ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে ?

আজ আমাদের এই পোস্টে আপনাকে জানাব, ডার্ক ওয়েব কি? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে।

আপনি যদি উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান। তাহলে আমাদের দেওয়া নিম্নোক্ত লেখা গুলো শেষ পর্যন্ত পড়ুন।

বর্তমান সময়ে যারা, ইন্টারনেট ব্যবহার করেন। তারা ডার্ক ওয়েব বা ডার্ক নেট নাম শুনেছেন। আমরা এখন যে কোন কাজ করার জন্য ইন্টারনেটকে গুরুত্ব দিয়ে থাকি।

অনলাইন ব্যবহার করে আমরা বিভিন্ন কিছু তথ্য জানতে চাই, যেমন- অনলাইন শপিং, অনলাইন বিজনেস, অনলাইন টাকা ট্রান্সফার করা, হোটেল বুকিং ইত্যাদি।

আমরা ইন্টারনেট কে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। এখন আপনার প্রশ্ন হতে পারে। আপনি ইন্টারনেট ব্যবহার করেন, সকল কিছুই জানেন।

মানে, আপনি মনে করছেন, ইন্টারনেট এর সকল বিষয় জানেন।

ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে ?
ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে ?

কিন্তু আপনার জানলে অবাক হবেন যে, আমরা সাধারণ ইন্টারনেটের যত টুকু পরিমাণ ব্যবহার করেছি তার 4঳% এর বাহিরেও ইন্টারনেট এর কিছূ রহস্য জনক ভাগ বা অংশ আছে।

গুগল, ইয়াহু বা আরো সার্চ ইঞ্জিন গুলো সম্পূর্ণ ওয়েব এর শুধু 4% কভার করে থাকে।

এর বাহিরে সম্পূর্ণ ওয়েবের যে 96% আছে সেটির বিষয়ে একজন সাধারণ ব্যক্তি কোন ভাবেই জানতে পারে না।

কারণ ওয়েব এর সেই অংশ সাধারণ ব্যক্তির জন্য সাধারণ ভাবে উন্মোক্ত করা হয় নাই।

ওয়েব এর এই ভাগ যেখানে সাধারণ ভাবে এক্সেস করা সম্ভব না। আর তাকেই বলা হয় ডার্ক ওয়েব।

উক্ত ডার্ক ওয়েব এর মধ্যে অনেক ধরণের অবৈধ ও নিষিদ্ধ কাজ গুলো হয়ে থাকে।

আরো পড়ুনঃ

যেমন- হ্যাকিং, পর্নগ্রাফি ইত্যাদি। আর এ ধরণের অবৈধ জিনিস গুলো এই ডার্ক ওয়েবের মাধ্যমে হয়ে থাকে।

তাই উক্ত সকল ডার্ক ওয়েব বা ডার্ক ওয়েবসাইট গুলোকে ভিজিট করাটাও কিন্তু একধণের অপরাধ। যার জন্য আপনার উপর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

তার জন্য আমরা আপনাকে পরামর্শ দেব যে, কোন ভাবে ডার্ক ওয়েব এর মধ্যে এই সকল ইলিগ্যাল ডার্ক ওয়েবসাইট গুলোতে প্রবেশ করবেন না।

আমরা আজ আপনাকে জানাব ডার্ক ওয়েব কি? এ বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করুন।

ডার্ক ওয়েব কি ? (what is dark web)

ডার্ক ওয়েব হলো- ইন্টারনেট এর সেই অংশ যাকে সার্চ ইঞ্জিন দ্বারা ইনডেক্স করা হয় না বা ইনডেক্স করা যায় না।

গবেষকদের মাধ্যমে জানা গিয়েছে যে, ইন্টারনেটে 4% অংশ সহজে সাধারণ লোকদের মাধ্যমে দেখা বা এক্সে করা যাবে।

আর ওয়েব এর উক্ত 4% অংশ যাকে আমরা সাধারণ ভাবে প্রকাশ্যে ব্যবহার করি এটিকে বলা হয় Surface Web.

উক্ত Surface ওয়েবের বাহিরে সম্পূর্ণ ওয়েবের যে, 96% অংশ আছে সে গুলো হলো The Deep Web ও ডার্ক ওয়েব।

ডার্ক ওয়েব এর মধ্যে এমন কিছু ওয়েবসাইট আছে। যে গুলো প্রকাশ্যে উপস্থাপন করা হয় না।

এই সকল ওয়েব সাইট গুলোর আইপি এড্রেস গুলো ইচ্ছাকৃত ভাবে লকিয়ে রাখা হয়।

তাই এই সকল ওয়েবসাইট গুলো গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ইনডেক্স হতে পারে না।

ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেট এর মধ্যে থাকা কিছু আর্টিকেল বা ওয়েব সাইট। যে গুলো এক আস্তরন নেটওয়ার্ক।

এই সকল নেটওয়ার্ক গুলো ইন্টারনেট ব্যবহার অবশ্যই করে, থাকে যদি এর মধ্যে থাকা আর্টিকেল বা ওয়েবসাইট গুলা এক্সেস করার ক্ষেত্রে বিশেষ সফটওয়্যার, কনফিগারেশন প্রয়োজন।

উক্ত ডার্ক ওয়েবের মাধ্যমে প্রাইভেট কম্পিউটার নেটওয়ার্ক গুলো বেনামী ভাবে, নিজের পরিচয় লুকিয়ে নিজের মধ্যে যোগাযোগ ও ব্যবসা পরিচালনা করে থাকে।

ডার্ক ওয়েব ব্যবহার করার জন্য, বিভিন্ন প্রকার Anonymity টুলস ব্যবহার করা যাবে। যেমন- Tor বা I2p

এখন যদি সরাসরি ভাবে বলা যায় ডার্ক ওয়েব হলো- এমন কিছু লুকিয়ে থঅকা ওয়েবসাইট বা আর্টিকেল গুলোর কিছু সংগ্রহ যে গুলোকে প্রকাশ্য এক্সেস করা সম্ভব না।

কিন্তু কিছু Specific ওয়েব ব্রাউজার এর মাধ্যমে এই সকল ওয়েবসাইট এক্সেস করা সম্ভব।

ডার্ক ওয়েব এর মূল উদ্দেশ্য হচ্ছে- ইন্টারনেট এর Anonymity ও প্রাইভেট ভাবে ব্যবহার বা এক্সেস করা।

আর উক্ত কারণে ডার্ক ওয়েবের মাধ্যমে অনেক অবৈধ কাজ করা হয়।

আমরা আশা করি উক্ত আলোচনা অনুসরণ করে, বুঝতেই পারছেন যে, ডার্ক ওয়েব কি? যদি না বুঝে থাকেন। তাহলে দয়া করে উক্ত আলোচনা আরো একবার পড়ে নিন।

ডার্ক ওয়েবে এ কিভাবে প্রবেশ করব ?

ডার্ক ওয়েব এ কিভাবে প্রবেশ করব। ডার্ক ওয়েব এ প্রবেশ করা অনেক সহজ।

ডার্ক ওয়েব ব্যবহার করার জন্য আপনার এমন এটি বিশষ ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে। যার মাধ্যমে ডার্ক ওয়েবসাইট গুলো এক্সেস করা সম্ভব হয়।

এরকম একটি ওয়েব ব্রাউজার এর নাম হলো- Tor ব্রাউজার।

উক্ত ব্রাউজার আপনার যে কোন ডিভাইসে ডাউনলোড করে, ইনস্টল করার পরে একটি সাধারণ ওয়েব ব্রাউজারের মতো কাজ করতে পারবেন।

আপনাকে ওয়েবসাইট এর URL ঠিকানা দিয়ে দিতে হবে। তার পরে আপনারা ওয়েবসাইট গুলোকে এক্সেস করতে পারবেন।

ডার্ক ওয়েব এর মধ্যে নিজের প্রয়োজনীয় তথ্য বা ওয়েবসাইট খুজে বের কার অনেক কঠিন ব্যাপার।

তার কারণ সাধারণ ওয়েব এর সার্চ ইঞ্জিন গুলোর মতো ডার্ক ওয়েবের মধ্যে ওয়েবসাইট গুলোর রেঙ্ক বা ইনডেক্স এর কোন ব্যবসা নেই।

ডার্ক ওয়েব [Dark web] কিভাবে কাজ করে ?

আমাদের সাধারণ ওয়েব গুলোর তুলনায় ডার্ক ওয়েব অনেক আলাদা ভাবে কাজ করে। তার কারণ হলো সাধারণ ওয়েব ব্রাউজার গুলো যেমন-

গুগল ক্রোম, অপেরা মেনি, ফায়ারফক্স ইত্যাদি ব্যবহার করে ডার্ক ওয়েবসা্ট গুলোকে এক্সেস করা যাবে না।

ডার্ক ওয়েব এর ওয়েবসাইট গুলো এক্সেস করার জন্য একটি বিশেষ ওয়েব ব্রাউজার দরকার হয়। আর সেটি হলো Tor ব্রাউজার।

শুধু মাত্র টর ব্রাউজার এর মাধ্যমে আপনার ডার্ক ওয়েব এর ওয়েবসাইট গুলো নিজের সিস্টেমের মধ্যে চালু করতে পারবেন।

তাছাড়া, ডার্ক ওয়েব গুলোর ডোমেইন এক্সেটেশন গুলো কিন্তু পুরোপুরি ভাবে আলাদা।

আমরা সাধারণ ভাবে যে, ডোমেইন এক্সটেনশ ব্যবহার করি সেগুলো হলো .com, .Net, info, .com.bd ইত্যাদি।

কিন্তু ডার্ক ওয়েব সাইট গুলোর ডোমেইন এক্সেটেশন হলো .onion

উক্ত এক্সটেশন গুলো ব্যবহার করার ফলে সাধারণ ওয়েব সার্চ ইঞ্জিন গুলো সঠিক ভাবে এই সাইট গুলো ‍খোজে পাওয়া যায় না। আসলে ডার্ক সাইট গুলো শুধু tor ব্রাউজারের জন্য।

উক্ত আলোচনায় ডার্ক ওয়েব সম্পর্কে অনেক কিছু জানাতে পারলেন। এখন আপনি পুরো পুরি ভাবে ডার্ক ওয়েব এর বিষয়ে জানতে পারছেন।

এখন আপনি উক্ত আলোচনা পড়ার পড়ে, বুঝতে পারছেন যে, ডার্ক ওয়েব মোটেও ভালো জিনিস না।

তাই আপনি যদি ভুল করে এই ডার্ক ওয়েব নিয়ে কাজ করতে চান। তাহলে আপনার অনেক সমস্যার সম্মুখিন হতে হবে।

তাই আমরা আপনাকে পরামর্শ দেব। কোন ভাবেই ডার্ক ওয়েব এর দিকে যাওয়া যাবে না। আপনি যদি অনলাইন থেকে ওয়েবসাইট তৈরি করে আয় করতে চান।

তাহলে আপনি বাংলাদেশী বা নিজের দেশ থেকে যে কোন সাধারণ ওয়েবসাইট তৈরি করে ইনকাম করা শুরু করুন।

আমাদের এই ওয়েবসাইট থেকে অনেক গুলো অনলাইন আয়ের টিপ্স এন্ড ট্রিক্স শেয়ার করা আছে। আপনি সেগুলো ফলো করে দ্রুত অনলাইন আয় করতে পারবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, আজ আমাদের ওয়েবসাইট থেকে জানাতে পারলেন, ডার্ক ওয়েব কি? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে।

আপনি যদি উক্ত আলোচনা সঠিক ভাবে অনুসরণ করেন। তাহলে আপনি উক্ত বিষয় নিয়ে কখনও কাজ করতে জাবেন না।

ট্যাগঃ ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে ? ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে ? ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে ?

ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে ? ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে ? ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে ?

আর আমাদের এই আর্টিকেল আপনার কাছে কেমন লাগলো। অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমাদের এই সাইটে শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top