মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করুন

মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করুন : বর্তমান সময়ে যাদের জমি রয়েছে, তার প্রমাণও তা হিসেবে, ব্যবহার করতে হয় জমির দলিল।

কিন্তু আমাদের মধ্যে অনেকের জমি দখলে আছে দলিল নাই। কারণ অনেকের পিতা ও দাদার রেখে যাওয়া সম্পত্তি ভোগ দখল করা যাচ্ছে।

কিন্তু কোন কারণে জমি গুলো বিক্রি করার প্রয়োজন হলে, দলিল না থাকলে কিন্তু জমি বিক্রি করা সম্ভব হবে না।

মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করুন
মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করুন

তাই আপনাদের যাদের জমির দলিল নেই, তারা চাইলে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করতে পারবেন।

আপনার হাতে যদি দলিল থাকে তাহলে আপনি মালিক হিসেবে নিশ্চয়তা পাবেন। কারণ আপনার জমি আছে, এটির প্রমাণ হচ্ছে দলিল।

তাই আপনাদের যাদের জমি রয়েছে, তাদের অবশ্যই জমির দলিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া জমির যদি কোন প্রকার সমস্যা দেখা দেয়। সে ক্ষেত্রে দলিল ব্যবহার করে, সমস্যার সমাধান করে নিতে পারবেন। আর আপনার কাছে যদি জমির দলিল না থাকে। সে ক্ষেত্রে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

এমনও হতে পারে, আপনার জমি গুলো অন্য কেউ মালিকানা দাবি করতে পারে। তাই চিন্তার কোন কারণ নেই আপনি যদি জমির মালিক হয়ে থাকেন। সে ক্ষেত্রে আপনার দলিল না থাকলেও, আপনারা সেটি পুনরুদ্ধার করতে পারবেন।

যাদের জমি আছে দলিল নেই, তারা চাইলে আমাদের লেখা আর্টিকেল শেষ পর্যন্ত অনুসরণ করে মোবাইলের মাধ্যমে, পুরাতন জমির দলিল সংগ্রহ করতে পারবেন।

আর বর্তমান সময়ে যারা নতুন জমির ক্রয় করেন, তাদের জমির দলিল বের হতে প্রায় তিন মাস হতে চার মাস পর্যন্ত সময় লাগে। তাই অনেকেই জমির পুরাতন দলিল গুলো সংগ্রহ করতে আগ্রহী থাকে।

মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করুন

বর্তমানে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়, জমির মালিকদের জন্য এখনো কোনো অনলাইন সিস্টেম বের করেনি। যার মাধ্যমে জমির নতুন ও পুরাতন দলিল বের করা যাবে।

মানে, কম্পিউটার বা মোবাইলে, অনলাইন এর মাধ্যমে, জমির দলিল বের করার কোন সিস্টেম চালু নেই। কিন্তু জমির দলিল বিভিন্ন বিষয় তথ্য গুলো সংগ্রহ করা যায়।

তো চলুন আর দেরি না করে, জেনে নেয়া যাক। অনলাইন এর মাধ্যমে কিভাবে পুরাতন দলিল সম্পর্কে বিস্তারিত ধারণা নেয়া যায়।

মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করার নিয়ম

মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করতে চাইলে, আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার চালু করতে হবে। তারপর সেটিকে ডেস্কটপ ভার্সন করতে হবে।

তারপর গুগলে গিয়ে সার্চ করতে হবে, Wb registration. আপনারা টপিক লিখে সার্চ করলে যে, লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর আপনার পুরাতন দলিল বের করার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।

উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে, একটু নিচের দিকে গেলে, E-Services নামের একটি অপশন দেখতে পারবেন। উক্ত অপশন থেকে Searching of Deep অপশনে প্রবেশ করবেন।

তারপর, Search of Registration Made অপশনে গেলে আরো অসংখ্য অপশন দেখানো হবে। সেখান থেকে প্রথম থাকা By Seller/ Buyer/ Party Name অপশনে ক্লিক করে দিতে হবে।

তারপর, সেখানে আপনার একটি পেজ দেখতে পারবেন। সেই পেজে আপনার ব্যক্তিগত কিছু তথ্য পূরণ করতে হবে যেমন-

  • Fast Name : এখানে আপনার নামের প্রথম অংশ টি লিখতে হবে।
  • Last Name : তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখতে হবে।
  • Year : কত সালে জমি রেজিস্ট্রেশন করা হয়েছে সেই বছর লিখতে হবে।
  • District Where Registration : আপনার জেলার নাম নির্বাচন করতে হবে।
  • Security Code : আপনার একটি সিকিউরিটি কোড দেখতে পারবেন। যা নিজের ফাঁকা বক্সে সঠিকভাবে লিখতে হবে।
  • Display : এই অপশনে ক্লিক করলে, আপনার জমির দলিলের বিস্তারিত দেখতে পারবেন।

বিশেষ করে, আপনি কার কাছে জমি কিনেছেন জমির দাগ নং কি খতিয়ান নং কি, তার বিস্তারিত জেনে নিতে পারবেন।

উপরোক্ত প্রক্রিয়া অবলম্বন করে আপনি যদি কাজ করতে পারেন। তাহলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে, পুরাতন দলিল বের করে নিতে পারবেন, দ্রুত সময়ের মধ্যে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করার নিয়ম জানতে চান? তারা উপরে উল্লেখিত পদক্ষেপ অনুসরণ করে, গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করে নিতে পারবেন।

পুরাতন দলিল বের করার বিষয়ে আরো যদি কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top