ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন টুলস (Free Blogging Tools)

বর্তমান সময়ে যারা, ব্লগিং করেন। তাদের কাজ করার জন্য অনেক ধরণের টুলস প্রয়োজন হয়। কিন্তু অনেকে টাকা খরচ করাতে ব্যর্থ হওয়ায় প্রয়োজনীয় টুলস গুলো ব্যবহার করতে পারে না।

তাই আজ আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাকে জানাব, ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন ব্লগিং টুলস সম্পর্কে। যে সকল টুলস আপনি একদম বিনামূল্যে ব্যবহার করার সুযোগ পাবেন।

এবং যে সকল ব্লগিং টুলস আপনাকে দেখানো হবে, এগুলো ব্যবহার করে আপনি ব্লগিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ গুলো সম্পাদন করতে পারবেন।

অনেক নতুন ব্লগার আছে, যারা মনে করে যে, ব্লগিং করার জন্য শুধু ব্লগ বা ওয়েবসাইটে নিয়মিত ভাবে আর্টিকেল পাবলিশ করলেই কাজ শেষ। কিন্তু আপনি শূধু আর্টিকেল পাবলিশ করেই ব্লগিং এ সফল হতে পারবেন না।

তার জন্য ব্লগিং এর গুরুত্বপূর্ণ কিছু টুলস ব্যবহার করতে হবে। তাই আপনাকে এখানে জানাব ব্লগিং করার কিছু ফ্রি টুলস সম্পর্কে সেগুলো হলো-

  • ব্লগ লোডিং স্পিড টেস্ট করার ফ্রি টুলস
  • কীওয়ার্ড রিসার্চ করার ফ্রি টুলস
  • ছবি Compress করার ফ্রি টুলস
  • থাম্বনেইল তৈরি করার ফ্রি টুলস

আপনি যদি উক্ত ফ্রি টুলস গুলো ব্যবহার করেন। তাহলে ব্লগিং করার ক্ষেত্রে অনেক সুবিধা নিতে পারবেন। তো চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ফ্রি টুলস গুলোর বিষয়ে।

ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন ব্লগিং টুলস (Free Blogging Tools)
ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন ব্লগিং টুলস (Free Blogging Tools)

ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন টুলস

আপনি এখানে যে সকল ফ্রি টুলস এর বিষয়ে জানতে যাচ্ছেন। এগুলো ব্যবহার করে আপনার ব্লগিং কাজে ব্লগ বা ওয়েবসাইটে আর্টিকেল লেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন-

আরো পড়ুনঃ

Gtmetrix.com | ব্লগারদের জন্য অনলাইন ফ্রি টুলস

আপনি যদি ব্লগিং করেন।তাহলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইট বা ব্লগের স্পিড কেমন সেটি অবশ্যই চেক করতে হবে।

আপনার কাছে যদি চেক করার টুলস না থাকে। তাহলে কিন্তু আপনি কোন ভাবেই চেক করতে পারবেন না।

বর্তমান সময়ে অনলাইনে অসংখ্য সাইট স্পিড করার টুলস আছে। কিন্তু সকল টুলস আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

আপনাকে টাকা দিয়ে টুলস কিনে নিয়ে ব্যবহার করতে হবে।

তাই আমি আপনার জন্য একটি ভালো ওয়েবসাইট স্পিড টুলস নিয়ে হাজির হয়েছে। টুলস এর নাম হলো Gtmetrix.com

এর মাধ্যমে আপনি যে কোন ব্লগ বা ওয়েবসাইট এর স্পিড ফ্রিতে চেক করতে পারবেন।

আপনার ওয়েবসাইট যত বেশি স্পিড হবে তত কম সময়ের মধ্যে আপনার সাইট ভিজিটর প্রবেশ করতে পারবে।

আর আপনার সাইট স্পিড ভালো থাকার জন্য গুগলে আর্টিকেল পাবলিশ করার সাথে সাথে রেংক হয়ে যাবে।

আপনার ওয়েবসাইট যদি স্লো হয় তাহলো গুগল কিন্তু এটি ভালো চোখে দেখবে না। কারণ গুগল সব সময় চাই ওয়েবসাইট গুলো যাতে স্পিড হয়।

আর আপনার সাইট যদি স্পিড কম থাকে তাহলে সাইটে ভিজিটরের সংখ্যাও কম থাকবে।

আপনার সাইটে কত স্পিড সেই বিষয়ে জানতে আপনি উক্ত টুলস ব্যবহোর করতে পারেন।

Gtmetrix.com সাইট স্পেড চেক করার নিয়মঃ

আপনার ওয়েবসাইট স্লো নাকি স্পিড সেটি চেক করার জন্য আপনাকে প্রথমে Gtmetrix.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনারা সেখানে সাইট সার্চ নামে একটি অপশন দেখতে পারবেন।

সেখানে আপনার সাইট এর ইউআরএল লিংক দিয়ে সাবমিট করলে অল্প সময়ের মধ্যে আপনার সাইট এর স্পিড কেমন পুরো তথ্য দিয়ে দেবে।

যদি Gtmetrix.com টুলসে আপনার স্কোর এ থেকে সি এর মধ্যে হয় তাহলে বুঝবেন স্কোর ভালো।

এবং পেজ লোডিং এর ক্ষেত্রে যদি 1 থেকে 5 সেকেন্ড এর মধ্যে হয় তাহলে বোঝবেন যে ওয়েবসাইট লোডিং স্পিড ভালো।

আপনি যদি ওয়েবসাইট এর স্পিড টেস্ট করাতে চান। তাহলে আজ থেকে এই ফ্রি টুলসটি ব্যবহার করা শুরু করতে পারেন।

আরো পড়ুনঃ

গুগল কিওয়ার্ড প্ল্যানার (Google Keyword Planner) | ব্লগারদের জন্য অনলাইন ফ্রি টুলস

বর্তমান সময়ে অনলাইনে, অনেক গুলো কিওয়ার্ড প্ল্যানার টুলস পেয়ে যাবেন। উক্ত কিওয়ার্ড রিসার্চ গুলোর মধ্যে জনপ্রিয় একটি ফ্রি টুলস হলো- google key planner.

আপনি যখন একটি আর্টিকেল পড়বেন। তখন আপনাকে অবশ্যই কিওয়ার্ড প্ল্যান করে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চ ছাড়া আর্টিকেল লেখার কোন ভ্যালু নাই।

কারণ, আপনি যদি কিওয়ার্ড রিসার্চ ছাড়া আর্টিকেল লিখেন তাহলে ভিজিটরের কোন কাজেই আসবে না। কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে আপনি জানতে পারবেন।

লোকেরা সার্চ ইঞ্জিন গুলোতে কি টপিক বা বিষয় নিয়ে, সার্চ করে। মানে মানুষ যে ‍বিষয় নিয়ে অনলাইনে সার্চ করে সেই সকল টপিক নিয়ে আপনাকে সাইটে আর্টিকেল লিখতে হবে।

মানুষের চাহিদা অনুযায়ী আর্টিকেল লেখার পরে, আপনি অনেক বেশি ভিজিটর পাবেন। এবং সাইটে ভিজিটর আসা মানে বেশি টাকা আয় করার সুযোগ।

আরো পড়ুনঃ কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়?

গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল ব্যবহার করার নিয়মঃ

প্রথমে আপনাকে Google এ গিয়ে সার্চ করতে হবে keywordtool.io লিখে। তারপরে আপনার সামনে একটি ওয়েবসাইট দেখানো হবে। সেখানে আপনি দেখতে পারবেন।

Find Great Keywords Using Google Autocomplete নামে একটি অপশন। তার নিচে দেখতে পারবেন, আপনাকে বলা হবে আপনি কি ধরণের কিওয়ার্ড পেতে চান সেটি সার্চ করুন।

আপনার কিওয়ার্ড যদি ইংরেজি হয় তাহলে তাই লিখেবন আর যদি বাংলা দরকার হয় বাংলাতেই সার্চ করবেন। আপনার সামনে লোকদের সার্চ হওয়া কিওয়ার্ড গুলো চলে আসবে।

সেখান থেকে দেখবেন যে, টপিক মানুষ বেশি সার্চ করে। সেটি নিয়ে আপনার ওয়েবসাইটে আর্টিকেল লেখা শুরু করবেন।

Tinypng.com | ব্লগারদের জন্য অনলাইন ফ্রি টুলস

আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন, তাহলে আপনার ব্লগ বা ওয়েবসাইটে বিভিন্ন ধরণের আর্টিকেল লিখতে হয়।

এবং সেই আর্টিকেল গুলোতে আর্টিকেল রিলেটেড ছবি যুক্ত হয়। যাতে করে আর্টিকেলটি অনেক সুন্দর হয়।

আপনি যখন বিভিন্ন ধরণের টিউটরিয়াল নিয়ে আর্টিকেল লিখবেন তখন আর্টিকেল এর মধ্যে মানুষকে বুঝানোর জন্য অনেক স্ক্রিনশর্ট দিয়ে ছবি যুক্ত হয়।

আপনি যত বেশি ব্লগে ছবি যুক্ত করবেন তত বেশি ওয়েবসাইট এর পেজ লোডিং স্পিড কমে যাবে। কিন্তু আপনি যদি আর্টিকেল গুলোতে ছবি না দেন তাহলে সুন্দর দেখাবে না।

তার জন্য আপনার ওয়েবসাইট স্পিড ঠিক রাখার জন্য Compress ব্যবহার করতে পারেন। অনলাইনে অনেক প্রকার Compress আছে।

কিন্তু আমরা আপনাকে এখানে যে Compress টুলস দেখাবো এটি ব্যবহার করে কোন প্রকার ঝামেলা ছাড়া ছবি, ইমেজ গুলো Compress করতে পারবেন।

Compress করার ফলে আপনার ছবি যদি ১ এমবি হয়ে থাকে সেখান থেকে সেটি ১০০ কেবি করে নিতে পারবেন।

যাতে করে আপনার ছবির রেজুলেশন ঠিকি থাকবে। শুধু ছবির যে, লোড ছিল সেটি কমে যাবে। আর আপনার ওয়েবসাইট স্পিডও কমবে না।

আপনি Compress টুলস গুগল থেকে সরাসরি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ছবি Compress করতে ক্লিক করুন- Tinypng.com 

Canva.com | ব্লগারদের জন্য অনলাইন ফ্রি টুলস

আপনি যদি ব্লগিং করেন, ব্লগ বা ওয়েবসাইট এর জন্য আপনাকে অবশ্যই থাম্বনেইল তৈরি করতে হয়। সেই জন্য আপনি ক্যানভা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

এটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরণের আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করে, নিজের ব্লগ বা ওয়েবসাইটে আপলোড করতে পারবেন।

ক্যানভা দিযে থাম্বনেইল তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে শুধু একটি ইমেইল ঠিকানা। সেটির মাধ্যমে লগইন করে দ্রুত আর্টিকেল এর জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুা, আজ আমাদের এই সাইট থেকে যা শিখতে পারলেন সেটি হলো- ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন টুলস (Free Blogging Tools) সম্পর্কে।

আপনি যদি ব্লগিং করেন তাহলে উক্ত টুলস গুলো আপনার ব্যবহার করা গুরুত্বপূর্ণ। কারণ এটি ছাড়া আপনি ভালো ভাবে কিওয়ার্ড রিসার্চ, ছবির এমবি কমানো বা থাম্বনেইল তৈরি করতে পারবেন না।

ট্যাগঃ ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন টুলস (Free Blogging Tools) ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন টুলস (Free Blogging Tools) ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন টুলস (Free Blogging Tools)

ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন টুলস (Free Blogging Tools) ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন টুলস (Free Blogging Tools) ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অনলাইন টুলস (Free Blogging Tools)

তাই উক্ত টুলস গুলো আপনি যদি ফ্রিতে ব্যবহার করেন তাহলে অনেক সুবিধা ভোগ করতে পারবেন। তাই আজ থেকেই উক্ত ফ্রি টুলস গুলো ব্যবহার করুন।

আমাদের ওয়েবসাইট থেকে আরো নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন, ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top