সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ? What is search engine optimization

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি : সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে, যেকোনো মানুষ সার্চ ইঞ্জিন ব্যবহার করে, একটি ওয়েবসাইটকে সকলের কাছে পৌঁছে দিতে পারে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে শটকাট হিসেবে বলা হয় এসইও

ইন্টারনেটের ব্যবহার যতটা বৃদ্ধি পাচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাচ্ছে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ? What is search engine optimization
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ? What is search engine optimization

বিশেষ করে অনলাইন প্লাটফর্ম গুলোতে, ফ্রিল্যান্সিং কাজ হিসেবে, এসিও ব্যবহার করছে। তাদের ব্লক ওয়েবসাইট গুলো পরিচিতি বাড়ানোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবহার করছে।

মোটকথা অনলাইন সেক্টরে, ব্যবসা-বাণিজ্য করে টিকে থাকার জন্য। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও এর গুরুত্ব অনেক বেশি।

আরো পড়ুনঃ

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে আছে : একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়া। ওয়েবসাইটের জনপ্রিয়তা বাড়িয়ে তোলা। ওয়েব সাইটে ভিজিটর বাড়িয়ে নেওয়া।

বিভিন্ন সোর্সের মাধ্যমে অনলাইন হতে টাকা ইনকাম করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তথ্য বিনিময় এবং প্রতিযোগিতার যুগে টিকে থাকতে চাইলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবহার করতে হবে।

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে ?

সার্চ ইঞ্জিন গুলো তৈরি করা হয়েছে মূলত, মানুষের তথ্য সহজে খুঁজে পাওয়ার জন্য। তাই কোন কিছু ছাড় দিলে যাতে সহজেই তথ্যগুলো খুঁজে পাওয়া যায়। তাই সার্চ ইঞ্জিন ওয়েবসাইটগুলো কিছু প্রোগ্রাম তৈরি করে রাখে।

যা সকল ওয়েবসাইটের মধ্যে কিছু বিষয় তুলনা করে সেই ওয়েবসাইটগুলোকে সার্স ইঞ্জিন ফলাফলের পেজে নিয়ে আসে।

জনপ্রিয় ওয়েবসাইট নির্বাচন করার জন্য তারা দেখে, ওয়েবসাইটের তথ্যগুলো মানসম্মত, ঠিক রয়েছে কিনা?

অর্থাৎ ওয়েবসাইটি কেমন জনপ্রিয়। এই সকল বিষয় গুলো পর্যবেক্ষণ করে, সার্চ ইঞ্জিন সেই সকল ওয়েবসাইট গুলো সার্চ ফলাফলের পেজে প্রদর্শন করে দেয়।

তো আসুন আরো বিস্তারিতভাবে জেনে নেয়া যাক। সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে।

ক্রলিং

ওয়েব ক্রলিংয়ের মাধ্যমে, গুগল বট যখন একটি ওয়েবের সংগ্রহ করে। তখন সে পেজে পাওয়া লিংক গুলো তার ক্রলিং তালিকায় সংযুক্ত হয়।

উক্ত প্রক্রিয়াতে একটি লিঙ্ক অসংখ্য বার চলে আসে। তবে গুগল বট সেগুলো বাদ দিয়ে একটি তালিকা তৈরি করে, সেখানে সব থেকে কম সময় পুরো ওয়েবসাইটকে কভার করা সম্ভব হয়।

এই ব্যবস্থাকে বলা হয় ডিপ ক্রলিং। ওয়েব সাইটের কোন পেজ কত দ্রুত পরিবর্তন হয় সেটা ঠিক করা গুগল বট এর প্রধান কাজ।

গুগল ডাটাবেজ আপডেট রাখার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরী। গুগল বট কোন পেজ পরিবর্তনের একটা ফ্রিকোয়েন্সি বের করে। এবং সে হিসেবে ঠিক করা হয় যে গুগল বোর্ড কত সময় পর পর কোন পেজ ক্রলিং করবে।

তার কারণ যে পেজ মাসে একবার পরিবর্তন হয়। সেটি কয়েকঘন্টা পরপর ক্রোলিং করা সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই নয়। গুগল ডাটাবেজ আপডেট করার জন্য এই ক্রলিং কে ফ্রেশ ক্রলিং বলা হয়।

ইনডেক্স

Google ইন্ডেক্স এর কাজ তোলা নামক অনেক সহজ হয়ে থাকে। গুগল বট ইনটেক্সার কে ক্রলিং করা পেজগুলোতে ফুল টেক্সট প্রদান করে। ইনডেক্সার ভারস ট্রাম গুলোকে ডেসক্রিপশন অনুযায়ী সাজিয়ে দেয়।

এছাড়া কোন টার্ম কোথায় রয়েছে সেগুলো সেভ করে রাখে। সেখানে কিছু পরিবর্তন আনা হয় সেই পেজগুলোতে। তারপর কিছু বিরাম চিহ্ন বাদ দেয়া হয়।

এক্ষেত্রে একের অধিক স্পেস থাকলে সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়। ইংলিশের ক্ষেত্রে বড় হাতের অক্ষরগুলোকে বাদ দিয়ে ছোট হাতের অক্ষরে রূপান্তরিত করা হয়।

গুগল কুয়েরী প্রসেসর

Google কুয়েরি প্রসেসর এটি সর্বশেষ একটি অংশ। এটি আমাদের সার্চ ফলাফল প্রসেসিং করে থাকে। google কয়েরি প্রসেসর কয়েকটি অংশে বিভক্ত থাকে।

যেমন- ইউজারদের ইন্টারফেস, গুগল কোয়েরি ইঞ্জিন, ফলাফল ফরমেট ইত্যাদি।

গুগল এর ওয়েবপেজ রেংকিং সিস্টেমের নাম পেজ র‌্যাঙ্ক। যে পেজ এর পেজ রেংক যত বেশি সেটি সার্চ ফলাফলে তত উপরে থাকবে।

google বট যেহেতু টেস্ট এর সঙ্গে পেজ কোড এবং ক্রোলিং করে।

তার জন্য ইউজার চাইলে সার্চ টার্ম এর অবস্থানও নির্দিষ্ট করে দিতে পারে। সেখানে লিংক থাকবে, টাইটেলে থাকবেনা টেক্সটে থাকবে।

শুধুমাত্র টার্ম এর উপস্থিতির উপর নির্ভর করে ফলাফল না দেওয়ার কারণে, গুগল সার্চ রেজাল্টের মান উন্নত করে থাকে।

জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম

বর্তমান সময়ে অসংখ্য সার্চ ইঞ্জিন রয়েছে তার মধ্যে- গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন ইত্যাদি।

এই সকল সার্চ ইঞ্জিনে আপনি একটি শব্দ সার্চ বক্সে লিখে সার্চ বাটনে ক্লিক করলে, কয়েক সেকেন্ডের মধ্যে অনেক ওয়েবসাইটের লিংক আপনার সামনে চলে আসবে।

আর সেই লিংকগুলোতে ক্লিক করে আপনার কাঙ্খিত ফলাফল গুলো খুঁজে নিতে পারবেন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ওয়েব ডেভলপারদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান।

কোয়ালিটি ট্রাফিক সার্চ ইঞ্জিন হতে ব্লগে আসার ফলে, ব্লক ওয়েবসাইট বিজ্ঞাপন ফ্রেন্ডলি হয়ে ওঠে। যার ফলে পাঠক সন্তুষ্ট হয়। সেই সঙ্গে ব্লগার বিজ্ঞাপন থেকে বেশ ভাল পরিমানে টাকার রোজগার করতে পারে।

তবে প্রক্রিয়াটি শুধুমাত্র এটুকুর মধ্যেই সীমাবদ্ধতা নয়। এর থেকে আরও বেশি সুবিধা ভোগ করা যায় সার্চ ইঞ্জিন ব্যবহার করে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত দুই প্রকারের হয়ে থাকে যেমন-

  1. অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
  2. অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)

মূলত এই দুইটি সার্চ ইঞ্জিন সম্পন্ন করতে পারলে, আপনাদের ওয়েবসাইট সার্চ ফলাফলের সবার উপরে নিয়ে আসতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেলে আমরা যে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে বললাম, তার বিষয়ে আপনারা বিস্তারিত ধারণা পেয়ে গেছেন।

বিশেষ করে সার্চ ইঞ্জিন কি এবং সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, তার বিস্তারিত জানতে পারলেন।

এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও সম্পর্কে, আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর আমাদের এই ওয়েবসাইট থেকে নতুন ‍নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে নিয়মিত ভিজিট করবেন, ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top