ভালো ল্যাপটপ চেনার উপায়

ভালো ল্যাপটপ চেনার উপায় : বর্তমান সময়ের যারা ল্যাপটপ কিনতে চান? তাদের অবশ্যই জেনে রাখা উচিত ভাল ল্যাপটপ চেনার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত।

কারণ আপনি ল্যাপটপ কেনার সময় যদি সঠিক জ্ঞান না রেখে, আজেবাজে ল্যাপটপ কিনে নিয়ে আসেন। তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার কষ্টের টাকা দিয়ে ল্যাপটপ কিনলে টাকাটাই নষ্ট হয়ে যাবে।

ভালো ল্যাপটপ চেনার উপায়
ভালো ল্যাপটপ চেনার উপায়

আমাদের জানামতে এমন অনেক মানুষ রয়েছে যারা নতুন কম্পিউটার বা ল্যাপটপ কেনার আগে কোন প্রকার ধারণা না নিয়ে সরাসরি কম্পিউটার দোকানের সেলসম্যানের দিকনির্দেশনা অনুযায়ী ল্যাপটপ কিনা থাকে।

এ ক্ষেত্রে সেলসম্যান আপনার সুবিধা না দেখে নিজের সুবিধা দেখে তাদের ল্যাপটপ বিক্রি করে, আপনার কাছে গুছিয়ে দেয়। যার ফলে ল্যাপটপ বাড়িতে নিয়ে আসার পর কিছুদিন ব্যবহার করলে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

তাই আপনি কারোর উপর নির্ভর না করে নিজের ল্যাপটপ কেনার জন্য নিজে নিজে ল্যাপটপে যে জিনিসগুলো থাকলে, বুঝবেন ল্যাপটপটি আসলেই ভালো। তারপর আপনারা একটি ল্যাপটপ কেনার উদ্যোগ নেবেন।

তাই আপনারা যারা জানতে চান ভালো ল্যাপটপ চেনার উপায় কি ? তাহলে আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করুন।

ভালো ল্যাপটপ চেনার উপায়

একটি ভালো ল্যাপটপ চেনার জন্য ল্যাপটপের অনেক ধরনের বৈশিষ্ট্য বিবেচনা করা হয়। তবে আপনি সকল প্রকার বৈশিষ্ট্য বিবেচনা করে কখনো ল্যাপটপ পছন্দ করতে পারবেন না।

এছাড়া আমরা এখানে সবগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলে, ভালো মানের ল্যাপটপ নির্বাচন করার ক্ষেত্রে আপনি অনেকাংশে কনফিউজড হয়ে যাবেন।

সেজন্য একটি ভাল কম্পিউটার ল্যাপটপ জানার জন্য ল্যাপটপের বৈশিষ্ট্য গুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় শুধুমাত্র সেই বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করব।

নিজের সকল বিষয় সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ আইডিয়া নিতে পারলে। খুব সহজেই নিজে নিজে একটি ভালো ল্যাপটপ চিনতে পারবেন।

তো চলুন আর দেরি না করে জেনে নেয়া যাক। ভালো ল্যাপটপ চেনার উপায় সম্পর্কে। যে বিষয়গুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারলে বুঝতে পারবেন। যে ল্যাপটপটি কিনছেন সেটি মূলত ভালো।

প্রসেসর

একজন ক্রেতা ল্যাপটপ ক্রয়ের সময় ল্যাপটপের প্রসেসর নির্বাচনের ক্ষেত্রে সমস্যায় পড়ে যায়। কারণ বাজারে এত এত কোম্পানির প্রসেসর রয়েছে। যাতে কোন ধরনের ল্যাপটপের জন্য ভালো হবে সেটা একজন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিও সহজেই বুঝতে পারে না।

সাধারণত কম্পিউটার প্রসেসরের ক্ষেত্রে মার্কেটে দুই ধরনের কোম্পানির সবথেকে বেশি জনপ্রিয় যেমন- এএমডি এবং ইন্টেল কোম্পানি।

তো আপনি যদি এ এম ডি প্রসেসর কিনবেন নাকি ইন্টেল এর প্রসেসর কিনবেন। সেটি আসলে আপনার টাকার উপর নির্ভর করবে আপনার জন্য এ এম ডি প্রসেসর ভালো হবে নাকি ইন্টেল প্রসেসর ভালো হবে।

৩০ হাজার টাকার কম হয় তাহলে আপনারা এএমডি প্রসেসর বেছে নিতে পারেন। কারণ ৩০ হাজারের কম টাকায় ল্যাপটপ কিনলে সেই ল্যাপটপে আপনি ভালো পারফরম্যান্স পাবেন না।

৩০ হাজার টাকা দিয়ে ক্রয় করা এএমডি প্রসেসর এর যুক্ত ল্যাপটপ ৩০ হাজার টাকা ইন্টেল এর প্রসেসরের চাইতে অনেক বেশি ভালো সার্ভিস প্রদান করে থাকে।

এক্ষেত্রে আপনি যদি ৩৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ কিনতে আগ্রহী থাকেন। সেক্ষেত্রে আপনারা ইন্টেল এর প্রসেসর ল্যাপটপে ব্যবহার করতে পারেন যাতে করে, আপনারা এ এমডির চাইতে অনেক ভালো সুবিধা করতে পারবেন।

র‌্যাম

র‌্যাম ল্যাপটপের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। ্যাপটপের প্রসেসরের চাহিদার তুলনায় ল্যাপটপের র‍্যাম কম হলে, আপনার চাহিদার মতন ল্যাপটপে স্পিড পাওয়া যাবে না সেজন্য প্রসেসরের সবচেয়ে বিবেচনা করে র‌্যাম বেশি হয়ে থাকে আপনি আই থ্রি ল্যাপটপ কিনতে পারেন।

তাহলে আপনাকে অবশ্যই 4gb ram ব্যবহার করতে হবে। আই ফাইভ ল্যাপটপের জন্য এইট জিবি ও আই সেভেন ল্যাপটপের জন্য ১৬ জিবি রেম এর ল্যাপটপ কিনতে হবে।

সেজন্য 8,9,10 জেনারেশনের ল্যাপটপের জন্য ডিডিআর ফর রেম ল্যাপটপের জন্য কিনবেন। কারণ ডিডিআর ফর রেম অন্যান্য রেম এর তুলনায় অনেক বেশি শক্তিশালী ও দ্রুতগামী হয়ে থাকে।

হার্ডডিস্ক

কম্পিউটারে স্থায়ী মেমোরি কে হার্ডডিস্ক বলা হয়। উক্ত হার্ডডিস্কে আমরা আমাদের প্রয়োজনীয় সকল প্রকার ফাইল ডকুমেন্ট ইত্যাদি হার্ডডিস্কে সংরক্ষিত করে রাখতে পারি।

এছাড়া বিভিন্ন ধরনের সফটওয়্যার যা আমরা কম্পিউটার ল্যাপটপে ব্যবহার করি তার সবকিছুই হার্ডিস্কে জমা থাকে।

তাই আপনার ল্যাপটপে কমপক্ষে 1 টেরাবাইট হার্ডডিস্ক ব্যবহার করার চেষ্টা করবেন। যার পাশাপাশি এস এস ডি ব্যবহার করবেন।

আপনার কম্পিউটার হার্ডডিস্কের পাশাপাশি এসএসডি ব্যবহার করা হলে আপনার কম্পিউটার অনেক ভালো ভাবে ব্যবহার করতে পারবেন।

মাদারবোর্ড

মাদারবোর্ড হচ্ছে কম্পিউটার সার্কিট বোর্ড। এই মাদারবোর্ড কম্পিউটারের মল ফাউন্ডেশন হিসেবে কাজ করে থাকে।

মাদারবোর্ড ল্যাপটপের অন্যান্য ডিভাইসের পাওয়ার সাপ্লাই দেয় এবং সিপিইউ রেম অন্যান্য হার্ডওয়ার এর সাথে যোগাযোগ স্থাপন করে।

মাদারবোর্ডের আরও একটি নাম হচ্ছে, এমবি, বেচ বোর্ড, মেইন বোর্ড, মেইন সার্কিট বোর্ড ইত্যাদি। কম্পিউটারের সাইজ এবং টাইপের উপর ভিত্তি করে মাদারবোর্ড রয়েছে ল্যাপটপের মাদারবোর্ড নিয়ে বেশি বলার কিছু নাই।

ল্যাপটপের ডিসপ্লে

আপনি যখন একটি ল্যাপটপ কিনবেন তখন ল্যাপটপের ডিসপ্লে সাইজ কতটুকু সে বিষয়ে, একটু ধারণা রাখবেন। বিশেষ করে আপনি যদি ল্যাপটপে ভালোভাবে কাজ করতে চান?

সেক্ষেত্রে 1366×768 এই সাইজের ডিসপ্লে ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি এর থেকে আরও একটু বড় ব্যবহার করতে চান?

সে ক্ষেত্রে, 1920×1080 সাইজের এইচডি ডিসপ্লে ব্যবহার করতে পারেন।

বর্তমান সময়ে ল্যাপটপ কেনার জন্য লোকেরা এখন আর শুধু এইচডি ডিসপ্লে ব্যবহার করতে আগ্রহী নয়। এখন লোকেরা ল্যাপটপের ডিসপ্লে ফুল এইচডি তে ব্যবহার করতে আগ্রহী থাকে।

তাই ল্যাপটপ কেনার সময়, সুবিধামতো কাজ করতে চাইলে, 1366×768 বা 1920×1080  এই সাইজের ল্যাপটপ ডিসপ্লে ব্যবহার করতে পারেন। গ্রাফিক্সের কাজ অথবা কোন রকম গেম খেলতে চাইলে 4gb গ্রাফিক্স কার্ড দেখে কিনবেন তাহলে গ্রাফিক্সের সুবিধাটি আরেকটু বেশি পাবেন।

ব্যাটারি ক্যাপাসিটি

ল্যাপটপ ব্যাটারির মাধ্যমে চার্জ করে বিদ্যুৎ ছাড়াই যে কোন জায়গায় ব্যবহার করা যায়। ল্যাপটপের চাহিদা ব্যাটারির চার্জিং এর সুবিধা থাকার ফলে এটি অনেক চাহিদা সম্পন্ন।

তো সকল ব্যাটারির গায়ে 44 WH  বা 50 WH লেখা থাকে সেগুলো বেশি সময় ধরে চার্জ সংরক্ষণ করে রাখতে পারে।

বিশেষ করে, নরমালি ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। তাই আপনি ল্যাপটপ কিনতে চাইলে এ বিষয়টি অবশ্যই অনুসরণ করে কিনবেন।

অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার

ল্যাপটপে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমি বলব সবসময় উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন। আপনার চাইলে খুব কম দামে অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন।

এছাড়া আপনি যদি কোন প্রকার খরচ করা ছাড়াই, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান? তাহলে অনলাইন থেকে খুব সহজে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যেমন windows 8, windows 10, windows 11  ইত্যাদি।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনার যারা ভাল ল্যাপটপ চেনার উপায় খুঁজে দেখেন। তারা উপরোক্ত ল্যাপটপের এ যন্ত্রাংশ গুলোর বিষয়ে ভালোভাবে জানতে পারলে। খুব সহজেই ভালো একটি ল্যাপটপ কিনতে পারবেন।

তো আমাদের লেখা আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন আর বিশেষ করে এই আর্টিকেল সম্পর্কে আপনার বন্ধুদের জানাতে একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন।

এছাড়া, আমাদের এই ওয়েবসাইট থেকে কম্পিউটার এবং ল্যাপটপ সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top