পার্সোনাল লোন কিভাবে নিবেন ?

পার্সোনাল লোন : বর্তমান সময়ে, আমাদের কখনো না কখনো ব্যক্তিগত প্রয়োজনে বা আর্থিক সংকটে থাকা অবস্থায়। বিভিন্ন ব্যাংক থেকে লোন গ্রহন করতে হয়।

তো আমাদের প্রয়োজনের তুলনায় বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন খাতে লোন গ্রহন করে থাকি বিশেষ করে, গৃহঋণ, গাড়ি ক্রয় ঋণ এ ছাড়া আরও ব্যক্তিগত অন্যান্য কারণে আমরা পার্সোনাল লোন গ্রহণ করে থাকি।

পার্সোনাল লোন কিভাবে নিবেন ?
পার্সোনাল লোন কিভাবে নিবেন ?

আমাদের বাংলাদেশের ব্যাঙ্গালোর শহর শর্তে, পার্সোনাল লোনগুলো প্রদান করা থাকে। সাধারণত ব্যক্তির বার্ষিক ইনকামের উপর তাকে কত টাকা ঋণ প্রদান করা হবে সেটি নির্ভর করে থাকে।

মানে প্রতি মাসে ঋণ পরিশোধের ক্ষমতা নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় কত? তার ওপর নির্ভর করে তাকে পার্সোনাল লোন প্রদান করা হয়।

কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো অন্যান্য প্রয়োজনের তুলনায় পার্সোনাল লোনের সুদের হার একটু বেশি। পার্সোনাল লোন বিভিন্ন উদ্দেশ্যে নেয়া হয়।

বিশেষ করে, অনেকেই আছে জরুরি চিকিৎসার জন্য, বিদেশ ভ্রমণের জন্য, বিবাহের খরচ মেটানোর জন্য এছাড়া আরো অন্যান্য কারণে পার্সোনাল লোন গ্রহণ করে থাকে।

আপনি যদি পার্সোনাল লোন কিভাবে নিবেন। জানতে চান তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

পার্সোনাল লোন কি?

বাংলাদেশের কোন ব্যাংক থেকে জরুরি প্রয়োজনে বা কোন কাজের উদ্দেশ্যে চেক বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যে, লোন গ্রহণ করা হয়। তাকে পার্সোনাল লোন বলা হয়।

পার্সোনাল লোন আপনার বর্তমান আর্থিক চাহিদা মেটাতে সহায়তা করবে। পার্সোনাল লোন নেওয়ার সময় সাধারণত কোন সুরক্ষা বা জামানত রাখার প্রয়োজন পড়ে না।

যে কেউ চাইলে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট হতে পার্সোনাল লোন নিতে পারবে, এবং নিজের ইচ্ছায় খরচ করতে পারবে।

এই পার্সোনাল লোনের সুদের হার অন্যান্য লোনের থেকে একটু বেশি। কারণ এই লোনের কোন গ্যারান্টার লাগেনা।

সাধারণত আপনি যদি পার্সোনাল লোন নিতে চান? সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে ১১% থেকে ১৬% সুদের হার হিসেবে পরিশোধ করতে হবে।

তো চলুন, আমি আপনাকে বিভিন্ন ব্যাংকের পার্সোনাল লোন নেওয়ার সুদের হার সম্পর্কে জানিয়ে দিচ্ছি।

কোন ব্যাংকের সুদের হার কত ?

আপনার যখন কোন নির্দিষ্ট ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে যাবেন তখন আগে অবশ্যই কোন ব্যাংক কত শতকরা সুদ গ্রহণ করছে। সেটি যাচািই করে নিবেন।

তার কারণ যে ব্যাংকে সুদের হার কম সাধারণত গ্রাহকরা সেই ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে আগ হয়ে থাকে।

তো চলুন আমরা এখন আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি কোন ব্যাংকের সুদের হার কত।

  • সিটি ব্যাংক সুদের হার ১৩%
  • ব্যাংক এশিয়ায় সুদের হার ১০%-১৩%
  • এক্সিম ব্যাংক সুদের হার ১৩% থেকে ১৬%
  • আইএফআইসি ব্যাংক সুদের হার ১৩% থেকে ১৬%
  • ওয়ান ব্যাংক সুদের হার ১১% থেকে ১৫%
  • প্রাইম ব্যাংক সুদের হার ১৩%
  • ব্র্যাক ব্যাংক ও ঢাকা ব্যাংক সুদের হার ১১% থেকে ১৪%
  • ডাচ্–বাংলা সুদের হার ১০% থেকে সাড়ে ১৩% শতাংশ
  • ইস্টার্ন ব্যাংক সুদের হার ১০% হতে ১১%

তো আপনার পছন্দমত যে, কোন একটি ব্যাংক শাখা বেছে নিয়ে। সেখান থেকে পার্সোনাল লোন গ্রহণ করতে পারেন।

কি কি খাতে পার্সোনাল লোন নেওয়া যায়

তো আপনি যদি কোন নির্দিষ্ট ব্যাংক থেকে পার্সোনাল নিতে চান? তাহলে আপনার যে খাতে লোন নিতে পারবেন।

সেগুলো হচ্ছে-

  • চিকিৎসার খাতে
  • বাড়ি মেরামত খাতে
  • কোন দামে পন্য ক্রয় খাতে
  • ব্যবসার মূলধন যোগান খাতে
  • ক্রেডিট কার্ডের খাতে
  • বিয়ের খরচ মেটানোর হাতে

আপনারা চাইলে, উপরোক্ত খাত অনুযায়ী বিভিন্ন ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহন করতে পারবেন।

পার্সোনাল লোন পেতে হলে কি কি যোগ্যতা লাগবে ?

আপনি যদি পার্সোনাল লোন নিতে চান? তাহলে, ব্যাংকের দেওয়া প্রয়োজন এর কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে।

বিশেষ করে আপনি যদি কোন ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান? তাহলে আপনার বয়স নূন্যতম ২১ বছর হতে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।

আর যারা পার্সোনাল লোন নিতে চান, তাদের মাসিক ইনকাম থাকতে হবে। যার কাগজপত্র ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

তো বিভিন্ন ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চাইলে যে, কাগজপত্র গুলো লাগবে।

সেগুলো হচ্ছে-

  • জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
  • চাকরিজীবী হলে আইডি কার্ড।
  • আগে যদি কোন ব্যাংক থেকে লোন গ্রহন করে থাকেন। সেই ব্যাংকের বিবরণী থাকতে হবে।
  • অন্তত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ক্লিয়ার থাকতে হবে।
  • বিগত মাসের স্যালারি স্লিপ থাকতে হবে।
  • ঋণ গ্রহণের জন্য জামিনদার বা গ্যারান্টি লাগবে।
  • ঋণ আবেদনকারীর এবং গ্যারান্টারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
  • ঋণ আবেদনপত্রে আবেদনকারী স্বাক্ষর থাকতে হবে।
  • বাড়ির যে কোন বিলের কাগজ থাকতে হবে।
  • ইটিন কপি থাকতে হবে।
  • চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি একাউন্ট থাকতে হবে।
  • চাকরিজীবীদের নিয়োগপত্র এবং পে স্লিপ থাকতে হবে।
  • আবেদনকারী যদি বাড়ির মালিক হয়ে থাকে তাহলে বাড়ির দলিল। ভাড়াটিয়া হলে বাসা ভাড়ার রশিদ থাকতে হবে।
  • ব্যবসায়দের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে।

তো আপনারা উপরোক্ত কাগজপত্র সংগ্রহ করে, খুব সহজেই বিভিন্ন ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহণ করতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন প্রয়োজনে পার্সোনাল লোন নিতে চান? তারা উপরোক্তর রিকোয়ারমেন্ট গুলো পূরণ করে, খুব সহজে ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন।

আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর বিশেষ করে, আপনার বন্ধুবান্ধব যারা বিভিন্ন ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার উপায় খুঁজে থাকে।

তাদেরকে এ আর্টিকেলটি পড়ার জন্য একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top