গুগল এডসেন্স থেকে টাকা আয় : earn money with google AdSense । আপনি কি অনলাইন ইনকাম এর প্রতি আগ্রহী ? ঘরে বসে আয় করতে চান? অনলাইনে আয় করার জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে গুগল এডসেন্স রয়েছে প্রথম স্থানে। তো চলুন জেনে নিই কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায়। গুগল এডসেন্স পূর্ণাঙ্গ গাইড।
এডসেন্স কি?
এডসেন্স হলো গুগলের একটি এড নেটওয়ার্ক যেটি আপনার ব্লগে ইউজ করে ব্লগ থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। এটা সম্পূর্ণ সিকিউর এবং নিরাপদ একটি মাধ্যম। অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো অ্যাড নেটওয়ার্কের মধ্যে গুগল এডসেন্স হচ্ছে সবার সেরা।
বুঝতে পারছেন এটি গুগল এর প্রোডাক্ট। অনেকেই বলে থাকে এডসেন্স হলো সোনার হরিণ কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশি ব্লগারদের জন্য এটি খুবই সহজ একটি মাধ্যম। কেননা বর্তমানে গুগল এডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করে। আপনি বাংলায় ব্লগিং করে সেখানে গুগল এডসেন্স এর এড ব্যবহার করে ঘরে বসে আয় করতে পারবেন । এমনকি বাংলাদেশে প্রতি মাসে কয়েক লক্ষ ডলার আসছে এই গুগল এডসেন্স থেকে।
গুগল এডসেন্স থেকে টাকা আয়
গুগল এডসেন্স এর নিয়ম: খুব সহজ একটি ব্যাপার। আপনার একটি ব্লগ থাকবে । সেখানে মাঝে মাঝে গুগল এডসেন্স এর একটি জাভাস্ক্রিপ্ট কোড বসাতে হবে। আপনি ব্লগের যে জায়গায় কোড স্থাপন করবেন, সেই জায়গায় গুগল কনটেন্ট এর সাথে টপিক মিলিয়ে একটি অ্যাড শো করবে। যখন ভিজিটররা আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে ইনফর্মেশন কালেকশন করার জন্য এবং বিভিন্ন পেজে ঘুরাঘুরি করবে।
বিভিন্ন পেজের মাঝখানে থাকা এড এর উপরে ক্লিক করবে । তখন আপনার ইকাম হতে থাকবে। আপনি সেখান থেকে 68 শতাংশ পর্যন্ত কমিশন পাবেন।
দেখুনঃ বাংলায় পূর্ণাঙ্গ ব্লগিং টিউটরিয়াল।
আরও পড়ুনঃ গুগল এডসেন্স টিউটোরিয়াল
- বাংলা ভাষায় ব্লগিং এর নারিভুরি
- গুগল এডসেন্স এপ্রোভাল পাওয়ার উপায়
- গুল এডসেন্স থেকে কত টাকা আয় দেখলে চমকে যাবেন।
- গুগল এডসেন্স সম্পর্কে যে বিষয়গুলি আপনাকে জানতেই হবে।
- কিভাবে গুগল এডসেন্স একাউন্ট নিরাপদ রাখবেন।
কেন গুগল এডসেন্স
এখন আসুন জেনে নেই গুগল এডসেন্স কেন? গুগল এডসেন্স হল বিশ্বের সবচেয়ে বড় এড নেটওয়ার্ক এবং এটি সম্পূর্ণ নিরাপদ । এটা সঠিক ভাবে পেমেন্ট করে এটা খুবই সহজ এবং নিরাপদ একটি মাধ্যম।
এমনকি অনেক ব্লগাররা বর্তমানে গুগল এডসেন্স এর সাথে media.net এবং অন্যান্য নেটওয়ার্ক ইউজ করে থাকেন।
আমি আগেই বলেছি অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো এড নেটওয়ার্কের মধ্যে গুগল এডসেন্স হল সেরা। এখন প্রশ্ন আসতে পারে এটা কি পরিমানে পে করে? এটা বিভিন্ন দেশের ভিজিটর উপর নির্ভর করে প্রতি ক্লিকে 0.01 থেকে শুরু করে 50 ডলারের উপরে পে করে ।
অবিশ্বাস্য লাগলেও সত্য গুগল এডসেন্স ব্যবহার করে অনেক ব্লগার প্রতি মাসে পাঁচ থেকে ছয় কোটি টাকা ইনকাম করে । জনপ্রিয় একটি সাইট mashable.com শুধুমাত্র গুগল এডসেন্স থেকে পাঁচ কোটির উপরে টাকা ইনকাম করে প্রতিমাসে।
দেখুনঃ ইউটিউব থেকে আয় করুন।
এডসেন্স এর জন্য কি কি লাগবে?
এডসেন্স সম্পর্কে জানা জানলাম। এখন জানতে হবে একটি এডসেন্স একাউন্টের জন্য কী কী লাগবে । আপনি গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করতে চাইলে প্রথমত আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট লাগবে। ব্লগ বলতে বুঝাতে চাচ্ছি একটি ইনফরমেটিভ ওয়েবসাইট, যেটাতে আপনি ইনফর্মেশন কালেক্ট করে আপডেট করবেন এবং অডিয়েন্স রা আপনার ওয়েবসাইটে সেই ইনফরমেশনগুলো খুঁজতে আসবে। যখন তথ্য খুঁজতে এসে এড এর উপর ক্লিক করবে তখনই আপনি টাকা পাবেন ।
সুতরাং অ্যাডসেন্স এর জন্য একটি ওয়েবসাইট গুরুত্বপূর্ণ । দ্বিতীয়তঃ একটি ইমেইল এড্রেস । এই মুহূর্তে আর কোন কিছুর প্রয়োজন নেই । এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখে নিতে পারেন কিভাবে গুগল এডসেন্স এপ্লাই করবেন? ভিডিও লিংকঃ
এখান থেকে দেখে নিন কিভাবে ব্লগিং শুরু করবেন?
এডসেন্স এর জন্য ওয়েব সাইট তৈরি
যেভাবে ব্লগের জন্য এডসেন্স এর এপ্রোভাল পাবেন।
কিভাবে গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাবেন? গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য প্রথমত আমাদের একটি দৃষ্টিনন্দন এবং ইনফরমেটিভ একটি ওয়েবসাইট লাগবে। যেটা আগেই বলেছি আপনার ওয়েবসাইট যদি তথ্যবহুল না হয় তাহলে সেটা কেউই পছন্দ করবে না ।
আর যখনই আপনার একটা ওয়েবসাইট দৃষ্টিনন্দন বা ইনফরমেটিভ হবে তখন ভিজিটররা আপনার ওয়েবসাইটে তাদের তথ্য খুঁজতে আসবে। আর এরকম একটি ওয়েবসাইট গুগলের কাছেও অপছন্দনীয়। গুগল যখন আপনার ওয়েবসাইট পছন্দ করবে তখন এডসেন্স ব্যবহার করার জন্য অনুমতি দেবে।
লিংক: হোস্টেড এবং নন-হোস্টেড এডসেন্স কি? কিভাবে কাজ করে।
দ্বিতীয়তঃ আপনার ওয়েবসাইটের মধ্যে প্রয়োজনীয় কিছু পেজ ক্রিয়েট করতে হবে ।
যেমন “অ্যাবাউট পেজ” সেটাতে আপনার সম্পূর্ণ ইনফরমেশন থাকবে, “প্রাইভেসি পলিসি/ নীতিমালা” পেজ থাকবে। যেখানে আপনার ব্লগ কিভাবে ইউজ করতে হবে, ব্লগে কি নিষিদ্ধ , কি কি করা যাবে , কোন ডাউনলোড লিংক আছে কিনা , এই সমস্ত বিষয়াদি থাকবে।
তৃতীয়তঃ একটি “কন্টাক্ট পেজ” থাকবে সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, কন্টাক করতে পারবে। যে কোন ইনফরমেশন জন্য আপনাকে নক করতে পারবে।
অন্যথায় একটা ওয়েবসাইটে এই সমস্ত পেজগুলো না থাকলে পূর্ণতা আসে না । সুতরাং বুঝতেই পারছেন, যে ওয়েবসাইটটি ভিজিটররা পছন্দ না করবে, সেই ওয়েবসাইট গুগল পছন্দ করবে না। আর যখন গুগলের পছন্দ না হবে তখন স্বভাবতই গুগোল আপনার ওয়েবসাইটে এডসেন্স এর অনুমতি দিবে না ।
চতুর্থতঃ আপনার ওয়েবসাইটে কমপক্ষে 10 থেকে 20 টা কনটেন্ট থাকতে হবে।
আপনার ওয়েবসাইটে নেভিগেশন দিবেন, দৃষ্টিনন্দন সাইডবার থাকবে সাদাসিদা ডিজাইন থাকবে কালার কম্বিনেশন খুব ভালো ভাবে খেয়াল রাখতে হবে।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব ? বা গুগোল অ্যাডসেন্সে কিভাবে আবেদন করবেন সেটি আমি একটি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে প্রেক্টিক্যাল বর্ণনা করেছি। কিভাবে গুগল এডসেন্স আবেদন করবেন এই সম্পর্কে ভিডিও লিংক এখানে।
দেখুনঃ 2019 সালে অনলাইনে আয়ের সেরা মাধ্যমগুলো।,
যেভাবে ব্লগে এড ব্যবহার করবেন
যখন গুগল এডসেন্স আপনাকে অ্যাড ব্যবহার করার জন্য অনুমতি দেবে, তখন এডসেন্সের ড্যাশ বোর্ডে গিয়ে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির অ্যাড ক্রিয়েট করতে পারবেন।
আর যখনই বিভিন্ন সাইজ বা ক্যাটাগরির অ্যাড ক্রিয়েট করবেন । তখন তাৎক্ষণিকভাবে একটি জাভাস্ক্রিপ্ট কোড দেবে । সেই কোডটি কপি করে আপনার ব্লগে সাইডবার অথবা পোষ্টের ভিতরে যেখানে যেখানে প্লেস করবেন ঠিক সেখানে সেখানে গুগোল সেই কনটেন্টের ক্যাটাগরি ম্যাচ করে অ্যাড শো করাবে। এটা খুবই সহজ একটি ব্যাপার এই বিষয়ে বিস্তারিত এই ভিডিও লিংকে দেখতে পারবেন। ভিডিও লিংক:…. অনলাইনে আয়ের সবচেয়ে সহজ উপায়।
যেভাবে Google Adsens থেকে টাকা আয় করবেন
ভালো কথা এতক্ষণ তো জানলাম কিভাবে একটি গুগল এডসেন্স এর আবেদন করবেন, ও কিভাবে গুগল এডসেন্স থেকে ইনকাম হয়, কিভাবে গুগল এডসেন্স আপনাদেরকে পেমেন্ট করবে সেই কথা। এখন জানব কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায়।
স্বভাবতই যখন আপনার ওয়েবসাইট থাকবে তখন ভিজিটর আপনার ব্লগে/ওয়েবসাইটে আসবে আর যখন ভিজিটর তথ্য সংগ্রহ করতে আসবে তখন আপনার এডে অবশ্যই ক্লিক করবে। আর যখন বিজ্ঞাপনে ক্লিক পড়বে তখন কান্ট্রি ভেদে আপনাকে একটি নির্দিষ্ট পরিমান টাকা পেমেন্ট করবে।
এখন প্রশ্ন আসতে পারে গুগল এডসেন্স আপনাকে কেন টাকা দেবে? রাইট গুগল এডসেন্স আপনাকে এই জন্যই টাকা দিবে আপনি যে এডটিতে ক্লিক করছেন সেই এডটি গুগলের নিজস্ব নয় সেটি যে কোন একটি এডভারটাইজার গুগল কে টাকা দিয়েছে প্রচার করার জন্য। তখন গুগল আপনার ওয়েবসাইটের তার পাবলিশারদের এড কে প্রচার করছে । আর এইজন্য পাবলিশারদের কাছ থেকে যত টাকা তারা কেটে নিবে তার থেকে 32 পার্সেন্ট গুগোল রেখে 68% আমাদেরকে দেবে সুতরাং এখানে গুগলের লাভ আপনাকে কেন দেবে না।
আরও পড়ুনঃ
- বাংলা লিখে কত টাকা আয় করা যায় -বিস্তারিত জানুন!!
- বাংলা ওয়েবসাইট থেকে আয় করুন মাসে ৮৫০০০ টাকা
- 2021 সালে অনলাইনে আয় এর সবচেয়ে সহজ উপায়
- ব্লগ কি ? কিভাবে ব্লগিং করে আয় করা যায়
যেভাবে আপনার এডসেন্স মনিটরিং করবেন
সবই বুঝতে পারলাম আমার একটি গুগল এডসেন্স একাউন্ট আছে। এখন আমি এই এডসেন্স টা কে কিভাবে মনিটরিং করব? কিভাবে পরিচর্যা করব? ভয়ের কোন কারণ নেই গুগল যখন অ্যাডসেন্স আপনাকে দিয়েছে সেটা আপনারই। আপনার জিনিস যত্ন করার দায়িত্বও আপনার।
আপনার একাউন্ট কে নিয়ন্ত্রন করার জন্য গুগল আপনাকে একটি ড্যাশবোর্ড দেবে জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে আপনি আপনার মত করে নিয়ন্ত্রণ করতে পারবেন। ইচ্ছা হলে কোন এড বন্ধ রাখতে পারবেন ইচ্ছা হলে অ্যাড করতে পারবেন।
এমনকি ইচ্ছা হলে আপনার গুগল এডসেন্স একাউন্টে যে কোন ওয়েবসাইট এড করতে পারবেন এমনকি নির্দিষ্ট কোন সাইটে এড বন্ধ রাখতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে।
যেভাবে আপনার প্রতিদিনের আয় দেখবেন
ইম্পরট্যান্ট একটি প্রশ্ন…..! আপনার প্রতিদিন কত পেজ ভিউ হচ্ছে, কত ইম্প্রেশন হচ্ছে, কত টাকা ইনকাম হচ্ছে, সেটার জন্য গুগল এডসেন্স এর ড্যাশবোর্ডে একটি উইজেট থাকবে। সেখানে আপনি ফিল্টারিং করে প্রতিদিন কত ইনকাম হচ্ছে , প্রতি সপ্তাহে কত ইনকাম হচ্ছে, প্রতি 28 দিন কত টাকা ইনকাম হচ্ছে, প্রতি ক্লিক এ কত টাকা পাচ্ছেন, মানে প্রতি ক্লিকে কত সিপিসি পাচ্ছেন সেটা দেখতে পারবেন।
এমনকি কোন অ্যাড এ কতগুলো ক্লিক পড়ছে, কোন অ্যাড থেকে কত টাকা আসছে সেটাও আপনি দেখতে পারবেন। কোন অ্যাড এ ইনভেলিড ক্লিক হচ্ছে কি না সেটি আপনি বুঝতে পারবেন। যখন ই দেখবেন আপনার পরিমাণের চেয়ে বেশি ক্লিক পড়ছে তখন বুঝতে হবে কেউ ইচ্ছা করেই আপনার এড এ ক্লিক করছে তখন আপনি ক্ষণিকের জন্য সেই অ্যাড কে বন্ধ রাখতে পারেন। শুধুমাত্র নিরাপত্তার জন্য। এর জন্য এডসেন্স এর একটি ফরম আছে সেই ফরমটি ফিলাপ করে আপনি ইনভেলিড ক্লিক প্রতিরোধ করতে পারবেন।
আরও পড়ুনঃ
- আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট (25 টি) [নতুনদের জন্য]
- ডাটা এন্ট্রির কাজ করে অনলাইনে আয় করুন ঘরে বসে [100%]
- ব্রাউজার কি? কিভাবে কাজ করে? 10 টি জনপ্রিয় ওয়েব ব্রাউজার!!
- ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম। পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই চালান
- লোগো ডিজাইন সফটওয়্যার , লগো ডিজাইন করে ঘরে বসে আয় করুন
এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি
ভালো কথা গুগল এডসেন্স থেকে আপনার একাউন্টে টাকা জমা হয়েছে এখন প্রশ্ন হলো আপনি কীভাবে সেটাকে আপনার নিজের একাউন্টে নিয়ে আসবেন ।
যখন গুগলর এডসেন্স একাউন্টে কমপক্ষে 100 ডলার পূর্ণ হবে তখন গুগল আপনাকে পেমেন্ট করার জন্য আপনার ব্যাংক ডিটেলস অ্যাড করতে বলবে। তখন পেমেন্ট সেটিং এ গিয়ে আপনার ব্যাংকের ইনফরমেশন গুলো এড করে দিবেন । কিভাবে ব্যাংক একাউন্ট যোগ করবেন সেই সম্পর্কে আমার একটি ভিডিও টিউটোরিয়াল আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ।
আমাদের বাংলাদেশের সাধারণত প্রতি মাসের ইনকাম পরের মাসের 21 তারিখে পাঠিয়ে থাকে এবং সে টাকা চার থেকে পাঁচ দিনের মধ্যে ব্যাংক একাউন্টে সম্পূর্ণভাবে জমা হয়ে যায়। এর জন্য আপনাকে কোন টেনশন করতে হবে না।
গুগল এডসেন্স থেকে টাকা আয় । গুগল এডসেন্স থেকে টাকা আয় । গুগল এডসেন্স থেকে টাকা আয় । গুগল এডসেন্স থেকে টাকা আয় । কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব । কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব। কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
যদি আমাদের এই লেখাটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করতে ভুলবেন না।
Onek valo ekta lekha . Kaje lagbe
Thanks
আপনাদের এই সাইটের তথ্য গুলো অনেক ভালো লেগেছে। আপনাদের সফলতা কামনা করি।
ki vabe incam korbi plz help me
yes
কোন মাচেজের উত্তর পাই না,কারণটা জানতে পারি কি ?
আমরা সকল কমেন্ট এর প্রতিনিয়ত রিপ্লাই করে যাচ্ছি। আপনার যদি কোন কমেন্ট এর রিপ্লাই না পেয়ে থাকে তাহলে আমরা আন্তরিকভাকে দুঃখিত।
Google adsence acount e vidieo dekhe incomer sugog ase ki
না ভাই। এডসেন্স থেকে আয় করতে চাইলে অবশ্যই ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থাকতে হবে।
কোন মাচেজের উত্তর পাই না,কারণটা জানতে পারি কি ? আমি আপনাদের সাথে কাজ করতে চাই । প্লিস রিপ্লাই দেন । ধন্যবাদ ।
আমরা সকল পোষ্ট এর রিপ্লাই করার চেষ্টা করি।
আপনার পোষ্ট গুলো আমি প্রতিদিন পড়ি। খুব ভালো লাগে। ধন্যবাদ এরকম পোষ্ট নিয়মিত দেওয়ার জন্য। আপনার এই ছোট ভাইটা একটা ব্লগ বানিয়েছে। আর আজকে একটি পোষ্ট করেছে। আমার পোষ্ট টা দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।
আপনার আর্টিকেলটি আমি পড়েছি। খুব সুন্দর হয়েছে।
আপনার সাইট টির নাম কি?
ভাইয়া আমার একটা বিষয় জানার আছে। সেটা হলো আমি (Privacy Policy) কে বাংলায় গোপনীয়তা ও নীতিমালা লিখি এবং এর ভিতরে থাকা সকল কন্টেন্ট যদি আমি বাংলায় লিখি তবে কি Adsense আমাকে অনুমতি দিবে। আবার একই ভাবে যদি আমাদের সম্পর্কে (About Us), যোগাযোগ করুন (Contect Us), disclaimer এ থাকা কন্টেন্ট আমি বাংলায় লিখি তাহলে কি সমস্যা হবে। যদি দয়াকরে বলতে।
কোন সমস্যা নাই। এডসেন্স এপ্রোভাল পাবেন।
খুব ভালো লাগলো। আমি আপনার আর্টিকেল নিয়মিত পরি এবং শেখার চেষ্টা করি।কয়েক দিন আগে আপনার ভিডিও টিউটোরিয়াল দেখে ব্লগারে teaching-blog24.blogspot.com নামে এই ব্লগটি তৈরি করেছি।এখন আমার ব্লগে আমি ভালো মানের নতুন নতুন আর্টিকেল লেখার চেষ্টা করতেছি। প্রয়োজনীয় পেজ যেমন privacy policy, contact us,about me, এ ধরনের প্রয়োজনীয় সকল পেজ তৈরি করেছি।আপনার যদি সময় হয় তাহলে দয়াকরে যদি আমার ওয়েব সাইটিতে ভিজিট করে বলতে যে, ভালো মানের আর্টিকেল লিখা ছাড়াও আমার ব্লগটিতে আর কি কি প্রয়োজন গুগল এডসেন্স পাওয়ার জন্য।
আপনাদের লিখা টি অনেক ভালো লাগছে। অনেক সময় গুগল এডসেন্স এর একাউন্ট ব্যান হয়ে যায় এই বিষয়ে যদি কিছু বলতেন।কেন একাউন্ট ব্যান হয়ে যায়।
ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমাদের সাইটে এমন আর্টিকেল আছে। আপনি এখানে থেকে পড়ে নিতে পারেন। গুগল এডসেন্স এর পরিচর্যা- জীবনেও এডসেন্স ব্যান/লিমিট হবেনা
আমি করতে চাই জব টা আমার পরিবার খুব অসহায় একটা কাজ পেলে তাদের রক্ষা হতো
একটা জিমেইলে কতটি গুগল ব্লগ একাউন্ট করতে পারবো। আর যদি বেশি করি এবং তা দিয়ে এডসেন্সে আবেদন করি তাহলে কি কোনো সমস্যা হবে।???
আপনার ইচ্ছামতো করতে পারবেন। একটি একাউন্টে 500 সাইট যুক্ত করতে পারবেন। এডসেন্স এর কোন সমস্যা হবে না।
Hooligan Media দিয়ে আমার চ্যানেল মনিটাইজেশন করেছি। অনেক সহজ।
Art Horidas আমার চেনেলেটি দেখার অনুরোধ থাকলো ।
bkash01790064415
খুব সুন্দর নাইচ
লেখা টি পড়ে ভালো লাগলো। সুন্দর ইনফরমেটিভ লেখা। ধন্যবাদ।
আমি কাজ শিখতে চাই।কি ভাবে যোগাযোগ করতে পারি?
অনেক অনেকের সাথে কাজ করছিস ফিরে দেখা হয়নি টাকা পাই নাই নগদ একাউন্ট নাম্বার দিতেছি 01322054290
আমিও কাজ করতে চাই আপনাদের সাথে আমাকে একটা সেলফি করে দেন আমার মেয়ের জন্য আমার মেয়েটার খুবই ছোট আমি বাইরে গিয়ে কোন কাজ করতে পারবো না আপনাদের সাহায্য আমার খুবই প্রয়োজন। টাকা দিয়ে আমাকে সাহায্য করুন খুবই অসহায় আমি
ভালো লাগলো লেখা গুলো।
গুগল ব্লগ কি ভাই আমি ত বুঝতেছিনায়ামি আপনার ওখানে জব করতে চাই
আমার ত ওয়েবসাইট নাই
income korbo ki bhabe Bole Din
কিভাবে কাজ করব কোনদিন কত টাকা পাব একটু বলে দিলে ভালো হতো মেসেজের মাধ্যমে
অসাধারণ পোস্ট। গুগল এডসেন্স ব্যবহার করে যে সত্যিই অনেক বেশি পরিমাণ আয় করা যায় তা এত সুন্দরভাবে ফুটে তুলেছেন, পড়ে অনেক ভাল লাগল। জে আইটির দীর্ঘায়ু কামনা করছি। আমার ক্ষুদ্র ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন ভাই কেমন!
কি ভাবে একাউন্ট খুলবো।
আমার একটি নিজস্ব ওয়েবসাইট আছে। আমি প্রতিদিন কমপক্ষে একটি করে পোস্ট করে যাচ্ছি। এখন প্রায় ১০০+ পোস্ট আছে। ক্লিক আছে 32 টা, ইমপ্রেশান আছে ২২০০+ আমি কি এখন এড বসার জন্য আবেদন করতে পারি, বা এভাবে এই আমার কি করা উচিত । আপনার সঠিক পরামর্শ আশা করি।
এপ্লাই করার আগে ভালো করে সাইট টা অডিট করে নেন। সব ঠিকঠাক থাকলে আবেদন করেন।
Google AdSense থেকে আয় করার উপায় জানতে হলে পড়তে হবে।