ChatGPT কি ? এবং চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় ?

চ্যাট জিপিটি কি : আপনারা যারা google সন্ধান করে, জানতে চান? চ্যাট জিপিটি মূলত কি এবং চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয়। তাদের সুবিধার্থে আমরা এখানে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।

আপনারা যারা প্রযুক্তিগত তথ্য নিয়ে বিশেষ আগ্রহী, বিশেষ করে, এআই প্রযুক্তির ওপরে, আপনার আগ্রহ বেশি থাকে। তবে বর্তমান সময়ের নতুন AI chatbot – চ্যাট জিপিটির বিষয়ে অবশ্যই শুনে থাকবেন।

ChatGPT কি ? এবং চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় ?
ChatGPT কি ? এবং চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় ?

উক্ত নতুন chatbot – ChatGPT বিকশিত করা হয়, ওপেন AI এর মাধ্যমে। আপনারা জানেন যে, নতুন করে চলে আসা এই AI Chat-Bot অনেক অল্প সময় এর মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।

তার কারণ, ছাত্রদের থেকে শুরু করে, কর্মক্ষেত্রে পেশাদার ‘রা সকলেই আচরিত এবং বিমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। যে, কিভাবে এই AI chatbot আমাদের করা প্রত্যেক প্রশ্নের উত্তর দিচ্ছে।

Wikipedia ও গুগল সার্চ এর মত ইন্টারনেটে যে, কোন প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাওয়ার জনপ্রিয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, চ্যাট জিপিটি।

কিন্তু সহজ ভাবে বলতে গেলে, উক্ত chat জিপিটি আসলে কি? চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, এছাড়া, চ্যাট  জিপিটি আপনারা কিভাবে ব্যবহার করবেন।

সে বিষয়ে বিস্তারিত ধারণা পেতে, আমাদের আর্টিকেল লেখা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করুন।

চ্যাট জিপিটি (ChatGPT) কি ?

প্রথমে, আপনার সুবিধার জন্য বলে দিচ্ছি, চ্যাট জিপিটি (ChatGPT) এর ইংরেজি মিনিং- Chat Generative Pre-trained Transformer.

চ্যাট জিপিটি হচ্ছে, বর্তমানের একটি জনপ্রিয় এ AI চালিত চ্যাট বট। এটি সম্পূর্ণ ভাবে ওপেন AI নামের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোম্পানি এর মাধ্যমে, ডেভলপমেন্ট করা হয়।

উক্ত চ্যাট বটের মূল কাজ হচ্ছে, ব্যবহারকারীদের করা যে, কোনো প্রশ্নের সঠিক উত্তর এর সমাধান প্রদান করা। ব্যবহারকারীদের সকল প্রশ্নের উত্তর তৈরি করার ক্ষেত্রে, উক্ত চ্যাট বট ব্যবহার করে থাকে Natural Language Processing নামক একটি মেশিন লার্নিং এর প্রক্রিয়া।

ইন্টারনেট হতে পাওয়া তথ্য হিসেবে, আপনারা চ্যাট বট এর সঙ্গে অনেক সহজে শব্দের ব্যবহার করে, কথা বলার সুযোগ পাবেন। এবং নিজের মনের মধ্যে, থাকা যেকোনো ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

তাছাড়া, পুরোপুরি ভাবে মানুষের মত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, চ্যাট জিপিটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চ্যাট জিপিটি কে যদি আমরা এক প্রকারের সার্চ ইঞ্জিন বলে সমর্থন করি তাহলে, কিন্তু ভুল হবে না। এখানে আপনারা কোন শব্দ লিখে যে প্রশ্ন গুলো করবেন। সে প্রশ্নের উত্তর চ্যাট জিপিটির মাধ্যমে, আপনাকে বিস্তারিত ভাবে জানিয়ে দেয়া হবে।

এটি অনলাইনে প্রথম শুভযাত্রা শুরু করে, ২০২২ সালের শেষর দিকে। এই চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে- https://chat.openai.com

উক্ত চ্যাট জিপিটি অনলাইনে লঞ্চ হওয়ার পরে, আমি নিজে নিজে এই চ্যাট বট ব্যবহার করে দেখেছি যে, এই চ্যাট বট এর সঙ্গে, ১. বাংলা, ২. ইংরেজি, ৩. হিন্দি এই ০৩ (তিন) ধরনের ভাষাতে কথা বলতে এবং প্রশ্নের উত্তর দিতে কোন প্রকার সমস্যা দেখা দেয় না।

এর মানে, ইংরেজি ভাষার সাথে সাথে চ্যাট জিপিটি তে হিন্দি ও বাংলায় যে, কোন প্রশ্নের উত্তর খুব সহজেই পাওয়া যাবে। তো বন্ধুরা আশা করব, উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে আপনারা বুঝতেই পারছেন, চ্যাট জিপিটি মূলত কি। এক্ষেত্রে আপনার যদি বুঝতে, অসুবিধা হয়। তাহলে দয়া করে উপরে লেখা আলোচনা আরও একবার পড়ে নিবেন।

ChatGPT এর পূর্ণরূপ কি ?

আমরা উপরে উল্লেখিত, আলোচনাতে আপনাকে জানিয়ে দিলাম, ChatGPT কি? এখন আপনাদের সুবিধার জন্য জানাবো। ChatGPT এর পূর্ণরূপ কি?

চ্যাট জিপিটির পূর্ণরূপ হচ্ছে- Chat Generative Pre-trained Transformer.

আমরা যখন গুগল সার্চ ইঞ্জিনে, কোন ধরনের প্রশ্ন লিখে সার্চ করি। তখন প্রশ্নের উত্তর হিসেবে, গুগোল সার্চ ইঞ্জিন থেকে আমাদের প্রশ্নের সাথে জড়িত কিছু ওয়েবসাইটের লিংক প্রকাশ করা দেখিয়ে দেয়।

তার মানে, গুগল সার্চ ইঞ্জিন থেকে আপনার করা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, আলাদা কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হয়।

তবে, আপনি যদি চ্যাট জিপিটির মাধ্যমে, কোন প্রশ্ন লিখে সার্চ করেন, সেক্ষেত্রে চ্যাট জিপিটি সম্পূর্ণ রূপে আধুনিক এবং আলাদা ভাবে কাজ করবে।

যখন আপনি কোন প্রশ্ন লিখে সার্চ করবেন। সেখানে সরাসরি আপনার করা প্রশ্নের উত্তর সাথে সাথে দেখিয়ে দেওয়া হবে। অন্য কোথাও ঘুরপাক না করিয়ে।

তাছাড়া, আপনারা যেভাবে, যে হিসেবে প্রশ্নের উত্তর পেতে চান? চ্যাট জিপিটি আপনাকে সেরকম ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি- আর্টিকেল, ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, বায়ো গ্রাফি, কভার লেটার, বিভিন্ন ধরনের আবেদন পত্র আরো অন্যান্য বিষয়ে লিখে নিতে পারবেন।

চ্যাট জিপিটি (ChatGPT) কিভাবে ব্যবহার করতে হয় ?

বর্তমানে চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য, আপনাকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। চ্যাট-জিপিটির কোম্পানির পক্ষ থেকে এখনো পর্যন্ত মোবাইল ইউজারদের জন্য অফিশিয়াল অ্যাপ লঞ্চ করা হয়নি। তাই আপনারা মোবাইল অ্যাপ ব্যবহার করে, চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন না।

তাই অনলাইনের মাধ্যমে, চ্যাট জিপিটির নামে, আপলোড করা ভুয়া অ্যাপ গুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন।

তো আপনারা অনলাইনের মাধ্যমে চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইট কিভাবে ব্যবহার করবেন। সে বিষয়ে জানতে বিস্তারিত তথ্য গুলো অনুসরণ করুন।

  • প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে- openai.com এর এই ওয়েবসাইটে।
  • তারপর আপনারা Log in, Sign up এই অপশন গুলো দেখতে পারবেন।
  • আপনি যেহেতু প্রথম অবস্থায় ওয়েবসাইটে প্রবেশ করেছেন। তাই আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে।
  • এখন আপনি যদি দ্রুত একাউন্ট তৈরি করতে চান? তাহলে সরাসরি Continue With Google কিংবা Continue With Microsoft Account অপশনটিতে ক্লিক করতে হবে।
  • তারপর, আপনার google বা মাইক্রোসফট একাউন্ট এর ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই চ্যাট জিপিটি অ্যাকাউন্ট তৈরি হবে।
  • আবার আপনারা চাইলে সরাসরি ইমেইল এড্রেস, মোবাইল নাম্বার এবং নাম দিয়ে একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
  • একাউন্ট সময় অবশ্যই খেয়াল রাখবেন, ইমেইল এড্রেস বা মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করার সময় একটি ভেরিফিকেশন কোড আসবে।
  • আপনাকে সে ভেরিফিকেশন কোড দেখে, নির্দিষ্ট বক্সে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে।
  • একাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনারা সরাসরি চ্যাট জিপিটির হোমপেজে প্রবেশ করতে পারবেন।
  • Chat জিপিটি হোমপেজে আপনারা সবার নিচে গেলে একটি বক্স দেখতে পারবেন। সেখানে আপনি ইংরেজি বা বাংলাতে প্রশ্ন লিখতে পারবেন।
  • আর সেই বক্সের মধ্যে প্রশ্ন লিখে, কিবোর্ডের Enter প্রেস করলেই চ্যাট জিপিটি হতে আপনার প্রশ্নের উত্তর জানিয়ে দেবে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে, জানার চেষ্টা করেন। ChatGPT কি ? এবং চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় ? তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, বিস্তারিত জেনে নিতে পারেন।

আমরা এখানে, নিজেরা চ্যাট জিপিটি ব্যবহার করে, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরও আপনার যদি আরো কোন কিছু জানা থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ…

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment