Http কি? Http এর কাজ কি ?

বর্তমান সময়ে আমরা বেশির ভাগ কাজ গুলো কিন্তু অনলাইন থেকে সম্পন্ন করি। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা, http সম্পর্কে সঠিক ধারণা রাখে না।

আপনারা যারা, অনলাইনে কাজ করেন। তাদের মনে কি, কোন সময় প্রশ্ন জেগেছে যে, http কি ? http এর কাজ কি ? যদি আপনি এই প্রশ্নের উত্তর জানতে চান। তাহলে আমাদের এই পোস্টে আজ বিস্তারিত তথ্য দেওয়া হবে।

আপনি যদি উক্ত বিষয়ে সঠিক তথ্য পেতে চান। তাহলে আমাদের দেওয়া আর্টিকেল শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

বর্তমান সময়ে যারা ব্লগার হিসেবে কাজ করছেন। তাদের জন্য এই http বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ http সম্পর্কে জানা থাকলে, হ্যাকারদের কাছ থেকে আপনার সাইট গুলো রক্ষা করে রাখতে পারবেন।

এছাড়া, আপনি অনলাইনে যে সকল ওয়েবসাইট ব্যবহার করে, বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন সেটি কতটুকু নিরাপদ দিবে আপনাকে।

এই সকল ওয়েবসাইট গুলোতে নিজের ব্যক্তিগত তথ্য গুলো প্রদান করার ফলে, হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ওয়েবসাইটে নিজের ব্যক্তিগত তথ্য বলতে বুঝানো হয়েছে। অনেক সময় আমরা বিভিন্ন প্রকার ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন একাউন্ট তৈরি করি।

একাউন্ট তৈরি করার সময় এবং সাইট কমেন্ট করার সময় আমাদের নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ব্যবহার করতে হয়।

আপনার উক্ত ব্যক্তিগত তথ্য গুলো কতটা নিরাপদ সেটি আজ আপনি জেনে নিতে পারবেন। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।

Http কি? Http এর কাজ কি ?
Http কি? Http এর কাজ কি ?

Http কি ? [What is http]

Http এর পূর্ণরুপ হলো Hyper Text Transfer Protocol.

আমরা যখন কোন ওয়েব ব্রাউজার চালু করে কোন ওয়েবসাইট ভিজিট করি। তখন আমাদের সামনে সেই ওয়েবসাইট এর সকল তথ্য গুলো দেখে থাকি সেগুলো Hyper Text.

আমরা জানি, যে কোন ওয়েবসাইট এর কোন না কোন ওয়েব সার্ভারে হোস্ট করা থাকে। এর এই সকল ওয়েবসাইট কে আমরা ব্রাউজার এর মাধ্যমে ভিজিট করে দেখে থাকি।

তার মানে, ওয়েবসাইট সার্ভার থেকে ট্রান্সফার করে, ব্রাউজারে চলে আসে। সার্ভার থেকে ইন্টারনেট ব্রাউজারে আসার সময় কিছু নিয়ম নীতি মেনে আসতে হয় আর তাকে বলা হয় Protocol. উক্ত নিয়ম ও সিস্টেম গুলোকেই বলা হয় http.

Website এর সকল আর্টিকেল সার্ভার থেকে ইন্টারনেট ব্রাউজারে আসে এবং ব্রাউজার থেকৈ ওয়েবসাইট দেখানোর জন্য রিকুয়েস্ট পাঠানোর কাজ করে থাকে http.

আরো পড়ুনঃ

Http হচ্ছে- একটি পাবলিক ট্রান্সফার প্রটোকল। আপনি যখন কোন ওয়েবসাইটটে যাবেন। তখন সেটি সকলের জন্য উন্মুক্ত করা থাকে। সেটি হতে পারে সাধারণ লোক বা হ্যাকার।

মনে করুন- আপনি কোন একটি বিষয়ে জানার জন্য সার্চ করার জন্য http://www.tarekit.eduandjobs.com ভিজিট করচেন সেটি http সাপোর্ট।

এছাড়া আপনি কোন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করেন সেটিও কিন্তু নিশ্চিত না। আপনি ওয়াইফাই ব্যবহার করে, সেই সাইটটি ভিজিট করছেন।

এখন আপনি যখন তথ্য জানার জন্য http://tarekit.eduandjobs.com লিখে সার্চ করবেন। তখন রিকুয়েস্ট হয়ে যাচ্ছে tarekit.eduandjobs.com এর সার্ভার সাইট এর কাছে দোখানোর জন্য।

আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে প্রথম রিকুয়েস্ট যায় ওয়াইফাই এর কাছে। তার পরে যায় tarekit.eduandjobs.com এর সার্ভারে।

এক্ষেত্রে আপনি যদি এয়ারটেল কোম্পানির ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন। তাহলে তাদের গেটওয়ের মাধ্যমৈ আপনার রিকুয়েস্ট যাবে tarekit.eduandjobs.com এর সার্ভারে।

আরো পড়ুনঃ

এখন tarekit.eduandjobs.com সার্ভার আপনার রিকুয়েস্ট পেয়ে ওয়াইফাই রাউটার বা এয়ারটেল ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে চলে এসেছে। যার ফলে, আপনি tarekit.eduandjobs.com ওয়েবসাইট এর সকল তথ্য গুলো দেখতে পারছেন।

এখন মনে করুন, http://tarekit.eduandjobs.com সাইট একটি অনলাইন ইনকাম সাইট প্রতিষ্ঠান। যেখান থেকে আপনি অনলাইন আয় করার জন্য বিভিন্ন কাজ পেয়ে যাবেন।

এখন আপনি উক্ত ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইন আয় করার জন্য তাদের সাইটে দেওয়া Sign up অপশন সেখানে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।

উক্ত সাইট গুলোতে একাউন্ট তৈরি করার জন্য আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, ক্রেডিট কার্ড নম্বর প্রদান করতে হবে।

আপনার তথ্য গুলো tarekit.eduandjobs.com ওয়েবসাইট এ দেওয়ার পরে ওয়াইফাই এবং এয়ারটেল ইন্টারনেট কোম্পানির গেটওয়ের মাধ্যমে tarekit.eduandjobs.com  সার্ভারে চলে যাবে।

এখন এয়ারটেল ইন্টারনেট গেটওয়ে তে যদি কোন হ্যাঁকার থাকে। তাহলে আপনার ওয়েবসাইটে দেওয়া সকল তথ্য হ্যাঁকার জেনে নিতে পারবে।

তাই আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন। তাহলে আপনার ওয়েবাসইট গুলো http সার্ভার এর মাধ্যমে সিকিউর করে রাখুন। যাতে করে কোন হ্যাকার আপনার সাইটে নজর না দিতে পারে।

আর যারা ইউজার তারা উক্ত নন সিকিউর সাইট গুলোতে গিয়ে কাজ করার চিন্তা করেলে, আগে ভেবে নিবেন।

আমরা মনে করি উক্ত আলোচনা অনুসরণ করে, বুঝতে পারছেন http আসলে কি? যদি না বুঝে থাকেন, তাহলে উক্ত আলোচনা আরো একবার পড়ে নিন।

Http এর জনক কে ?

Http এর জনক হচ্ছে Timothy Jhon Bernerse Lee.

কিভাবে বুঝবেন কোন ওয়েবসাইট Http যুক্ত ?

আমরা যে, ওয়েবসাইট টি আপনাকে দেখাব যেমন- tarekit.eduandjobs.com  আপনি এই সাইট ভিজিট করছেন কোন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য। নিচের ছবিটি দেখুনঃ

উক্ত ছবিতে যে মার্ক করা লেখাটি দেখতে পারছেন। আপনি যদি অন্য ওয়েবসাইট গুলোতে ভিজিট করার সময় এরকম ইনফরমেশন আইকন দেখেন। তাহলে বুঝতে পারবেন সেই ওয়েবসাইট Http যক্ত।

উক্ত ওয়েবসাইট গুলো সিকিউরিটি হিসেবে গণ্য হবে না। তার জন্য এই সকল ওয়েবসাইট গুলোতে আপনার গোপন তথ্য দিবেন না।

Http এর কাজ কি ?

আপনি মনে হয় জানেন যে, ওয়েবসাইট এর সকল ডাটা তথ্য গুলো সার্ভারে জমা হয়ে থাকে। আর ক্লায়েন্ট যখন তথ্য গুলো জানার জন্য রিকুয়েস্ট দেয়, তখন সেই তথ্য গুলো রেসপন্স করা হয়।

আপনার এখন প্রশ্ন হতে পারে যে, ক্লায়েন্ট মানে কি ? আসলে ক্লায়েন্টমানে হলো আমাদের ব্যবহার করা সকল ইন্টারনেট ব্রাউজার গুলো।

এখন একটি ব্রাউজার কে কি পরিমানের তথ্য দেখানো হবে। এবং কি পরিমাণের তথ্য রিসিভ করা হবে, সেটি নির্ধারণ করে, দেওয়ার কাজ হলো Http.

আমরা আশা করি উক্ত বিষয়টি পড়ে বুঝতে পারছেন, এইচটিটিপি কি ? যদি না বুঝেন তাহলে উক্ত লেখাটি আরো একবার পড়ুন।

Http এর সুবিধা কি ?

যে কোন ব্রাউজার এর মাধ্যমৈ ওয়েবসাইট এর ডাটা গুলো অনেক দ্রুত রিসিভ করার জন্য http জনপ্রিয়।

Http ওয়েবসাইট গুলোতে কোন সিকিউরিটি না থাকার কারণে যে, কোন ফাইল ওয়েবসাইট থেকে নিজের ইচ্ছা মতো সহজে ডাউনলোড করতে পারেন। এইটিই হলো বড় সুবিধা।

আরো পড়ুনঃ

Http এর অসুবিধা কি ?

আপনারা সকলেই জানেন যে, সকল জিনিস এর সুবিধা’র পাশাপাশি অনেক অসুবিধা থাকে। আর এই অসুবিধা কারণ গুলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাড়ায়। যেমন-

Http এর মাধ্যমে যে, সকল ডাটা গুলো রিসিভ করা হয়। সে গলো নিরাপদ না। তার কারণ হলো এই ওয়েবসাইট গুলোতে ডাটা গুলোর সিকিউর রাখার জন্য কোন প্রটেকশন ব্যবহার করা হয় না।

এছাড়া, আপনি যখন কোন ব্রাউজার এ ডাটা গুলো শেয়ার করবেন তখন আপনার নাম, ইমেইল ঠিকানা, ক্রেডিট কার্ড তথ্য হ্যাক হয়ে যেতে পারে।

শেষ কথাঃ

তো বন্ধুরা, আজ আমাদের এই পোস্ট এর মাধ্যমে জানতে পারলেন, Http কি ? Http এর কাজ কি ? এছাড়া আরো সুবিধা এবং অসুবিধা গুলো। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন।

তাহলে আপনার ওয়েবসাইট গুলো সিকিউর আছে, কি না। সেই বিষয়ে সঠিক ভাবে জেনে নিবেন। এবং সিকিউর  না থাকলে আপনি অবশ্যই দ্রুত সিকিউর করে নিবেন।

আর যদি ভিজিটর হয়ে কোন সাইট ভিজিটর করেন। সেই সকল যদি নন সিকিউর সাইট গুলোতে প্রবেশ করার দরকার হয় তাহলে ভিপিএ ব্যবহার করে প্রবেশ করতে পারেন।

ট্যাগঃ Http কি? Http এর কাজ কি ? Http কি? Http এর কাজ কি ? Http কি? Http এর কাজ কি ? Http কি? Http এর কাজ কি ? Http কি? Http এর কাজ কি ?

Http কি? Http এর কাজ কি ? Http কি? Http এর কাজ কি ? Http কি? Http এর কাজ কি ? Http কি? Http এর কাজ কি ? Http কি? Http এর কাজ কি ?

আপনি যদি উক্ত আলোচনা অনুসরণ করে থাকেন। তাহলে Http সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারছেন। আমাদের সাইট থেকে আরো জনপ্রিয় পোস্ট গুলো পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন। আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top