ছুটির দরখাস্ত লেখার নিয়ম

ছুটির দরখাস্ত লেখার নিয়ম : বর্তমান সময়ে, শিক্ষা জীবন থেকে শুরু করে চাকরি জীবন পর্যন্ত প্রত্যেকেরই ছুটির দরখাস্ত লেখার নিয়ম জানা প্রয়োজন।

কারণ আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন সময় প্রতিষ্ঠান থেকে ছুটি নেয়ার দরকার হয়। তাই আপনি যদি ছুটির দরখাস্ত না লিখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ছুটি মিলবে না।

ছুটির দরখাস্ত লেখার নিয়ম
ছুটির দরখাস্ত লেখার নিয়ম

তাই আপনাদের কথা চিন্তা করে আজকের এই আর্টিকেলে, ছুটির দরখাস্ত কিভাবে লিখতে হয়, সে বিষয়ে বিস্তারিত ধারণা দেবো।

সঠিক ভাবে ছুটির দরখাস্ত লেখার নিয়ম জানতে, আমাদের লেখা শেষ পর্যন্ত পড়ুন।

আমরা এই আর্টিকেলে এমন কিছু ছুটির দরখাস্ত সম্পর্কে জানাবো। যে নমুনাগুলো অনুসরণ করলে, যে কোন প্রতিষ্ঠানের জন্য ছুটির দরখাস্ত লিখতে পারবেন। তাই চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নেই।

ছুটির দরখাস্ত লেখার নিয়ম

আপনার যারা ছুটির দরখাস্ত লিখতে চান? তারা একই নিয়ম অনুসরণ করলে, যেকোনো ধরনের ছুটির দরখাস্ত লিখতে পারবেন। আমরা এখানে আপনার সুবিধার জন্য ছুটির দরখাস্ত লেখার নমুনা প্রস্তুত করেছি।

আশা করি, সেই ছুটির দরখাস্ত অনুসরণ করলে, খুব সহজে দরখাস্ত লেখার নিয়ম জেনে যাবেন।

স্কুল ও কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন

তারিখঃ ১৯/০৬/২০২৩ ইং
বরাবর
অধ্যক্ষ
এখানে কলেজের নাম লিখতে হবে
এখানে কলেজের ঠিকানা লিখতে হবে।

বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ‘খ’ শাখার একজন নিয়মিত শিক্ষার্থী। আগামী ১৯ মে ২০২৩ তারিখে আমার বড় বোনের বিবাহ উদযাপন হতে যাচ্ছে। এমতাবস্থায় আমাকে বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। তাই আমি কলেজে উপস্থিত থেকে ক্লাস করতে পারবো না। সেই লক্ষ্যে আপনার নিকট একখানা আবেদন করিলাম।

অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ এই যে, আমার বড় বোনের বিবাহ উপলক্ষে ১৭ মে ২০২৩ হতে ২০ মে ২০২৩ পর্যন্ত ছুটি মঞ্জুরে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত অনুগত

আবেদনকারীর নাম

শ্রেণীঃ একাদশ

রোল নং- ১১

শাখাঃ খ

বিভাগঃ মানবিক

আপনারা উপরের অংশে যে অগ্রিম ছুটির দরখাস্ত নমুনা দেখতে পারছেন। এটি আপনারা হাতেও লিখতে পারেন আবার কম্পিউটার টাইপিং করেও লিখতে পারেন।

যা আপনাকে একটি পৃষ্ঠায় দরখাস্ত লেখার সম্পন্ন করতে হবে। আর আপনার কলেজ থেকে আপনার বোনের বিবাহের ডকুমেন্ট চাইলে বিবাহের একটি কার্ড ফটোকপি করে দরখাস্তের সাথে সংযুক্ত করে দিবেন।

স্কুল ও কলেজে অসুস্থতার জন্য ছুটির জন্য আবেদন

তারিখঃ ১৯/০৬/২০২৩ ইং
বরাবর
প্রধান শিক্ষক
এখানে স্কুলের নাম লিখতে হবে
এখানে স্কুলের ঠিকানা লিখতে হবে।

বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন।

জনাব,

যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ ছাত্রী। আমি গত ১৫/০৬/২০২৩ ইং হতে ১৯/০৬/২০২৩ ইং পর্যন্ত শারীরিক অসুস্থতা থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্লাস পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন যে, ওপরে উল্লেখিত বিষয়টি বিবেচনা করে আমাকে পাঁচ দিনের ছুটি মঞ্জুরে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

আবেদনকারীর নাম

শ্রেণীঃ নবম

রোলঃ ০৩

বিভাগঃ মানবিক

উপরে দেওয়া ছুটির দরখাস্ত নমুনা অনুযায়ী আপনারা খুব সহজেই অসুস্থতা জনিত কারণে স্কুল বা কলেজ থেকে ছুটি নিতে পারবেন।

অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

তারিখঃ ১৯/০৬/২০২৩ ইং
বরাবর
ব্যবস্থাপক
এখানে ব্যাংকের নাম লিখতে হবে
এখানে ব্যাংকের ঠিকানা লিখতে হবে।

বিষয়ঃ অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

মহোদয়,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধীনস্থ ব্যাংক লিমিটেডের একজন সিনিয়র অফিসার। আমি গত ১৭/০৬/২০২৩ ইং হতে ১৯/০৬/২০২৩ ইং পর্যন্ত অসুস্থতা জনিত কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়ে বিবেচনা করে আমাকে ০৩ (তিন) দিনের ছুটি মঞ্জুরে বাধিত করবেন।

নিবেদক

আবেদনকারীর নাম

পদের নাম

ঠিকানা

আপনারা যারা স্কুল কলেজ থেকে শুরু করে, চাকরি প্রতিষ্ঠানের জন্য ছুটির দরখাস্ত কিভাবে লিখতে হয়, জানতে আগ্রহী থাকেন। তারা উপরে উল্লেখিত নমুনা অনুযায়ী দরখাস্ত লিখতে পারেন।

বাংলাদেশের প্রচলিত যে কোন দরখাস্ত লেখার নিয়ম একই। কিন্তু দরখাস্তের মধ্যে আলোচনা গুলো ভিন্নরকম হয়ে থাকে। তো আপনি যে বিষয়ের উপর ছুটির দরখাস্ত লিখবেন, সে বিষয়ে বিস্তারিত লেখার চেষ্টা করবেন।

শেষ কথাঃ

আপনারা যারা ছুটির দরখাস্ত কিভাবে লিখতে হয়, তার নিয়ম জানতে চান? তারা উপরের আলোচনায় নমুনা গুলো অনুসরণ করে, খুব সহজেই ছুটির দরখাস্ত লিখে নিতে পারেন।

আর দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আরো অন্যান্য তথ্য পেতে, আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন, ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top