চা পাতার ব্যবসা : বর্তমানে আমাদের দেশে যতগুলো লাভজনক ব্যবসা রয়েছে। তার মধ্যে জনপ্রিয় ব্যবসা হচ্ছে, চা পাতার ব্যবসা।
চা পাতার ব্যবসাটি করার মাধ্যমে খুব সহজেই একজন সফল ব্যবসায়ী হওয়া যায়। আমাদের বাংলাদেশে অনেক উদ্যোক্তা চা পাতার ব্যবসা সঠিকভাবে করার চিন্তা করে থাকে।
কিন্তু চা পাতার ব্যবসার সঠিক গাইডলাইনের অভাবে তারা এই ব্যবসা গুলোতে সফল হতে পারেনা।
তাই আজ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে চা পাতার ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব।
তাই আপনি যদি এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চান? তাহলে আমাদের দেওয়া আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
চা পাতার ব্যবসার কৌশল
আপনারা যে কোন ব্যবসা শুরু করার আগে অবশ্যই সঠিকভাবে সে ব্যবসাটির কৌশল সম্পর্কে জেনে নিবেন। মানে আপনি ব্যবসা কিভাবে শুরু করতে চান?
কোন ব্যবসা শুরু করার আগে যদি আপনার পরিকল্পনার সামনে এগিয়ে যেতে না পারেন। সে ক্ষেত্রে কোনোভাবেই সেই ব্যবসাতে সফলতা অর্জন করতে পারবেন না।
- ইকুইটি কি ? ইক্যুইটি শেয়ার বলতে কি বুঝায়, কত প্রকার ও কি কি ?
- অর্থায়ন কি ? অর্থায়ন কত প্রকার ও কি কি ?
তার জন্য অবশ্যই ব্যবসায়ী নামার আগে কোন কোন কৌশল অবলম্বন করে ব্যবসাটি শুরু করতে পারবেন। সে বিষয়ে পরিকল্পনা করতে হবে।
আপনি যদি সঠিক দিক নির্দেশনা অনুসরণ করে চা পাতার ব্যবসা শুরু করতে পারেন। সে ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন।
চা পাতার ব্যবসা শুরু করার নিয়ম
বর্তমান সময়ে চা পাতা ব্যবসা অনেকে অনেকভাবে শুরু করেন। এ চা পাতা ব্যবসাটি আপনারা চাইলে দুই ভাবে শুরু করতে পারেন।
চা পাতার দোকানে পাইকারি বিক্রির মাধ্যমে এবং চা পাতার ডিলারশিপ নেওয়ার মাধ্যমে, চা পাতা ব্যবসা শুরু করতে পারবেন।
চা পাতা দোকানে পাইকারি বিক্রি
আপনি যদি চা পাতার দোকানে পাইকারি বিক্রির পদ্ধতি অবলম্বন করে, চা পাতা ব্যবসা শুরু করতে চান, তাহলে খুব সহজে পারবেন।
আপনারা যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় দেখবেন। অনেকগুলো চায়ের দোকান রয়েছে।
আপনারা প্রতিনিয়ত সেই দোকানগুলোতে যাবেন এবং আপনি যে, চাপাতি পাইকারি দামে তাদের কাছে বিক্রি করতে চান সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন।
এরকম ভাবে নিয়মিত ২০ থেকে ৩০ দিন যাওয়ার পর। তাদের সঙ্গে আপনার একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে এবং তারা আপনার কাছ থেকে চা পাতা কেনার জন্য আগ্রহী দেখাবে।
সেই সময় আপনি দোকানদারদেরকে পাইকারি দামে চাপাতি দিতে পারবেন। মনে করুন আপনারা এক কেজি প্যাকেটের চাপাতি ডিলারদের কাছে, থেকে ৩০০ টাকা দামে কিনেছেন।
এখন আপনি চাপাতির দোকানে পাইকারি বিক্রি করতে পারবেন। প্রায় 350 থেকে 400 টাকা পর্যন্ত।
এরকম ভাবে আপনি যদি প্রতিদিন বিভিন্ন চা পাতার দোকানে পাইকারি বিক্রি করতে পারেন। সে ক্ষেত্রে ভালো টাকাও উপার্জন করতে পারবেন।
চা পাতার ডিলারশিপ নিয়ে ব্যবসা
আবার আপনি চাইলে চাপাতে ডিলারশিপ নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ডিলারশিপ নিতে গিয়ে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন।
ডিলাসে পদ্ধতিতে আপনি চা পাতা নিয়ে আপনার এলাকায় খুচরা বা পাইকারি দামে বিক্রি করতে পারবেন।
এখানে শুধুমাত্র আপনাকে কোন কোম্পানির কাছ থেকে চা পাতার ব্যবসা করার জন্য ডিলারশিপ গ্রহণ করতে হবে।
চাপাতের ডিলারশিপ ব্যবসাটি যদি শুরু করতে হয় সে ক্ষেত্রে অবশ্যই প্যাকেট করা চা পাতি আপনাকে সংগ্রহ করতে হবে।
বর্তমান সময়ে বাংলাদেশে অনেক গুলো চা পাতি কোম্পানি রয়েছে। যে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের শর্তসাপেক্ষে তাদের গ্রাহকদের ডিলারশিপ সুবিধা প্রদান করে থাকে।
কিন্তু এমন কোন কোম্পানির ডিলারশিপ নিতে হবে। যাদের বিএসটিআই সার্টিফিকেট রয়েছে।
তাই আপনি যদি চা পাতার ব্যবসা শুরু করার আইডিয়া খুঁজে থাকেন। সেক্ষেত্রে চাপাতে ডিলারশিপ ব্যবসাটি শুরু করে দিন।
চা পাতার পাইকারি বাজার কোথায়
বর্তমান সময়ে, আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকে। যে চা পাতার পাইকারি বাজার কোথায় অবস্থিত।
তো আপনারা চা পাতার ব্যবসাটি যদি শুরু করতে চান? তবে অবশ্যই পাইকারি বাজার সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে।
কারণ এখান থেকে আপনার চা পাতা পাইকারি দামে কিনে নিয়ে সেগুলোকে আবার পাইকারি দামে বাজারজাত করতে পারবেন।
আমরা আপনাকে সুবিধার জন্য এখানে বাংলাদেশের বড় বড় কয়েকটি চা পাতার পাইকারি বাজারের ঠিকানা জানিয়ে দিচ্ছি।
সেগুলো হচ্ছে-
চা পাতার পাইকারি বাজার সিলেট
আমরা সকলেই কমবেশি জানি সিলেট সবথেকে বেশি চা পাতার চাষ করা হয়। তাই সিলেট এ চা পাতা পাইকারি বাজার আছে।
সিলেট বিভাগকে চা পাতার রাজধানী হিসেবে বলা হয়ে থাকে সিলেটের চা পাতা পাইকারি বাজারের ঠিকানা হচ্ছে-
ম্যাসাজ হকটি অ্যান্ড টেন্ডিং- 9 দরগা গেট সিলেট 3100। ফোন- 01715543307
আপনারা চাইলে চা পাতার পাইকারি বাজার সিলেটের এই কোম্পানির সাথে যোগাযোগ করে। খুব সহজে চা পাতা পাইকারি ক্রয় করে, বাজারজাত করতে পারবেন যা থেকে অনেক ভালো প্রফিট পাবেন।
চা পাতার পাইকারি বাজার চট্টগ্রাম
আপনারা যারা চা পাতার পাইকারি ব্যবসা শুরু করতে চান। সেক্ষেত্রে আপনার জন্য চা পাতার পাইকারি বাজার হিসেবে চট্টগ্রাম অন্যতম হতে পারে। কারণ এখানে পাইকারি দামে চা পাতা কেনা যায়।
চট্টগ্রামে অনেক ধরনের চা-পাতা গোডাউন আছে।
সে গোডাউন গুলো থেকে চা পাতা কিনতে পারবেন। চা পাতার পাইকারি বাজারের কিছু ঠিকানা আমরা এখানে জানিয়ে দিচ্ছি।
- কাজি টি অ্যান্ড ট্রেন্ডিং- 268/1 গ্রাউন্ড ফ্লোর
- তাসিন সেন্টার খাতুনগঞ্জ
- কোতোয়ালী, চট্টগ্রাম।
- মোবাইল নং- 01878901045
আপনারা উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করে খুব সহজে চা পাতা পাইকারি কিনে নিয়ে এসে। চা পাতা ব্যবসা শুরু করতে পারবেন।
উপরোক্ত চা পাতার পাইকারি বাজার ছাড়াও। আপনারা চাইলে, ঢাকা থেকে চা পাতা পাইকারি কিনে নিয়ে আসতে পারবেন।
চা পাতা ক্রয়ের সতর্কতা
আপনারা যারা চা পাতার ব্যবসা নতুন হিসেবে শুরু করতে চান তাদের জন্য অবশ্যই এ বিষয়গুলো মাথায় রাখতে হবে।
তাই আপনি যদি সেই সতর্কতা গুলো অবলম্বন না করেন। তাহলে কিন্তু চা পাতার ব্যবসা টিকে থাকতে পারবেন না।
তো চা পাতা ক্রয়ের সতর্কতা গুলো হচ্ছে-
- মানসম্পন্ন চা পাতা কিনতে হবে।
- ভালো লিকার দেওয়া চা পাতা কিনতে হবে।
- চা পাতার রং ও গন্ধ ভালো দেখে কিনতে হবে।
- কম দামে ভালো কোয়ালিটি সম্পন্ন চা পাতা হতে হবে।
আপনি যদি চা-পাতা করার সময় এই সর্তকতা গুলো অবলম্বন করে চা পাতা ক্রয় করেন। সে ক্ষেত্রে অনেক ভালো লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে।
তো বন্ধুরা নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বিষয় গুলো মাথায় রেখে, চা পাতা কিনতে হবে। না হলে সফলতা অর্জন করতে পারবেন না।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা চা পাতার ব্যবসা কে, বর্তমানে খুবই লাভজনক একটি ব্যবসা হিসেবে ধরে থাকেন তাহলে ভুল হবে না।
আপনি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে চা পাতা ব্যবসা শুরু করতে পারেন তাহলে সফলতা ১০০%।
তো আপনারা যারা চা পাতার ব্যবসা শুরু করতে চান? তারা উপরোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করে, অল্প কিছু খাটিয়ে ব্যবসাটি শুরু করে দিতে পারেন নিজের এলাকাতে।
তো বন্ধুরা আমাদের লেখা আর্টিকেলটি চা পাতা ব্যবসা শুরু করার আইডিয়া এখানেই সম্ভবত ঘোষণা করা হলো।
এছাড়া আপনারা যারা নিজের এলাকায় বসে বিভিন্ন ধরনের ব্যবসা করতে চান? নতুন নতুন ব্যবসার আইডিয়া জানতে, আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।