টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও করার উপায়

আমরা যারা, ব্লগিং করি। সকলেই কম বেশি এসইও সম্পর্কে জানি। তাছাড়া এসইও এমন একটি স্কিল যার মাধ্যমে যে, কোন ভাবে অনলাইনে আয় করা যায়।

আমাদের এই পোস্টে, আপনাকে জানাব এসইও এর গুরুত্বপূর্ণ অংশ টেকনিক্যাল এসইও সম্পর্কে। আপনি যদি উক্ত বিষয়ে সঠিক তথ্য পেতে চান? তাহলে আমাদের লেখা শেষ পর্যন্ত অনুসরণ করুন।

এসইও কি? (what is SEO)

এসইও এর পূর্ণরুপ হলো- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ ভাবে বলতে গেলে, সার্চ ইঞ্জিন এর সকল এলগোরিদম মেনে কোন ওয়েবসাইট এর রেংকিং করার জন্য অপটিমাইজ করাকেই এসইও বলে।

এসইও প্রধানত তিন প্রকার যথা-

  • অন পেজ এসইও
  • অফ পেজ এসইও
  • টেকনিক্যাল এসইও

টেকনিক্যাল এসইও কি?

টেকনিক্যাল এসইও বলতে এমন একটি উপায় যার মাধ্যমে একটি ওয়েবসাইট এর অর্গানিক রেংকিং এর উন্নতির জন্যে, প্রযুক্তিগত সকল প্রয়োজন নিশ্চিত করা।

এসইও করার সময় আমরা অনেক ধরণের টেকনিক্যাল ট্যার্ম এর মুখোমুখি হয়। এগুলোকে টেকনিক্যাল এসইও বলে।

যেমন- Xml Sitemaps, Structured data, Duplicate Content, Crawling and indexing ইত্যাদি।

টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও করার উপায়
টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও করার উপায়

টেকনিক্যাল এসইও কেন গুরুত্বপূর্ন?

আপনার কাছে যদি, একটি ভালো ওয়েবসাইট থাকে এবং ভালো আর্টিকেল থাকে। তারপরে ও কিন্তু রেঙ্ক করাতে পারবেন না। যদি টেকনিক্যাল এসইও না করা থাকে।

আপনার ওয়েবসাইট তখনই রেংক করবে। যখন সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট সম্পর্কে জানবে, এবং টেকনিক্যাল এসইও সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইট Craw. করতে সহায়তা করে।

এবং ওয়েবসাইটকে ইনডেক্স করতে সহায়তা করে। শুধু এটিই শেষ না। যদি কোন ব্যবহার কারী আপনার ওয়েবসাইট এ প্রবেশ করে।

তখন ব্যবহার কারী কতক্ষণ আপনার সাইটে থাকবে সেটি অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে আপনার ওয়েবসাইট ইউ.আই ইউজার ইন্টারফেস এর উপর।

টেকনিক্যাল এসইও ওয়েবসাইট ফাস্ট লোডিং ও মোবাইল অপটিমাইজ করার মাধ্যমে ইউজার এক্সপেরিমেন্ট বাড়াতে সাহায্য করে।

যার মাধ্যমে ইউজার বেশি সময আপনার ওয়েবসাইটে থাকবে। তাছাড়া, ডপ্লিকেট কনটেন্ট রেঙ্ক এর জন্য একটি বড় বাধা যেটি অতিক্রম করতে টেকনিক্যাল এসইও সহায়তা করবে।

উক্ত আলোচনা থেকে আপনি বুঝতেই পারছেন। টেকনিক্যাল এসইও কতটা গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট রেঙ্ক এর জন্যে। তবে শুধু টেকনিক্যাল এসইও করে কোন ওয়েবসাইট রেঙ্ক করা সম্ভব না।

টেকনিক্যাল এসইও এর পাশাপাশি অফ পেজ ও অন পেজ এসইও করতে হবে। তাই আপনার ওয়েবসাইট আপনার ওয়েবসাইট এর রেঙ্ক ইমপ্রুভ হবে।

টেকনিক্যাল এসইও করার নিয়ম

টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও এত গুরুত্বপূর্ণ তা উক্ত আলোচনায় জেনে নিয়েছেন।

এখন চলুন জেনে নেওয়া যাক, টেকনিক্যাল এসইও করার নিয়ম সম্পর্কে।

সাইট স্ট্রাকচার- টেকনিক্যাল এসইও এর প্রথম বিষয় হলো- ওয়েবসাইট স্ট্রাকচার।

ওয়েবসাইট তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। যেন ওয়েবসাইট এর স্ট্রাকচার সমান ও সাজানো হয়।

উক্ত সমান ও সাজানো ওয়েবসাইট স্ট্রাকচার সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইট ভালেঅ Craw. করতে সহায়তা করবে।

আপনার ওয়েবসাইট স্ট্রেকচার যদি এলামেলো হয়। তাহলে সেখানে একন কোন পেজ থাকার সম্ভাবনা আছে।

যা অন্য কোন পেজ এর সাথে ইন্টারলিংক নয় এবং এমন পেজ এর কারণে আপনার সাইট এর ইনডেক্সিং সমস্যা হতে পারে।

আপনার ওয়েবসাইট স্ট্রাকচার দেখতে Ahref এর সাইট অডিট ফিচারটি ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার ওয়েবসাইট এর পেজ গুলোর একটি ভিজুয়াল লক পেতে চান। তাহলে উক্ত Ahref টুলসটি ব্যবহার করতে পারেন।

ইউআরএল স্ট্রেকচার- url স্ট্রেকচার বরতৈ আপনার ওয়েবসাইট এর পেজ গুলোর লিংকের গঠন কেমন হবে।

মনে করুন- আপনি একটি আর্টিকেল লিখবেন টেকনিক্যাল এসইও নিয়ে। তাহলে আপনার আর্টিকেল এসইও নামে ক্যাটাগরির মাধ্যে থাকতে হবে।

সেক্ষেত্রে আপনার আর্টিকেল ইউআরএল হতে হবে- www.jit.com.bd/seo/technical-seo.  এখানে ডোমোইন এর নামরে পরে অংশ ক্যাটাগরির নাম এবং তারপরে আর্টিকেল টাইটেল ব্যবহার করতে হবে।

ফিক্স ইনডেক্স ইস্যু- সার্চ ইঞ্জিনে ইনডেক্স হওয়া একটি ওয়েবসাইট এর জন্য টেকনিক্যাল এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার কারণ হলো ইনডেক্স যদি না হয়। তাহলে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে না, আপনার ওয়েবসাইট সম্পর্কে। তাই ওয়েবসাইট আর্টিকেল ইনডেক্স হওয়া অনেক জরুরী।

তার জন্য আপনাকে ওয়েবসাইট এর যত ইনডেক্স ইস্যু আছে। সেগুলো ফিক্স করতে হবে। দেখতে হবে কোন পেজ ইনডেক্স হযনি এবঙ কেন হয়নি কি ইস্যু আছে।

ডুপ্লিকেট কনটেন্ট- একটি ওয়েবসাইট রেঙ্কিং এর জন্য অনেক ক্ষতিকর। ডুপ্লিকেট কনটেন্ট গুগল এর কাছে অপছন্দনীয়।

তাই যদি আপনার ওয়েবসাইটে কোন প্রকার ডুপ্লিকেট কনটেন্ট (কপি) থাকে তাহলে রেঙ্ক করার অসম্ভব হয়ে যাবে।

আমরা অনেক সময় ইচ্ছাকৃত ভাবে অন্যের ওয়েবসাইট থেকে কনটেন্ট কপি করে নিয়ে আসি। সে জন্য আমরা নিজেরাই জানি কোন কনটেন্ট ডুপ্লিকেট।

তবে আমরা যদি নিজেরাই কনটেন্ট লিখি তাহলে দেখা যায় অনিচ্ছাকৃত ভাবে কিছু ডুপ্লিকেট কনটেন্ট থেকে যায়।

তাই আপনার ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট কনটেন্ট (লেখা) গুলো বাদ দিয়ে সাবমিট করতে হবে। এটিও একট টেকনিক্যাল এসইও এর পার্ট।

ইউজ এসএসএল-  SSL এর পূর্ণরুপ হলো- Secure Sockets Layer. এর মাধ্যমে আপনার ডোমেইন কে সিকিউর করতে পারবেন।

এই এসএসএল যদি আপনার ডোমেইন এর সাথে যুক্ত থাকে। তাহলে আপনার ওয়েবসাইট ভিজিট করা অডিয়েন্স এর সকল ডাটা নিরাপদে থাকবে।

এর মাধ্যমে অডিয়েন্স এর মধ্যে একটি ট্রাস্ট বিল্ড হবে। অনেকে এসএসএল ছাড়াই ওয়েবসাইট ভিসিট করে স্বাচ্ছন্দ বোধ করে না।

তাই আপনার ওয়েবসাইটের নিরাপত্তা দিতে এসএসএল যুক্ত করে ফেলুন।

ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি- বর্তমান সময়ে যারা, ইন্টারনেট ব্যবহার করে। তারা বেশিরভাগ সময় মোবাইল দিয়ে ইন্টারনেট ব্রাউজ করে।

কিন্তু যখন  কোন  ভিজিটর আপনার ওয়েবসাইট মোবাইল দিয়ে ভিজিট করবে। তখন যদি দেখে ওয়েবসাইট মোবাইল অপটিমাইজ নেই। তাহলে সে আপনার ওয়েবসাইটে বেশি সময় নিয়ে থাকবে না।

আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন। তখন আপনার সাইট মোবাইলের জন্য ডিজাইন করবেন। যাতে করে কনটেন্ট গুলো মোবাইল পুরোপুরি ভাবে দেখা যায়, এবং ভালো স্পিড থাকে।

তাই টেকনিক্যাল এসইও হিসেবে আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি তৈরি করতে হবে।

টেকনিক্যাল এসইও করার আরো কিছু কাজ সেগুলো সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হলো-

ওয়েবসাইট স্পিড Website Speed : আপনি যে ওয়েবসাইট পরিচালনা করবেন। তখন খেয়াল রাখবেন।

যাতে করে আপনার ওয়েবসাইটে ভিজিটর প্রবেশ করার সময় কোন প্রকার লোড না হয়।

আপনার ওয়েবসাইট স্পিড দ্রুত করার জন্য ওয়েবসাইট পাতলা করে তৈরি করুন।

ওয়েবসাইট অপ্রয়োজনীয় প্লাগইন ব্যবহার করা থেকে বিরত থাকুন। তাহলেই আপনার ওয়েবসাইট স্পিড হবে।

স্মিপিল ডিজাইন করুন- আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন। তখন স্মিপিল ভাবে তৈরি করার চেষ্টা করুন।

আপনার ওয়েবসাইট হালকা ডিজাইন দিয়ে তৈরি করলে দর্শক সহজেই তাদের তথ্য গুলো খোজে পাবে এবং আপরার সাইট স্পিড ভালো থাকবে।

এছাড়া আরো বিশেষ কিছু টেকনিক্যাল এসইও কাজে নজর দিতে হবে সেগুলো হলো-

  • No index tag and category pages
  • Validate Xml sitemaps
  • Check Mobile usability issues
  • Structure Data
  • Reduce web page size
  • Remove 3rd Party Script
  • Choose a best Hosting
  • Check your dead links ইত্যাদি।

উক্ত কাজ গুলো সঠিক ভাবে করতে পারলে আপনার ওয়েবসাইটে সঠিক টেকনিক্যাল এসইও করা সম্পন্ন হবে।

আরো দেখুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, আমাদের এই পোস্টে আপনাকে জানানো হলো- টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও করার উপায় সম্পর্কে।

আপনি যদি ওয়েবসাইট দ্রুত সার্চ ইঞ্জিনে ইনডেক্স করাতে চান এবং বেশি বেশি ভিজিটর প্রবেশ করিয়ে আয় করতে চান? তাহলে আপনারকে উক্ত বিষয় গুলো মাথায় রেখে টেকনিক্যাল এসইও করতে হবে।

আমাদের লেখা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top