অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়  

অফ পেজ এসইও কি : আমরা জানি,  যে কোন ওয়েবসাইট এর সার্চ ইঞ্জিন ট্রাফিক বাড়ানোর জন্য কার্যকরী নিয়ম আছে।

এসইও করলে আপনার ওয়েবসাইট এর আর্টিকেল গুলো গুগল সার্চ বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে প্রথম পাতায় নেওয়া যায়।

আপনি যদি সঠিক ভাবে এসইও করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট বা আর্টিকেল গুলো সার্চ ইঞ্জিনে দ্রুত ভাবে রেঙ্ক করানো যায়।

আপনার ওয়েবসাইট আর্টিকেল গুলো সার্চ ইঞ্জিনে রেঙ্ক হলে সেখান থেকে প্রচুর পরিমাণের ভিজিটর পাওয়ার সম্ভাবনা আছে।

অফ পেজ এসইও কি ? (what is off-page SEO)

আমরা যদি অন পেজ এসইও এর কথা বলি, তবে আমরা আমাদের ব্লগ কনটেন্ট বা আর্টিকেল সেরা ও ভালো তৈরি করার চেষ্টা করি। যাতে করে সার্চ ইঞ্জিন গুলো আমাদের কনটেন্ট পছন্দ করে।

অন পেজ এসইও এর ক্ষেত্রে নিজের ওয়েবসাইট এর ভিতরে অপটিমাইজেশন করা টেকনিক গুলোকে বুঝানো হয়।

তাই বলা যায়, অফ পেজ এসইও এর চেয়ে অন পেজ এসইও এর গুরুত্ব অনেক বেশি বলে জানা যায়। এই কথাটি আমাদের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি।

তার কারণ হলো গুগলের অনুসারে কনটেন্ট এর কোয়ালিটি অনেক জরুরী একটি বিষয়। আপনার লেখা আর্টিকেল গুলো অনেক ভালো থাকে।

তাহলে লোকেরা পড়তে পছন্দ করছে এবং তাদের চাহিদা পূরণ হচ্ছে। ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করে অনেক সময় নিয়ে আর্টিকেল পড়ছে। তাহলে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে রেঙ্ক এমনিতেই ভালো হবে।

অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়  
অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়

এছাড়া, আপনার ওয়েবসাইট এর আর্টিকেল টপিক বা কিওয়ার্ড গুলোর বিষয়ে সার্চ ইঞ্জিন বট গুলোকে ভালো করে, বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের অন পেজ এসইও এর সঠিক ব্যবহার করতে হবে।

এখানে যদি সকল কিছু অন পেজ এসইও করে, সেক্ষেত্রে কোয়ালিটি কনটেন্ট লিখেই হয়ে যাবে। তবে অফ পেজ এসইও এর কাজ কি?

অফ পেজ এসইও কাকে বলে?

অফ পেজ এসইও হলো নিজের ওয়েবসাইট এমন কিছু টেকনিক ব্যবহার করে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করা। সেখানে সহজ ভাবে ওয়েবসাইট এর ভিতরে কাজ করতে হয় না।

উক্ত মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্যে,. আপনার সম্পূর্ণ ওয়েবসাইট এর বাইরে গিয়ে কিছু এসইও টেকনিক ব্যবহার করতে হবে।

অফ পেজ এসইও ব্যবহার করে, অনলাইনে আমাদের সাইট ব্র্যান্ডিং করে সাইট এর ভালেঅ রেপুটেশন তৈরি করতে পারি।

এখন আপনি যদি ব্লগের আর্টিকেল সেরা ও ভালো হওয়ার সাথে অনলাইনে ব্লগটির একটি ভালো রেপুটেশন থাকে। এবং ব্লগটি জনপ্রিয় হয় তাহলে সার্চ ইঞ্জিন থেকে আরো বেশি পরিমাণের ভিজিটর পাওয়া যায়।

তাই অন পেজ এসইও এর পাশাপাশি অফ পেজ এসইও এর উপর ধ্যান দিতে হবে। এখন হয়তো আপনারা ভালো করে বুঝতে পারছেন অফ পেজ এসইও আসলে কি।

অফ পেজ এসইও কিভাবে করতে হয় ?

অফ পেজ এসইও করার জন্য আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে। সেগুলোর বিষয়ে আমরা এখানে জানাব। যেমন-

ব্যাকলিংক তৈরি করে

আপনি যদি ভালো করে দেখেন, তাহলে অফ পেজ এসইও বললে তবে ব্যাকলিংক তৈরি করা কে বুঝায়।

একটি ওয়েবসাইট এর জন্য ব্যাকলিংক তৈরি করার অনেক উপায় আছে।

ব্যাকলিংক হলো যে কোন অন্য ওযেবসাইটে আপার ওয়েবসাইট এর লিংক দেওয়া কে বুঝায়। যত ভালো হাই কোয়ালিটি এবং হাই ডিএ/পিএ ওওয়েবসাইট গুলো থেকে। নিজের ওয়েবসাইটে ব্যাকলিংক নিতে পারবেন তত বেশি আপনার ওয়েবসাইট গুগলে জনপ্রিয় হবে।

একটি ওয়েবসাইট এর জন্য ব্যাকলিংক তৈরি করা অফ পেজ এসইও এর জন্য অনেক জরুরী। এতে করে আপনি দ্রুত সাইট রেঙ্ক করাতে পাবেন + অনেক ট্রাফিক নিতে পারবেন ওয়েবসাইটে।

সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট করে

সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো থেকে যত বেশি ট্রাফিক আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। গুগল সার্চ ইঞ্জিন থেকে আপনার ওয়েবসাইট কে তত বেশি ভালো মনে করবে।

ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া এনগেজ বজায় রাখাটা একটি গুরুত্বপূর্ণ অফ পেজ এসইও টেকনিক হিসেবে মনে করা হয়।

তাই আপনার ওয়েবসাইট এর কনটেন্ট গুলো নিয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে সক্রিয় করতে হবে।

এতে করে অনেক ভিজিটর পাওয়া সম্ভব। এবং হাই কোয়ালিটি ব্যাকলিংক মানে অফ পেজ এসইও করা হয়ে যাবে।

গেস্ট পোস্ট করে

গেস্ট পোস্টিং কে গেস্ট ব্লগিং বললেও চলবে। গেস্ট পোস্ট এর মানে হলো একটি কনটেন্ট লিখে অন্য লোকের ওয়েবসাইটে পাবলিশ করা কেই গেস্ট পোস্ট বলে।

আপনার মনে হয়তো প্রশ্ন জাগেতে পারে যে, আমি নিজে কষ্ট করে আর্টিকেল লিখবো সেটি কেন অন্য ব্যক্তির ওয়েবসাইটে দিব।

হ্যাঁ বন্ধুরা, দিতে হবে। কারণ এটিও একটি অফ পেজ এসইও এর টেকনিক। আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার ওয়েবসাইট অনেক জনপ্রিয় করে তুলতে পারবেন।

গেস্ট পোস্ট করলে আপনি যে ওয়েবসাইট এর জন্য কনটেন্ট লিখবেন সেখানে অবশ্যই আপনার ওয়েবসাইট এর লিংক দিয় দিবেন।

এতে করে আপনি যে ওয়েবসাইটে আপনার কনটেন্ট লিখছেন সেখানে কোন ভিজিটর প্রবেশ করলে সরাসরি লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে।

এই কাজের জন্য গুগল অনেক পছন্দ করে এবং সাইট রেঙ্ক করতে সাহায্য করে। এছাড়া গেস্ট পোস্ট করার মাধ্যমে, আপনার সাইটে আগের তুলনায় অনেক বেশি ভিজিটর প্রবেশ করবে। আর আপনার আয়ও বৃদ্ধি পাবে।

আপনি যদি উক্ত কাজ গুলো অফ পেজ এসইও এর জন্য করতে পারেন। তাহলে আপনার ওয়েবসাইট গুগলে অনেক জনপ্রিয় হয়ে উঠবে।

তাই আপনাকে অফ পেজ এসইও এর বিশেষ বিশেষ কাজ গুলো সঠিক ভাবে সম্পন্ন করে নিতে হবে।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, এই লেখাতে আপনি দেখতে পারলেন, অফ পেজ এসইও এর বিষয়ে বেসিক ধারণা। আপনি যদি উক্ত তথ্য মতে ,আপনার ওয়েবসাইট বা ব্লগে কাজ করতে পারেন তাহলে, আপনার সাইট অনেক ভালো জায়গায় রেঙ্ক করাতে পারবেন।

আমাদের এই ওয়েবসাইটে এসইও সম্পর্কে কিছু জনপ্রিয় পোস্ট পাবলিশ করা আছে আপনি চাইলে, সেগুলো অনুসরণ করে অনেক ভালো পজিশনে গিয়ে দাড়াতে পারবনে।

ট্যাগঃ অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়  অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়  অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়  অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়  অফ পেজ এসইও কি ? off page SEO করার উপায়

আমাদের লেখা শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের জে আইটি’র সাথেই থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top