১০ মিনিটেই তৈরি করুন ফ্রি ওয়েবসাইট আর আয় করুন ঘরে বসে। পূর্ণাঙ্গ ব্লগার গাইড

অনলাইনে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হচ্ছে ব্লগিং। ব্লগিংয়ের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে বিভিন্নভাবে ইনকাম করা যায়। আপনি যদি ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে।

আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে 10 মিনিটেই একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়েব সাইটটি হবে সম্পূর্ণ প্রফেশনাল।

চলুন তার আগে জেনে নেই ওয়েবসাইটের সিএমএস প্ল্যাটফর্ম সম্পর্কে বেসিক ধারণা।

১। ব্লগার কি?

ব্লগার হল গুগলের একটি ব্লগিং সি.এম.এস (প্লাটফর্ম)। এটা সম্পূর্ণ ফ্রি একটি সাইট। এটি আপনাকে একটি ব্লগ তৈরির সুযোগ দেয়। কিন্তু আপনার সমস্ত ছবি Picasa দ্বারা হোস্ট করা হবে (Picasa গুগলের সার্ভিস)। এই সেন্সে ব্লগস্পট ব্লগকে গুগলকেন্দ্রিক বলা যায়।

ব্লগার বা ব্লগস্পট একই ওয়েবসাইট। এখানে আপনি একটি ব্লগ তৈরি করলে আপনাকে (blogname.blogspot.com) এরকম একটি সাবডোমেইন দেবে।

এটা ব্যবহার করে আপনার ব্লগ পরিচালনা করতে পারবেন। এমন কি এখানে সামান্য কিছু টাকা খরচ করে একটি টপলেবেন ডোমেইন যুক্ত করে আপনার মনমত এক টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এটা ওয়ার্ডপ্রেস, জুমলা, পি.এইচ.টি ইত্যাদি সি.এম.এর এর তুলনায় সহজ।

সামান্য HTML নলেজ থাকলেই একটি দৃষ্টি নন্দর ওয়েবসাইট তৈরি করতে পরবেন। নিম্নে স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করা হল। ভিডিও টিউটরিয়াল এখানে

২। কেন ব্লগার ব্যবহার করবেন?

এই প্রশ্নটির উত্তর খুজতে গেলে প্রথামেই আসে এটি  ফ্রি প্লাটফর্ম। এখানে হোস্টিং কিনতে হয়না। হোস্টিং রিনিও, ব্র্যান্ডউইথ এর কোন ঝামেলা নেই। আপনার সাইটে লক্ষ লক্ষ ভিজিটর একসাথে প্রবেশ করলেও সাইট ডাউন দেখাবেনা। আবার সিকিউরিটির দিক থেকে খুবই নিরাপদ।

সেলফহোস্টেড সাইট হলে সম্পূর্ণ সাইটের সিকিউরিটির দায়িত্ব আপনার কিন্ত যদি ব্লগারে আপনার সাইট হোস্ট করা থাকে তবে এর সিকিউরিটির দায়িত্ব ‍গুগলের। বুঝতেই পারছেন…..।

সবচেয়ে বড়কথা ব্লগার এর ড্যাসবোর্ড এ অপশন কম থাকাতে এটা পরিচালনা করা খুবই সহজ। একজন ইউজার খুব অল্প সময় বা অল্প পরিশ্রমেই এটা আয়ত্ব করতে পারে। যেহেতু এটা গুগলের প্রোডাক্ট তাই নির্ভয়ে ব্যবহার করতে পারেন।

চলুন শুরু করা যাক । আমরা স্পেপ বাই স্টেপ একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করব।

৩। যেভাবে ব্লগার লগইন করবেন

ব্লগার হল গুগলের একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। এখানে খুব সহজেই আপনার একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আজ আপনাকে শেখাব কিভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হয়। এবং সেই ওয়েবসাইট থেকে কিভাবে আয় করবেন। ওয়েব সাইট তৈরি করতে যা যা লাগবে।

প্রথমে একটি জিমেইল আই.ডি লাগবে দেখুন কিভাবে একটি জিমেইল আইডি খোলবেন?

তারপর ব্লগার ডট কম এ লগইন করতে  এই লিংক এ ক্লিক করুন www.blogger.com তারপর নিচের মত পেজ আসবে।

উপরের ছবি খেয়াল করুন। “1” নাম্বর অংশ “SIGN IN” ক্লিক করে আপনার জিমেইল দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর “2” নাম্বার অংশ “CREATE YOUR BLOG” এ ক্লিক করুন তার পর নিচের মত পেজ আসবে।

৪। যেভাবে নতুন ব্লগ তৈরি করবেন

তাহলে আর দেরি না করে দেখুন কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখান থেকে আয় করবেন। পূর্ণাঙ্গ ব্লগ তৈরি করতে নিচের সকল ষ্টেপ গুলো অনুস্বরন করতে হবে।

ব্লগার টিউটরিয়াল
ব্লগার টিউটরিয়াল

উপরের ছবিতে দেখুন ১ হতে ৪ পর্যন্ত সতর্কতার সাথে করলেই আপনার ব্লগ তৈরি হয়ে গেল। এবার উপরের বাম পাসে “View Blog” লেখার উপর ক্লিক করে আপনার ব্লগটি দেখতে পারবেন।  আমাদের ব্লগ তৈরির প্রথম পর্বের কাজ শেষ এবার একটি ডোমেইন রেজিষ্ট্রেশন করে ডমেইন সেটাপ করার পালা।

আরও পড়ুন: গুগল এডসেন্স থেকে মাসে $১৫০০ ডলার আয় করার উপায় । পূর্ণাঙ্গ গুগল এডসেন্স এর নিয়ম

তবে দেখুন কিভাবে ডমেইন যুক্ত করবেন। কিভাবে ডোমেইন রেজিষ্ট্রেশন করবেন এই টিউটরিয়াল দেখুন।

বিস্তারিত এখানে দেখুনঃ

৫। ড্যাসবোর্ড  পরিচিতি ও থিম আপলোড কাষ্টমাইজ

বিস্তারিত এই ভিডিওতেঃ

৬।  প্রয়োজনীয় পেজ/ফেভিকন/লগো আপলোড

বিকস্তারিত এখানেঃ

৭। যেভাবে টপলেভেল ডমেইন যুক্ত করবেন

একটি টপ লেবেল ডমেইন (youblog.com, youblog.net, youblog.info, youblog.org, etc)  ছাড়াও আপনি অনেক এক্সটেনশন এড করতে পারবেন।

বিস্তারিত এখানে:

৮। ব্লগার সেটিং/এ টু্ জেড এখানে

৯। এসইও আর্টিকেল রাইটিং পার্মালিংক/ডিসক্রিপশন/ ইমেজ / হিডিং ইত্যাদি

১০। যেভাবে ব্লগ ওয়েবমাস্টার এ সাবমিট করবেন- (আসছে)

১১। যেভাবে সোসিয়াল মিডিয়াতে শেয়ার করবেন – (আসছে)

১২। যেভাবে এডসেন্স যোগ করবেন – (আসছে)

১৩। আপনার আয় শুরু- – (আসছে)

আমাদের পরামর্শঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

13 thoughts on “১০ মিনিটেই তৈরি করুন ফ্রি ওয়েবসাইট আর আয় করুন ঘরে বসে। পূর্ণাঙ্গ ব্লগার গাইড”

  1. আমার ব্লগ আছে কিন্তু কিভাবে কি করব।অর্থাত্ ডোমেইন হোস্টিং,,,,,,,,

  2. আকতারুজ্জামান

    আমি একটি ওয়েবসাইট তৈরী করে আয় করতে চাই। এজন্য আপনার আন্তরিকতার সঙ্গে সাহায্য চাই।

  3. বাংলা ব্লগ লিখতে চাই।কিন্তু যেই নিশ নিয়েই লিখতে চাইনা কেন সব লিখাইতো কারো না কারো সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে।
    আপনি লিখছে ব্লগ একাউন্ট করা,ওয়েবসাইট তৈরি করার জন্য সব।আমি লিখতে গেলেওতো বাংলা লিখাটা আপনার লিখার সাথে মিলে যাবে।
    এই ক্ষেত্রে গুগল কি এডসেন্স এপ্রুবাল দিবে?খুবই কনফিউজড ভাইজান।যদি একটু রিপ্লাই দিয়ে জানান তাহলেই খুব উপকার হতো

    1. বিষয় মিলে গেলে সমস্যা নেই। অন্য জন তার মতো করে লিখেছে আপনি আপনার মতো করে লিখবেন। তাহলে কোন সমস্যা নেই।

Scroll to Top