সেভিংস একাউন্ট কি ? সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে?

সেভিংস একাউন্ট কি : সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে, সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি।

বর্তমান সময়ে আমরা যারা বিভিন্ন মাধ্যমে, টাকা রোজগার করে থাকি, সেটা থেকে আমরা দুইভাবে রাখতে চাই, প্রথমটি হচ্ছে- রোজগার করা টাকার কিছু অংশ খরচ করা এবং কিছু অংশ সঞ্চয় করা।

সেভিংস একাউন্ট কি ? সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে?
সেভিংস একাউন্ট কি ? সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে?

আর যারা রোজগার করার টাকা খরচ করে, বাড়তি কিছু টাকা সঞ্চয় করতে চান? তাদের জন্য সবথেকে জনপ্রিয় এবং বিশ্বস্ত নিরাপদ রাস্তা হতে পারে নির্দিষ্ট কোন ব্যাংক।

আপনারা ব্যাংকের মাধ্যমে সেভিংস একাউন্ট খুলে, সেখানে টাকা জমা রাখলে ভবিষ্যৎ জীবনে উন্নতি করতে পারবেন।

আজকের এই আর্টিকেলে সেভিংস একাউন্ট কি ? এবং সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে। সে বিষয়ে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করব।

তাই আশা করব আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন।

সেভিংস একাউন্ট কি ?

আমাদের কাছে একই সেভিংস একাউন্ট হচ্ছে আমাদের পছন্দের ব্যাংকে নিজেদের চেকিং অ্যাকাউন্টের বিপরীতে তৈরি করা একটি বিকল্প।

তবে এই একাউন্ট গুলো মূলত আমাদের টাকা সঞ্চয় করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। যেখানে একই চেকিং অ্যাকাউন্ট শুধুমাত্র আমরা মাসিক খরচ ও দৈনন্দিন লেনদেনের উদ্দেশ্যে ব্যবহার করে থাকি।

আর যেকোনো একটি সঞ্চয় একাউন্ট হতে আমাদের জরুরি তহবিল সঞ্চয় করার একটি সঠিক মাধ্যম। তাছাড়া বেশিরভাগ মানুষ বিভিন্ন ব্যাংকের দুই ধরনের অ্যাকাউন্ট তৈরি করে রাখুন।

তাই আপনি আপনার প্রয়োজনে এই দুইটি অ্যাকাউন্টের মধ্যে সহজেই টাকা লেনদেন করতে পারবেন। মোটকথা আপনি যদি সঞ্চয় আকারে টাকা জমা করতে চান? তাহলে আপনার নিকটস্থ কোনো ব্যাংক শাখাই সেভিংস একাউন্ট হলে টাকা জমা রাখুন।

সেভিংস একাউন্ট এর সুবিধা গুলো

আপনারা যে কোন ব্যাংকের মাধ্যমে সেভিংস একাউন্ট করে বেশ কিছু সুবিধা গ্রহণ করতে পারবেন। আর প্রতিটি ব্যাংকে এই সেভিংস একাউন্টের মাধ্যমে আপনারা নিয়মিত লেনদেন করার সুযোগ পাবেন।

তো একজন অ্যাকাউন্ডারি হিসেবে আপনি আপনার একাউন্ট থেকে কি কি সুবিধা পাবেন সে বিষয় নিয়ে আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি। যেমন-

  • আপনার টাকার সুরক্ষা পাবেন
  • সহজ লোন ব্যবস্থা করতে পারবেন
  • ধারাবাহিকভাবে সুদের হার পাবেন
  • সহজ অর্থ ব্যবস্থাপনা।
  • অবিলম্বে অর্থ প্রদানের পরিষেবা পাবেন
  • স্বয়ংক্রিয় বিল পরিশোধ করতে পারবেন
  • টাকা জমা ও উত্তলণ করার অবাধ সুবিধা পাবেন
  • অনলাইনে টাকার লেনদেন ট্র্যাক করতে পারবেন
  • আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারবেন
  • আয়কর দিতে সহায়তা পাবেন

উক্ত সুবিধা গুলো ছাড়া আরো অনেক সুবিধা রয়েছে। যা আপনারা ব্যাংকে সেভিংস একাউন্ট খোলার পর জেনে জাবেন।

সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে ?

উপরে উল্লেখিত আলোচনায় সেভিংস অ্যাকাউন্টটি এবং সেভিংস একাউন্ট এর সুবিধা সম্পর্কে জানতে পারলাম। এখন আমি আপনাকে জানাবো সেভিংস একাউন্ট খুলবে কি কি লাগে।

সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে এটি ঝুঁকিবিহীন কার্যক্রম। যেখানে আপনার ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয়ের সহজ উপায় হিসেবে ব্যবহার করতে পারেন।

তো যেকোনো সেভিংস একাউন্ট এর গ্রাহকরা বার্ষিক ভাবে তাদের সঞ্চয় করা টাকার উপর অর্জিত গ্রহণ করতে পারবে।

উক্ত একাউন্ট খোলার সময় গ্রাহকদের, প্রয়োজনীয় কিছু কাগজপত্র দরকার। এ ধরনের কাগজপত্র সংগ্রহ করার পরে আপনারা নির্দিষ্ট ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে পারবেন, সে বিষয়ে জানতে নিচের অংশটি দেখেন।

ব্যক্তির পরিচয়ের প্রমাণপত্রের কাগজপত্র

দেশের আলোচনায় উল্লেখিত কিছু কাগজপত্র সঠিকভাবে গ্রাহকদের পরিচয় বহন করে। সে কাগজপত্র গুলো যাচাই করার জন্য ব্যাংকে প্রদান করতে হয়।

আসন জেনে নেয়া যাক, কোন ধরনের কাগজপত্র থাকলে আপনার ব্যক্তিগত পরিচয় প্রমাণ বহন করবে সেগুলো জেনে নেয়া যাক।

  • জাতীয় পরিচয় পত্রের কপি
  • পাসপোর্টের কপি
  • ড্রাইভিং লাইসেন্স
  • কর্মচারী আইডি
  • ব্যাংক পাস বুক
  • রেশন কার্ড ইত্যাদ

ব্যক্তির ঠিকানার প্রমাণপত্রের কাগজপত্র

নিচের আলোচনায় উল্লেখিত সরকার অনুমোদিত কাগজপত্রগুলো ব্যাংকে প্রদান করতে হবে। যেগুলো সেভিংস একাউন্টের গ্রাহকদের ঠিকানা যাচাই করার প্রমাণ দিবে।

ঠিকানা প্রমাণের কাগজপত্র গুলো হলো-

  • জাতীয় পরিচয় পত্র/ ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট
  • রেশন কার্ড
  • গ্রাহকের বর্তমান ঠিকানা যাচাই করার স্বীকৃতি সরকারি কর্তৃপক্ষের চিঠি
  • ব্যাংক পাসবুক/ ব্যাংক স্টেটমেন্ট
  • বাসা বাড়ির ইউটিলিটি বিল ইত্যাদি।

এগুলো ছাড়া ব্যাংকের দেওয়া হেভি অ্যাকাউন্টের ফরম পূরণ করার সময় গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের জমা দিতে হয়।

এই সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর, ব্যায়াম কর্তৃপক্ষ যাচাই করে, গ্রাহকদের প্রতিষ্ঠানের সেভিংস একাউন্ট খোলার উপযোগী কিনা সেটি নির্ধারণ করবে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা রোজকার করার টাকার কিছু অংশ সঞ্চয় করে রাখতে চান? তারা নির্দিষ্ট কোন ব্যাংকে সেভিংস একাউন্ট খুলে টাকা জমা রাখতে পারেন।

তো সেভিংস একাউন্ট করার পর আপনারা কি কি সুবিধা পাবেন, এবং সেভিংস একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে সে বিষয়ে আমরা জানিয়ে দিয়েছি।

এখন এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment