হুমকির জিডি করার নিয়ম

হুমকির জিডি করার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেলে পরিষ্কার ভাবে জানিয়ে দেয়া হবে। আপনাকে হঠাৎ করে, কেউ যদি হুমকি দিয়ে ভয় দেখিয়ে থাকে। আর আপনি যদি এ বিষয়ে দুশ্চিন্তায় থাকেন। বিশেষ করে, একা একা রাস্তায় চলাফেরা করতে ভয় পান।

এক্ষেত্রে, আপনি নিজের পরিবারকে খুব বেশি ভালোবাসেন। তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিবারকে কোন কিছু না জানিয়ে। এই বিষয়টি সমাধান করতে। তার জন্য আপনি পুলিশের শরণাপন্ন হতে চান।

হুমকির জিডি করার নিয়ম
হুমকির জিডি করার নিয়ম

তো আপনারা কিভাবে, হুমকির বিপক্ষে সাধারণ ডায়েরি বা জিডি করতে পারবেন। সে বিষয়ে আমরা এখন আপনাকে জানিয়ে দেবো।

এবং একটি ফরম্যাট আপনাদের দেখাবো। যে ফরমেট অনুযায়ী আপনারা হুমকির জিডি সম্পন্ন করে, থানায় সাবমিট করতে পারবেন।

তো আপনারা যারা হুমকির জিডি করার নিয়ম জানতে চান? তারা আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন।

হুমকি দিলে জিডি করবেন কিভাবে ?

আপনাকে যদি কোন ব্যক্তি কোন কারনে, হুমকি দিয়ে থাকে। তাহলে জিডি কিভাবে করব, এই প্রশ্ন অনেকেই করেন।

আপনি কি সাধারণ ডায়রি এর আগে কখনো করেছেন। তাহলে অবশ্যই আপনি জানবেন। আপনার সাধারন ডায়েরি কিভাবে করতে হবে।

হুমকির যে সাধারণ ডায়েরি সেটি ঠিক একই রকম হবে। কিন্তু আপনাকে শুধু ঘটনাটি আলাদা ভাবে বর্ণনা করতে হবে।

কারণ সবার ঘটনায় কিন্তু একরকম নয়। কারো জমি সংক্রান্ত বিবাদ হতে পারে, আবার কারো টাকা পয়সা নিয়ে বিবাদ হতে পারে। তাই হুমকির যদি নমুনা ঠিক রেখে শুধু বিভাগের ঘটনা আলাদা ভাবে লিখতে হবে।

জিডি পরম পিডিএফ ফাইল ডাউনলোড

আপনি যদি ফর্ম সংগ্রহ করতে চান? তারা আমাদের এই আর্টিকেল থেকে পিডিএফ ফাইল আকারে জিডিফর্ম সংগ্রহ করতে পারবেন।

আপনারা যারা জিডি ফর্ম সংগ্রহ করতে চান? তারা আমাদের এই আর্টিকেল মনোযোগ সহকারে পড়ে, একটি লিংকে ক্লিক করলে। খুব সহজেই পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারবেন।

অনলাইনে থানায় জিডি করার নিয়ম

বর্তমান সময়ে আপনারা অনলাইনের মাধ্যমে থানায় জিডি করতে পারবেন। বিশেষ করে আগের সময়গুলোতে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে, থানায় জিডি করা সম্ভব ছিল।

কিন্তু এখন অফলাইনের পাশাপাশি আপনারা খুব সহজে অনলাইনের থানায় জিডি করার সুবিধা ভোগ করতে পারবেন। আপনারা কিভাবে অনলাইনে থানায় জিডি করবেন।

সে বিষয়ে আমরা পরবর্তী একটি আর্টিকেলে জানিয়ে দেবো। তবে আজকের এই আর্টিকেলে শুধুমাত্র অফলাইনে কিভাবে থানায় জিডি করতে হয়। সেই নমুনাটি আপনাকে জানিয়ে দেবো।

যে অফলাইনের জিডি আপনি নিজের ঘরে বসেই সম্পন্ন করতে পারবেন। এবং থানায় জমা দিয়ে ডিজি এন্ট্রি করে নিতে পারবেন।

হুমকির জিডি করার নিয়ম (নমুনা)

বর্তমান সময়ে খুব সহজেই যে কোন জিডি থানায় করা যায়। এবং আপনার যদি আমাদের দেওয়া হুমকির জিডি করার নিয়ম অনুসরণ করেন।

তাহলে, খুব সহজেই থানায় জিডি সাবমিট করে, নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন।

তাই চলুন আর দেরি না করে, জেনে নেয়া যাক। জিডি করার নমুনা সম্পর্কে বিস্তারিত।

জিডি করার নমুনা কপি

তারিখ : ০৩/০৫/২০২৩ ইং

বরাবর

অফিসার ইনচার্জ / ভারপ্রাপ্ত কর্মকর্তা

আপনাদের থানার নাম

থানা ঠিকানা।

বিষয়ঃ হুমকির জন্য সাধারণ ডায়েরি করার আবেদন।

মহোদয়/মহাত্মা/জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি এলাকার সাধারণ একজন নাগরিক। আমার নাম মোঃ/ মোছাঃ (এখানে আপনার নাম লিখবেন), পিতার নামঃ মোঃ/ মৃত. (আপনার পিতার নাম লিখবেন)। আমরা অত্র এলাকাতে বেশ সুনাম এর সাথে বসবাস করে যাচ্ছি। আমি পেশায় একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। কিন্তু হঠাৎ করে ছোট একটি বিষয় নিয়ে আমার পাশের জম এর মালিকের সাথে বিবাদ হয়। বিবাদের দিন সামান্য কিছু হলেও পরবর্তী সময়ে সে ব্যক্তি আমাকে সরাসরি প্রাণ নাসের হুমকি দেয়। এমতাবস্থায়, আমি বেশ চিন্তিত আছি এবং আমি আমার পরিবারকে খুব বেশি ভালবাসি যার ফলে আমার পরিবারের কোনো সদস্যকে এ বিষয়টি অবগত করেনি। আমি চাই আপনাদের মাধ্যমে একটি সঠিক সমাধান হোক। যে ব্যক্তি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে তার নাম হচ্ছে, (যিনি আপনাকে হুমকি দিচ্ছে তার নাম ও বয়স উল্লেখ করবেন। পিতার নাম উল্লেখ করবেন। এবং ঠিকানা উল্লেখ করবেন)।

অতএব, উপরের উল্লিখিত বিষয়ে সুবিবেচনায় এনে আমাকে একটি সৎ বিচার দেওয়ার মাধ্যমে, আমাকে হুমকি থেকে নিশ্চিন্ত করার জন্য আপনার কাছে সুবিনয় প্রার্থনা করছি। tracking code: 660839

নিবেদক

আবেদনকারীর নাম লিখবেন

আবেদনকারীর ঠিকান

আবেদনকারীর মোবাইল নাম্বার

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন সমস্যায় বিবাদে জড়িয়ে পড়েন। তখন যদি আপনাকে কেউ হুমকি দিয়ে থাকে। তাহলে সেই হুমকির জন্য আপনারা থানায় জিডি করতে পারবেন।

আর কিভাবে থানায় জিডি করতে হয়। সে বিষয়ে আমরা হুমকির জিডি করার নিয়ম নমুনা প্রস্তুত করেছি। যা অনুসরণ করে আপনারা খুব সহজেই জিডি প্রস্তুত করে, থানায় সাবমিট করতে পারবেন।

হুমকির জিডি করার নিয়ম সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের। জিডি সংক্রান্ত আপডেট তথ্য পেতে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top