কেওয়ােইসি কি এবং KYC Full Form In Bengali সম্পর্কে জানানোর জন্য আজকের এই আর্টিকেল টি প্রস্তুত করা হয়েছে।
তাই আপনারা যারা কেওয়াইসি মানে কি ? কেওয়াইসির পূর্ণরূপ কি? তারা এই বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
বর্তমান সময়ে আপনি একটি ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে, মিউচুয়াল ফান্ড, গোল্ড লোন, শেয়ার বাজার এবং অন্যান্য লোন নেওয়া, গোল্ড এ ইনভেস্ট করা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে আপনাদের কেওয়াইসি করতে হয়।

কিন্তু আপনি যদি এই কেওয়াইসির বিষয়ে ভালো ভাবে না জানেন। তবে আপনার চিন্তা করার কারণ নেই। আমরা এখানে কেওয়াইসি সম্পর্কে সঠিক তথ্য গুলো দেওয়ার চেষ্টা করব।
তো চলুন কেওয়াইসি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।
কেওয়াইসি (KYC) কি ?
আপনারা কি জানেন কেওয়াইসি এর পূর্ণরুপ কি? যদি না জানেন তাহলে আপনার সুবিধার জন্য বলে দিচ্ছি KYC Full Form হলো Know Your Customer.
আবার কেওয়াইসি এর বাংলা অর্থ হলো- Know : জানো, Your : নিজের, Customer : গ্রাহকদের। তো এখন এই বাংলা অর্থ গুলোকে এত্রিক করলে হবে- জানো নিজের গ্রাহকদের। আর ইংরেজি ভাষার বাংলায় অর্থ বলতে বলা হয় নিজের গ্রাহকদের জানো।
এটি হলো একটি প্রক্রিয়া। যা আর্থিক প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে কাজ সম্পূর্ণ করা হয়। এক্ষেত্রে, আর্থিক প্রতিষ্ঠান গুলো তাদের গ্রাহকদের পরিচয় ও আয় এর মাধ্যম গুলো যাচাই করে।
কেওয়াইসি এর মাধ্যমে গ্রাহকদের কার্যক্রম, পরিচয়, ঠিকানা এবং যে টাকা গ্রাহক বিনিয়োগ করতে চলেছেন সেটি সম্পূর্ণ ভাবে বৈধ বা ন্যায্য, এই বিষয় গুলো নিয়ে যাচাই করে থাকে।
কেওয়াইসি Standards গুলোকে এরকম ভাবে পরিকল্পিত করা হয়, যাতে করে আর্থিক প্রতিষ্ঠান গুলো কে জালিয়াতি, দুর্নীতি, মানি লন্ডারিং ইত্যাদি থেকে সুরক্ষা করা যেতে পারে।
তো আরো সহ ভাবে বলতে গেয়ে কেওয়াইসি একটি প্রতিষ্ঠান কে তার বিনিয়োগকারীর পরিচয় ও ঠিকানা গুলো কে প্রমাণিত করতে সহায়তা করে থাকে।
এখানে যে কোন গ্রহাক- ব্যাংক, মিউচুয়াল ফার্ড, শেয়ার মার্কেট, গোল্ড ইত্যাদি ইনভেস্ট শুরু করতে চাইনলে তাকে সবথেকে আগে নিজের কেওয়াইসি জমা দিতে হবে।
কিন্তু আপনাকে বার বার কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে না। মানে যখন আপনি জীবনে প্রথম বার এর জন্য বিনিয়োগ করা শুরু করবেন শুধু তখনই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠান গুলোতে বিনিয়োগ ইত্যাদি কাজ সম্পাদন করতে গেলে সেই প্রথম বারের মতো কেওয়াইসি দিয়ে কাজ করা যাবে।
KYC Full Form In Bengali – কেওয়াইসির পূর্ণরুপ কি ?
কেওয়াইসি (KYC) এর পূর্ণরুপ হলো Know Your Customer. এর এই বিষয়ে আমরা আর্টিকেল এর শুরুতেই জানিয়ে দিয়েছি। KYC Full Form In Bengali হচ্ছে, নিজের গ্রাহকদের চেনো বা জানো।
কেওয়াইসি (KYC) কত প্রকার ও কি কি ?
কেওয়াইসি মূলত দুই ধরণের হয়ে থাকে। আর এই দুইটি প্রক্রিয়া সুবিধা জনক ও কার্যকর ভূমিকা পালন করে। তো চলুন এই কেওয়াইসির প্রকার গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
আধার ভিত্তিক কেওয়াইসি – (Aadhaar Based KYC)
উক্ত কেওয়াইসি ভেরিফিকেশন প্রক্রিয়া মূলত আধারের মাধ্যমে করা হয়। কেওয়ােইসি এর উক্ত প্রক্রিয়া আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে পারবেন।
আপনি যদি নিজের ঘরে বসে কোন প্রকার ঝামেলা ছাড়াই অনলাইনের মাধ্যমে কেওয়াইসি ভেরিফিকেশন করতে চান, তবে অবশ্যই এই ‘Aadhaar Based KYC’ প্রক্রিয়া আপনার জন্য অনেক ভালো হবে।
উক্ত প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে নিজের আধার কার্ড এর স্কেন কপি আপলোড করে দিতে হবে। এর মানে আধার বেসড কেওয়াইসির মাধ্যমে একজন গ্রাহক, যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাই। তবে সে শুধু 50 হাজার পর্যন্ত প্রতি বছর বিনিয়োগ করতে পারবে।
ব্যক্তিগত যাচাইকরণ কেওয়াইসি – In-Person Verification KYC
এই ধরণের কেওয়াইসি ভেরিফিকেশন সম্পূর্ন অফলাইনের মাধ্যমে হয়ে থাকে। যা আপনাকে প্রতিষ্ঠানে গিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে।
আপনারা যদি মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট এর মধ্যে নিয়মিত অধিক পরিমানের বিনিয়োগ করতে চান। তবে আপনার উক্ত ‘In-Person Verification KYC’ করতে হবে।
উক্ত প্রক্রিয়াতে গ্রাহক এর আইডিন্টিটি ও বর্তমান ঠিকানা গুলো ভেরিফাই করার জন্য প্রাসঙ্গিক প্রমাণ হিসেবে কাগজপত্র জমা দিতে হবে।
আপনারা চাইলে কেওয়াইসি নিয়ম অনুসরণ করে, আইডিন্টিটি এবং ঠিকানা প্রমান হিসেবে, স্ব-প্রত্যয়িত প্যান কার্ড, পাসপোর্ট, ইলেক্ট্রিসিটি বিল এবং টেলিফোন বিল, ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ড ইত্যাদি জমা দিতে পারবেন।
শেষ কথাঃ
তো আজকের এই পোস্টে আমরা আপনাকে জানিয়ে দিলাম, কেওয়াইসি কি ? কেওয়াইসি এর পূর্ণরূপ কি? সেই সঙ্গে কেওয়াইসি কত প্রকার ও কি কি এই বিষয়ে বিস্তারিত তথ্য।
এখন আপনি যদি উক্ত আলোচনা অনুসরণ করার পরেও আরো কিছু জানতে চান? তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারবেন।
আর আমাদের এই সাইট থেকে বিভিন্ন মার্কেটিং, ব্যাংকিং এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চান, তাহলে ভিজিট করুন।
ধন্যবাদ।