হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট কি? কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট সেট আপ করবেন?

Whatsapp বিজনেস হচ্ছে একটি মেসেজিং অ্যাপস। যে অ্যাপটি সকলেই সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।

whatsapp বিজনেস অ্যাপটি ডিজাইন করা হয়েছে, ছোট ব্যবসা যা ব্যবসায়রা তাদের গ্রাহকদের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে।

একজন ব্যবসায়ী হিসেবে এখানে আপনারা বিভিন্ন ধরনের ফিচার দেখতে পারবেন। যে ফিচার গুলো দ্বারা গ্রাহকদের সাথে যোগাযোগ করা অনেক সহজ হয়ে যাবে।

আপনারা হতে পারেন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক। আপনি ছোট বড় যে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য whatsapp বিজনেস একাউন্টের মাধ্যমে নিজের প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে উপকৃত করতে পারবেন।

তো আজকের এই আর্টিকেলে আমরা whatsapp বিজনেস একাউন্ট কি? এবং কিভাবে whatsapp বিজনেস একাউন্ট সেটআপ করবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা দেবো।

তাই হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে, আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট কি? কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট সেট আপ করবেন?
হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট কি? কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট সেট আপ করবেন?

হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট কি ?

Whatsapp বিজনেস হচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। whatsapp এর একটি আলাদা ভার্সন হোয়াটসঅ্যাপ বিজনেস। এই অ্যাপটি মূলত ছোট ব্যবসার মালিকদের জন্য প্রস্তুত করা হয়েছে।

এই অ্যাপের মূলত বিভিন্ন ধরনের বিজনেস টুল গুলো রয়েছে। যা ব্যবহার করে যে কোন ব্যবসার গ্রাহক হ্যান্ডেলিং প্রক্রিয়ার সর্বোচ্চ সুবিধা ভোগ করা যায়।

কাস্টমারদের সাথে যোগাযোগ করার সময় বিভিন্ন অ্যাডভান্স টুলস ব্যবহার করা যায়।

Whatsapp বিজনেস একাউন্টের মাধ্যমে। আলাদা করে নিজের ব্যবসা নামে একটি বিজনেস প্রোফাইল সেটআপ করার সুযোগ পাবেন।

তাই কাস্টমারদের সাথে সরাসরি নিজের ব্যবসার নাম দিয়ে যোগাযোগ করার সুযোগ বেছে নিয়ে, সচরাচর জিজ্ঞাসা করা প্রশ্নগুলো উত্তর পাঠাতে পারবেন এই বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করে।

এই হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট দ্বারা আপনি আরো বড় সুবিধা ভোগ করতে পারবেন সেটি হল। আপনারা গ্রাহকদের আগে থেকে সেট করা অটোমোটেড মেসেজগুলো সেন্ড করতে পারবেন।

যার ফলে আপনি ব্যস্ত থাকাকালীন নিজে নিজে সে মেসেজগুলো গ্রাহকদের নিকট প্রেরণ হবে।

সে সাথে ফেসবুক ক্যাটালগ এর ইন্টিগ্রেশন করার মাধ্যমেও নিজের ব্যবসা প্রোডাক্ট সরাসরি চ্যাটের মাধ্যমে ডিসপ্লে করতে পারবেন।

আর আপনার ছেলে নিজের প্রোডাক্টগুলোর ছবি এবং দাম সরাসরি নিজের বিজনেস প্রোফাইল একাউন্টে যুক্ত করতে পারবেন।

সে সাথে whatsapp বিজনেস প্রোফাইলের মাধ্যমেই কাস্টমাররা তাদের পছন্দের, প্রোডাক্ট গুলো কেনার জন্য অর্ডার করার অপশন পাবে। আশা করি উপরে লিখিত আলোচনা অনুসরণ করে, বুঝতে পারলেন। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট মূলত কি। তারপরও যদি বুঝতে সমস্যা হয়। তহলে উপরে আলোচনা আরো একবার পড়ে নেবেন।

কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট সেট আপ করবেন?

Whatsapp বিজনেস একাউন্ট সেটআপ করার জন্য কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। তাই চলুন কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট সেটআপ করবেন সে বিষয়ে জানিয়ে দেই।

  • সর্বপ্রথম আপনার স্মার্ট মোবাইলে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপস ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার জন্য আপনার সরাসরি গুগল প্লে স্টোরে যেতে পারেন।
  • Whatsapp বিজনেস অ্যাপ ইন্সটল এর পরে। আপনাকে নিজের মোবাইল নাম্বার দিয়ে সেটি রেজিস্টার করে নিতে হবে। তার আগে আপনাকে অ্যাপ এ থাকা Agree and continue এই লিংকে ক্লিক করে দিতে হবে।
  • আপনি নিজের মোবাইল নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন।
  • তারপর আপনার মোবাইলে একটি ভেরিফাই কোড পাঠানো হবে সেটি সঠিকভাবে সংগ্রহ করতে হবে।
  • তারপর হোয়াটসঅ্যাপ নিজে নিজে আপনার মোবাইলে চলে আসা, অটিপি কোড সংগ্রহ করবে।
  • তারপর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন, অ্যালাও বাটন ক্লিক করে দিবেন, তারপর অপ্রয়োজনীয় অপশনগুলো স্কিপ করে দিবেন।

আপনারা ওপর দেওয়া তথ্য অনুযায়ী কাজ করতে পারলে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট সেটআপ করে নিতে পারবেন।

Whatsapp বিজনেস প্রোফাইল সেট আপ

আপনারা উপরে দেয়া পদ্ধতি অনুযায়ী whatsapp বিজনেস অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। এখন হোয়াটসঅ্যাপের প্রোফাইল কিভাবে সেটআপ করবেন। সে বিষয়ে জানতে নিজে দেওয়া পদ্ধতিগুলি অনুসরণ করুন।

আপনাদের তৈরি করা whatsapp বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে, create your business profile নামে একটি পেজ দেখতে পারবেন।

  • তো প্রথমে আপনি একটি ক্যামেরা আইকন দেখবেন। সেখানে ক্লিক করে প্রোফাইলের জন্য একটি ছবি সেট করবেন।
  • এরপর আপনাকে নিজের ব্যবসার নাম, ব্যবসার ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
  • তারপর নিচে থাকা আরও অপশনে ক্লিক করে নিজের ব্যবসার সাধারণ বর্ণনা যুক্ত করবেন।
  • তারপর আপনারা দেখতে পারবেন create a catalog পেজ চলে এসেছে। সেখানে not now বাটনে ক্লিক করে দিবেন।
  • তারপর হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনার বিজনেস একাউন্ট সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলে প্রোডাক্ট যোগ করার নিয়ম

আপনারা উপরে দেয়া নিয়ম অনুযায়ী whatsapp বিজনেস অ্যাকাউন্ট সেটআপ করে, প্রোফাইল সাজিয়ে নিয়ে। আপনার ব্যবসার কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চান সেগুলো যোগ করার নিয়ম জানতে হবে।

তো চলুন জেনে আসা যাক, গ্রাহকদের কাছে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন। সেগুলোর ছবি, দাম প্রোডাক্ট এর তথ্য কিভাবে যুক্ত হয়। এবং কিভাবে গ্রাহক আপনার পন্য কেনার জন্য অর্ডার করতে পারবে, সে বিষয়ে ধাপে ধাপে জেনে আসি।

  • হোয়াটসঅ্যাপের চ্যাট অ্যাপ থেকে সবার উপরে অপশন বাটনে ক্লিক করবেন।
  • তারপর আপনারা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন সেখান থেকে বিজনেস টুলস অপশনে ক্লিক করবেন।
  • তারপর বিজনেস টুলের পেজে আপনারা ক্যাটালক নামের অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন।
  • ক্যাটালগ পেজে আপনারা এড নিউ আইটেম নামের অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন।
  • এড নিউ আইটেম অপশনে ক্লিক করে আপনাদের নিজের পণ্যগুলোকে ধাপে ধাপে যোগ করতে পারবেন।
  • আপনাদের প্রোডাক্ট এর ছবি, দাম, প্রোডাক্ট এর বর্ণনা যোগ করার অপশন পাবেন সেখানে সেগুলো সঠিকভাবে পূরণ করবেন।

Whatsapp বিজনেস একাউন্টে প্রোডাক্ট যোগ করার পরে আপনাদের গ্রাহকদের সরাসরি প্রোফাইলে নিয়ে প্রোডাক্টগুলোর ছবি এবং অন্যান্য তথ্যগুলো দেখাতে পারবেন।

গ্রাহকরা যে অপশনে ক্লিক করে প্রোডাক্ট কেনার জন্য অর্ডার করবে। সেখানে আপনারা Add to Cart নামের একটি বাটন তৈরি করে দিবেন। সেখানে ক্লিক করে কাস্টমাররা অর্ডার করবে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনার যারা whatsapp বিজনেস একাউন্ট কি? এবং কিভাবে whatsapp বিজনেস একাউন্ট সেটআপ করবেন। জানতে চেয়েছিলেন। আমরা বিস্তারিত বর্ণনা করেছি।

এখন আপনি যদি ছোটখাটো কোন ব্যবসা অনলাইনে পরিচালনা করেন। সে ক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রোডাক্ট গুলো কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য এবং কাস্টমারদের সাথে যোগাযোগ করার জন্য, প্রোডাক্ট বিক্রি করতে, একটি whatsapp বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন।

এখনো আর্টিকেল পরে আপনার যদি whatsapp বিজনেস সম্পর্কে কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top