হেডফোন কি : হেডফোন ব্যবহারের নিয়ম সম্পর্কে জানানোর জন্য, আজকের এই আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে। বর্তমান সময়ে, কম্পিউটারের পাশাপাশি, এখন লোকেরা স্মার্টফোন গুলোতেও হেডফোন ব্যবহার করে থাকেন।
কিন্তু হেডফোন সম্পর্কে মানুষের বিভিন্ন প্রশ্ন, গুগল সার্চ ইঞ্জিনে জমা হয়ে রয়েছে। কেউ তার সঠিক উত্তর খুঁজে পাচ্ছে না। তাই আপনার হেডফোন সম্পর্কে যে, ধরনের প্রশ্ন রয়েছে। তার সকল উত্তর আজকের এই আর্টিকেলে দিয়ে দেয়া হবে।

বিশেষ করে, আপনারা এখানে হেডফোন কি, হেডফোন ব্যবহারের নিয়ম কি, হেডফোন কোন ধরনের ডিভাইস এবং হেডফোন কত প্রকার ও কি কি এ বিষয় সম্পর্কে সকল তথ্য জানাব।
হেডফোন সংক্রান্ত যাবতীয় প্রশ্ন উত্তর জানতে, আমাদের লেখা আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করুন।
হেডফোন কি ?
আপনাকে সহজ ভাবে বলতে গেলে হেডফোন হচ্ছে, একজোড়া ট্রান্সডুসার। মিডিয়া প্লেয়ার হতে, নির্গত হওয়া বৈদ্যুতিক তরঙ্গ রূপান্তরিত করে থাকে। মানুষের কান এর শ্রবণযোগ্য শব্দ সৃষ্টি করে থাকে।
হেডফোন গুলো মানুষ সাধারণত, মিউজিক, বিভিন্ন ধরনের গান শোনার জন্য এবং মোবাইলে, কথা বলা ও শোনার জন্য ব্যবহার করে থাকেন।
হেডফোনে থাকা সেই দুইটি ট্রান্সডুসার কে দুই কানে লাগানো হয়। বিশেষ করে, এমন কিছু হেডফোন মাইক্রোফোনে সংযুক্ত করা থাকে। যার ফলে, হেডফোন লাগিয়ে, কোন ব্যক্তিকে ফোন কলের মাধ্যমে, শব্দ শোনা’র সাথে সাথে কথাও বলা যায়।
হেডফোনের কিছু পরিচিত নাম
বর্তমান সময়ে, আমরা হেডফোন কে বিভিন্ন নামে চিহ্নিত করে থাকি। বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন নামে ডাকে যেমন-
- এয়ার হেডফোন।
- স্টেরিওফোন।
- হেডসেট, আরো ইত্যাদি।
হেডফোন কত প্রকার ও কি কি?
সাধারণত হেডফোন দুই প্রকারের হয়। কিছু কিছু হেডফোন রয়েছে। যেগুলো তারের মাধ্যমে, কোন ডিভাইসের সংযুক্ত করতে হয়।
অন্যদিকে আরও এমন কিছু হেডফোন রয়েছে, যেগুলো ব্লুটুথ মাধ্যমে, তার বিহীনভাবে সংযুক্ত করতে হয়।
তাই হেডফোনের গঠন ভিত্তিতে, হেডফোন কে দুই ভাগে ভাগ করা যায় যেমন-
- Wired Headphone (তারযুক্ত হেডফোন)।
- Wireless Headphone (ওয়্যারলেস বা ব্লুটুথ হেডফোন)।
তো চলুন, এই দুই প্রকার হেডফোন সম্পর্কে ভালো ভাবে জেনে নেই।
01. Wired Headphone (তারযুক্ত হেডফোন)
Wired Headphone গুলোতে তার সংযুক্ত করা থাকে। তারের এক প্রান্ত হেডফোনের সঙ্গে সংযুক্ত থাকে এবং অপর প্রান্তে একটি কড সংযুক্ত থাকে।
যার নির্দিষ্ট একটি ডিভাইসের মধ্যে প্রবেশ করিয়ে কানেক্ট দেওয়া যায়। তারপর, থেকে সেটি কানে লাগিয়ে শব্দ বা গান শোনা যায়।
02. Wireless Headphone (ওয়্যারলেস বা ব্লুটুথ হেডফোন)
Wireless Headphone গুলোতে কোন প্রকার তার থাকে না। ওয়্যারলেস হেডফোন গুলো চালু করে, ব্লুটুথ এর মাধ্যমে স্মার্টফোন বা ল্যাপটপ এর সাথে সংযুক্ত করা হয়।
ওয়্যারলেস বা ব্লুটুথ হেডফোন কি ?
যে সকল হেডফোন গুলোতে, ব্লুটুথ কানেক্ট করা থাকে। সে সকল হেডফোনকে ব্লুটুথ বা ওয়ারলেস হেডফোন বলা হয়।
ব্লুটুথ হেডফোন গুলো তার বিহীনভাবে, শুধুমাত্র ব্লুটুথ এর মাধ্যমে, নির্দিষ্ট কোন ডিভাইসে সংযুক্ত করা যায়। এছাড়া নির্দিষ্ট ডিভাইস থেকে হেডফোন গুলোকে কন্ট্রোল করা যায়।
বেশির ভাগ ব্লুটুথ হেডফোন গুলো ব্যাটারি চালিত। উক্ত সকল ওয়্যারলেস বা ব্লুটুথ হেডফোন গুলো চার্জ দেয়ার পরে ব্যবহার করতে হয়।
হেডফোন ব্যবহারের নিয়ম
আপনি যদি হেডফোন ব্যবহার করতে চান? তাহলে অবশ্যই কিছু নিয়ম অনুসরণ করে হেডফোন ব্যবহার করতে হবে। তো চলুন জেনে নেয়া যাক, হেডফোন ব্যবহারের সকল নিয়ম গুলো সম্পর্কে বিস্তারিত।
তারযুক্ত হেডফোন ব্যবহার
আপনি যদি কোন তারবিহীন হেডফোন ব্যবহার করতে চান? তাহলে, তারের অপর প্রান্তটি ডিভাইসের সাথে সংযুক্ত করতে হবে।
তার জন্য আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে থাকা, হেডফোন Port এর মধ্যে হেডফোনের কড টি প্রবেশ করাবেন।
তারপর নির্দিষ্ট ডিভাইসের মধ্যে থাকা অডিও গান বা ভিডিও গান চালু করবেন। এখন হেডফোনটি কানে দিলেই শব্দ বা গান গুলো শুনতে পারবেন।
ওয়্যারলেস বা ব্লুটুথ হেডফোন ব্যবহার
আপনি যদি একটি ওয়্যারলেস বা ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে চান? তাহলে অবশ্যই আপনাকে মোবাইলের মত চার্জ করে, ব্যবহার করতে হবে।
হেডফোন চার্জ দেয়ার পরে চার্জ সম্পন্ন হয়ে গেলে, হেডফোনটি চালু করতে হবে। তারপর মোবাইলের ব্লুটুথ অপশন এ গিয়ে, হেডফোনের নাম এর সঙ্গে Pair করে কানেকশন তৈরি করতে হবে।
এক্ষেত্রে, ব্লুটুথ বা ওয়ারলেস হেডফোন মোবাইলের সাথে সংযুক্ত করা হয়। তাহলে মোবাইলের যে কোন গান হেডফোনের মাধ্যমে শোনা যাবে।
বিশেষ করে, আপনি যদি হেডফোন ব্যবহার করে, কারো সাথে ফোন কল করতে চান? সে ক্ষেত্রেও শুনতে ও বলতে পারবেন।
হেডফোন কোন ধরনের ডিভাইস
আমরা জানি, হেডফোন ব্যবহার করে আপনারা সাউন্ড বা শব্দ শুনতে পারি। তাই এটি হচ্ছে আউটপুট ডিভাইস। কম্পিউটার থেকে কোন কিছু আউটপুট ইউজার কে দেওয়া হলে সেটিকে আউটপুট বলা হয়।
এক্ষেত্রে যে কোন ডিভাইসে হেডফোন কানেক্ট করার পরে, আমরা শব্দ শুনতে পারি তাই এটিকে আউটপুট ডিভাইস বলা যায়।
শেষ কথাঃ
আপনারা যারা হেডফোন কি? হেডফোন ব্যবহারের নিয়ম কি সে বিষয়ে জানতে চান? তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, বিস্তারিত জেনে নিতে পারেন।
আমরা উপরে আলোচনায় হেডফোন সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা সে অনুযায়ী বিস্তারিত ধারণা পেয়েছেন।
আর হেডফোন সম্পর্কে আরো অন্যান্য তথ্য জানতে, আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।