এসইও কি? কিভাবে এসইও শিখবেন ? (বাংলা টিউটরিয়াল)

এসইও কি : একটি ওয়েবসাইট এর কোন কনটেন্ট নির্দিষ্ট কিওয়ার্ডের ভিত্তিতে সার্চ ফলাফল এর প্রথম পাতায় শো করানোর জন্য যে, কাজ করা হয় তাকে এসইও বলে।

বর্তমান সময়ে যাদের ওয়েবসাইট আছে, সকলেরই কিন্তু, এসইও করা প্রয়োজন। কারণ এসইও  করা ছাড়া কোন ভাবেই ওয়েবসাইট বা কনটেন্ট সার্চ ইঞ্জিনে রেঙ্ক করানো সম্ভব না।

তাই আমাদের এই পোস্টে আপনাদের জানাব, এসইও কি? এসইও কত প্রকার, কিভাবে এসইও শিখবেন এছাড়া আরো অন্যান্য বিষয়ে আলোচনা করব। তাই আমাদের এই লেখা গুলো শেষ পর্যন্ত পড়ুন।

এসইও কি? (What is SEO)

এসইও এর পূর্ণরূপ হলো- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization). উইকিপিডিয়া’র মতে, সার্চ ইঞ্জিন গুলোর নির্দেশনা মেনে সন্ধান ও বিশ্লেষণ এর মাধ্যমে, কোন ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি করার প্রক্রিয়াকে, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়।

সহজ ভাবে বলতে গেলে, আপনি নিজের ওয়েবসাইটে একটি এসইও টিউটরিয়াল নিয়ে কনটেন্ট পাবলিশ করেছেন।

আপনার এখন ইচ্ছা যে, আপনার কনটেন্ট টি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে রেঙ্ক করাবেন। যাতে করে ভিজটর এসইও টিউটরিয়াল লিখার সাথে সাথে আপনার কনটেন্ট সার্চ ইঞ্জিয়ে খুজে পেতে পারে আর তাদের প্রয়োজনীয় তথ্য গুলো জানতে পারে।

তবে আর্টিকেল পাবলিশ করার আগে যদি আপনি এসইও সঠিক ভাবে না করেন। তাহলে আপনার সাইট সার্চ ইঞ্জিনে রেংক হবে না। তবে আর্টিকেল পাবলিশ করার পরে, আপনার কনটেন্ট ভিজিটর পড়তে আসবে না বা পাবে না।

এক্ষেত্রে আপনি কনটেন্ট পাবলিশ করে হতাশায় ভোগবেন। যদিও কনটেন্ট ইডেক্স হয়, তাহলে দেখতে পারবেন সার্চ ইঞ্জিনের একদম লাস্ট পাতায়। বা ১০ নম্বর পাতায় প্রদর্শন হয়ে আছে। যার ফলে ভিজিটর কষ্ট করে এত দুরে গিয়ে আপনার কনটেন্ট পড়বে না।

এসইও কি? কিভাবে এসইও শিখবেন ? (বাংলা টিউটরিয়াল)
এসইও কি? কিভাবে এসইও শিখবেন ? (বাংলা টিউটরিয়াল)

কারণ ভিজিটর সার্চ ইঞ্জিন থেকে প্রথম যে, ১০ টি কনটেন্ট দেখতে পায় সেই থেকে তারা তাদের তথ্য গুলো খুজে নিতে পারে ।

বিশেষ করে যাদের আর্টিকেল সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় ১-৫ নম্বর পর্যন্ত থাকে সেই কনটেন্ট গুলো পড়তে আগ্রহী থাকে ভিজিটর’রা।

আপনি যদি সঠিক ভাবে এসইও করতে পারেন তাহলে আপনি দ্রুত ভাবে সার্চ ইঞ্জিনে আপনার কনটেন্ট বা ওয়েবসাইট প্রথম পাতায় শো করবে ইনশা-আল্লাহ।

এসইও কত প্রকার কি কি ?

এসইও (SEO) মূলত ৩ প্রকার। সেগুলো হলো-

  1. অন পেজ এসইও
  2. অফ পেজ এসইও
  3. টেকনিক্যাল এসইও

বর্তমান সময়ে ‍উক্ত তিনটি এসইও একটি ওয়েবসাইট এর জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি উক্ত এসইও গুলো সঠিক ভাবে করতে পারেন।

তাহলে আপনার সাইট অনেক জনপ্রিয় হয়ে উঠবে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন এর কাছে এবং আপনার ভিজিটরদের কাছে।

অন পেজ এসইও কি ? (What is On Page SEO)

অন পেজ এসইও হলো- ওয়েবসাইট এর কনটেন্ট এর ভিতরে যে কাজ গুলো করা হয় তাকে অন পেজ এসইও বলা হয়।

যে কোন ওয়েবসাইট এর পোস্ট ও পেজ এ আলাদা আলাদা ভাবে অন পেজ এসইও করে নিতে হয়।

এই সকল এসইও এর উদ্দের্শ হলো সার্চ ইঞ্জিন গুলোকে নির্দিষ্ট পেজ এর মূল টপিক সঠিক ভাবে বুঝিয়ে দেওয়া।

আপনি যে ওয়েবসাইট ইউজ করেন বা আর্টিকেল লিখেন সেখানে অনেক তথ্য রয়েছে সেটি প্রমাণ করা।

অন পেজ এসইও সম্পর্কে আমাদের এই ওয়েবসাইটে একটি পোস্ট প্রকাশ করা আছে। আপনি সেই পোস্ট পড়ে অন পেজ এসইও এর বিষয়ে সঠিক তথ্য জেনে নিতে পারবেন।

অফ পেজ এসইও কি ? ( What is Off Page SEO)

অফ পেজ এসইও হলো ওয়েবসাইট এর বাহিরে যে, কাজ গুলো করা হয় তাকে অফ পেজ এসইও বলা হয়।

অফ পেজ এসইও করার ফলে যে কোন সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবসাইট বিশ্বস্ত অথরিটি হিসেবে পরিচিতি লাভ করে।

অফ পেজ এসইও করতে হলে আপনাকে অন্যে সাইট থেকে ব্যাংকলিংক নিতে হবে। যেমন- আপনি যদি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করেন যেমন- ফেসবুক, টুইটার, ইনস্ট্রাগ্রাম ইত্যাদি।

তাহলে সেই সকল ওয়েবসাইটের মাধ্যমে, আপনারা যদি আপনার ওয়েবসাইট এর লিংক শেয়ার করেন তাহলে। অনেক ভালো ভাবে আপনার সাইট গুগল এ পরিচিত করে তুলতে পারবনে। এবং অনেক ভিজিটর পাওয়া সম্ভব।

টেকনিক্যাল এসইও কি ? (What is Technical SEO)

ওয়েবসাইট এর কনটেন্ট বাদ দিয়ে সকল প্রাথমিক ব্যাপার গুলো সার্চ ইঞ্জিন এর শর্ত অনুযায়ী তৈরি করাকে টেকনিক্যাল এসইও বলে।

ওয়েবসাইটে কেন এসইও করব ?

আপনি যদি উক্ত আলোচনা অনুসরণ করেন তাহলে, আপনি বুঝতেই পারছেন, ওয়েবসাইটে এসইও করার গুরুত্ব কতটুকু।

আপনাকে বোঝানোর জন্য বলছি ওয়েবসাইট বা কনটেন্ট এ অর্গানিক ট্রাফিক বৃদ্ধির জন্য মূলত এসইও করা হয়।

অর্গানিক ট্রাফিক বলতে বুঝায় সার্চ ইঞ্জিন গুলো হতে আসা ভিজিটর। কিন্তু একত্রিত ভাবে শুধু মাত্র ভিজিটর বৃদ্ধি এসইও এর মূল উদ্দেশ্য না।

টার্গেট করা সঠিক ভিজিটর এর কাছে কনটেন্ট পৌছানো এসইও এর আরো একটি উদ্দেশ্য।

তো বুঝতেই পারছেন, ওয়েবসাইট এর জন্য এসইও কেন করবেন। যদি না বুঝে থাকেন তাহলে উক্ত বিষয় আরও একবার পড়ুন।

কিভাবে এসইও শিখবেন?

আপনি যদি পরিপূর্ণ ভাবে এসইও শিখতে চান? তাহলে অনেক উপায় আছে। অনলাইন ও অফলাইন দুই ভাবে ইংরেজি ও বাংলাতে এসইও সম্পর্কিত বিভিন্ন পেইও ও ফ্রি কোর্স রয়েছে।

কিন্তু, আমি দেখেছি, এ সকল কোর্স গুলোর বেশির ভাগ অনেক পুরাতন এবং আপডেট করা হয় না। সার্চ ইঞ্জিন অ্যালগরিদম এর পরিবর্তনের সাথে সাথে আগানোর সুযোগ না থাকলে এস সকল কোর্সে ভর্তি হওয়া সময় নষ্ট ছাড়া আর কিছুই না।

তাই আপনি যদি পেইড ভাবে এসইও কোর্স করতে চান তাহলে আপনাকে জেনে শোনে তার পরে পেইড কোর্স গুলোতে ভর্তি হয়ে এসইও শিখে নিবেন।

ইংরেজি ভাষায় এসইও শেখার কিছু জনপ্রিয় কোর্সের তালিকাঃ

  • Free Special SEO Course (ClickMinded)
  • SEO Training Course (Hubspot)
  • On-Page and Technical SEO Course (SEMRUSH) ইত্যাদি।

আপনি যদি বাংলাতে এসইও কোর্স করতে চান তাহলে গুগলে সার্চ করে জেনে নিতে পারবেন কোন কোন সাইটে আপনি ফ্রিতে এসইও কোর্স করতে পারবেন।

আর আপনি যদি ফ্রিতেই এসইও শিখতে চান তাহলে সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব টিউটরিয়াল দেখে দেখে এসইও এর পূর্ণাঙ্গ কাজ শিখে নিতে পারবেন।

এসইও শিখতে কত দিন লাগতে পারে?

আপনি যদি এসইও শিখতে চান তাহলে অল্প সময় মানে 2-3 মাসের মধ্যেই শিখে নিতে পারবেন। তবে এসইও শিখার পরে এটি প্রয়োগ করতে কয়েক মাস বা বছর ও লেগে যেতে পারে।

এসইও শিখে আয় করার উপায়

বর্তমান সময়ে এসইও শিখে আয় করার অনেক পথ আছে। কারণ এসইও এর চাহিদা অনলাইনে অনেক বেশি। এটি কোন সময় চাহিদা কমবে না বরং বৃদ্ধি পাবে।

আপনি যদি একজন এসইও এক্সপার্ট হতে পারেন তাহলে অনেক কাজ পাবেন। যেমন- আপনি যদি ভালো এসইও করতে পারেন তাহলে একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে এসইও করে প্রচুর টাকা আয় করতে পারবেন।

এছাড়া আপনি যদি ভিডিও তৈরি করতে পছন্দ করেন। তাহলে ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে আপনার ভিডিও এসইও করে প্রচুর টাকা আয় করতে পারবেন।

এরকম ভাবে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান? সেখানে এসইও করেও আপনি অনেক ভালো পরিমাণের টাকা আয় করতে পারবেন।

আরো দেখুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা এই পোস্টে, আমরা জানিয়েছি, এসইও কি? এসইও কত প্রকার, কিভাবে এসইও শিখবেন। আপনি যদি উক্ত আলোচনা মনযোগ দিয়ে পড়েন।

তাহলে আপনিও ওয়েবসাইট এর জন্য সহজেই এসইও করে সাইটে বেশি বেশি ট্রাফিক নিতে পারবেন। আর ইনকাম করা বৃদ্ধি করতে পারবেন।

আমাদের এই আর্টিকেল আপনার কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবেন। এবং একটি শেয়ার দেবেন নিচে দেওয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজ এই পর্যন্তই, দেখা হবে, অন্য কোন নতুন  আর্টিকেলে। এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ্য থাকুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top