ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম। পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই চালান

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম, এবার পাওয়ার্ড ছাড়াই যেকোন ওয়াইফাই চালান। যারা ওয়াইফাই ইন্টারনেট দ্বারা আপনার কম্পিউটার এবং মোবাইল ফোন পরিচালনা করেন তাদের প্রায়ই দেখা যায় পাসওয়ার্ড নিয়ে বিভিন্ন রকম সমস্যা হয়ে যায়। কিভাবে সহজেই ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন তার পূর্ণাঙ্গ সমাধান এখানে রয়েছে। “WiFi Password Ber Korar upay”

Read More:

এছাড়াও আমরা এখানে গাইডলাইন দিয়েছে  ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম, ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম, যেকোন ওয়াইফাই পাসওয়ার্ড দেখার নিয়ম, ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে চালানোর উপায়, পাসওয়ার্ড ছাড়াই কিভাবে ওয়াইফাই চালানো যায় তার উপায় সহ নানান তথ্য।

Read More:

তো চলুন ধারাবাহিক ভাবে দেখি ওয়াইফাই এর সকল তথ্য।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ওয়াইফাই কি?

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানতে হলে প্রথমেই জানতে Wi-Fi কি? এবং এটা কিভাবে  কাজ করে?

Read More:

Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Friendly. অর্থাৎ তার ছাড়া যেকোনো ডিভাইসকে কানেক্ট করার মাধ্যম হলো ওয়াইফাই। ওয়াইফাই রাউটার নামক একটি ডিভাইস দ্বারা আশেপাশের বিভিন্ন কম্পিউটার, মোবাইল এবং ইন্টারনেট সাপোর্ট করে এমন ডিভাইস কে ইন্টারনেট সংযোগ করার মাধ্যম।

ওয়াইফাই দ্বারা একই সঙ্গে একই জায়গার আশেপাশের বিভিন্ন ডিভাইস কে একসাথে তার ছাড়াই ইন্টারনেট কানেক্ট করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ

ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে কাজ করে

ওয়াইফাই এর মাধ্যমে বিভিন্ন ডিভাইস কে কানেক্ট করার মাধ্যম হলো একটি ইউজার এবং পাসওয়ার্ড। আপনার ডিভাইসের যদি ওয়াইফাই ইন্টারনেট কানেক্ট করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আশেপাশে সিগন্যাল আশা যেকোনো একটি ওয়াইফাই এর ইউজার এবং পাসওয়ার্ড।

প্রথমে আপনাকে দেখতে হবে আপনি কোন সিগনালটি কানেক্ট করতে চান। আপনি যখন ওয়াইফাই সিগনাল চেক করতে যাবেন দেখবেন আসেপাশে থাকা অনেকগুলো সিগনাল দেখতে পাবেন।

Read More:

কিভাবে ওয়াইফাই সিগনাল খুজে পাবেন

ওয়াইফাই সিগনাল খুজে পাওয়ার জন্য প্রথমেই

  • আপানার মোবাইলের সেটিং অপশনে  ক্লিক করুন।
  • WiFi বাটুনে ক্লিক করুন
  • আপনার আশেপাশের সকল সিগনাল গুলো দেখাবে

দেখতে এমন দেখাবে

কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন।
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

আপনি যদি একজন ওয়াইফাই গ্রাহক হন তাহলে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিবেন? ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম আমি এখানে নিখুতভাবে দিয়ে দিচ্ছি।

আরও পড়ুন

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম মোবাইলে এবং কম্পিউটারে ভিন্ন ভিন্নভাবে । এবং আপনি চাইলে আপনি যে রাউটার ব্যবহার করেন সেটি থেকেও আপনার পাসওয়ার্ড বের করতে পারবেন। আমি সবগুলো মাধ্যম এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি।

কম্পিউটার বা মোবাইল থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়মঃ

আপনি যদি কোন ওয়াইফাই থেকে কানেক্টেড থাকেন তাহলে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনি খুব সহজেই বের করতে পারবেন। বিশেষ করে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই চালাচ্ছেন এখন আপনি অন্য আরেকটি ডিভাইস কানেক্ট করার জন্য পাসওয়ার্ড প্রয়োজন হয়। কিন্তু নরমাল মোবাইল বা কম্পিউটারে সরাসরি প্রবেশ করলে পাসওয়ার্ড দেখা যায় না তাই নতুন একটি ডিভাইস কানেক্ট করার জন্য পাসওয়ার্ড দেখার প্রয়োজন হয়।

আপনি যদি কম্পিউটার বা মোবাইল থেকে ওয়াইফাই কানেক্ট থাকেন তাহলে যেভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন…

আরও পড়ুন

প্রথমে কয়েকটি ডিফল্ট আইপি এড্রেস আছে সেগুলো যেকোন ব্রাউজারে লিখুন-

* 192.168.0.1

* 192.168.1.1

*192.168.2.1

*10.0.0.1

তারপর এরকম একটি পেজ আসবে- TP Link Router

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

অতঃপর আপনার রাউটারের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন লগিন করার পর এরকম একটি পেজ আসবে-

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

এরকম পেজ আসার পর Wireless Security তে ক্লিক করলে পাসওয়ার্ড দেখতে পারবেন।

এবং অন্যান্য রাউটারের ক্ষেত্রে একই ভাবে কাজ করতে হবে। বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে একটু এদিক-সেদিক হতে পারে অর্থাৎ।

  • রাউটার লগইন করতে হবে
  • ওয়ারলেস অপশনে যেতে হবে
  • ওয়াইফাই অপশনে ক্লিক করতে হবে
  • তারপর ওয়ারলেস সিকিউরিটি নামে অপশন আসবে সেখানে আপনার পাসওয়ার্ড সংক্রান্ত সকল তথ্য পাবেন।

মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

আপনি যদি মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে চান তাহলে সেক্ষেত্রে উপরের যে নিয়মটা দেওয়া রয়েছে সেভাবে বের করতে পারবেন ।অথবা আরও একটি নিয়ম রয়েছে সেটি হলঃ অ্যাপস এর মাধ্যমে পাসওয়ার্ড বের করতে পারবেন

Read More:

সে ক্ষেত্রে এখান থেকে এই অ্যাপস টি ডাউনলোড করে নিন- ওয়াইফাই পাসওয়ার্ড দেখার এপস / সফটওয়্যার

অতঃপর আপনার রাউটার এর ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

রাউটার এর ইউজার এবং পাসওয়ার্ড (Default User and password of router )

  • User: Admin
  • Password: admin

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে মোবাইলে যেভাবে পাসওয়ার্ড বের করবেন।

  1. Login করার পর আপনার কানেক্টেড ওয়াইফাই দেখা যাবে
  2. এবং যে ইউজারের পাসওয়ার্ডটি দেখতে চাচ্ছেন তার ওপরে ক্লিক করুন
  3. ডান পাশে থাকা EYE Button  ক্লিক করুন
  4. এবার পাওয়ার্ড শো হয়েছে।

ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

আপনার WiFi Password Change করতে চাইলে সাধারণভাবে নিচের স্ট্রাকচার ফলো করেন।

ওয়াইফাই ফাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম-

যে কোন ব্রাউজারে ঢুকে  192.168.0.1 লিখুন- এমন একটি পেজ আসবে

ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

তারপর এখানে লগিন করলে নিচের মতো পেজ আসবে-

ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
  • মেইন পেজ থেকে Wireless সিলেক্ট করতে হবে
  • Security Option এ পাসওয়ার্ড পাওয়া যাবে
  • সেখানে আপনার পছন্দমতো পাসওয়ার্ড দিন
  • তার পর একেবারে নিচে Apply বাটুনে ক্লিক করুন।

এবার আপনার পাওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে।

এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোন ওয়াইফাই চালান

এবার পাসওয়ার্ড ছাড়াই যে কোন ওয়াইফাই চালান। হ্যা ঠিকই শুনেছেন পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই চলবে তবে এর জন্য আপনাকে একটু টেকনিক খাটাতে হবে। সমস্য নেই আমি বলে দিচ্ছি। ফ্রিতে ওয়াইফাই চালানোর জন্য যে বিষয়গুলি আবশ্যক-

  • আপনার এন্ড্রয়েড ফোন হতে হবে।
  • রুট হয় এমন ফোন হতে হবে।
  • তারপর ডাব্লিওপিএস এপ ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
  • এপ অপেন কলেই দেখবেন আসেপাশে থাকা সকল ওয়াইফাই সিগনাল দেখাচ্ছে।
  • আপনি যেকোন ওয়াইফাই কানেক্ট করুন শুধুমাত্র কানেক্ট ক্লিক করেই।
  • এখনে আপনার কোন পাসওয়ার্ড এর প্রয়োজন নেই।
  • এবার আপনার যত ইচ্ছা ইন্টারনেট চালান কোনরকম সমস্য ছাড়াই।

ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার সফটওয়ার

ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার সফটওয়্যার সম্পর্কে বলতে গেলে আপনাকে প্রথমেই সাবধান করতে হবে। কেননা আপনি যদি কারোর পাসওয়ার্ড হ্যাক করতে চান আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সে একটি সিকিউরিটি জন্যই পাসওয়ার্ডটি দিয়েছেন। আপনি চাইলেও সেটিকে খুব সহজেই হ্যাক করতে পারবেন না। ওয়াইফাইফ পাসওয়ার্ড হ্যাক করার সফটওয়্যার বা এপ অনলাইনে খুজলে অনেক পাওয়া যায়।

আপনি যদি গুগলে সার্চ করেন “WiFi Password Hack sftware” তাহলে দেখবেন আপনার সামনে অনেকট রেজাল্ট এসে গেছে।

ভুলেও এগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে ইন্সটল করবেন না। এতে আপনার মোবইল বা কম্পিউটার এর জরুরী ফাইল, ক্রেডেনসিয়াল সকল তথ্য চুরি হতে পারে।

এমনকি আপনার মোবাইল বা কম্পিউটার এর এক্সেস তারা সহজেই পেয়ে যাবে। চুরি হয়ে যেতে পারে আপনার মূল্যবান সব ডাটা।

আরও পড়ুনঃ

ওয়াইফাই পাওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবো

সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়

কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন

কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিবেন

সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়

বন্ধুরা যদি আমাদের এই লেখাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং কোন তথ্য জানার থাকলে কমেন্ট করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

3 thoughts on “ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম। পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই চালান”

  1. Parvez Mosharof

    এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোন ওয়াইফাই চালান

    ডাব্লিওপিএস
    এপ ডাউনলোড
    er link

  2. অ্যাপসটির মাধ্যমে অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড দেখা সম্ভব

Scroll to Top