মাদারবোর্ড কি? মাদারবোর্ড কত প্রকার এবং এর কাজ কি ?   

মাদারবোর্ড কি : বর্তমান সময়ে যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন, তাদের সকলের জানা উচিত মাদারবোর্ড কি। যারা এই বিষয়ে সঠিক তথ্য জানতে চান। তারা একদম সঠিক ওয়েবসাইটে এসেছেন।

কারণ আজ আমাদের এই আর্টিকেলে আপনাদের জানাব, মাদারবোর্ড কি? মাদারবোর্ড কত প্রকার এবং এর কাজ কি?

আপনি যদি উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান। তাহলে আমাদের দেওয়া আর্টিকেল শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

বর্তমান সময়ে কম্পিউটার এর মতো অধিকাংশ ইলেক্ট্রনিক যন্ত্র গুলো বিদ্যুৎ এর সাহায্যে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে চলে থাকে।

আর সেটি আমারা সবাই জানি যে, কম্পিউটার মাদারবোর্ড এর সমস্যা হলে কম্পিউটার সাময়িক ভাবে নষ্ট হয়ে যায়।

বিদ্যুৎ শক্তির উপর ভিত্তি করে উক্ত যন্ত্র যে, বৈদ্যুৎতিক শক্তি সরবারহ ব্যবস্থা করা থাকে। সেই ব্যবস্থা প্রথমে পরবর্তী তড়িৎ প্রবাহ কে অল্প ভোল্টেজ এর সমতড়িৎ প্রবাহে পরিণত করে কম্পিউটারের মাদারবোর্ডে প্রেরণ করে।

উক্ত বিদ্যুৎ শক্তি কম্পিউটার মাদারবোর্ড গ্রহণ করে, কম্পিউটার এর সকল অংশকে এক সাথে যুক্ত করে একটি একক প্লাটফর্ম তৈরি করে থাকে।

যে সকল প্লাটফর্ম কম্পিউটার এর মেমোরি স্টোরেজ, হার্ড ড্রাইভ, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, সিপিইউ, অপটিক্যাশ ড্রাইভ ছাড়াও আরো অনেক কার্ড কে সরাসরি তারের মাধ্যমে সংযুক্ত করে রাখা হয়।

আজ এই আর্টিকেলে মাদারবোর্ড সম্পর্কে সম্পুন্ন সঠিক তথ্য জানতে পারবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক।

মাদারবোর্ড কি ? (What is motherboard)

কম্পিউটারের জন্য মাদারবোর্ড এমন একটি প্রিন্টেড ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সংযোক্ত সার্ভিস বোর্ড। এটি তৈরি করা হয় একটি কম্পিউটার এর মূল ফাউন্ডেশন হিসেবে।

কম্পিউটা্র সিপিইউ এর বডি’র গায়ে ব্যাক সাইটে উক্ত মাদারবোর্ড সেট করা থাকে বা লাগনো থাকে। মাদারবোর্ড কম্পিউটার এর অন্যান্য সকল ডিভাইস গুলোকে নিয়ন্ত্রণ করে সিস্টেম চালু রাখতে সহায়তা করে।

সেই সাথে কম্পিউটার সিপিইউ, রাইটার, র‌্যাম সহ সকল হার্ডওয়্যার এর সাথে যোগাযোগ করে থাকে। আমরা আশা করি উক্ত বিষয় অনুসরণ করে মাদারবোর্ড আসলে কি এই বিষয়ে সঠিক ধারণা পেয়ে গেছেন।

মাদারবোর্ড কি? মাদারবোর্ড কত প্রকার এবং এর কাজ কি ?   
মাদারবোর্ড কি? মাদারবোর্ড কত প্রকার এবং এর কাজ কি ?

মাদারবোর্ড কাকে বলে?

উক্ত মাদারবোর্ড ডিভাইস এর সাথে কম্পিউটার এর অন্যান্য সকল ডিভাইস গুলো যুক্ত হয়ে পরিপূর্ণ একটি কম্পিউটার তৈরি করা হয় আর তাকেই মাদারবোর্ড বলা হয়। আরো সহজ ভাবে বলতে গেলে বলা যায়, মাদার বোর্ড হলো কম্পিউটার এর প্রাণ।

আরো পড়ুনঃ

একটি মাদারবোর্ডে কি কি থাকে?

  • capacitor
  • inductor
  • Northbridge
  • Heat sink
  • screw hole
  • South Bridge
  • CPU socket
  • Raid
  • USB Hoarder
  • CD-in
  • Memory Sludge
  • Jumpers
  • FW H
  • Back pen connect
  • System panel connector
  • Three pin case pen connector
  • ATA/IDE disk drive primary connection
  • Serial port connector
  • Expansion slots ETC.

মাদারবোর্ড কত প্রকার?

আমরা জানি মাদারবোর্ড ০৫ (পাঁচ) প্রকার হয়ে থাকে। উক্ত প্রকার গুলো তাদের ব্যবহার, ক্ষমতা, লেভেল, আকার এবং উৎপাদন এর উপর নির্ভর করে। যেমন-

  1. মাইক্রো এটিএক্স মাদারবোর্ড
  2. স্ট্যান্ডার্ড এটিএক্স মাদারবোর্ড
  3. ন্যানো এটিএক্স মাদারবোর্ড
  4. পিকো এটিএক্স মাদারবোর্ড
  5. মিনি এটিএক্স মাদারবোর্ড

আমরা আপনার সুবিধার জন্য এখানে একটি কম্পিউটার মাদারবোর্ড এর ছবি দেখাব। যাতে করে আপনি সহজ ভাবে মাদারবোর্ডকে চিনতে পারবেন। নিচের ছবিটি দেখুন।

মাদারবোর্ড এর কাজ কি?

কম্পিউটার প্রাণ হিসেবে মাদারবোর্ড পরিচিত। আর এই মাদারবোর্ড এর অনেক কাজ রয়েছে। সেই বিষয়ে আমি নিচের অংশে বিস্তারিত আলোচনা করেছি দেখুন।

মাদারবোর্ড এর কাজঃ

কম্পিউটার এর বিভিন্ন উপাদানে বৈদ্যুতিক সংকেত পাঠিয়ে থাকে।

মাদারবোর্ড কম্পিউটার এর বিভিন্ন ডিভাইস গুলোর মধ্যে সমন্বয় করতে সহযোগিতা করে থাকে। এবং তাদের মধ্যে একটি ইন্টারফেস তৈরি করে থাকে।

মাদারবোর্ড এর যন্ত্র অংশ গুলো বিভিন্ন আকার এর হয়ে থাকে। যেমন- মাইক্রো এটিএক্স বা মিনি এটিএক্স।

কম্পিউটার এ মাদারবোর্ড কেন্দ্রীয় ব্যবস্থা হিসেবে কাজ করে থাকে। এছাড়া মাদারবোর্ড এ হার্ডডিস্ক, র‌্যাম ইত্যাদি গুলো ইনস্টল করে থাকে।

মাদারবোর্ড এক ধরণের প্লাটফর্ম হিসেবে কাজ করে। যার উপর বিভিন্ন ধরণের এক্সপেনশন বা বিস্তারকারী স্লটস দেওয়া থাকে।

See More: অভিজ্ঞতা ছাড়াই প্রতিদিন 500 টাকা আয় করার ওয়েবসাইট- বিস্তরিত এখানে

মাদারবোর্ড এর বিভিন্ন অংশের নাম?

উপরিউক্ত আলোচনাতে আপনি মাদারবোর্ড কি? মাদারবোর্ড কাকে বলে এবং মাদারবোর্ড এর কাজ কি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারছেন।

এখন আপনাকে জানাব মাদারবোর্ড এর বিভিন্ন অংশের নাম। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

মাদারবোর্ড পরিচিতঃ

আরো পড়ুনঃ

সিপিইউ স্লট

সিপিইউ স্লট নামে যে অংশটির নাম দেখছেন এটি একটি সাদা রঙের চার কোনো একটি বোড। সেখানে সিপিইউ বা প্রসেসর যুক্ত করা হয়।

আপনি যদি মাদারবোর্ড Corei3, Core i5 বা Dule Core জেনারেশন যুক্ত করতে চান তাহলে উক্ত স্থানে যুক্ত করতে পারবেন।

সিপিইউ ফ্যান এবং হিটসিংক মাউটিং

সিপিইউ ফ্যান ও হিটসিংক মাউটিং এর কাজ হলো সিপিইউকে ঠান্ডা রাকার জন্য কুলিং ফ্যান এবং হিটসিংক মাউটিং যুক্ত করা হয়।

পাওয়ার সংযোগ

পাওয়ার সংযোগ এর মাধ্যমে মাদারবোর্ডের সকল ইলেকট্রনিক পাওয়ার দরকার হয় সেটি উক্ত পিনের মাধ্যমে ট্রান্সফার করা হয়।

আরো পড়ুনঃ

র‌্যাম স্লট

র‌্যাম স্লট মাদারবোর্ডে ইনস্টল করা হয়। এখানে আপনি ২ জিবি, ৪ জিবি, ৮ জিবি র‌্যাম ইনস্টল করতে পারবেন। আর আপনি যদি বেশি টাকা খরচ করে আরো বেশি জিবি লাগাতে চান তাও পারবেন।

নর্থব্রিজ

নর্থব্রিজ এটি কাটার মতো এদখতে একে হিটসিংক বলা হয়। এটির নিচে ছোট ছোট মাইক্রোচিপ আছে। যাকে নর্থব্রিজ বলা হয়। আর যখন এই মাইক্রোচিপ গরম হয় তখন হিটসিংক তাপ গ্রহণ করে থাকে।

এজিপি স্লট

এজিপি স্লট এর মাধ্যমে গ্রাফিক্স কার্ড ইনস্টল করা হয়ে থাকে। আপনি যদি কম্পিউটার হাই গ্রাফিক্স গেম খেললে আগ্রহী থাকেন তাহলে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে পারবেন।

সাউথব্রিজ

সাউথব্রিজ অনেক গুলো ছোট ছোট মাইক্রোচিপ বসানো থাকে। যে গুলো গ্রুপ হয়ে একসাথে কাজ করে। এটিকে সাউথব্রিজ বলা হয়।

সিআইপি স্লট

সিআইপি স্লট এর মাধ্যমে এক্সাট্রা সাউন্ড কার্ড, ওয়াইফাই এবং বিভিন্ন ধরণের কার্ড যুক্ত করতে পারবেন।

এগুলো ছাড়া আরো অনেক অংশ মাদারবোর্ড যন্ত্রে সংযোক্ত থাকে। সেগুলো আমি সংক্ষিপ্ত ভাবে নাম বলেছি দিচ্ছি দেখুন।

  • SMOS Battery
  • Audio port
  • USB port
  • Ethernet port
  • parallel port
  • VGA port
  • Keyboard slot
  • mouse slot

উক্ত যন্ত্র অংশ গুলো মাদারবোর্ড এর সাথে সংযোক্ত থাকে। আর উক্ত যন্ত্র গুলো একত্রিত হয়ে একটি কম্পিউটারে রুপান্তরিত হয়।

আরো পড়ুনঃ

আপনি যদি উক্ত আলোচনা অনুসরণ করে থাকেন। তাহলে মাদারবোর্ড সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারছেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা, আমাদের এই পোস্টে আপনাকে জানানো হলো, মাদারবোর্ড কি? মাদারবোর্ড কত প্রকার এবং মাদার বোর্ড এর কাজ কি? আপনি যদি উক্ত বিষয় গুলো ভালো ভাবে অনুসরণ করে থাকেন। তাহলে আপনিও সঠিক তথ্য জেনে নিয়েছেন।

আর আপনার যদি মাদারবোর্ড নিয়ে কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।  আমাদের লেখা আপনার ভালো লাগলে নিয়মিত ভিজিট করুন এবং আপনার বন্ধুর সাথে পোস্ট গুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top