্কে বিস্তারিত, জানতে হবে।

আর আপনার সমস্যা যদি তো কারণে যদি প্রতিষ্ঠানে না যেতে পারেন। সে ক্ষেত্রে মূলত অগ্রিম ছুটির দরখাস্ত লিখতে হবে। আপনারা চাইলে বিভিন্ন সমস্যার কারণে অগ্রিম ছুটির আবেদন করতে পারবেন। যেমন-

  • পারিবারিক সমস্যার জন্য অগ্রিম ছুটি
  • ছেলে বা মেয়ের বিয়ে জনিত কারণে অগ্রিম ছুটি
  • আপনার শারীরিক অসুস্থতার কারণে অগ্রিম ছুটি ইত্যাদি

উপরোক্ত বিষয় গুলো ছাড়া আপনার আরো অন্যান্য সমস্যা থাকতে পারে, অগ্রিম ছুটি নেয়ার জন্য। সেটি আপনারা বিস্তারিতভাবে লিখতে পারবেন। আমাদের দেখানো নমুনা অনুযায়ী।

তাই আপনারা যারা লিখতে না পারেন তারা আমাদের নিচের অংশ থেকে, ছুটির দরখাস্ত লেখার নমুনা জেনে নিতে পারবেন।

অগ্রিম ছুটির জন্য আবেদন

তো অগ্রিম ছুটির দরখাস্ত লেখার জন্য আপনাকে অবশ্যই নিয়ম অনুযায়ী লিখতে হবে। কিভাবে আবেদন শুরু করবেন এবং কোথায় থেকে শুরু করবেন। কি বলে শেষ করবেন ইত্যাদি সংক্ষেপে জেনে নিন।

অগ্রিম ছুটির জন্য আবেদন করতে চাইলে, সর্বপ্রথম আপনাকে তারিখ দিয়ে শুরু করতে হবে। যেদিন আপনি আবেদন লিখবেন সেই তারিখটি উল্লেখ করতে হবে। তারপর আপনি যার কাছে আবেদন করছেন তার নাম, প্রতিষ্ঠানের নাম, বিষয়, তারপর জনাব/ মহোদয় লিখে আপনার সমস্যার বিষয়টি বর্ণনা করবেন।

লিখিতভাবে আপনার সমস্যা কি সেটি বিস্তারিত আলোচনা করতেই হবে। একটি সতীর দরখাস্তে, কি কি তথ্য যুক্ত করতে হয় সে বিষয়ে আপনারা একটু পরেই জেনে নিতে পারবেন।

আর এখনই আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। অগ্রিম ছুটির দরখাস্ত লেখার জন্য সর্বপ্রথম একটি সাদা কাগজের দরকার হবে। যার মধ্যে কোন মার্জিন বা রোলার ডট কালি ব্লক করা যাবে না। তার কারণ আবেদন মিডিল মার্জিন দেয়া হলে আবেদন গৃহীত হবে না।

তাই প্রথমত আপনার একটি সাদা কাগজ দরকার হবে। দরখাস্ত লেখার সময় লাইন সোজা রাখতে হবে বাম পাশে আধা ইঞ্চি বা এক ইঞ্চি ভাঁজ করতে পারবেন। আপনার লেখা লাইনগুলো উপরে থেকে নিচে সমান এবং বাম দিকে সমান থাকতে হবে।

আপনারা অগ্রিম ছুটির আবেদন লেখার সময় সতর্কতা অবলম্বন করে লিখতে হবে। বিশেষ করে আপনি বাম দিকে সমানভাবে ঘূর্ণায়মান হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনের লাইনটি বাঁকিয়ে না ফেলেন।

প্রয়োজন হলে আপনি এখানে ডান দিকে ভাগ করে, নিতে পারবেন তবে কিছুটা কম অংশ। এক্ষেত্রে আধা ইঞ্চি হলে ভালো হবে। আর আবেদনটি এমনভাবে লিখতে হবে যাতে করে, স্পষ্টভাবে পড়া যায়।

অগ্রিম ছুটির জন্য আবেদন লেখার নমুনা

তো আমি এখানে আপনাদের সুবিধার জন্য অগ্রিম ছুটির জন্য আবেদন করার একটি নমুনা প্রস্তুত করেছি। যা অনুসরণ করে আপনি যে কোন প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন।

তো শুরুতে আমি আপনাকে অগ্রিম ছুটির জন্য, বিভিন্ন অফিস থেকে কিভাবে ছুটি নিতে হয়। সে বিষয়ে একটি নমুনা দেখাচ্ছি।

তারিখঃ ১৯/০৫/২০২৩ ইং

বরাবর,

পদবীর নাম

অফিসের নাম

অফিসের ঠিকানা

বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন। 

মহোদয়,

যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী, কম্পিউটার অপারেটর হিসেবে আপনার প্রতিষ্ঠানে কর্মরত। এখানে অফিসের নাম লিখবেন, অফিসের ঠিকানা লিখবেন। ১৯/০৫/২০২৩ ইং তারিখে আমার ছোটবোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে ১৯/০৫/২০২৩ ইং তারিখ হতে ২১/০৫/২০২৩ ইং মোট ০৩ (তিন) দিনের ছুটি প্রয়োজন।

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, উপরে উল্লেখিত অগ্রিম ছুটির জন্য, ছুটি মঞ্জরে বাধিত করবেন।

নিবেদক

(আপনার সম্পূর্ণ নাম লিখবেন)

পদের নাম লিখবেন

অফিসার নাম লিখবেন

অফিসের ঠিকানা নাম লিখবেন।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে অগ্রিম ছুটির জন্য আবেদন যেভাবে করতে হয়। সে বিষয়ে নমুনা দেখে।

তারিখঃ ১৯/০৫/২০২৩ ইং

বরাবর

প্রধান শিক্ষক

এখানে বিদ্যালয়ের/ স্কুলের নাম লিখবেন।

বিদ্যালয়ের ঠিকানার নাম লিখবেন।

বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন। 

জনাব,

বিনীত নিবেদন এই যে আমি আপনার স্কুলের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ ছাত্র। আমার বড় বোনের বিবাহ ২১/০৫/২০২৩ ইং তারিখে। বিয়ের আগে এবং পরে পরিবারের সদস্যদের সাথে আনন্দ বিনোদন এবং আনুষ্ঠানিকতায় অংশ নিতে,  ১৯/০৫/২০২৩ ইং হতে ২১/০৫/২০২৩ ইং পর্যন্ত তিন দিনের ছুটি নেয়া একান্ত প্রয়োজন।

অতএব, আমাদের কাছে আকুল প্রার্থনা এই যে, আমার বড় বোনের বিবাহ উপলক্ষে আমাকে ছুটি দেওয়ার অনুমতি প্রদান করিবেন। এতে আপনার সু-আজ্ঞা হয়।

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

এখানে আপনার নাম লিখবেন

রোল নাম্বারঃ ১১

শ্রেণীঃ দশম

শেষ কথাঃ

আপনারা যারা অগ্রিম ছুটির জন্য আবেদন কিভাবে লিখতে হয় সে বিষয়ে, জানতে চান? তাহলে আমাদের ওপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, খুব সহজেই আপনার প্রতিষ্ঠান থেকে ছুটি মঞ্জুর করে নিতে পারবেন।

অগ্রিম ছুটির বিষয়ে, আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top