ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার উপায় – আপনার কি ব্লগার সাইট রয়েছে। যদি থাকে। তাহলে খুব সহজেই নিজের পছন্দ মতো ব্লগের ফন্ট কাস্টমাইজ করে নিতে পারবেন।
আমরা জানি অনলাইনে অনেক বাংলা ওয়েবসাইট আছে। যেমন- নিজ সাইট, গল্প সাইট, প্রযুক্তি ব্লগ ইত্যাদি ওয়েবসাইট গুলো বিদ্যমান।

ব্লগার এমন একটি প্লাটফর্ম। যার মাধ্যমে আমরা সহজেই বাংলা ব্লগ সাইট তৈরি করে নিতে পারি। বর্তমান সময়ে ব্লগ হক আর ওয়ার্ডপ্রেস হক বা আরো অন্য কোন সিএমএস।
বাংলা ওয়েবসাইটে যদি বাংলা ফন্ট না থাকে। তবে ভিজিটরদের আকৃষ্ট করা যাবে না।
কারণ ব্লগারে ডিফল্ট বাংলা ফন্ট দেখতে হিবিজিবি, অস্পষ্ট লাগে। তাই আজকের এই পোস্টে, আপনাদের জানিয়ে দেব কিভাবে ব্লগার সাইটে বাংলা ফন্ট যুক্ত করতে হয়।
আমাদের দেখানো নিয়ম অনুযায়ী আপনার ব্লগার সাইট বাংলা ফন্ট এবং ইংরেজি ফন্ট একই নিয়ে যুক্ত করতে পারবেন। তাই আমি আশা করব। আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়বেন।
তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক।
ব্লগারে কেন বাংলা ফন্ট যুক্ত করবেন ?
বাংলা ব্লগ সাইটে বাংলা ফন্ট ইনস্টল করা না থাকলে, অনেক সময় ফন্টের সমস্যা দেখা দেয়। যেমন ফন্ট ভেঙ্গে যাওয়া থেকে শুরু করে সঠিক ভাবে ফন্ট শো করে না। এছাড়া আরো বিভিন্ন সমস্যা দেখা দেয়।
এই ধরণের ফন্ট জনিত সমস্যার সমধান করার জন্য এই পোস্ট তৈরি করা হয়েছে। উক্ত পোস্টে আপনারা জানতে পারবেন। বাংলা ফন্ট কাস্টম করার উপায়।
আপনারা হয়তো ইতোমধ্যে দেখেন আমাদের ব্লগের ফন্ট কেমন। বাংলা ফন্ট কাস্টমাইজ বা ইনস্টল করা থাকলে, ওয়েবসাইট এর লেখা গুলো অনেক বেশি সুন্দর দেখা যায়। আপনার খেয়াল করলে দেখতে পারবেন।
অনেক বাংলা নিউজ সাইট গুলোতে কত সুন্দর বাংলা ফন্ট গুলো যুক্ত করা হয়েছে।
তো কাস্টম ফন্ট যুক্ত করার জন্য অনেক কারণ আছে। সেগুলোর মধ্যে বড় কারণ হলো আপনার ব্লগ বা ওয়েবাসইট এর লেখা গুলো সুন্দর ভাবে ফুটিয়ে তোলা।
তো চলুন আর সময় নস্ট না করে, জেনে নেওয়া যাক। কিভাবে ব্লগার সাইটে বাংলা ফন্ট যুক্ত করা যায়।
ব্লগারে সোলাইমান লিপি ফন্ট যুক্ত বা কাস্টম করার উপায়
- সর্বপ্রথম আপনার ব্লগার সাইট লগইন করতে হবে।
- তারপরে ব্লগার ড্যাশবোর্ড এ গিয়ে Theme অপশনে প্রবেশ করবেন।
- তারপরে, নিরাপত্তার জন্য আপনার বর্তমান থিমটি ব্যাকআপ করে নিবেন।
- তারপরে, Edit Html বাটনে ক্লিক করবেন।
- তারপরে, <head> অপনশটি খুজে বের করবেন। তারপরে নিচে থাকা <head> ট্যাগের নিচে কোডটি পেস্ট করে দিবেন। যেমন-
*** ব্লগের জন্য বাংলা ফন্ট কোড- <link href=”https://fonts.maateen.me/solaiman-lipi/font.css” rel=”stylesheet”/> কোডটি কপি করুন।
এখন উক্ত কোডটি <head> ট্যাগের নিচের অংশে পেস্ট করার পরে, <body> ট্যাগ খুজুন।
তারপরে, <body> ট্যাগের নিচে কোডটি পেস্ট করুন। যেমন-
*** বাংলা ফন্ট কোডটি <!–Solaimanlipi CSS starts–><style> @import url(‘https://fonts.maateen.me/solaiman-lipi/font.css’);</style><!–Solaimanlipi CSS ends–> কপি করে পেস্ট করুন।
এখন Font-Family লিখে সার্চ করে, আপনার থিম কোন ফন্ট ব্যবহার করা হয়েছে সেটি খুজুন। ফন্ট দেখতে অনেকটা নিচে দেওয়া লেখার মতো হবে। যেমন-
উদাহরণ- font-family: arial, sans-serif;
এখন Arial এর অপশনে নিচে থাকা সোলাইমান লিপি লেখাটি পেস্ট করে দিন। আপনার থিম এ Arial ফন্ট এর নাম লেখা নাও থাকতে পারে। যে ফন্ট দেওয়া থাকবে। সেটি রিমুন/ ডিলিট করে সোলাইমান লিপি পেস্ট করে দিবেন। যেমন-
*** ব্লগের জন্য বাংলা ফন্ট কোড- font-family: ‘SolaimanLipi’, sans-serif !important; কপি করে পেস্ট করুন।
আপনার থিম এ যত গুলো Arial লেখা থাকবে প্রতিটি স্থানে সোলাইমানলিপি পেস্ট করে সেভ থিম বাটনে ক্লিক করে থিমটি সেভ করে নিবেন।
এখন যদি Font-Family: Font Awesome বা Font-Family: Font Inherit থেকে যায় বতে পরিবর্তন করবেন না। এতে থিম এর ডিজাইন এবং আইকন শো হবে না।
এখন আপনার ওয়েবসাইটটি রিফ্রেশ করে দেখতে পারেন। আপনার সাইট এ বাংলা ফন্ট টি যুক্ত হয়ে গেছে।
তো আনি যদি উক্ত নিয়মে ঠিক ভাবে ফলো করে, কাজ করতে পারেন। তাহলে কোন প্রকার সমস্যা ছাড়াই ব্লগার ওয়েব সাইটে বাংলা ফন্ট যুক্ত করে নিতে পারবেন।
শেষ কথাঃ
আমরা সকলেই চাই ব্লগের পোস্ট গুলোতে বেশি বেশি ভিজিটর পেতে। কিন্তু আপনার লেখার স্টাইল অর্থাৎ ফন্ট যদি ভালো না হয়।
তবে আপনার সাইটে ভিজির আসবে না। তাই আপনার ব্লগের লেখা গুলো সুন্দর করার জন্য উক্ত নিয়মে, বাংলা ফন্ট কাস্টমাইজ করতে পারেন।
আর উক্ত আর্টিকেল সম্পর্কে, আপনার যদি আরো কিছু জানার থাকে। তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
ধন্যবাদ।