বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে যে, কোন ওয়েবসাইট তৈরি করা যায়।
যখন অনলাইন কাজের জন্য বলা হয় যে, ব্লগিং তখন চলে আসে ওয়ার্ডপ্রেস ব্যবহারের কথা।
আর সেই ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম ব্যবহার করে, আমরা ওয়েবসাইট তৈরি করে, অনেক লাভজনক হচ্ছি।
কারণ ওয়ার্ডপ্রেস ব্যবহার করার সুবিধা অনেক। এখানে জটিল জটিল কাজ প্লাগিন এর মাধ্যমে সমাধান করা যায়।
ওয়ার্ডপ্রেস কি এবং কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়, এই বিষয়ে আমাদের সাইটে আর্টিকেল পাবলিশ করা আছে।
আপনি চাইলে সেই আর্টিকেল পড়ে অল্প সময়ের মধ্যে একটি সাইট তৈরি করতে পারবেন।
আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করেন। তাহলে সেখানে আলাদা ভাবে বিভিন্ন ধরণের প্লাগিন যুক্ত করতে পারবেন কাজ করার স্বার্থে।
বর্তমান সময়ে যেমন- এসইও এর সাথে জরিত ফাংশন, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট প্রমোটেশন।
এছাড়া আরো অন্যান্য বিভিন্ন ফাংশন আছে যেগুলোর কথা আপনি ভাবতে পারেন। সেই সকল প্লাগিন আপনি ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে যোগ করতে পারবেন।
আর উক্ত প্লাগিন গুলোর সুবিধা যেহেতু পাওয়া যায় তাই প্রফেশনাল ব্লগার’রা উক্ত ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম ব্যবহার করে ব্লগিং শুরু করে।
আমাদের এই পোস্টে আপনার সুবিধার জন্য জানাবো, ব্লগারদের জন্য ৫ টি গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগিন সম্পর্কে।
আপনি যদি উক্ত প্লাগিন গুলো ব্যবহার করেন। তাহলে ব্লগিং করার ক্ষেত্রে আপনার কাজ করা অনেক সহজ হয়ে যাবে।
উক্ত বিষয়ে সঠিক তথ্য জানতে নিচে দেওয়া লেখা গুলো শেষ পর্যন্ত পড়ুন।
আরো দেখুনঃ
- 20 মিনিটে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করুন। পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস গাইড
- ব্লগিং কি? ব্লগিং করতে এই 31 টি বিষয় আপনাকে জানতেই হবে
ব্লগারদের জন্য ৫ টি গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগিন
আপনি যদি ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম ব্যবহার করে ওয়েবাইট বা ব্লগ তৈরি করেন।
সেক্ষেত্রে আগে থেকেই আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে প্রায় ৫৫ হাজার প্লাগিন পেয়ে যাবেন।
আর সেগুলো আপনার কাজের জন্য ব্যবহার করতে পারবেন।
কিন্তু এত বড় সংখ্যার প্লাগিন গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনয়ি প্লাগিন গুলো বেছে নেওয়া একটি কঠিন কাজের মধ্যে পড়ে যায়।
তবে এসইও, ওয়েবসাইট স্পিড, ব্রেকাআপ বা সোশ্যাল মিডিয়া নিয়ে কিছূ প্লাগিন এর বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকে।
তো চলুন জেনে নেওয়া যাক ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ডপ্রেস প্লাগিন এর বিষয়ে।
১। WordPress – Yoast seo plugin
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন। তাহলে ব্লগিং এর জন্য অন পেজ এসইও অপটিমাইজেশন কতটা জরুরী সেই বিষয়ে জানেন।
এই জন্য অন পেজ এসইও কি? এই ব্যাপারে আমাদের ওয়েবসাইটে আপর্টিকেল পাবশিল করা আছে। আপনি চাইলে সম্পুন্ন পড়ে নিতে পারেন।
অন পেজ এসইও সার্চ ইঞ্জিন এর এমন একটি ভাগ। যেখানে আমাদের ওয়েবসাইট বা ব্লগে লিখা আর্টিকেল গুলো বিভিন্ন মাধ্যমে অপটিমাইজ করতে হয়।
আর অন পেজ এইও এর মাধ্যমে আমাদের সাইটের আর্টিকেল গুলো সার্চ ইঞ্জিনে রেঙ্ক করাতে পারি।
আর তাই আপনি যদি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ব্লগিং করেন। তাহলে আপনার Yoast Seo Plugin অনেক গুরুত্বপূর্ণ।
এটির মাধ্যমে আপনি জানতে পারবেন, এসইও এর সাথে জরিত প্রয়োজনীয় তথ্য গুলো। যেমন- কিওয়ার্ড ব্যবহার, টাইটেল এবং Description সঠিক হয়েছি কি না।
আরো পড়ুনঃ অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়
এছাড়া, কিওয়ার্ড গুলো কতবার আর্টিকেলে ব্যবহার করা হয়েছে এবং কতটুকু ব্যবহার করার প্রয়োজন সেটিও জেনে নিতে পারবেন।
এসইও করা, ছাড়াও আপনার লেখা কনটেন্ট কতটা ভালো করে লিখেছেন, সিটিও জেনে নিতে পারবেন।
এর মানে হলো- আপনি যে, আর্টিকেল লিখছেন এটি সহজ ভাবে পড়ার যোগ্য কিনা সেটিও জেনে নেওয়া যায়।
উক্ত আর্টিকেল লেখার জন্য সকল বিষয় জেনে নিতে পারবেন, উক্ত প্লাগিন ব্যবহার করে। এটি আপনি সহজেই ডাউনলোড করে আপনার ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারবেন।
আরো দেখুনঃ
২। WordPress – Autoptimize Plugin
আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন। তাহলে নিজের সাইট সব সময় অপটিমাইজ করে রাখুন।
এতে করে আপনার ওয়েবসাইট অনেক দ্রুত ও ফাস্ট কাজ করতে পারবেন।
এছাড়া, গুগল সার্চের হিসেবে আপনার সাইট যতটা দ্রুত ভাবে লোড হবে। ততটা সাইট কনটেন্ট রেংকিং ভালো থাকবে।
তার জন্য, গুগল সার্চে নিজের ব্লগকে রেঙ্কিং ভালো রাখতে চাইল, ওয়েবসাইট লোডিং স্পিড নিয়ে আপনাকে অপশ্যই কাজ করতে হবে।
এই জন্যে, Autoptimize ওয়ার্ডপ্রেস প্লাগিন আপনার অনেক জরুরী কাজে আসবে। আমরা সবাই জানি, এই প্লাগিন অনেক জনপ্রিয় এটি কিন্তু প্রমাণিত।
উক্ত প্লাগিন এর মাধ্যমে আপনার ওয়েবসাইট স্পিড এর জন্য অপটিমাইজ করতে পারবেন।
এছাড়া, HTML, JavaScript, CSS গুলো অপটিমাইজ করে সেগুলো হালকা রাখতে পারবেন। এবং ফাইল Compression, অপটিমাইজ গুগল ফন্ট এর ফাংশন আপনার ওয়েবসাইটে অধিক হালা করে দিতে সহায়তা করে।
তাই আপনি ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে অটোঅপটিমাইজ প্লাগিন ব্যবহার করে লাভজনক হতে পারবেন।
৩। WordPress – Sucuri security Plugin
আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন। তাহলে সেখানে, বিভিন্ন ধরণের Malware, ভাইরাস ইত্যাদি গুলো আক্রমণ করতে পারে অনেক সময়।
তাই আপনার সাইট অনেক সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া প্রতিদিন কিছু অটো Bots এর মাধ্যমে ওয়ের্ডপ্রেস সাইট গুলেঅ লগইন করার চেষ্টা করে থাকে।
এই জন্য আপনি উক্ত প্লাগিন ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন।
৪। WordPress – Google xml sitemap Plugin
Google xml sitemap প্লাগিন হলো- একটি গুরুত্বপূর্ণ এসইও প্লাগিন।
উক্ত প্লাগিন এর মাধ্যমে, সার্চ ইঞ্জিন গুলো যেমন- গুগল, বিং, ইয়াহু ইত্যাদি আপনার ওয়েবসাইট টিকে অনেক ভালো ইনডেক্স করতে পারে।
আপনি যদি গুগল সার্চ কনসল ব্যবহার করেন। তাহলে অবশ্যই জানেন, সেখানে আমাদের একটি সাইটম্যাপ XML ফাইল জমা করতে হয়।
তাই Google xml sitemap প্লাগিন ইনস্টল করার পরে, এটি নিজে নিজেই ওয়েবসাইট এর একটি Xml সাইটম্যাপ ফাইল তৈরি হয়ে যায়।
উক্ত সাইটম্যাপ ফাইল জমা দেওয়ার পরে, গুগল বোট অনেক সহজে ওয়েবসাইট এর আর্টিকেল গুলো সার্চ ইঞ্জিনে ইনডেক্স ও রেঙ্ক করতে পারে।
৫। WordPress – Website backup Plugin
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন। তাহরে সব সময় আপনার ওয়েবসাইট Backup নেওয়া একটি গুরুত্বপূর্ণ কাজ।
তার কারণ হলো- যে কোন সময় আপনার ওয়েবসাইট এর ফাইল গুলো হ্যাক বা কোন ভুলের কারণে নষ্ট হয়ে যেতে পারে।
এ জন্য একটি ভালো ওয়ার্ডপ্রেস Backup প্লাগিন ব্যবহার করা জরুরী।
আপনি যদি Backup প্লাগিন ব্যবহার করেন। তাহলে নিজরে ওয়েবসাইট এর পুরো অংশ ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন।
এছাড়া আপনার ওয়েবসাইট যদি কোন কারণে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি আগে থেকে ওয়েবসাইট ব্যাকআপ প্লাগিং ব্যবহার করেন।
তাহলে সেই ফাইল আপলোড করে আপনার ওয়েবসাইট ঠিক করতে পারবেন।
উক্ত আলোচনায় যে, সকল ওয়ার্ডপ্রেস প্লাগিন এর কথা আপনাকে জানানো হলো- এ গুলো আপনি গুগল এর মাধ্যমে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন।
আরো পড়ুনঃ
- এসইও কি? কিভাবে এসইও শিখবেন ? (বাংলা টিউটরিয়াল)
- ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট এসইও কি? বিস্তারিত দেখুন
- টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও করার উপায়
শেষ কথাঃ
তো বন্ধুরা, আজ এই পোস্ট থেকে জেনে নিতে পারলেন ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্লাগিন এর বিষয়ে।
আপনি যদি উক্ত প্লাগিন গুলো নিজের ওয়ার্ডপ্রেস সাইটে ব্যবহার করেন। তাহলে অনেক সুবিধা নিতে পারবেন।
ট্যাগঃ ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগিন (বিস্তারিত জানুন) ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগিন (বিস্তারিত জানুন) ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগিন (বিস্তারিত জানুন)
ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগিন (বিস্তারিত জানুন) ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগিন (বিস্তারিত জানুন)ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগিন (বিস্তারিত জানুন)
আমাদের ওয়েবসাইট এর আর্টিকেল আপনার কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।