ফেসবুক থেকে আয় করার সহজ উপায় (পূর্ণাঙ্গ গাইডলাইন)  

ফেসবুক থেকে আয় : আমরা জানি বিশ্বের অধিকাংশ মানুষই ফেসবুক ব্যবহার করে। কিন্তু বেশির ভাগ মানুষই কিন্তু অযথা সময় ফেসবুকে দিয়ে থাকে।

সারা দিন শুয়ে বসে ফেসবুকে চ্যাটিং বা অন্যের পোস্ট গুলো বড়া নিয়ে ব্যস্ত থাকা। আপনি যদি অবসর সময়ে ফেসবুকে অযথা সময় না দিয়ে, টাকা আয় করার মতো কাজ করেন তাহলে অনেক উন্নতি করতে পারবেন জীবনে।

আপনি যদি ফেসবুক থেকে আয় করার সকল উপায়ি জানতে চান? তাহলে আমাদের এই পোস্টের লেখা গুলো শেষ পর্যন্ত অনুসরণ করুন।

ফেসবুক থেকে কি টাকা আয়

হ্যাঁ বন্ধুরা, ফেসবুক থেকে আসলেই আয় করা যায়। এই পোস্টে আমরা সরাসরি ফেসবুক থেকে টাকায় করার বিষয়ে জানাব।

ফেসবুক থেকে আয় করার সকল উপায় (পূর্ণাঙ্গ গাইডলাইন)  
ফেসবুক থেকে আয় করার সহজ উপায় (পূর্ণাঙ্গ গাইডলাইন)

ফেসবুকে কিভাবে টাকা আয় করা

আপনি যদি ফেসবুক এ নতুন হয়ে থাকেন। তবে শুরুতে আপনাকে পার্সোনাল ফেসবুক একাউন্ট এবং ফেসবুক পেজ এর মধ্যে থাকা পার্থক্য জানতে হবে। নতুনরা এই দুইটি নিয়ম প্রায় এক সাথে গুলিয়ে ফেলে।

আপনি যদি ফেসবুক আইডি খোলেন। তাহলে সেটা হবে আপনার ফেসবুক একাউন্ট।  আর ফেসবুক একাউন্ট সব সময় আপনার নিজের ব্যক্তিগত ভাবে প্রতিনিধিত্ব করে।

অপরদিকে ফেসবুক একাউন্ট থেকে বিজনেস বা শখের জন্য তৈরি কার প্রোফাইল গুলো হলো ফেসবুক পেজ। ফেসবুক এর পেজ গুলো সাধারণত ব্যবসায়ী কাজে ব্যবহার করা হয়।

ফেসবুক ব্যক্তিগত একাউন্ট থেকে টাকা আয় করার কোন সুযোগ নাই। ফেসবুক থেকে টাকা আয় করার সকল উপায় মূলত ফেসবুক পেজ এর উপর ডিপেন্ট করে।

ফেসবুক একাউন্ট দিয়ে টাকা আয়

বর্তমান সময়ে কিছু ওয়েবসাইট ফেসবুকে লিঙ্ক শেয়ার করে টাকা আয় করার সুযোগ প্রদান করে দিয়েছে। সেই সকল ওয়েবসাইটের লিংক আপনার ফেসবুক আইডিতে শেয়ার করলে প্রতি মাসে ১ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

আপনি যদি ফেসবুক একাউন্ট থেকে অন্যের ওয়েবসাইট লিংক শেয়ার করে আয় করতে চান। তাহলে আপনাকে সেই সকল ওয়েবসাইট এর নিয়ম অনুযায়ী আপনাকে লিংক শেয়ার করতে হবে।

তাদের শর্ত হলো আপনি যদি তাদের সাইট এর লিংক শেয়ার করেন তাহলে আপনার ফেসবুক এর প্রোফাইল লক রাখা যাবে না। পর্যাপ্ত পরিমাণের ফ্রেন্ড থাকতে হবে মানে কমপক্ষে 500+ ফ্রেন্ড থাকতে হবে।

আপনি উক্ত সাইট গুলোর লিংক শেয়ার করে, বিকাশে পেমেন্ট নিতে পারবেন মাসিক কাজ করার বিনিময়ে।

ফেসবুক পেজ দিয়ে টাকা আয়

ফেসবুক থেকে আয় করার বিষয়ে আগ্রহী হলে ফেসবুক পেজ এর মাধ্যমে আপনি তা পূরণ করতে পারবেন।

ফেসবুক পেজ থেকে আয় করার জন্য আমরা কিছু সহজ উপায় আলোচনা করব।

In Stream Ads থেকে আয়

আপনি যদি ফেসবুকে ভিডিও দেখার সময় নজর দেন কিছু ভিডিওর শুরুতে বা মাঝখানে কিংবা শেষের দিকে ছোট ছোট এডস শো হয়।

এ সকল এডস গুলোকে In Stream Ads বলা হয়। ফেসবুক থেকে আয় করার জন্য in stream ads ব্যবহার করে অনেক লাভজনক হওয়া যায়।

বর্তমান সময়ে যারা ভিডিও আপলোড করে আয় করতে চায় তাদের মুল টার্গেট হলো এ ধরণের বিজ্ঞাপন এর জন্য ফেসবুক এর কাছ থেকে এপ্রোভাল নিতে হয়।

ফেসবুক থেকে এডস এর এপ্রোভাল দেওয়ার পরে আপনি আয় শুরু করতে পারবেন।

ভিডিও আপলোড করে আয় করার জন্য ইউটিউব ভালো? না কি ফেসবুক?

অভিজ্ঞদের মতামতে ইউটউব এর তুলনায় ফেসবুক এর এডস ভিডিও আপলোড করে আয় করার জন্য বেশি লাভজনক।

কারণ ইউটিউব শো করা এডস 2-3 সেকেন্ড পর্যন্ত দেখা যায়। এতে করে ভিডিও মেকারা এডস এর পুরো বিষয় জানতে পারে না।

তবে ফেসবুকে এধরণের এডস স্কিপ করার কোন সিস্টেম নাই। তাই দর্শকদের বাধ্য  হয়ে পুরো ভিডিও দেখতে হয়। এবং সেখান থেকে ভালো টাকা আয় হয়।

ইউটিউবে আপলোড করা ভিডিও কি ফেসবুকে আপলোড করা যাবে?

বর্তমান সময়ে ফেসবুক এর পলিসি অনুযায়ী ইউটিউবে আপলোড করা ভিডিও ফেসুবুকে আপলোড করার যাবে। তবে সে জন্য ভিডিওটি অবশ্যই নিজের তৈরি করা হতে হবে।

ইউটিউবে থাকা অন্যের ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করলে সাথে সাথে ফেসবুক থেকে সেটি সরিয়ে ফেলবেন না।

কারণ আপনার ভিডিও অন্য প্লাফর্ম থেকে কপি করা কিনা সেটি বোঝার জন্য ফেসবুক এর কোন ক্ষমতা নাই।

তবে কেউ যদি সেই ভিডিওতে রিপোর্ট দেয় তাহলে সেটি যাচাইয়ের আওতায় চলে যাবে। এবং অভিযোগ প্রমাণ হলে আপনার ফেসবুক পেজটি পরবর্তী কয়ে মাস বা সারা জীবনের জন্য মনিটাইজেশন হারিয়ে যাবে।

ফেসুবক ইনস্ট্যান্ট আর্টিকেল লিখে আয়

ফেসবুকে অনেক নিউজ শেয়ারিং পেজ আছে। সে গুলোতে নিয়মিত ভাবে আর্টিকেল এর লিংক প্রচার করা হয়। সেই সকল ওয়েবসাইট এর লিংক প্রচার করে আয় করার বড় উৎস হলো ফেসবুক এডস।

সেই সকল প্রচার করা লিংকে ক্লিক করলে আর্টিকেল এর পাশাপাশি আপনি দেখতে পারনে অনেক ধরণের এডস ছড়িয়ে আছে।

এ সকল এডস সরবরাহ করে স্বয়ং ফেসবুক। ওয়েবসাইট এর মালিক এসকল এডস প্রচার করে ভালো পরিমাণের টাকা আয় করার সুযোগ পায়।

আপনিও যদি ফেসবুক পেজে ইনস্ট্যান্ট আর্টিকেল লিখে আয় করতে চান তাহলে অনেক লাভজনক হতে পারবেন।

ফ্রিল্যান্সিং জব করে ফেসবুক থেকে টাকা আয়

অনলাইনে আয় করার জন্য সব চেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনার সুবিধা মতো যে কোন জায়গায় থেকে এবং যে কোন কাজ খুজে নিয়ে করতে পারবেন।

ফ্রিল্যান্সিং মানে হলো মুক্ত বা স্বাধীন পেশা। যিনি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সা।

আপনি চাইলে এখানে পার্টটাইম এবং ফুলটাইম হিসেবে জব করতে পারবেন। ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে অবশ্যই কিছু কাজের উপর দক্ষ হতে হবে।

আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাইলে ফেসবুক এর সাথে যুক্ত হয়েও কাজ করার সুযোগ পাবেন।

পণ্য বিক্রি করে ফেসবুক থেকে আয়

আপনি যদি ফেসবুক থেকে আয় করতে চান তাহলে পণ্য বিক্রি করার জনপ্রিয় একটি জায়গা হলো ফেসবুক।

আপনি চাইলে এখানে বিভিন্ন ধরণের প্রোডক্ট বা পণ্য যেমন- পুরাতন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি থেকে শুরু করে আরো অনেক কিছু।

এখানে ক্রেতা খুজে পাওয়া অনেক সহজ। কারণ অধিকাংশ মানুষ এখন ফেসবুক ব্যবহার করে। আপনার ফেসবুক পেজের মাধ্যমে,

যদি কোন পণ্য এর ছবি তুলে দাম সহ আপলোড করেন, সেখান থেকে আপনি দ্রুত ভাবে পণ্যটি সেল করতে পারবেন।

ফেসবুকে পণ্য বিক্রি করার জন্য অনেক ধরণের পেজ ও গ্রুপ তৈরি করা আছে। আপনি তাদের মতো একটি একাউন্ট ক্রিয়েট করে পণ্য বিক্রির কাজ শুরু করতে পারেন। এতে অনেক লাভজনক হওয়া সম্ভব।

উক্ত মাধ্যম গুলো ছাড়া ফেসবুকে আয় করার আরো অনেক উপায় আছে। যে গুলো অনুসরণ করে আপনি ফেসবুক থেকে আয় করতে পারবেন।

আরো দেখুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, এই পোস্টে জানতে পারলেন, ফেসবুক থেকে আয় করার সকল উপায় গুলো। আপনি উক্ত যে কোন একটি বিষয় নিয়ে কাজ শুরু করতে পারলে ভালো পরিমাণের টাকা আয় করতে পারবেন।

আমাদের লেখা গুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্ন্তই নতুন কোন আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

1 thought on “ফেসবুক থেকে আয় করার সহজ উপায় (পূর্ণাঙ্গ গাইডলাইন)  ”

Scroll to Top