ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম | ব্লগারে কাস্টম ফন্ট ইনস্টল করুন

ব্লগার বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম : বর্তমান সময়ে অনলাইনে অসংখ্য পরিমাণের বাংলা ওয়েবসাইট আছে।

ইন্টারনেটে বাংলা ভাষায় ব্লগ/ ওয়েবসাইট, নিউজ, গল্প, কবিতা, প্রযুক্তিগত ব্লগ এবং ইত্যাদি ধরনের ম্যাগাজিন ওয়েবসাইট রয়েছে।

ব্লগার এমন একটি ফ্রি প্লাটফর্ম যার মাধ্যমে বাংলা ব্লক তৈরি করা সম্ভব হয়। আমি নিজেও একজন ব্লগার এবং আমার ব্লক সাইটও কিন্তু blogger.com দিয়ে তৈরি করা।

ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম | ব্লগারে কাস্টম ফন্ট ইনস্টল করুন
ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম | ব্লগারে কাস্টম ফন্ট ইনস্টল করুন

তো বন্ধুরা ব্লগার হোক বা ওয়ার্ডপ্রেস অথবা অন্য কোন সিএমএস বাংলা ওয়েবসাইটে যদি বাংলা ফন্টের না থাকে।

তবে ভিজিটরদের আকৃষ্ট করা যাবে না। কারণ ডিফল্ট বাংলা ফন্ট দেখতে হিবিজিবি এবং ও স্পষ্ট দেখায়।

তাই আজ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে ব্লগেরে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম। এবং ব্লগেরে কাস্টম ফন্ট ইন্সটল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।

ব্লগার বাংলা ফন্ট যুক্ত করার যে, ফন্টগুলো আমরা এখানে জানিয়ে দেবো। সেগুলো লিংক আকারে প্রস্তুত করেছি।

আপনারা সেখানে ক্লিক করে কপি করে নিয়ে আপনার ব্লগ সাইটে পেস্ট করলেই বাংলা ফন্ট ইনস্টল হয়ে যাবে।

তো বন্ধুরা আপনারা যারা ব্লগে বাংলা ফন্ট ইন্সটল করতে চান। তারা আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

কেন ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করবেন ?

বাংলা ব্লক ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল করা না থাকলে অনেক ক্ষেত্রে ফন্টের সমস্যা দেখা দেয়। ফন্ট ভেঙে যাওয়া থেকে শুরু করে সঠিকভাবে ফন্ট না দেখানো ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয়।

এরকমভাবে ফন্ট জনিত সমস্যার সমাধান এর উদ্দেশ্য নিয়ে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে।

এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে দেখাবো ব্লগেরে কিভাবে বাংলা ফন্ট ইন্সটল করতে হয়। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন। আমাদের ওয়েবসাইটের লেখাগুলো কেমন।

বাংলা কাস্টম ফন্ট যুক্ত করা বা ইন্সটল করা থাকলে। ওয়েবসাইটের লেখা গুলো অনেক সুন্দর দেখায় আপনারা যদি খেয়াল করে দেখেন।

তাহলে দেখতে পারবেন বাংলাদেশের যে সকল নিউজ ওয়েবসাইট গুলো আছে। বাংলা কাস্টম ফান্ড ব্যবহার করে যাচ্ছে।

বাংলা ব্যবহার করার বেশ কিছু কারণ আছে সেগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ওয়েবসাইটে লেখা সুন্দর ভাবে দেখানো।

তো বন্ধুরা যাই হোক চলুন এখন জেনে নেয়া যাক। কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটে বাংলা কাস্টম ফন্ট ইন্সটল করবেন।

ব্লগারে সোলাইমান লিপি ফন্ট যুক্ত করার নিয়ম

আপনার যদি ব্লগার এ বাংলা ফন্ট যুক্ত করতে চান তাহলে আমরা প্রথমে আপনাকে জানিয়ে দেবো ব্লগারের জন্য সোলায়মান লিপি ফন্ট যুক্ত করার নিয়ম।

আপনারা এই ফন্ট ব্যবহার করে, সহজেই আপনার ওয়েবসাইটের লেখাগুলো সুন্দরভাবে ফুটিয়া তুলতে পারবেন।

তো চলুন আর সময় নষ্ট না করে জেনে নেয়া যাক ব্লগে সোলায়মান লিপি ফন্ট যুক্ত করার নিয়ম সম্পর্কে।

  • প্রথমে আপনাকে Blogger.com লগইন করতে হবে।
  • এরপরে ব্লগার এর বোর্ড থেকে Theme অপশনে প্রবেশ করতে হবে।
  • এরপরে নিরাপত্তার জন্য আপনার বর্তমান থিমটি ব্যাকআপ করে নিতে পারেন।
  • এরপরে, নিচের অপশনে Edit Html বাটনে ক্লিক করে দিবেন।
  • সর্বশেষ আপনার কাজ হচ্ছে, Html ডেশবোর্ডে প্রবেশ করে, <head> ট্যাগ খুঁজে নিয়ে আমাদের দেওয়া সোলাইমান লিপি বাংলা ফন্ট কপি (Copy) করে <head> ট্যাগ এর নিচে Paste করে দিবেন।

*** <link href=”https://fonts.maateen.me/solaiman-lipi/font.css” rel=”stylesheet”/>

আপনারা উপরে যে, কোড দেখতে পাচ্ছেন এটি কপি করে, <head> ট্যাগ এর নিচে, যুক্ত করার পর <body> ট্যাগ খোঁজে বের করবেন। তারপর, <body> ট্যাগের নিচে কোটি পেস্ট করে দেবেন।

তারপর, font-family লিখে আপনার থেমে কোন ফন্ট ব্যবহার করা আছে সেটি খুঁজে বের করতে হবে। ফন্ট দেখতে অনেকটা নিচের নিয়ম অনুযায়ী থাকতে পারে। যেমন-

  • font-family: Arial, sans-serif;

তারপর আপনার যখন Arial এর জায়গায় নিচে দেওয়া অংশের মতো SolaimanLipi লেখাটি পেস্ট করে দেবেন।

আপনার ব্লগার থিমে Arial ফন্ট নাও থাকতে পারে অন্য কোন ফোন থাকতে পারে। সেটি আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে।

যে কোন ফন্ট থাকুক না কেন? আপনার সেটি ডিলিট করে দিয়ে, SolaimanLipi যুক্ত করে দেবেন।

  • font-family: ‘SolaimanLipi’, sans-serif !important;

আর বিশেষ করে আপনার ব্লগার ফিল্মে যতগুলো Arial বা অন্য কোন ফন্ট আছে, সেগুলো ডিলিট করে দিয়ে SolaimanLipi যুক্ত করে সেভ থিম (Save Themes) বাটনে ক্লিক করে দিবেন।

আপনারা উপরোক্ত কাজ সঠিকভাবে সম্পন্ন করার পর ওয়েবসাইটে প্রবেশ করে একটি রিফ্রেস করে দেখবেন।

আপনার ওয়েবসাইটের বাংলা ফন্ট যুক্ত বা ইন্সটল হয়ে গেছে।

আপনারা যদি উত্তর নিয়ম গুলো সঠিকভাবে অনুসরণ করে কাজ সম্পন্ন করতে পারেন। তাহলে কোন সমস্যা ছাড়াই ব্লগার ওয়েবসাইটে বাংলা ফন্ট যুক্ত করতে পারবেন।

আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটে যদি হিন্দি ভাষা যোগ করতে চান।

সে ক্ষেত্রে আপনারা সহজেই ভারতীয়দের বোঝার জন্য হিন্দি ভাষা কোড ব্যবহার করতে পারবেন আপনার ব্লগার ওয়েবসাইটে।

আমরা উপরের আলোচনাতে বাংলা ফন্ট যেভাবে ইন্সটল করার নিয়ম দেখিয়েছি। ঠিক সে রকম ভাবে আপনারা যে কোন ভাষা ব্লগার ওয়েবসাইটে ইন্সটল করে নিতে পারবেন। যা দেখতে অনেক আকর্ষণীয় মনে হবে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই পোস্টে আপনাকে জানিয়ে দেয়া হলো, ব্লগার বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম বা ব্লগার এ কাস্টমফ্রন্ট ইন্সটল করার কোড সম্পর্কে।

এখন আপনি যদি ব্লগারের বাংলা ফান্ড যুক্ত করতে চান। তাহলে উপরোক্ত নিয়ম অনুসরণ করে আজই আপনার ব্লগার বাংলা ফন্ট পরিবর্তন করে নিতে পারেন। বা নতুন ফন্ট ইন্সটল করতে পারেন।

তো বন্ধুরা আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত করার পর আপনার কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর বিশেষ করে আপনার বন্ধুবান্ধব যারা ব্লগিং করে ব্লগার ওয়েবসাইট তৈরি করেছে। তাদেরকে তাদের ওয়েবসাইটে বাংলা ফন্ট যুক্ত করার বিষয়ে আর্টিকেলটি একটি শেয়ার করে দিন।

এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top