বাংলালিংক বন্ধ সিম অফার

বাংলালিংক বন্ধ সিম অফার : আপনার যারা বাংলালিংক সিমের গ্রাহক রয়েছেন। তারা বন্ধ সিমের অফার google সন্ধান করে জানতে চান?

কারণ আমাদের মধ্যে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। সেগুলো আলাদা আলাদা কোম্পানি হতে পারে। যেমন- গ্রামীন সিম, এয়ারটেল সিম, রবি সিম, টেলিটক সিম ইত্যাদি।

বাংলালিংক বন্ধ সিম অফার
বাংলালিংক বন্ধ সিম অফার

এর মধ্যে আপনার যদি বাংলালিংক সিম থাকে। সেটি ব্যবহার না করে, বন্ধ অবস্থায় রেখে দিয়েছেন অনেক দিন যাবত। সে ক্ষেত্রে আপনার জন্য সুখবর।

তার কারণ banglalink সিম অপারেটর তাদের গ্রাহকদের জন্য, বন্ধ সিম অফার চালু করেছে। বাংলা লিংক সিমের পাশাপাশি আরো অন্যান্য বন্ধ সিমের উপর একটি নির্দিষ্ট ইন্টারনেট অফার প্রদান করে থাকে।

বাংলালিংক সিম আমাদের সর্বোচ্চ ফাস্ট ইন্টারনেট প্রদান করা থাকে। যার ফলে সবাই বাংলালিংক সিম ব্যবহার করতে আগ্রহী।

তো আপনি যদি বাংলালিংক সিমের একজন নিয়মিত গ্রাহক হয়ে থাকেন। এবং আপনি যদি একটি বাংলালিংক সিম বন্ধ করে রাখেন।

তবে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য।

বাংলালিংক বন্ধ সিম অফার হিসেবে আপনারা যে, সুবিধা গুলো ভোগ করতে পারবেন। সেগুলো জানতে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

বাংলালিংক সিম অফার

বাংলালিংক ম্যানেজমেন্ট একটা নির্দিষ্ট শর্তের ভিত্তিতে, বাংলালিংক বন্ধ সিম গ্রাহকদের একটি বিশেষম ইন্টারনেট অফার প্রদান করে থাকে।

আপনার বাংলালিংক সিম যদি সেই শর্তের মধ্যে পড়ে যায়। তবে অবশ্যই আপনি বাংলালিংক বন্ধ সিম অফার গ্রহণ করতে পারবেন।

এছাড়া আপনার বাংলালিংক সিমের এই অফার প্রযোজ্য কিনা। সেটি জানার জন্য একটি নির্দিষ্ট ফরমেট মেসেজ লিখে সেন্ড করতে হয়।

তারপর আপনাকে জানিয়ে দেয়া হবে, আপনি এই অফার পাবেন কিনা।

বাংলালিংক বন্ধ সিম অফার দেখার নিয়ম

বাংলালিংক বন্ধ সিম অফার সম্পর্কে জানতে। আপনাকে অবশ্যই একটি মেসেজ লিখে একটি নির্দিষ্ট নাম্বারে সেন্ড করতে হবে।

আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য আমি এই পদ্ধতিতে জানিয়ে দেব। সহজে জেনে যাবেন banglalink বন্ধ সিম অফার দেখার নিয়ম।

বাংলালিংক বন্ধ সিমের জন্য আপনার সিম প্রযোজ্য কিনা। সেটি জানার জন্য। আপনারা তিনটি প্রক্রিয়া অবলম্বন করতে পারবেন।

তার জন্য আপনাকে সরাসরি মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করতে হবে।

আপনার বাংলালিংক নম্বর লিখে সেটি 4343 নাম্বারে সেন্ড করতে হবে। মেসেজ সেন্ড করতে আপনার কোন চার্জ প্রযোজ্য হবে না।

এছাড়া, *121*200# ইউ এস এস ডি কোড ডায়াল করার মাধ্যমে, বাংলালিংক বন্ধ সিম অফার জানতে পারবেন।

আর সর্বশেষ যে প্রক্রিয়া অবলম্বন করে, আপনারা বাংলালিংক বন্ধ সিম অফার দেখার নিয়ম জানতে পারবেন। সেটি হচ্ছে, ২৪৩৪৩ নম্বরে কল করে। এক্ষেত্রেও আপনার কোন চার্জ দিতে হবে না।

বাংলালিংক বন্ধ সিম অফার

বাংলালিংক বন্ধ সিম অফার আপনাদের সকলের জন্য থাকছে। বাংলালিংক বন্ধ সিমের ৩ জিবি ইন্টারনেট ফ্রিতে পাওয়া যায়। সব থেকে কম রেটে এর কলরেট নেওয়া যায়।

এছাড়া আপনার সিমের মাধ্যমে কম টাকায় বেশি মিনিট এবং ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।

এর বাংলালিংক অফারটি শুধুমাত্র, বাংলালিংক বন্ধ সিম গ্রাহকরা উপভোগ করতে পারবে।

বাংলালিংক বন্ধ সিম ইন্টারনেট অফার (রিচার্জ)

  • বাংলালিংক বন্ধ সিম অফার ১ জিবি ২৬ টাকায়।
  • ইন্টারনেট অফারের মেয়াদ থাকবে সাত দিন।

বাংলালিংক বন্ধ সিম মিনিট অফার (রিচার্জ)

  • বাংলালিংক বন্ধ সিম অফার ৪৫ মিনিট ২৭ টাকায়।
  • মিনিট অফারের মেয়াদ থাকবে সাত দিন।

বাংলালিংক বন্ধ সিম বান্ডেল অফার (রিচার্জ)

  • বাংলালিংক বন্ধ সিমে বান্ডেল ৯০ মিনিট ৫৭ টাকায়।
  • বান্ডেল মিনিটের মেয়াদ থাকবে ৩০ দিন।

বাংলালিংক বন্ধ সিম ইন্টারনেট অফার (ডায়াল কোড)

আপনারা যারা বাংলালিংক বন্ধ সিম ইন্টারনেট অফার করছেন তাদের জন্য স্পেশাল একটি অফার রয়েছে।

আপনারা সব থেকে কম রেটে বেশি ইন্টারনেট অফার পেতে পারেন। বাংলালিংক বন্ধ সিম ইন্টারনেট অফারের যাবতীয় তথ্য নিচের অংশে অনুসরণ করুন।

বাংলালিংক বন্ধ সিম অফার- ১

  • বাংলালিংক বন্ধ সিমেঃ ৩ জিবি ৪৯ টাকার অফার
  • ইন্টারনেট মেয়াদঃ ৭ দিন
  • ইউএসএসডি কোড কোডঃ *121*200#

বাংলালিংক বন্ধ সিম অফার- ২

  • বাংলালিংক বন্ধ সিমের ১ জিবি ২৬ টাকার অফার
  • ইন্টারনেট মেয়াদ ৭ দিন
  • ইউএসএসডি কোড *121*200#

বাংলালিংক বন্ধ সিম মিনিট অফার (ডায়াল কোড)

বাংলালিং ক সিমে প্রতিবার ফ্রি ইন্টারনেটের সাথে বিশেষ মিনিট অফার প্রদান করে থাকে। বাংলালিংক বন্ধ সিম অফার এর এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে।

আপনি banglalink বন্ধ সিমের মিনিট অফার গুলো যত খুশি ততবার গ্রহণ করতে পারবেন।

তো সময় ফুরিয়ে যাওয়ার আগে অফার গুলো গ্রহণ করে নিন। বাংলালিংক বন্ধ সিম মিনিট অফার প্যাক গুলো সম্পর্কে জানতে, তথ্যটি অনুসরণ করুন।

বাংলালিংক সিমের ৩০ দিন মেয়াদে মিনিট অফার-

  • বাংলালিংক বন্ধ সিমে ৭০ মিনিট ৪৭ টাকার অফার
  • মিনিট মেয়াদঃ ৩০ দিন
  • ইউএসএসডি কোডঃ *121*200#

বাংলালিংক সিমের 15 দিন মেয়াদে মিনিট অফার-

  • বাংলালিংক বন্ধ সিমে ৪৮ পয়সা মিনিট 49 টাকার অফার (রিচার্জ)
  • মেয়াদ ১৫ দিন

বাংলালিংক সিমের ৭ দিন মেয়াদে ইন্টারনেট + মিনিট অফার-

  • বাংলালিংক বন্ধ সিমে 1 জিবি + ৩৫ মিনিট ৩৮ টাকায়
  • ইউএসএসডি কোড *121*200#

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা বাংলালিংক সিম ব্যবহার করে কোন কারণবশত বন্ধ করে রেখেছেন।

তারা চাইলে সেই সিমটি একটিভ করে, বাংলালিংক বন্ধ সিমের শর্ত অনুযায়ী উপরিউক্ত সকল banglalink বন্ধ সিম অফার গ্রহণ করতে পারবেন।

বাংলালিংক বন্ধ সিম সম্পর্কে আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে। তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top