ঘরে বসে অনলাইনে টাইপিং শেখার সফটওয়্যার [সরাসরি অনলাইনে]

বর্তমান সময়ে কম্পিউটার টাইপিং এর অনক চাহিদা রয়েছে। মনে করুন আপনি যদি একটি চাকরির জন্য আবেদন করেন।

তাহলে সেখানে শর্ত অনুযায়ী দেখতে পারবনে যে, ৬ মাস বা ১ বছরের কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলাতে ২৫ শব্দ টাইপং এ দক্ষতা সম্পন্ন হতে হবে।

আপনি যদি কম্পিউটার টাইপিং সঠিক ভাবে না পারেন। তাহলে কোন কম্পিউটার চাকরির জন্য আবেদন করতে পারবেন না।

তাই আমাদের মধ্যে এমন অনেক লোক আছে, যারা কম্পিউটার টাইপিং অনেক দূর্বল। তাই চিন্তার কোন কারণ নেই।

আমরা এই পোস্টে আপনাকে যে, অনলাইন টাইপিং শেখার সফটওয়্যার ‍গুলোর সাথে পরিচয় করিয়ে দেব।

সেগুলো নিজের ঘরে বসে সহজেই বাংলা এবং ইংরেজি টাইপিং শিখে নিতে পারবেন।

আপনি যদি অনলাইন সফটওয়্যার ব্যবহার করে দ্রুত বাংলা ও ইংরেজি টাইপিং শিখতে চান।

তাহলে, আমাদের আর্টিকেল শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

ঘরে বসে অনলাইনে টাইপিং শেখার সফটওয়্যার [সরাসরি অনলাইনে]
ঘরে বসে অনলাইনে টাইপিং শেখার সফটওয়্যার [সরাসরি অনলাইনে]
আমরা জানি, আমাদের মধ্যে অনেক লোক বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে অনেক আগে কম্পিউটার শিখে সার্টিফিকেট সংগ্রহ করে রাখছেন।

কিন্তু সেরকম ভাবে ভালো টাইপিং করতে পারেন না। তাই আপনার যদি টাইপিং করতে সমস্যা হয়।

তাহলে, নিম্নোক্ত সফটওয়্যার গুলোর বিষয়ে জেনে নিয়ে সঠিক ভাবে টাইপিং শিখুন।

আমরা যেসকল ওয়েবসাইট আপনাকে দেখাব, সেটি ব্যবহার করে সহজেই টাইপিং শিখতে পারবেন।

সব চেয়ে মজার বিষয় হলো আপনি উক্ত অনলাইন টাইপিং সফটওয়্যার ব্যবহার করে, মিনিটে কত শব্দ লিখতে পারেন।

সেরকম সেটিং করেও দ্রুত টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন।

তো চলুন জেনে নেওয়া যাক অনলাইনে টাইপিং শেখার বিষয় সম্পর্কে।

কিভাবে টাইপিং শিখব ?

আপনি যদি সঠিক ভাবে টাইপিং শিখতে চান। তাহলে আমরা কিছু জনপ্রিয় ওয়েবসাইট/ সফটওয়্যার দেখাব।

সেগুলোতে আপনি যদি নিয়মিত টাইপিং চর্চা করেন। তাহলে দ্রুত ভাবে বাংলা ও ইংরেজি টাইপিং শিখে নিতে পারবেন।

তাই আমরা যে সকল টাইপিং সফটওয়্যার এর কথা বলব। সেগুলো মনযোগ দিয়ে দেখুন।

আপনি উক্ত অনলাইন টাইপিং ওয়েবসাইট গুলোতে, প্রতিদিন ১ ঘন্টা করে টাইপিং চর্চা করলে অল্প সময়ের মধ্যেই টাইপিং মাস্টার হতে পারবেন।

অনলাইনে টাইপিং শেখার ওয়েবসাইট তালিকাঃ

Typing.com

আপনি যদি অনলাইনে টাইপিং শিখতে চান? তাহলে সব চেয়ে জনপ্রিয় একটি টাইপিং সাইট হলো typing.com

উক্ত টাইপিং সফটওয়্যার আপনি অনলাইনে একদম ফ্রিতে ব্রবহার করতে পারবেন। আর দ্রুত টাইপিং শিখে নিতে পারবেন।

এই সাইটে আলাদা আলাদা টাইপিং পার্ট দেওয়া আছে। যেমন- Beginner, Intermediate ও Advanced Lessons.

যেগুলোর মাধ্যমে আপনি সহজেই টাইপিং শিখতে পারবেন। যারা একেবারে টাইপিং এ নতুন তারা এই ওয়েবসাইট ব্যবহার করে ভালো টাইপিং দক্ষতা অর্জন করতে পারবে।

এই সাইটে টাইপিং করার জন্য আপনারা কিবোর্ডে কোন অক্ষরে কোন আঙ্গুল ব্যবহার করবেন বা বসাতে হবে সঠির সঠিক নিয়ম জানতে পারবেন।

আরো পড়ুনঃ

এছাড়া অনলাইন টাইপিং করার জন্য আপনি এখানে বাংলা ও ইংরেজি যে কোন ভাষা সিলেক্ট করে টাইপিং শিখতে পারবেন।

টাইপিং শেখার জন্য সেই সাইট এর তরফ থেকে আপনাকে বিভিন্ন বাংলা ও ইংরেজি শব্দ দেওয়া হবে।

আপনি যদি সঠিক ভাবে সেই শব্দ গুলো টাইপ করতে পারেন তাহলে দ্রুত টাইপিং এ দক্ষ হয়ে উঠতে পারবেন।

অনলাইনে টাইপিং শিখতে চাইলে প্রথমে আপনি উক্ত ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।

Typingclub.com

Typingclub.com অনলাইন টাইপিং টুল ব্যবহারে করে আপনি অনেক দ্রুত টাইপিং এ সফল হতে পারবেন।

এখানে টাইপিং করারজন্য বিভিন্ন ধরণের টাইপিং Lessons, Video, Games typing, ইত্যাদির মাধ্যমে বাংলা ও ইংরেজি টাইপিং করতে পারবেন।

অনলাইন টাইপিং করার সফটওয়্যার সব চেয়ে ভালো। এখানে আপনাকে ভিডিও এর মাধ্যমে টাইপিং করার নিয়ম সুন্দর এবং স্পস্ট করে বুঝিয়ে দেওয়া হবে।

এখানে ছোট ছোট টাইপিং প্রেক্টিস শুরু করে আপনাকে এডভান্স টাইপিং প্রেক্টিস এ নিয়ে যাওয়া হবে।

যার ফলে ধিরে ধিরে আপনি কঠিন কঠিন শব্দ গুলো স্পষ্ট ও সঠিক ভাবে টাইপ করতে পারবেন।

তাই আপনি ভালো ভাবে টাইপিং স্পিড করতে চাইলে নিয়মিত উক্ত সাইটে টাইপিং চর্চা করুন।

Thetypingcat.com

আপনি যদি উক্ত সাইট ব্যবহার করেন। তাহলে একদম ফ্রিতে টাইপিং চর্চা করতে পারবেন। এবং বিভিন্ন টাইপিং টেস্ট ও টাইপিং গেম পাবেন।

এছাড়া আলাদা আলদা কিবোর্ড লেআউট এর বিষয়ে টাইপিং শিখতে পারবেন।

আপনি উক্ত অনলাইন টাইপিং সাইটে কতটা দ্রুত টাইপিং করছেন সেটাও জানতে পারবেন।

Typingmaster.com

উক্ত অনলাইন টাইপিং টুলস ব্যবহার করে আপনারা নিজের টাইপিং অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারবেন।

এর মাধ্যমে আপনি মিনিটে কত ওয়ার্ড টাইপ করতে পারছেন সেটিও জেনে নিতে পারবেন।

সব চেয়ে মজার বিষয় হলো উক্ত টাইপিং সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবং কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য ফ্রিতে ডাউনলোড করে নিয়েও টাইপিং শিখতে পারবেন অফলাইনে।

Ratatype.com

উক্ত অনলাইন টাইপিং সফটওয়্যার ব্যবহার করে সঠিক প্রক্রিয়া চালু করে ভালো ভাবে টাইপ করতে পারবেন।

এই টাইপিং টুলস অনেক সিম্পল। যেখানে আপনি সঠিক ভাবে ফ্রিতে টাইপিং কোর্স গুলো শিখতে পারবেন।

এখানে টাইপিং করার জন্যে বিভিন্ন টাইপিং লেআউট পাবেন। যেমন-

ইংরেজি টাইপিং করার নিয়ম ও শব্দ বাংলা টাইপিং করার সহজ ফর্মুলা।

এবং এখানে কিভাবে টাইপিং করতে হয় সেই নিয়ম আপনাকে দেখিয়ে দেওয়া হয়।

কিবোর্ডে কোন অক্ষরে কোন আঙুল রাখতে হয় সেটিও জানা যায়।

ফ্রিতে অনলাইন টাইপিং করতে চাইলে আজ থেকে প্রেক্টিস শুরু করুন।

Keyhero.com

আপনার জন্য আরো একটি জনপ্রিয় অনলাইন টাইপিং টুলস হলো Keyhero.com

আপনি উক্ত সাইটে টাইপিং প্রেক্টিস করে দ্রুত আপনারা দক্ষ হতে পারবেন।

উক্ত সফটওয়্যার আপনাকে সঠিক টাইপিং এর নিয়ম দেখাবে। আপনি কোন ওয়ার্ড টাইপিং করার সময় ভুল করলে সেটি চিহ্নিত করে দিবে।

যার ফলে আপনি টাইপিং এর সাথে জড়িত সকল ভুল গুলো সঠিক করে শিখে নিতে পারবেন।

এখানে টাইপিং করার জন্য অনেক টাইপিং টেস্ট ফর্মুলা দেওয়া হবে।

সেগুলো অনুসরণ করে টাইপিং করলে আপনি দ্রুত টাইপিং মাস্টার হতে পারবেন।

Typingstudy.com

অনেকে প্রশ্ন করে থাকে যে, কম্পিউটারে বাংলা এবং ইংরেজি কিভাবে শিখব। আপনি যদি বাংলা ও ইংরেজি টাইপিং শিখতে চান।

তাহলে Typingstudy.com সাইট ব্যবহার করে। অনলাইনে টাইপিং চর্চা করতে পারবেন একদম ফ্রিতে।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, আজ আমাদের আর্টিকেল থেকে শিখতে পারলেন। ঘরে বসে অনলাইনে টাইপিং শেখার সফটওয়্যার গুলো।

আপনি যদি টাইপিং এ দক্ষ হতে চান। তাহলে উক্ত যে কোন একটি অনলাইন ফ্রি টুলস/ ওয়েবসাইট/ সফটওয়্যার ব্যবহার করে, টাইপিং চর্চা শুরু করুন।

আমাদের এই আর্টিকেল পড়ে আপনার কেমন লাগলো একটি সুন্দর কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top