এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেছে? মোবাইল স্লো সমস্যার সমাধান

অ্যান্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেছে : মোবাইল স্লো সমস্যার সমাধান জানাতে, আমাদের আজকের এই আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে।

বর্তমান সময়ে আপনার যখন নতুন একটি এন্ড্রয়েড মোবাইল কিনেন। তখন মোবাইলটি বেশ ভালোভাবে ফাস্ট এবং দ্রুতভাবে কাজ করে থাকে।

তবে সময় যত অতিবাহিত হতে থাকে ব্যবহৃত মোবাইল গুলো স্লো মোবাইল স্লো হওয়া শুরু করে। এবং মোবাইলগুলোতে আমাদের প্রয়োজনীয় কাজ গুলো করার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেছে? মোবাইল স্লো সমস্যার সমাধান
এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেছে? মোবাইল স্লো সমস্যার সমাধান

একটি অ্যান্ড্রয়েড ফোন স্লো হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। আবার সব দিকে বিশ্লেষণ করে দেখলে, বোঝা যায় আমাদের এন্ড্রয়েড মোবাইল গুলো স্লো হওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী।

অ্যান্ড্রয়েড মোবাইল নতুন অবস্থায় আমরা যে, পরিমাণে যত্ন নিয়ে থাকি, সেটি ধীরে ধীরে পুরাতন হয়ে গেলে, আমরা সে যত্ন করার বিষয়টি বাদ দিয়ে দেয়।

মোবাইলে প্রয়োজনীয় কাজ করা নিয়ে ব্যস্ত থাকি। যার ফলে এন্ড্রয়েড মোবাইল গুলো ওপরে খারাপ খারাপ প্রভাব এবং কর্মক্ষমতা কমে যেতে থাকে।

তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল যে কারণে স্লো হয়ে যাক না কেন? আপনাকে এর সমাধান অবশ্যই জানতে হবে।

আমরা জানি একটি এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেলে কোন অ্যাপস সঠিকভাবে কাজ করতে চায়না, যদিও চলে অনেক স্লোতে।

তাই আপনি যদি মোবাইল স্লো সমস্যার সমাধান পেতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ার ফলে, স্লো মোবাইল ফাস্ট করে নিতে পারবেন।

Android মোবাইল স্লো হয় কেন?

এন্ড্রয়েড মোবাইল স্লো হওয়ার কারণ অনেক। তার মধ্যে- অল্প প্রসেসর স্পিড, র‌্যামের ধারন ক্ষমতা কম এবং ইন্টারনাল স্টোরেজ’র ঘাটতি।

উপরোক্ত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে, একটি মোবাইল স্লো বা ফাস্ট কাজ করে। তার কারণ আপনার এন্ড্রয়েড মোবাইল যে, কোন কাজ বা ফাংশন ব্যবহার করার আগে, সেগুলো মোবাইলের প্রসেসর এবং র‌্যাম ব্যবহার করে, কাজটি সম্পন্ন করে থাকে।

আপনার যদি মোবাইলে কম ক্ষমতার প্রসেসর এবং র‌্যাম সংযুক্ত থাকে। তাহলে, সেগুলো অনেক স্লোভাবে কাজ করবে। আপনি যদি কোন গুরুত্বপূর্ণ কাজ করতে যান।

তখন মোবাইলটি হ্যাং হয়ে যেতে পারে, যার ফলে মোবাইল বন্ধ করা ছাড়া আর কোন উপায় থাকে না।

এক্ষেত্রে আপনার কাছে যদি অনেক পুরাতন একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে। সেখানে অনেক কম মানে, ৫০০ এমবি হতে ১ জিবি’র র‌্যাম যুক্ত থাকে।

এবং প্রসেসর স্পিড কম Single Core কিংবা Dual Core থাকে তাহলে, অবশ্যই আপনার মোবাইলগুলো স্লোতে কাজ করবে।

এমন কিছু পুরাতন মডেলের মোবাইল স্লো থেকে ফাস্ট করার জন্য আপনার কাছে শুধুমাত্র, একটি উপায় রয়েছে। আর সেটি হচ্ছে, মোবাইলে অপ্রয়োজনে অ্যাপ গুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

বিশেষ করে, অ্যাপ গুলো আনইন্সটল করে দিতে হবে। আপনার অ্যান্ড্রয়েড ফোনগুলোতে সর্বোচ্চ দুই থেকে তিনটি অ্যাপ ব্যবহার করতে হবে।

আপনি মোবাইলে যত কম চাপ সৃষ্টি করবেন, তত ফাস্ট থাকবে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল গুলো।

মোবাইল স্লো সমস্যার সমাধান (মোবাইল ফাস্ট করার উপায়)

আপনাদের ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইলের স্লো সমস্যা হওয়া সমস্যা টি ফাস্ট করার জন্য, আপনাকে কিছু উপায় অবলম্বন করতে হবে।

আর উক্ত উপায় গুলোর মধ্যে, আপনার মোবাইল আগের থেকে অনেক বেশি ফাস্ট কাজ করা শুরু করবে।

যার ফলে আপনার গুরুত্বপূর্ণ কাজ গুলো খুব সহজেই অল্প সময়ের মধ্যে সারতে পারবেন। তো চলুন আর সময় নষ্ট না করে এমন কিছু উপায় জেনে নেয়া যাক।

যার মাধ্যমে, আপনার মোবাইল স্লো সমস্যার সমাধান করতে পারবেন। যেমন-

RAM বুস্টার অ্যাপস ব্যবহার

আপনাদের একটি স্মার্ট ফোন ফাস্ট করার জন্য। র‌্যাম বুস্টার অ্যাপ অবশ্যই ব্যবহার করতে হবে। মোবাইল রেমবোস্টার অ্যাপ মূলত আপনার মোবাইলের র‌্যাম কে বুস্ট করবে। এবং সেটিকে ফ্রি করবে।

মোবাইল এর র‌্যাম ফ্রি থাকলেই আপনারা মোবাইল গুলো এমনিতেই ফাস্ট কাজ করবে। এছাড়া আপনারা মোবাইলের র‌্যাম বুস্টার অ্যাপস ব্যবহার করে।

মোবাইল এর সিস্টেম মেমোরি এবং সিস্টেম ক্যাশ কে পরিষ্কার করে মোবাইলের পারফরম্যান্স অপটিমাইজ করতে সহায়তা করতে পারবেন।

তো আপনি যখন মোবাইলে কোন অন্যান্য অ্যাপ চালু করবেন। তখন সেটি অনেক ফাস্ট ভাবে, কাজ করা শুরু করবে, কোন রকম হ্যাং হওয়ার সম্ভাবনা থাকবে না।

আপনারা চাইলে, র‌্যাম বুস্টার এপস টি সরাসরি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনার সুবিধার জন্য এখানে এন্ড্রয়েড মোবাইলের কিছু র‌্যাম বুস্টার অ্যাপের নাম জানিয়ে দিচ্ছি। যেমন-

  • Cache cleaner app
  • Clean master
  • Speed Booster

আপনারা এখান থেকে যে কোন একটি রেমবোস্টার অ্যাপ আপনার মোবাইলে ইন্সটল করে রাখলে, অবশ্যই ফাস্ট ভাবে, মোবাইল ব্যবহার করতে পারবেন।

অপ্রয়োজনীয় অ্যাপস গুলো আনইন্সটল করে দিন

আপনার এন্ড্রয়েড মোবাইলগুলোতে থাকা প্রতিটি অ্যাপ মোবাইল এর কিছু সিস্টেম স্টোরেজ, ইন্টারনেট, মেমরি, র‌্যাম সহ ব্যাকগ্রাউন্ডে প্রসেসর ব্যবহার করতে থাকে।

যা আমরা বুঝতে পারি না। আমাদের মোবাইল নিজে নিজেই স্লো হতে থাকে। কিন্তু মোবাইল স্লো হওয়ার আসল কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ গুলো।

তো আপনি যদি নিজের এন্ড্রয়েড মোবাইল ফাস্ট করার উপায় খুঁজেন? তাহলে দেরি না করে, আপনার মোবাইল থেকে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আজই আনইন্সটল করে দিন, পারলে ডিলিট করে দিন।

আপডেট আসা-মাত্রই অ্যাপ আপডেট করুন

আমাদের মধ্যে অনেকেই যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন। কিন্তু আপডেট নোটিফিকেশন আসার পরেও সেগুলোকে আপডেট করেন না। তাদের মোবাইলটি ধীরে ধীরে স্লো হয়ে যায়।

তাই আপনি যদি মোবাইলটি দ্রুত ফাস্ট করে, ব্যবহার করতে চান? তাহলে অবশ্যই মোবাইলে আপডেট নোটিফিকেশন আসা মাত্রই অ্যাপ গুলো আপডেট করে রাখতে হবে।

আবার আপনার মোবাইলে আপডেট নোটিফিকেশন আসার পর আপনি যদি সেটি ভুল করে, সরিয়ে দেন। সে ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই।

আপনারা চাইলে, আপনার মোবাইলের সকল সফটওয়্যার আপডেট করার জন্য। মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে প্রবেশ করে, সার্চ অপশন এ আপডেট অল অ্যাপ লিখে সার্চ করলেই। আপনার মোবাইলের সকল অ্যাপ গুলো আপডেট করে দিতে পারবেন।

ফোন স্টোরেজ ক্লিন রাখুন

বর্তমান সময়ে আমরা যারা এন্ড্রয়েড মোবাইল গুলো কিনে থাকি সেই মোবাইল গুলোতে ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি থেকে শুরু করে, আরো অসংখ্য পরিমাণের ফোন স্টোরেজ দেওয়া হয়।

যার ফলে আমরা আলাদাভাবে আমাদের তথ্যগুলো সংরক্ষিত করে, রাখার জন্য মেমোরি কার্ড ব্যবহার করি না। যারা এই ভুল কাজটি করে থাকেন। তাদের মোবাইলটি অল্প কিছুদিনের মধ্যে স্লো এবং হ্যাং হওয়া শুরু করে।

তাই আপনি যদি এন্ড্রয়েড মোবাইল ফাস্ট কাজ করতে চান? সে ক্ষেত্রে আপনার ফোন স্টোরেজ সব সময় ক্লিন রাখতে হবে।

আপনার প্রয়োজনীয় ডাটা গুলো আলাদা ভাবে একটি মেমোরি কার্ড কিনে সেখানে সংরক্ষিত করে রাখবেন।

তাহলেই ফাস্ট ভাবে আপনার মোবাইল ব্যবহার করতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেছে, এ বিষয় নিয়ে অনেক চিন্তিত। তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, মোবাইল স্লো সমস্যার সমাধান করে নিতে পারবেন।

কারণ আমরা এই আর্টিকেলে মোবাইল স্লো সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনা মনোযোগ সহকারে পড়ার পর, আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment