গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার

বর্তমান সময়ে, প্রতিটি ডিভাইস যেমন- কম্পিউটার, laptop এবং স্মার্টফোন থেকে শুরু করে, আরো অন্যান্য ডিভাইস ইউজাররা গুগল ক্রোম শব্দের সাথে পরিচিত।

বিশ্বাস করে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে, তাদের প্রতিটি ফোনে গুগল ক্রোম সফটওয়্যার টি ইনবিল্ড দেওয়া থাকে।

গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার
গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার

আমরা সকলেই এই গুগল ক্রোম সফটওয়্যারটি ব্যবহার করি। তবে এই গুগল ক্রোম সফটওয়্যার এর বিষয়ে অনেকে,ই তেমন কোনো সঠিক তথ্য জানেন না।

তো আমাদের আজকের এই আর্টিকেলে গুগল ক্রোম কি থেকে শুরু করে, গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার এ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।

তাই আপনি যদি গুগল ক্রোম সফটওয়্যার / ব্রাউজার সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন।

গুগল ক্রোম কি ?

গুগল ক্রোম হচ্ছে, একটি জনপ্রিয়  ও্রয়েব ব্রাউজার। যা ডেভলপ করার কাজ করেছেন গুগল। আমাদের জানামতে, google chrome ‘এরিক এমারসন স্মিডটে’র হাত ধরে, ২০০৮ সালে সর্বপ্রথম উইন্ডোজ এর জন্য উন্মুক্ত করা হয়।

তারপর, ধীরে ধীরে এটি লিনাক্স এর বিভিন্ন ডিস্ট্রো সহ অন্যান্য অপারেটিং সিস্টেম গুলো তে সংযুক্ত করে দেওয়া হয়। গুগল ক্রোমের মাধ্যমে, আমরা ইন্টারনেটে থাকা সকল তথ্য সবার আগে খুব সহজেই সার্চ করে জেনে নিতে পারি।

গুগল ক্রোম ব্যবহার

Google chrom software একদম বিনামূল্যে বর্তমান সময়ে বিশ্বের 47.2% ইন্টারনেট ব্যবহারকারীরা এটি কাজের জন্য ব্যবহার করেন।

গুগল ক্রোম ব্রাউজার মানুষের কাছে পছন্দের ওয়েবসাইট এক্সেস, ডাউনলোড, খবর পড়া, ভাষা অনুবাদ, বিভিন্ন তথ্য সার্চ সহ আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।

গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার ?

বর্তমানে গুগলে সার্চ করে, অনেক মানুষ জানতে আগ্রহী। গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার। তাই তাদেরকে সরাসরি বলতে চাই, গুগল ক্রোম সফটওয়্যার একটি ওয়েব এবং মোবাইল ব্রাউজিং সফটওয়্যার।

গুগল ক্রোম সফটওয়্যার তৈরি করা হয়েছে। শুধুমাত্র ওয়েব ব্রাউজিং কে সহজ করার জন্য। গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার এ বিষয়ে ব্যাখ্যা করতে চাইলে বলা যাবে, এটি একটি অপারেটিং সিস্টেম

গুগল ক্রোম ব্রাউজার এ আছে ৪৭ টি দেশের ভাষা অনুবাদ করার প্রসেসর। দীর্ঘ ছয় বছর এর সাধনা নিয়ে, গড়ে ওঠা।

গুগল ক্রোম সফটওয়্যারটি প্রথমে ওয়েব সফটওয়্যার হিসেবে লঞ্চ হলেও। পরবর্তীতে এটিকে মোবাইলের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয়।

যার ফলে, লোকেরা যে, কোন ডিভাইস ব্যবহার করে। গুগল ক্রোম ব্রাউজার / সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে, নিজেদের ব্যক্তিগত এবং ব্যবসায়ী কাজ সম্পন্ন করতে পারে।

গুগল ক্রোম সফটওয়্যার / অ্যাপস

গুগল ক্রম ব্রাউজার যখন লঞ্চ করার কথা ছিল। তার অনেক পরে সফটওয়্যারটি লঞ্চ পায় এর কারণ ছিল, google এর সাবেক প্রধান নির্বাহী স্মিডটের মতে, google তখন একটি ছোট কোম্পানি ছিল।

তখন ব্রাউজার লঞ্চ করা রিস্ক নিতে চাননি। তাই 6 বছর পরে। গুগল ক্রোম সফটওয়্যার টি লঞ্চ করা হয়। আপনার শুনলে অবাক হবেন যে, মজিলা ফায়ারফক্স সফটওয়্যার এর ডেভলপারদের হায়ার করে, গুগল ক্রোম অ্যাপস / সফটওয়্যার তৈরি করা হয়।

তো বন্ধুরা আপনারা google chrome software সম্পর্কে অনেকগুলো ধারণা নিতে পারলেন।

এখন এই গুগল ক্রোম সফটওয়্যার সম্পর্কে বিশেষ করে, গুগল ক্রোম সফটওয়্যার এর কিছু আকর্ষণীয় ফিচার সমূহ সম্পর্কে, আপনাকে জানানোর চেষ্টা করব।

যে ফিচার গুলো জানার মাধ্যমে আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন। গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার।

ট্রান্সলেট

Google chrome সফটওয়্যার এ যে কোন পেজকে ট্রান্সলেট করতে পারে চোখের পলকে। গুগল ট্রান্সলেটের বিশেষ ফিচারটি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার এর হাত ধরে, শোভাযাত্রা শুরু করে।

ডাটা সেভ মুড

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের ওয়াইফাই সংযোগ নেই। তারা মোবাইল ডাটার মাধ্যমে ওয়েব ব্রাউজিং করে থাকেন। তাদের জন্য ডাটা সেভ মোড অনেক কার্য করে, বলে আমি বিশ্বাস করি।

অটোসেভ পাসওয়ার্ড

গুগল ক্রোম সফটওয়ারে আপনি পেয়ে যাবেন অটো সেভ পাসওয়ার্ড ফিচার। বিশেষ করে আমাদের মধ্যে যারা বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে না পারেন। তাদের জন্য গুগল ক্রোম ব্রাউজার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ করে আপনি ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট তৈরি করেছেন। কিন্তু আলাদা আলাদা একাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড হয়।

এখন আপনার পাসওয়ার্ড মনে নেই।

সে ক্ষেত্রে চিন্তার কোন কারন নেই। আপনারা যখন একাউন্ট তৈরি করবেন। তখন গুগল ক্রোম থেকে একটি ফিচার আপনাকে দেওয়া হবে।

যেখানে বলা হবে, আপনি কি অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড সেভ করতে চান।

আপনি যদি হ্যাঁ বা yes দেন। তাহলে গুগল ক্রোম ব্রাউজারে আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। যা পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ড খোঁজাখুঁজি করে হয়রানি হতে হবে না।

অন স্টার্টআপ

আপনি যদি গুগল ক্রোম সফটওয়্যার ব্যবহার করেন। তাহলে আপনার পছন্দমত, বিশেষ করে প্রতিদিন কাজের ওয়েবসাইট সার্চ করে বের করতে না চান?

তাহলে আপনারা অন স্টার্টআপ টি ব্যবহার করে, খুব সহজেই আপনার প্রয়োজনীয় ওয়েবসাইট গুলো যুক্ত করে রাখতে পারবেন।

যখনই আপনি গুগল ক্রোম সফটওয়্যার এ প্রবেশ করবেন। আপনার কোন কিছু সার্চ করতে হবে না। আপনার প্রয়োজনীয় যুক্ত করে রাখা সাইট গুলো সামনে এসে হাজির হবে। যার ফলে আপনার অনেক সময় বেঁচে যাবে।

ডার্ক মোড

বর্তমান সময়ে গুগল ক্রোম সফটওয়্যার এর ডার্ক মোট অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ডার্ক মোডের মাধ্যমে আপনারা মোবাইলে বা কম্পিউটারে দিনের সময় সাদা স্ক্রিনে ব্যবহার করতে পারবেন।

এবং রাতের সময় কালো স্কিনে কম্পিউটার এবং মোবাইল ব্যবহার করতে পারবেন। যাতে করে আপনার চোখের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

শেষ কথাঃ

আপনারা যারা জানতে চেয়েছিলেন গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার তারা ইতোমধ্যে এ বিষয়ে সঠিক ধারণা পেয়ে গেছেন।

আর google chrome কোন ধরনের সফটওয়্যার এ বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে। তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

এছাড়া, বিভিন্ন ওয়েব ব্রাউজার সম্পর্কে আমাদের ওয়েবসাইট থেকে, আরো অন্যান্য আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top