ইকুইটি কি : ইকুইটি শেয়ার বলতে কী বোঝায় এবং এই ইকুইটি শেয়ারের প্রকার গুলো কি কি সে বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত ধারণা দেবো।
বর্তমানে বিনিয়োগকারীদের জন্য একেই জনপ্রিয় এবং লাভজনক ইনভেস্টমেন্ট অপশন। ইকুইটি শেয়ারের মাধ্যমে একটি কোম্পানির ভগ্নাংশ এর মালিকানা পেয়ে থাকে।

তাই সিকিউরিটি শেয়ার হোল্ডারদের একটি কোম্পানির পার্ট ওনার হিসেবে বিবেচনা করা হয়। প্রাথমিক প্রকাশ্য প্রস্তাব এর মাধ্যমে প্রথমবারের জন্য ইকুইটি শেয়ার গুলোকে জনসাধারণের জন্য জারি করা হয়ে থাকে।
জারি হওয়ার পরে, স্টক এক্সচেঞ্জ এর মধ্যে ইকুইটি শেয়ার গুলোকে ট্রেড বা কয়েক বিক্রয় করা হয়। এখানে হয়তো আপনি চিন্তা করছেন ইকুইটি মানে কি।
তো ইকুইটি কি এবং টি শেয়ার বলতে কী বোঝায় সে বিষয়ে আমরা এখানে বিস্তারিত তুলে ধরব। তাই ইকুইটি কি এ সম্পর্কে সঠিক ধারণা পেতে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
ইকুইটি কি ?
আমরা যখন কোন কোম্পানিতে বিনিয়োগ করে থাকে, তখন সেই কোম্পানির কিছু পরিমাণের অংশীদার হয়ে দাঁড়ায়। এখন মনে করুন, সেই কোম্পানিতে আপনি বিনিয়োগ করেছেন।
সেই কোম্পানির নিজের সম্পন্ন শেয়ার যদি বিক্রি করে দেয়, মূল্য আপনাকে প্রদান করা হবে, বা আপনি যে মূল্য পাবেন, সেটিকে মূলত ইকুইটি বলা হয়।
আমি আপনাকে বলেছি ইকুইটি একজন বিনিয়োগকারীকে কোম্পানিতে তার অংশীদারের প্রমাণ হিসেবে বলা যেতে পারে।
ইকুইটি একজন বিনিয়োগকারীকে সময়ের সময়ে কোম্পানির অন্যত্রের সঙ্গে সঙ্গে লাভ করার সুযোগ প্রদান করা থাকে। আর এরকমভাবে বিনিয়োগকারী কোম্পানির ভালো সময়ে সাথে সাথে বোনাস এবং লতাংশ আয় করতে পারেন।
এক্ষেত্রে যদি শেয়ার মার্কেট এর ক্ষেত্রে বলা হয় তবে ইকুইটি হলো- একটি কোম্পানির স্টক এবং শেয়ার যেগুলো আপনি কিনে রেখেছেন।
বর্তমানে ইকুইটি মার্কেটের মাধ্যমে টাকা ইনভেস্ট করে বিশ্বজুড়ে প্রচুর মানুষ লভ্যাংশ ইনকাম করে যাচ্ছে। তাই আশা করি আপনারা শেয়ার বাজারে ইকুইটি কি এ বিষয়ে ধারণা পেয়ে গেলেন।
ইকুইটি শেয়ার কি ?
ইকুইটি শেয়ার হচ্ছে- একটি কোম্পানির ক্যাপিটাল বৃদ্ধির উদ্দেশ্যে কোম্পানির দ্বারা ইকুইটিশিয়ার জারি করা হয়। কিন্তু এক্ষেত্রে কোম্পানির মালিকানা হ্রাস পায়।
তারপর শেয়ার হোল্ডার এর মধ্যে শেয়ারের পরিমাণ এবং মূলধনের উপর ভিত্তি করে মালিকানা বিভাজিত হয়।
বিনিয়োগকারীরা ইকুইটি শেয়ার এর ইউনিট গুলো ক্রয় করে নিয়ে কম্পানির কিছু অংশের মালিকানা প্রাপ্ত করতে পারে।
ইকুইটি শেয়ারগুলো কেনার মাধ্যমে, বিনিয়োগকারীদের কোম্পানির সম্পূর্ণ মূলধনের মধ্যে অবদান থেকে যায়। আর এরকমভাবে বিনিয়োগকারীরা হয়ে ওঠেন কোম্পানির শেয়ারহোল্ডার বা অংশীদার।
ইকুইটি শেয়ার হোল্ডাররা হলো কোম্পানির মালিক। কিন্তু তাদের মালিকানা অধিকার বা অংশ তাদের কাছে থাকা কোম্পানির শেয়ারের পরিমাণের ওপর ভিত্তি করা যায়।
এছাড়াও শেয়ার হোল্ডাররা কোম্পানির দ্বারা হওয়া লভ্যাংশগুলো ভোগ করতে পারে। বেশিরভাগ লার্জ ক্যাপ ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর মাধ্যমে তাদের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ এবং বোনাস পর্যন্ত দেওয়া হয়। ।
ইকুইটি শেয়ার এর প্রকার
আমরা উপরের আলোচনায় জানিয়ে দিলাম ইকুইটি কি এবং ইকুইটি শেয়ার কি। সে অনুযায়ী এখন আমি আপনাদের জানাবো, ইকুইটি শেয়ারের প্রকার গুলো সম্পর্কে। যেমন-
- সাধারণ শেয়ার
- বোনাস শেয়ার
- অধিকার শেয়ার
- সুইট ইকুইটি
- কর্মচারী স্টক
এগুলো হলো ইকুইটি শেয়ারের প্রকাশ সমূহ। যার মাধ্যমে কোম্পানি গুলো তাদের ব্যবসা কার্যক্রম চলমান রাখেন।
ইকুইটি মার্কেট কিভাবে কাজ করে ?
সিকুইটি শেয়ার মার্কেটের জন্য কোম্পানির ডিমান্ড এবং সরবরাহের ধারণার উপর শেয়ারের দাম কম বেশি হওয়াটা বিবেচনা করা হয়।
এক্ষেত্রে যদি একাধিক লোকেরা একটি কোম্পানির শেয়ার, বিক্রি করেন তবে সেই কোম্পানির শেয়ারের দাম কমে যাবে। এক্ষেত্রে অধিক লোকেরা সেই কোম্পানির শেয়ার, স্টক কেনা নেন সেক্ষেত্রে শেয়ার কোম্পানির শেয়ার এর দাম বৃদ্ধি পাবে।
বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিজেদের ধারণার উপর ভিত্তি করে এবং কোম্পানির মৌলিক বিশ্লেষণ করে, ক্রয় বা বিক্রি করে থাকেন।
যদিও বেশিরভাগ মানুষ এটি চিন্তা করে থাকেন যে কোন কোম্পানি আসছে সময়ে অনেক ভালো পারফর্ম করবে। তাহলে মানুষ এই কোম্পানির পিষ্টক কেনে নেন। এতে স্টকের প্রাইস ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে।
আবার যদি অধিক মানুষ এটি বিশ্বাস করে থাকেন যে, কোম্পানি আছে সময় ভালো পারফরম্যান্স করবেন। তাহলে অধিক মানুষ সেই কোম্পানির শেয়ার বিক্রি করে দেবেন। এতে স্টক এর প্রাইস ধীরে ধীরে কমে যাবে।
চাহিদা ও সরবরাহক বাজারে শেয়ারের দাম নির্ধারিত করতে সহায়তা করে থাকে।
আশা করি উপরের আলোচনা অনুসরণ করে বুঝতে পারলেন, ইকুইটি মার্কেটিং কিভাবে কাজ করে থাকে।
শেষ কথাঃ
আপনার যারা বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত রয়েছেন। এবং অংশীদারিত্ব ব্যবসা করছেন। তাদেরকে এই ইকুইটি সম্পর্কে বিশেষ ধারণা গ্রহণ করতে হবে।
তাই আমরা সহজ ভাবে জানিয়ে দিলাম ইকুইটি কি ? ইকুইটি শেয়ার বলতে কি বুঝায় এবং শেয়ারের প্রকার গুলো সম্পর্কে বিস্তারিত। এখন এ বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
ধন্যবাদ।