ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করুন (DMCA Protection)

আমরা যারা ব্লগার আছি সকলেই, অনেক কষ্ট করে, ব্লগ বা ওয়েবসাইট এর জন্য আর্টিকেল লিখি। এবং সেগুলো নিজের ওয়েবসাইট ভিজিটরদের জন্য শেয়ার করি।

কিন্তু তার মধ্যে ইন্টারনেটে এরকম অনেক মানুষ আছে, যারা ব্লগিং এর নামে অন্যদের ব্লগ থেকে কনটেন্ট কপি/ ‍চুরি করে নিজের ব্লগে পাবলিশ করে।

যারা, বর্তমান সময়ে অন্যের ব্লগ থেকে আর্টিকেল কপি করে নিজের ওয়েবসাইটে পাবলিশ করে নিজেকে ব্লগার মনে করে। তাদের কে আমি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কখনই বলব না।

অনলাইনে লক্ষ লক্ষ ওয়েবসাইট বা ব্লগ আছে। সে গুলো থেকে প্রতিদিন অসংখ্য আর্টিকলে চুরি করে অন্যান্য ব্লগে পাবলিশ করা হচ্ছে, আর নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে।

আমাদের এই ব্লগ এবং expartjobs.com থেকে বিভিন্ন আর্টিকেল চুরি করে লোকেরা নিজেদের ব্লগে আর্টিকেল পাবলিশ করে নিজের নামে চালিয়ে দিচ্ছে।

তাই যদি আপনার একটি ব্লগ বা ওয়েব সাইট থাকে, থাকে। তাহলে হয়তো আপনিও চাইবেন না যে, আপনার ওয়েবসাইট বা ব্লগের আর্টিকেল কেউ কপি করে বা চুরি করে ব্যবহার করুক।

এই জন্য, আপনি ডিএমসিএ (DMCA) এর ব্যবহার করে, উক্ত সকল অনলাইন আর্টিকেল চুরি হওয়া থেকে নিজের ব্লগ বা ওয়েবসাইট গুলো রক্ষা করতে পারবেন।

আরো পড়ুনঃ

ওয়েবসাইট এর আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করার জন্যে, সব চেয়ে ভালো উপায় হলো- DMCA কপিরাইট প্রটেকশন।

উক্ত ডিএমসিএ এমন একটি ফাংশন যা, ব্যবহার করে। আপনার সাইট থেকে যদি কোন আর্টিকেল বা ছবি, থাম্বনেইল চুরি করে থাকে, তাহলে আপনি উক্ত প্রটেকশন ব্যবহার করে, আর্টিকেলটি রিমুভ করে দিতে পারবেন।

আপনার সাইটে যদি ডিএমসিএ প্রটেকশন থাকে। সেখান থেকে যদি কোন আর্টিকেল কেউ কপি করে বা চুরি করে নিয়ে তার ব্লগে প্রকাশ করে। তাহলে সে তার ওয়েবসাইট থেকে কোন লাভ করতে পারবে না।

কিন্তু উক্ত চুরি করা কপি আর্টিকেল গুলো অনলাইনে অনেক বেশি দেখা যায়।

তাই, আপনি যদি নিজের কষ্ট করা লেখা কনটেন্ট। যদি আপনার অনুমতি ছাড়া অন্য, কোন একটি ব্লগে পাবলিশ করা দেখেন। তখন আপনার অবশ্যই খারাপ লাগবে।

এছাড়া একজন ব্লগার হিসেবে, আমরাও চাইনা আপনার কষ্ট এর ফল অন্য কেউ নিয়ে যাক।

তাই, আমরা আপনার সুবিধার জন্য, এই আর্টিকেলে জানাব। ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করার (DMCA Protection) সম্পর্কে।

আপনি যদি নিজের ব্লগ বা ওয়েবসাইট এর আর্টিকেল বা ছবি চুরি হওয়া থেকে বাচাঁতে চান। তাহলে নিচে দেওয়া তথ্য গুলো শেষ পর্যন্ত পড়ুন।

ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করুন (DMCA Protection)
ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করুন (DMCA Protection)

DMCA কি ?

DMCA এর পূর্ণরূপ হলো- Digital Millennium Copyright Act.

DMCA হলো US Government দ্বারা জারিকৃত একটি আইন। যা 1998 সালে President Bill Clinton পাস করে দিয়েছেন।

উক্ত ডিএমসিএস আইন এর উদ্দেশ্য হলো- আর্টিকেল এর মালিক এবং আর্টিকেল ব্যবহারকারীদের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা।

এছাড়া, উক্ত ডিএমসিএ (DMCA) এর মাধ্যমে ডিজিটাল ওয়ার্ড এর হতে পারে যে কোন ধরণের কপিরাইট লঙ্ঘন এর জন্য সমাধাণ পাওয়া যায়।

সহজ ভাবে বলতে গেলে, ডিজিটাল ওয়ার্ড এ হওয়া কোন প্রকার কপিরাইট ইস্যু যেমন- আর্টিকেল, ছবি বা থাম্বনেইল অনুমতি ছাড়া চুরি করে, অবৈধ ভাবে ব্যবহার করে।

অন্যে আর্টিকেল ব্যবহার করার ক্ষেত্রে এই ডিএমসিএ (DMCA) আইন এর মাধ্যমে সমাধান হও বিচার পাওয়া যায়।

মোট কথা DMCA ব্যবহার করে আপনার ওয়েবসাইট হতে চুরি হওয়া আর্টিকেল, থাম্বনেইল, ছবি ইত্যাদি চুরি হওয়া থেকে বাঁচাতে পারবনে।

একজন ব্লগার হিসেবে আপনি উক্ত ডিএমসিএ এর মাধ্যমে নিজের ব্লগে পাবলিশ করা আর্টিকেল বা ছবি গুলো প্রটেকশন করে রাখতে পারবেন।

এছাড়া কোন কারণে যদি আপনার ওয়েবসাইট এর আর্টিকেল কেউ কপি করে নিজের ব্লগে যে কোন মাধ্যমে ব্যবহার করে।

তাহলে সহজে একটি DMCA কমপ্লেন করে কপি করা আর্টিকেল রিমুভ করিয়ে নিতে পারবেন।

আপনি একবার নিজের ব্লগ বা ওয়েব সাইটে DMC Badge লাগিয়ে নেওয়ার পরে। আপনার যদি ব্লগ এর আর্টিকেল কেউ কপি বা চুরি করে তাহলে সেই ব্যাপারে আপনি তথ্য পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ

DMCA কাকে বলে?

উক্ত আলোচনাতে আপনি জানতে পারলেন, ডিএমসিএ কি? এবং ডিএমসিএর আইন সমূহ। এখন আপনি জানতে পারবেন, DMCA কাকে বলে।

আমরা যে, কোন DMCA নিজের ওয়েবসাইট বা ব্লগের সাথে যুক্ত করে, আর্টিকেল বা ওয়েবসাইট জমা দিয়ে, পূর্বে জানিয়ে দিয়ে দেব যে, আমরা নিজের তৈরি করার আর্টিকেল গুলো কি কি।

এতে করে, ডিএমসিএ সার্ভিস প্রোভাইডার ওয়েবসাইট গুলোর ডাটাব্যাচে আমাদের ওয়েবসাইট এর আর্টিকেল গুলো জমা করে দিবে।

এরপরে, যদি কোন অন্য ওয়েবসাইটিআপনার ওয়েবসাইট আর্টিকেল ব্যবহার করে। তাহলে তার বিষয়ে আমরা জেনে নিতে পারব। তারপরে, সেখান থেকে কপি বা চুরি করা আর্টিকেল রিমুভ করে দিতে পারব।

আশা করি আপনি উক্ত আলোচনা পড়ে জানতে পারছেন, ডিএমসিএ কাকে বলে। যদি না বুঝে থাকেন, তাহলে আরো একবার পরে নিন।

DMCA Protect Certificate কি?

আমরা যদি আমাদের ওয়েবসাইট এর পেজ গুলোতে DMCA Badge ব্যবহার করি, তাহলে আমাদের সেই পেজের জন্য একটি সার্টিফিকেট দেওয়া হবে।

সার্টিফিকেট এ আপনার ওয়েবসাইট এর পেজের সাথে জড়িত তথ্য থাকবে। এবং কখন আপনি সেই পেজটি ডিএমসিএ কবে সাবমিট করেছেন সেটিও সেখানে থাকবে।

আপনি ওয়েবসাইট এর যে পেজ বা আর্টিকেল পেজ জমা করবেন। সেই পেজের টাইটেল, ইউআরএল, প্রটেকশন কখন থেকে একটিভ আছে। এবং কত দিন হয়েছে, এরম কিছু তথ্য ডিএমসিএ সার্টিফিকেটে পেয়ে যাবেন।

তাই আপনি যদি অনেক কষ্ট করে ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করছেন। তাহলে সেগুলো রক্ষা করার জন্য DMCA Badge ব্যবহার করতে হবে।

ওয়েবসাইট DMCA তে রেজিস্ট্রেশন করুন

আপনি যদি ওয়েবসাইটে DMCA যুক্ত করতে চান। তাহলে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন।

আপনি যদি ডিএমসিএ যুক্ত করতে চান তাহলে দুইটি উপায় পাবেন। যেমন-

  • একটি হলো ফ্রি ডিএমসিএ (DMCA)
  • অন্যটি হলো পেইড ডিএমসিএ (DMCA)

আপনি যদি পেইড DMCA ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি অনেক ভালো সিকিউরিটি অপশন পেয়ে যাবেন। যদি আপনার সাইট থেকে কেউ আর্টিকেল কপি করে চুরি করে। তাহলে তার উপরে সাথে সাথে একশন শুরু হয়ে যাবে।

এ ক্ষেত্রে, সবার আগে আপনাদের যেতে হবে DMCA ওয়েবসাইটে। তারপরে একটি ফ্রি একাউন্ট তৈরি করে নিতে হবে।

DMCA রেজিস্ট্রেশন করার ‍উপায়

ওয়েবসাইটে DMCA যুক্ত করার জন্য আপনাকে প্রথমে DMCA এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে বাম পাশে আপনারা কিছু Badge দেখানো হবে সেখান থেকে পছন্দ মতো যে কোন একটি বেছে নিবেন। নিচের ছবিটি দেখুনঃ

তারপরে, Register Your Badge অপশনে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে যেমন-

  • First Name :
  • Last Name :
  • Email Address :

উক্ত তথ্য সঠিক ভাবে পূরণ করার পরে Signup অপশনে ক্লিক করবেন। তারপরে, আপনি যে, ইমেইল আইডি দিবেন সেখানে একটি Confirmation Email পাঠানো হবে।

তারপরে আপনি সেই মেইল থেকে একাউন্ট তথ্য, Login ID এবং Password পেয়ে যাবেন।

কিভাবে DMCA কোড ওয়েবসাইটে যোগ করবেন?

উক্ত কাজ গুলো সঠিক ভাবে সম্পন্ন করার পরে, আপনাকে DMCA এর Html Code কপি করে নিজের ওয়েবসাইট বা ব্লগে পেস্ট করতে হবে।

আপনি যদি Blogger.com ওয়েবসাইট ব্যবহার করেন। তাহলে ব্লগারের ড্যাশবোর্ডে গিয়ে Layout অপশনে ক্লিক করবেন।

তারপরে Add Gadget নামে একটি লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন।

তারপরে Html/JavaScript নামে অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পরে একটি বক্স পেয়ে যাবেন। সেই বক্সে আপনার DMCA কপি করা কোড সেখানে পেস্ট করতে হবে।

তারপরে আপনার ওয়েবসাইট ভিউ করার পরে দেখতে পারবেন, ওয়েবসাইটে DMCA যুক্ত হয়ে গেছে।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, আজ আমাদের এই পোস্টে আপনাকে শেখানো হলো, ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করার উপায় সম্পর্কে।

আপনি যদি আপনার ব্লগ বা ওয়েবসাইট সুরক্ষিত রাখতে চান, তাহলে DMCA একাউন্ট তৈরি করে চিন্তা মুক্ত আর্টিকেল পাবলিশ করুন।

ট্যাগঃ ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করুন (DMCA Protection) ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করুন (DMCA Protection) ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করুন (DMCA Protection)

ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করুন (DMCA Protection) ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করুন (DMCA Protection) ব্লগ আর্টিকেল চুরি হওয়া থেকে রক্ষা করুন (DMCA Protection)

আমাদের লেখা যদি আপনার ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাবেন। এবং উক্ত আর্টিকেলটি আপনার বন্ধুর কাছে একটি শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top