OnePlus কোন দেশের কোম্পানি : বর্তমান সময়ে মানুষ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ের জন্য বিভিন্ন ধরনের ব্র্যান্ড পছন্দ করেন।
তার মধ্যে জনপ্রিয় একটি ব্র্যান্ডের নাম হচ্ছে- ওয়ানপ্লাস।
বর্তমানে অনেকে google সন্ধান করে, জানতে চান? OnePlus কোন দেশের কোম্পানি। এবং ওয়ান প্লাস কোম্পানির মালিক কে? যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান, তারা সঠিক একটি আর্টিকেলে চলে এসেছেন।

আমরা আপনাদের সুবিধার জন্য এখানে, ওয়ানপ্লাস কোম্পানির সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন।
OnePlus কোম্পানির মালিক কে ?
বর্তমান সময়ে মানুষ সব সময় ভালো কিছু আশা করেন। তেমনি ভাবে সকলেই একটি জনপ্রিয় ডিজাইন, শক্তিশালী স্পিসিফিকেশন, দ্রুত ও পাতলা একটা সফটওয়্যার সহ কম দামে স্মার্টফোন কিনতে চায়।
আমাদের জানামতে ২০১৪ সালে, ওয়ান প্লাস ওয়ান নামে একটি স্মার্ট ফোন বাজারে লঞ্চ করা হয়। বর্তমানে প্রতিটি মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করে।
তাই আপনি যদি ওয়ানপ্লাস কোম্পানি থেকে স্মার্ট ফোন কিনতে চান? তাহলে এই কোম্পানির সম্পর্কে আপনাকে কিছু ধারণা রাখতে হবে।
আমরা জানি চীনের স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি ওয়ান প্লাস স্মার্টফোন কোম্পানি বিবিকে ইলেকট্রনিক্স কর্পোরেশন এর একটি অংশ। ওয়ান প্লাস সব সময় প্রিমিয়াম ক্যাটাগরিতে, তাদের স্মার্টফোনগুলো বাজারে লঞ্চ করেন।
২০১৩ সালের দিকে এই কোম্পানি তাদের প্রথম ওয়ান প্লাস ওয়ান নামে একটি স্মার্টফোন লঞ্চ করেছেন। ওয়ান প্লাস আছে একটি চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড।
যা অপ কোম্পানির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট “Pete Lau” ও “Carl Pei ” এর মাধ্যমে ডিসেম্বর মাসের ২০১৩ সালে প্রতিষ্ঠিত করা হয়।
কোম্পানিটির বিবিকে ইলেকট্রনিক্স এর তিনটি সহযোগী সংস্থা এর মধ্যে একটি। আর অন্য দুটি কোম্পানি হলো oppo এবং vivo কোম্পানি।
আর ওয়ান প্লাসের নতুন স্ট্যাটাস ১৬ ডিসেম্বর ২০১৩ সালে অপ্পো ইলেকট্রনিক্স এর একজন প্রাক্তন কর্মী “Pete Lau” প্রতিষ্ঠিত করেছিল।
এই কোম্পানির সদর দপ্তর হচ্ছে- শেসঝেন। গুয়াংডং প্রদেশ এর ফুটিয়ান জেলার, চেগং টেম্পল সাবডিস্ট্রিক্টের তাইরান বিল্ডিং-এ।
তারপর এই ওয়ানপ্লাস কোম্পানিটি বিশ্বের ৪৩ টি দেশে উপস্থিত হয়। ওয়ান প্লাসের সহ প্রতিষ্ঠাতা হলেন “Carl Pei”. আরে কোম্পানিটি প্রযুক্তিগতভাবে বিবিকে ইলেকট্রনিক্স এর মালিকানাধীন একটি কোম্পানি।
“Pete Lau” একজন চাইনিজ উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিলেন। তিনি চায়না স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস সহ প্রতিষ্ঠাতা এবং সিইও এ বিষয়ে আমরা উপরেই বলে দিয়েছি। কিন্তু ওয়ান প্লাসের বর্তমান ভারতের কোম্পানিতে সিইও হচ্ছেন- “Navnit Nakra”.
আশা করি আপনারা বুঝতে পারলেন ওয়ান প্লাস কোম্পানির মালিক ও সিইও কে?
OnePlus কোন দেশের কোম্পানি ?
ওয়ানপ্লাস টেকনোলজি (শেসঝেন) লিমিটেড। এটি চীনা কনজ্যুমার ইলেকট্রনিক্স প্রস্তুতকারক কোম্পানি। ওয়ানপ্লাস কোম্পানির এখন প্রধান অ্যান্ড্রয়েড স্মার্টফোন সংস্থা গুলোর মধ্যে অন্যতম।
বিশ্বের ৩৪ টি দেশে ওয়ানপ্লাস কোম্পানির বিভিন্ন মডেলের মোবাইল বিক্রি হচ্ছে। ওয়ানপ্লাসের জনপ্রিয়তা সব থেকে বেশি ইউরোপ এবং ভারত দেশে।
২০১৪ সালের দিকে ভারতে ওয়ানপ্লাস নিষিদ্ধ করা হয়েছিল বিভিন্ন কারণ বশতঃ। তবে পরবর্তীতে হাইকোর্টের নিচে থাকা প্রত্যাহার করে।এখন ভারতবর্ষে ওয়ানপ্লাস কোম্পানির বিশাল মার্কেটপ্লেস তৈরি হয়েছে।
ওয়ান প্লাস কোম্পানির ২০১৮ সাল থেকে ভারতে নিয়মিত তাদের ডিভাইস গুলো তৈরি করছে। এবং ওয়ানপ্লাস কোম্পানির স্মার্টফোনগুলো শুরুতে শুধুমাত্র ভারতবর্ষের জন্য তৈরি করা হয়েছিল।
তারপর ধীরে ধীরে এটি বিশ্বের বিভিন্ন দেশে, বিক্রি কার্যক্রম শুরু হয়।
Oneplus মোবাইল এর ইতিহাস
সর্বপ্রথম ওয়ান প্লাস কোম্পানির ২০১৪ সালে একটি স্মার্টফোন আনেন তার নাম রাখা হয়, ওয়ান প্লাস ওয়ান।
ওয়ানপ্লাস কোম্পানি তাদের প্রথম স্মার্টফোন কেনার জন্য এক নতুন ধরনের আমন্ত্রণ পদ্ধতি চালু করেছিলেন। উক্ত স্মার্ট ফোন বাজারে তার গ্রাহকদের কাছ থেকে প্রচুর কদর পেয়েছে।
সেই সময় অনেকেই স্মার্টফোনটি কিনতে চেয়েছিল কিন্তু আমন্ত্রণ সিস্টেমের কারণে কিনতে পারেননি। ওয়ান প্লাস ওয়ান মডেল ফোন টি সেই সময় অনেক জনপ্রিয় ফোন হিসেবে পরিচিত হয়েছিল।
তারপর আরো নতুন নতুন মডেলের মোবাইল লঞ্চ করা হয়, যেগুলো কেনার জন্য আর কোন আমন্ত্রণ প্রয়োজন হয়নি। যে কেউ চাইলেই সহজেই ওয়ানপ্লাস কোম্পানি থেকে বিভিন্ন মডেলের মোবাইল কিনতে পারত।
তো তারপর 2015 সালে, ওয়ান প্লাস টু চীন দেশে উন্মোচন হয়। তারপর সেটি আন্তর্জাতিক বাজারে রিলিজ করা হয়। ওয়ানপ্লাস এক্স এর আন্তর্জাতিক প্রকাশ পায় 2015 সালের নভেম্বর মাসে।
তারপর থেকে ওয়ান প্লাস কম্পানি অনেক জাকজমক ভাবে তাদের স্মার্টফোন বিক্রির কার্যক্রম পরিচালনা করা যায়। সাধারণ জনগণ ওয়ানপ্লাস কোম্পানির মোবাইল গুলো অনেক অল্প দামে কিনে ব্যবহার করা শুরু করেন।
শেষ কথাঃ
আপনারা যারা google সন্ধান করে জানতে চেয়েছিলেন ওয়ানপ্লাস কোন দেশের কোম্পানি। এবং ওয়ান প্লাস কোম্পানির মালিক কে? তাদের উদ্দেশ্যে আমরা উপরোক্ত আলোচনায় বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি।
এছাড়া ওয়ানপ্লাস কোম্পানি সম্পর্কে আপনার যদি আরও কোন কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
ধন্যবাদ।