মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি: আমাদের সকলের কাছেই আজ কার্টুন জিনিসটা অনেক জনপ্রিয়। বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বুড়োরাও আজ এর নেশায় মত্ত। আর জানেন কি এই কার্টুন ভিডিও বানিয়েই মানুষ মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে? আর মজার ব্যাপার হলো আপনিও তা করতে পারবেন।
আর হ্যা, তা আপনি পারবেন আপনার অ্যান্ডয়েড মোবাইলটির মাধ্যমে। প্রশ্ন করতে পারেন কিভাবে? তার উত্তরে বলতে চাই প্রযুক্তির কল্যাণে আজ মোবাইল এ অনেক কার্টুন ভিডিও তৈরি করার এপস এসেছে। আর এই কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপস নিয়েই আমাদের আজকের আলোচনা।
শুরু থেকে শেষ পর্যন্ত তাই সাথেই থাকুন –
কেন কার্টুন ভিডিও তৈরি করা হয় ?
আপনার মনে নিশ্চয় এতক্ষণে চলে এসেছে কেন এই কার্টুন ভিডিও তৈরি করা হয়, তাই না? সেজন্যই বলছি কেন এটি তৈরি করা হয়। আসলে কার্টুন ভিডিও শুধুমাত্র মনোরঞ্জন এর বাইরেও টাকা ইনকাম এর জন্যই তৈরি করা হয়ে থাকে। বলতে পারেন কিভাবে এটা দ্বারা আয় করা যায়। যদি জানতে নিচের পয়েন্ট কয়েকটি মনযোগ সহকারে পড়ুন-
ইউটিউব চ্যানেলের মাধ্যমে আয় –
আপনি হয়তো সফটুনস বা পোগো এর মতো ইউটিউব চ্যানেলগুলো দেখে থাকবেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ইউটিউব চ্যানেলগুলোর আয়ের অন্যতম একটি মাধ্যম হলো ইউটিউব। ইউটিউবে তারা বিভিন্ন কার্টুন ভিডিও ছাড়ার মাধ্যমে তাতে অ্যাড যুক্ত করে আয় করে। একটু খেয়াল করলেই বিষয়টি আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে।
নিজস্ব কার্টুন ক্যারেক্টার তৈরির সুযোগ –
আপনার কল্পনায় হয়তো অনেক কিছু আসা যাওয়া করছে কিন্তু তাকে বাস্তবে রূপ দেয়ার উপায় কি? আর কোনো উপায় আছে কি না জানি না তবে এই কার্টুন ভিডিও তৈরির মাধ্যমে নিজের কার্টুন ক্যারেক্টার ডেভলপ করতে পারবেন খুব সহজেই। আপনি হয়তো জনপ্রিয় কার্টুন গোপাল ভাড় দেখে থাকবেন।
এই কার্টুনটি এখন টেলিভিশন থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত মাতিয়ে দিচ্ছে। আর ক্রিয়েটর সনি আট চ্যানেলটিও কিন্তু এর মাধ্যমে অনেক লাভবান হচ্ছে। আপনিও নিজেই শুরু করতে পারেন নিজের কল্পনার শক্তিকে বাস্তব রূপ দিয়ে।
কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপস কি আসলেই কার্যকর?
উপরে বলার পরও আপনার মনে হয়ত একটু সন্দেহ থেকেই গেছে যে আদৌ কি মোবাইল দ্বারা কার্টুন ভিডিও তৈরি করা যায়? আপনার এই সন্দেহ দূর করতেই বলছি এই আপনি মোবাইল এর মাধ্যমেই কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। টেকনোলজি এর কল্যাণে এই ব্যবস্থাটি এখন অনেক উন্নত হয়েছে। তাই আপনার চিন্তা করার কোনো কারণই নেই।
আর এই বিষয়টিই আপনার কাছে আরও কিছুটা পরিষ্কার হয়ে যাবে যখন আমরা আপনাকে দেখাবে কি দিয়ে বা কিভাবে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন। সাথেই থাকুন আর নিজের মনের সন্দেহকে দূর করুন।
আরও পড়ুন:
সেরা ১০টি কার্টুন ভিডিও তৈরি করার এপস-
হ্যা, তো চলুন আলোচনার শুরুতেই আসা যাক আমাদের কার্টুন ভিডিও তৈরি করার সেরা এপস গুলো নিয়ে। তবে চিন্তা করবেন না এসব কিন্তু আপনাকে কিনতে হবে না। কারণ এগুলো সব ফ্রি। প্রথমেই কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপস এর লিস্টটা একটু দেখে নিই চলুন-
FlipaClip
কার্টুন ভিডিও এর সাথে ওতোপ্রতোভাবে জড়িত একটি নাম হলো FlipaClip । কার্টুন ভিডিও তৈরি করছেন আর FlipaClip সমন্ধে জানেন না এমন মানুষকে খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। এখানে মূল কাজটি হয়ে থাকে ফ্রেম ফ্রেম ভাগ করার মাধ্যমে। আর ভিডিও তৈরির জন্য এখানে আপনি পাবেন অনন্য সব টুলস। তাছাড়াও আরো কিছু ফিচার রয়েছে যেমন-
- আপনি পাবেন একটি animation timeline
- বিভিন্ন টেক্সট এবং ড্রইং টুলস
- ড্রইং এ বিভিন্ন লেয়ার যুক্ত করার সুবিধা
- FlipaClip রয়েছে এক নিজস্ব মিউজিক লাইব্রেরি সেখান থেকে অডিও নিতে পারবেন
- ফ্রেম যোগ করার আগে এবং পরের অবস্থা দেখে নেয়ার সুবিধা
- একাধিক সোশ্যাল মিডিয়াতে সরাসরি শেয়ার করার সুবিধা
Plotagon Story
Plotagon Story একটি আকর্ষণীয় কার্টুন ভিডিও তৈরি করার এপস। আপনি বিশ্বাস করবেন না যে এর মাধ্যমে আপনি নিমেষেই অনন্য সব কার্টুন ক্যারেক্টার তৈরি করে ফেলতে পারবেন। শুধু তাই নয়, সাথে থাকছে লোকেশন ও ফ্রেম নির্বাচন করে আকর্ষণীয় ক্লিপ তৈরির সুযোগ। পাশাপাশি এই কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপস এর আরো অনেক সুবিধার মধ্যে অন্যতম হলো-
- কার্টুন ক্যারেক্টারের বিভিন্ন Expression তৈরি
- খুব সহজেই পুরো ভিডিওটি বানাতে পারবেন
- কার্টুন এর ভয়েস রেকর্ডিং করার সুবিধা
- অনন্য সব স্টোরি ফ্রেম এবং লোকেশন
আরও পড়ুন:
- ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে
- 2021 সালে অনলাইনে আয়ের সেরা মাধ্যামগুলো
- ট্রাস্টেড অনলাইন ইনকাম সাইট 2021
- সিম নাম্বার গোপন রেখে কল করবেন কিভাবে? – বিস্তারিত!!
- যেসব কাজ করে অনলাইন থেকে আয় করা যায়
Animation Creator HD
কার্টুন যে তৈরি করছেন তা কি একটু আলাদা হওয়া উচিত না? হ্যাঁ আমি আপনার সৃজনশীলতার কথাই বলছি। আপনার কাছে কিন্তু হাজার রকমের সব প্লান রয়েছে, তাই না? কিন্তু যথাযথ এপস এর অভাবে তা আর প্রয়োগ করা হচ্ছে না।
আর তাই Animation Creator HD কার্টুন ভিডিও তৈরি করার এপস এসেছে। আপনি আপনার ইচ্ছামতো রকমের কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এই এপসটির মাধ্যমে আপনার সৃজনশীলতার প্রয়োগ ঘটিয়ে। এছাড়াও কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপস টির মধ্যে আপনি পাবেন-
- আপনি ইচ্ছামতো লাইন আঁকতে পারবেন
- Navigation খুব সহজ
- অনন্য সব ইডিটিং টুল
- ইউটিউবে সরাসরি আপলোড করার সুবিধা
RoughAnimator
RoughAnimator কার্টুন ভিডিও তৈরি এপস এর দুনিয়ায় এক অনন্য পর্যায় যুক্ত করেছে তার হাত দিয়ে আঁকা বা ফ্রি হ্যান্ড ড্রইং এর সুযোগ দিয়ে। এখানে ফ্রেম ফ্রেম ধরে আপনাকে কার্টুন আকতে সহায়তা করা হবে। RoughAnimator কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপস এর অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে-
- স্কিনিং
- প্লে-ব্যাক প্রিভিউ
- কাস্টমাইজড ব্রাশ
- রেসোলিউশন নিয়ন্ত্রণের ক্ষমতা
- ফ্লাশ ও এনিমেট করার সুবিধা
- ফাইলগুলো এডোবিতে ইম্পোর্ট করার সুবিধা
আরও পড়ুন:
- মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা যায়
- ওয়ার্ডপ্রেস নাকি ব্লগস্পট! কোনটি দিয়ে ব্লগিং শুরু করবেন?
- সিম নিবন্ধন বাতিল করবেন যেভাবে?
- মোবাইল দিয়ে অনলাইনে আয় করুন
- ফ্রিতে ছবি সাজানোর সেরা ৭টি সফটওয়্যার- বিস্তারিত জানুন!!
Puppet Pulps HD
Puppet Pulps HD অনন্য সব কার্টুন ভিডিও তৈরির এক সেরা প্লাটফর্ম। কার্টুন ভিডিও তৈরির বিষয়টি এটি দ্বারা অত্যন্ত সহজ এবং সাধারণ। এর সাধারণ ইন্টারফেসটি এটিকে আরো কিছুটা জনপ্রিয় করে তুলেছে। কার্টুন ভিডিও তৈরির জন্য আপনাকে এখানে যে বিষয়টি করতে হবে তা হলো কার্টুন ভিডিও ক্যারেক্টার সিলেক্ট করে , রেকর্ড অপশনটি চাপা। আর এভাবেই আপনি একটি ভিডিও বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই।
Puppet Pulps HD এর যেসব ফিচার একে অনন্য বানিয়েছে তার মধ্যে অন্যতম-
- যেকোন ছবি থেকে কার্টুন ক্যারেক্টার নির্বাচনের সুবিধা
- ডাবল ট্যাপ এর মাধ্যমে ক্যারেক্টার ফিল করা
- জুম ইন, আউট এবং রোটেশন এর সুবিধা
Stick Nodes
অন্যান্য এপস গুলোর মূল ভার্শনটি কিন্তু পিসির জন্য প্রথম তৈরি হয় । তবে Stick Nodes এর দিকে লক্ষ করলে আপনি দেখতে পারবেন যে এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইস এর জন্য মূলত তৈরি হয়েছে। কেন বলছি? এটি এর সাধারণ ও অ্যান্ড্রয়েড ফ্রেন্ডলি ইন্টারফেস ও ফিচার এর জন্য। এখান থেকে আরো থাকছে ভিডিও গুলো বিভিন্ন ফরম্যাট যেমন- MP4 কিংবা GIF হিসাবে এক্সপোর্ট করার সুবিধা।
এক কথায় বলা যেতে পারে এটি পরবর্তী জেনারেশনের জন্য এক অনন্য মাধ্যম হতে চলেছে। চলুন একটু দেখে আসি কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপস এর আরো কিছু ফিচার-
- Auto frame-tweening feature
- ফ্রেমে ফ্রেমে সাউন্ড ইফেক্ট যুক্ত করার সুবিধা
- ভিডিওতে টেক্সট যুক্ত করার সুবিধা
- সাধারণ ইন্টারফেস এবং খুব সহজ
Draw Cartoons
কার্টুন তৈরি করতে গেলেই আমাদের সামনে হাজির হয় সব উটকো ঝামেলা । এর মধ্যেই এক রকম ঝামেলা হলো টেকনিক্যাল সমস্যা। তবে Draw Cartoons এই ব্যবস্থাটিকে অনেক সহজ করেছে। কার্টুন ভিডিও তৈরি থেকে শুরু করে পাবলিশ করা পর্যন্ত এর ইন্টারফেস এবং কার্যাবলিগুলো অত্যন্ত সহজ এবং সাধারণ।
এই কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপস টির অন্যান্য ফিচার এর মধ্যে আপনি পাবেন-
- কি-ফ্রেম ব্যবহার করে নিপুণ ভিডিও তৈরির সুবিধা
- লাইব্রেরিতে আগে থেকেই পাচ্ছেন হাজার হাজার ক্যারেক্টার
- মিউজিক যুক্ত করা বা নিজের ভয়েস রেকর্ড করে যোগ করা
- ক্যারেক্টার তৈরির জন্য বিভিন্ন টেমপ্লেট ব্যবহার
- Mp4 ফরম্যাটে ভিডিও এক্সপোর্ট করার সুবিধা
Toontastic
অ্যানিমেশন, ক্যারেক্টার ড্রইং বা যাই বলুন না কেন Toontastic এর প্রতিযোগী খুঁজে পাওয়া খুব কঠিন। এর ইন্টারফেস যেমন সাধারণ তেমনি এর কার্টুন তৈরির প্রক্রিয়াটিও অনেক সহজ। পাশাপাশি আপনি থ্রি-ডি ভিডিও সংরক্ষণ করার সুবিধা পাবেন।
এর পাশাপাশি এই কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপস এর ফিচারগুলোর মধ্যে রয়েছে-
- Built-in Song ফিচারটির জন্য আপনাকে মিউজিক নিয়ে ঘাবড়াতে হবে না
- 3D ভিডিও তৈরির জন্য একাধিন 3D drawing tools
- ৩টি ভিন্ন ভিন্ন Story Arcs
Animate It
মাত্র কয়েক মিনিটেই আপনি এই Animate It এর মাধ্যমে এক অনন্য ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। স্কেচ, অ্যানিমেশন এবং পোজ সিলেক্ট এর মাধ্যমে এর প্রক্রিয়াটি আরও সহজ হয়ে যায়। পাশাপাশি কার্টুন ভিডিও তৈরি করার এপস এর মাঝে আরো পাচ্ছেন-
- প্রতিটি ক্লিপ 32 keyframes ধারণ করে
- Mirroring, reset, paste এবং copy poses এর সুবিধা
- user skins যুক্ত করার সুবিধা
- props সিলেক্ট করার সুবিধা
আরও পড়ুন:
- মোবাইল দিয়ে অনলাইনে আয় করুন
- 2021 সালে অনলাইনে আয় এর সবচেয়ে সহজ উপায়
- ঘরে বসে অনলাইনে আয় করার সহজ উপায়
- অনলাইনে আয় করার ১২ টি সহজ উপায় [for student]
Animation Desk
কার্টুন ভিডিও তৈরি করার এপস এর মধ্যে Animation Desk অ্যাপসটি অন্যতম। আপনি যদি একদম কিছু নাও জেনে থাকেন তারপরও এর মাধ্যমে কিছু সময় ব্যয় করেই আপনি একটি হাই-কোয়ালিটি এর ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও থাকছে বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করার সুবিধা।
আর যেই ফিচারগুলো এই কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপস টিকে অনন্য করেছে তার মধ্যে অন্যতম-
- ৪৬+ বিভিন্ন রকমের ব্রাশ পাচ্ছেন আপনার ভিডিও তৈরির জন্য
- ভিডিওকে লাইন ড্রইং এ কনভার্ট করার সুবিধা
- আই প্যাড এর জন্য onion skinning এবং copy-paste টুলস ব্যবহারের সুবিধা
- আপনার ভিডিওতে মিউজিক যুক্ত করার সুবিধা
- ইচ্ছামতো FPS সিলেক্ট করার সুবিধা
- ভিন্ন ভিন্ন ইফেক্ট যুক্ত করার সুবিধা
কার্টুন ভিডিও এর ভবিষ্যৎ সম্ভাবনা কি?
কাজ তো করছেন কিন্তু ভবিষ্যৎ ভেবে কাজ করতে হবে না বুঝি? অবশ্যই আপনাকে জানতে হবে কার্টুন ভিডিও দিয়ে আদৌ কি ক্যারিয়ার সাজিয়ে নিতে পারবেন না কিছুদিন পরেই এটি ঝড়ে পড়বে। চলুন তবে এর ভবিষ্যতটা একটু খাটিয়ে দেখা যাক-
সম্প্রতি কালের কণ্ঠ তাদের একটি প্রতিবেদনে এর ভবিষ্যৎ এর কথাটি খুব সুন্দর করে সাজিয়ে তোলে। সেই সাথে এই সেক্টর থেকে আয় করার এক বিশাল নজিড় দেখিয়েছে। এছাড়াও কার্টুন নির্মাতাদের বড় অভাব বলে জানিয়েছেন পিক্সেল ১২ এর ব্যবস্থাপনা পরিচালক আব্বাস উদ্দিন।
এছাড়াও অনলাইন মার্কেটপ্লেসেও কিন্তু এই কার্টুন ভিডিও এর চাহিদা ব্যাপক। সেই সাথে তার পরিমাণও বাড়ছে প্রতি নিয়ত। কালের কণ্ঠ তাদের এই প্রতিবেদনে যুক্তরাষ্টের কথাও তুলে ধরে যে তারা এই মার্কেটে মিলিয়ন মিলিয়ন টাকা ঢালছে।
আর কাজের ক্ষেত্র হিসাবে আগেই বলেছি আপনার বানানো কার্টুনটি দিয়ে ইউটিউব থেকে বা বিভিন্ন চ্যানেল এর জন্য কার্টুন নির্মাতা হিসাবে কাজ করে আপনিও আয় করতে পারবেন। আশা করি এর ভবিষ্যৎ সমন্ধে আর কোনো সন্দেহ আপনার থাকার কথা নয়।
পরিশেষে-
আজকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রটি সমন্ধে। আর এই সেক্টরটিতেই কিন্তু মানুষ এখন খুঁজে নিচ্ছে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারকে। তাই আপনিও পারেন নিজের ভবিষ্যতকে আরো কিছুটা নিশ্চিত করতে। শুধুমাত্র আপনার মোবাইলটির মাধ্যমেই কিন্তু এটি করা সম্ভব। তো আর দেরি কেন আজই শুরু করে দিন।
পাশাপাশি ইনকাম সমন্ধিত আরো কিছু জানতে আমাদেরকে জানাবেন এবং আমাদের ব্লগটি ভিজিট করে আসতে পারেন বিভিন্ন ইনকাম রিলেটেদ টিউটোরিয়াল পেতে। ধন্যবাদ।