থাইল্যান্ড ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে, আমাদের এই ওয়েবসাইটের লেখা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
কারণ আমরা এখানে থাইল্যান্ড ভিসা আবেদন করার সঠিক প্রক্রিয়ার সম্পর্কে জানিয়ে দেব।
আমাদের বাংলাদেশ থেকে ভ্রমণ প্রেমীরা থাইল্যান্ড দেশকে বেছে নিয়ে থাকেন। যারা নতুন নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা হানিমুন করার জন্য থাইল্যান্ড দেশকে বেছে নেন।

তাই আপনি যদি থাইল্যান্ড ভিসা আবেদন করতে চান? অবশ্যই এ বিষয়ে সঠিক ধারণা থাকতে হবে। তাই চলুন থাইল্যান্ড ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যায়।
থাইল্যান্ড ভিসা
বর্তমান সময়ে থাইল্যান্ড টুরিস্ট ভিসা সাধারণত সিঙ্গেল এন্ট্রি তিন মাস এবং মাল্টিপল এন্ট্রি ছয় মাস মেয়াদে প্রদান করা হয়। এই ভিসাতে প্রতি এন্ট্রি তে থাইল্যান্ডে আপনি সর্বোচ্চ দুই মাস অবস্থান করতে পারবেন।
আগের সময়ে ডাবল এন্ট্রি ছয় মাসের ভিসা প্রদান করা হতো এখন সেটি আর প্রদান করা হয় না। আপনি যদি থাইল্যান্ড যেতে চান?
তাহলে, টুরিস্ট ভিসার পাশাপাশি থাইল্যান্ড, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসাকেটা করি সংগ্রহ করতে পারবে।
থাইল্যান্ড ভিসা প্রসেসিং নিজে করবেন নাকি এজেন্সি দিয়ে করাবেন?
আপনি যদি থাইল্যান্ড ভিসা নিজে নিজে করতে চান? তাহলে অল্প টাকার মধ্যে করতে পারবেন। আবার যদি নিজে থাইল্যান্ড ভিসা করার ঝামেলা না নিতে চান?
তাহলে ভালো একটি এজেন্সির মাধ্যমে করিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি থাইল্যান্ড ভিসা প্রসেসিং নিজে করবেন নাকি এজেন্সি দিয়ে করাবেন।
থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
বাংলাদেশ থেকে থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে। তো থাইল্যান্ড তড়িৎ ভিসা আবেদনের জন্য প্রথম ধাপ হলো কাগজপত্র সংগ্রহ করা।
তাই চলুন জেনে নেয়া যাক। খাইলেন ভিসার জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগতে পারে। যেমন-
- থাইল্যান্ড ভিসা আবেদনের ফরম।
- বৈধ পাসপোর্ট।
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
- ব্যাংক স্টেটমেন্ট।
- কাজের প্রমাণ পত্র।
- ভিসা রিকুয়েস্ট লেটার পত্র।
- এয়ার টিকেট বুকিং।
- হোটেল বুকিং।
- ভ্রমণ পরিকল্পনা।
- পাসপোর্ট এর ডাটা পেজের ফটোকপি।
- জাতীয় পরিচয় পত্র।
- বিবাহিত হলে কাবিননামা।
- ১৮ বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র।
এ সকল কাগজপত্র আপনাকে অবশ্যই ইংরেজিতে সংগ্রহ করতে হবে। কোন ডকুমেন্ট যদি বাংলায় থাকে সেক্ষেত্রে আপনি ইংরেজিতে নোটারি করে নিতে পারবেন।
থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদন ফরম পুরন
আপনারা উপরে দেয়া সকল কাগজপত্র সংরক্ষণ করার পরে থাইল্যান্ড টুরিস্ট ভিসার জন্য আবেদন ফরম পূরণ করতে পারবেন। থাইল্যান্ড ভিসা আবেদন ফরমের সংক্ষিপ্ত কিছু তথ্য পূরণ করতে হয়।
থাইল্যান্ড ভিসা আবেদন ফরম সংগ্রহ করতে আপনারা থাইল্যান্ড ভিসা ফর্ম প্রবেশ করে, পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন।
থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদন ফরম পূরণ করার জন্য নিচে দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করুন।
বেসিক তথ্য পাসপোর্ট দেখে দেখে ভালোভাবে পূরণ করুন।
Countries for which travel document is valid ওখানে আপনার পাসপোর্ট অনুযায়ী সঠিকভাবে পূরণ করুন।
Proposed Address in Thailand যেকোনো একটি হোটেলে তথ্য দিতে হবে। আপনি হোটেল বুকিং দিলে সেটির তথ্য যুক্ত করে দিবেন।
Name and Address of Local Guarantor এই অপনে ভালো করে চিনে এবং জানে এমন কারো নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার যুক্ত করবেন।
Name and Address of Guarantor in Thailand এই অপশনে, থাইল্যান্ডে আপনার যদি কোন পরিচিত ব্যক্তি থাকে তাহলে তার যাবতীয় তথ্য এখানে সংযুক্ত করতে হবে।
- Date of Arrival in Thailand.
- Traveling by.
- Flight No, or Vessel Name.
এই অপশন গুলোতে আপনার এয়ার টিকিট বুকিং অনুযায়ী তথ্য পূরণ করুন।
Duration of Proposed Stay অপশনে আপনি কয়দিনের জন্য যাচ্ছেন তার তারিখটি নির্দিষ্ট করুন।
উপরে থাকা তথ্য গুলো সঠিকভাবে পূরণ করতে, পারলেই আপনি থাইল্যান্ড ভিসা আবেদন ফরম, থাইল্যান্ড দূতাবাসে জমা দিয়ে ভিসা প্রসেসিং শুরু করতে পারবেন।
শেষ কথাঃ
আপনি যদি থাইল্যান্ড টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান? এছাড়া আরো অন্যান্য প্রয়োজনে ভিসা ক্যাটাগরি আবেদন করতে চান?
তাহলে একই ফর্মে একই নিয়মে আবেদন ফরম পূরণ করে, থাইল্যান্ডের দূতাবাসে ওপরের আলোচনায় যে কাগজপত্র সম্পর্কে বলা হয়েছে, সেগুলো সংগ্রহ করে, আবেদন ফরম সহ জমা দিলেই, আপনার ভিসা কার্যক্রম/ প্রসেসিং শুরু হবে।
এছাড়া থাইল্যান্ড ভিসার জন্য আবেদন করার নিয়ম সম্পর্কে আপনার যদি আরো কোন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ…