ফেসবুকে প্রোফাইল লক কীভাবে করবেন?

প্রোফাইল লক কী? কীভাবে আপনি আপনার প্রোফাইল লক করতে পারেন?
.
আসসালামু আলাইকুম। আজ আপনাদের জানাবো প্রোফাইল লক সম্পর্কে। বর্তমানে ফেসবুকে এমন একটি ফিচার রয়েছে যেটি একটিভ করলে প্রোফাইলকে সম্পূর্ণ বন্ধ করা
যায়। এটিই প্রোফাইল লক নামে পরিচিত। মূলত নিজের মূল্যবান তথ্য গোপন করার জন্য প্রোফাইল লক করা হয়ে থাকে। তবে,খুবই
দুঃখের বিষয় যে ফেসবুক কর্তৃপক্ষ থেকে এটি কিছু মানুষের জন্য ফিচারটি পরীক্ষা মূলক ভাবে দেওয়া হয়েছে। হয়ত বা কিছুদিন বাদেই
সবার জন্য উন্মুক্ত করা হবে।

প্রথমেই বলে রাখি আপনি আপনার প্রোফাইল লক দুটি পদ্ধতিতে করতে পারবেন।

আপনার জন্য উন্মুক্ত থাকলে যেভাবে করবেন।

পদ্ধতি 1:-

 প্রথমে আপনি আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করুন, তারপর আপনার প্রোফাইল এ যান। আপনার প্রোফাইলে যাওয়ার পর 3ডট অপশন মেনুতে ক্লিক করুন। আপনার জন্য উন্মুক্ত থাকলে নিম্নের লেখাটি দেখাবে:

lock your profile

এখানে ক্লিক করলেই হয়ে যাবে।

পদ্ধতি 2:-

১. প্রথমে আপনার ইন্টারনেট কানেকশন ওন করে ব্রাউজার ওপেন করুন।
.
২. যদি ফেসবুক একাউন্ট লগিন থাকে তো ভালো, নতুবা লগিন করে নিন।
.
৩. তারপর হেল্প ওপশনে যান। সেখানে গিয়ে সার্চবক্সে “Profile Locked” লিখে সার্চ করুন।
.
৪. অতঃপর প্রথমেই আসবে “How do Your Profile Lock” এরকম কিছু। অথার্ৎ প্রথম অপশনটি ক্লিক করুন
.
৫.যদি আপনার জন্য উন্মুক্ত থাকে তাহলে কিছু নির্দেশনা আসবে। আর যদি উন্মুক্ত না থাকে তাহলে লেখাই আসবে এটা সবার জন্য উন্মুক্ত
না। ( This Feature Isn’t Aviable For Everyone Yet)
.
৬. যদি আপনার জন্য উন্মুক্ত থাকে,তবে একটি
নিচে নেমে লেখা থাকবে “Tap Here”।
.
৭. ওখানে ক্লিক করলেই ” Lock Your Profile” ওপশন আসবে। জাস্ট ওখানে ক্লিক করলেই আপনার প্রোফাইল লক হয়ে যাবে।

আর যদি আপনার জন্য উন্মুক্ত না থাকে তাহলে কি করতে হবে তাও বলে দিচ্ছি।

আপনি settings  এ যাবেন। তারপর privacy তে ক্লিক করবেন। পরে আপনার পোস্ট, প্রোফাইল  পিকচার, কভার ফটো এর privacy টা friends করে দিন।

পরে আপনি আপনার টাইমলাইন এ চলে আসুন।টাইমলাইন এ চলে আসার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেটা হলো আপনি আপনার ফেসবুকে যতো ধরনের পোস্ট বা ছবি আপলোড করেছেন সেগুলোর privacy ও friends বা only me করে দিতে হবে। ব্যাস কাজ শেষ। এবার আপনি উপরে যে দুটি পদ্ধতি দিয়েছি সেভাবে কাজ করে দেখেন। আশা করি আপনার প্রোফাইল লক করতে পারবেন। তারপরও যদি না হয় কিছুদিন অপেক্ষা করুন। প্রোফাইল লক করতে পারবেন।

ঠিক অনুরুপভাবে, আপনার প্রোফাইল আনলক ও করতে পারেন।
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top