বর্তমান সময়ে আমরা যারা টাকা খরচ না করে ফ্রি ওয়েবাইট তৈরি করি। তারা কিন্তু ব্লগার এর মাধ্যমে একদম বিনামূল্যে মনের মতো করে, যে কোন ওয়েবসাইট তৈরি করে পারি।
একটি ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমরা Blogger.com এর কাছ থেকে নিতে পারবেন।
যেমন একটি ওয়েবসাইট তৈরি করার জন্য, অবশ্যই যে জিনিস গুলো প্রয়োজন সেগুলো হলো-
- একটি ডোমেইন
- একটি হোস্টিং
- একটি থিম ইত্যাদি
উক্ত সকল জিনিস আমরা ব্লগার এর মাধ্যমে ফ্রিতে ব্যবহার করতে পারি।
তাই আজ আমাদের এই আর্টিকেল আপনাকে জানাব, আপনি যদি একটি ব্লগার সাইট তৈরি করেন।
সেখানে যদি থিম যোগ করতে চান? তাহলে অনলাইনে সার্চ করে আপনি বিভিন্ন ধরণের ফ্রি থিম ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
আমরা আপনাকে ব্লগার এর জন্য জনপ্রিয় কিছু থিম এর সাথে পরিচয় করিয়ে দেব। সেই সকল থিম এসইও ফ্রেন্ডলি। এবং আপনি সেই থিম গুলো ব্যবহার করে, অনেক সুবিধা নিতে পারবেন।
আপনি যদি ব্লগারের জন্য ফ্রি থিম/ টেমপ্লেট এর সম্পর্কে বিস্তারিত তথ্য ও ডাউনলোড করার লিংক খুজে থাকেন।
তাহলে আমাদের দেওয়া আর্টিকেল শেষ পর্যন্ত অনুসরণ করুন।
আরো একটি কথা বলে রাখি, আমরা যে সকল ব্লগার থিম আপনাকে দেখাবো এই সকল থিম আপনার সাইটে যোগ করে গুগল এডসেন্স এ আবেদন করলে অনেক দ্রুত অনুমোদন পেয়ে যাবেন।
আরো পড়ুনঃ
তাই ব্লগারে সাইট পরিচালনা করার জন্য প্রথমে একটি এসইও ফ্রেন্ডলি থিম বেছে নিবেন। আপনি এই আর্টিকেল থেকে সেরা ৫ টি ব্লগার থিম এর বিষয়ে জানতে পারবেন।
তো চলুন সময় নষ্ট না করে বিস্তারিত আলোচনায় ফিরে যাওয়া যাক।
এসইও ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেট কি?
অনেকে প্রশ্ন করে থাকে যে, এসইও ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেট আবার কি? আপনার উত্তরে বলব।
যে থিম বা টেমপ্লেট গুলো User ফ্রেন্ডলি হয়। মানে ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিন গুলো আপনার সাইট দ্রুত চিনতে পারে।
যে সকল ব্লগার সাইটে থিম বা টেমপ্লেট ভালো। সেই সকল থিমের রেস্পন্সিভ, দ্রুত গতি সম্পন্ন এবং এসইও অপটিমাইজ যার ফলে যখন কোন ব্যক্তি আপনার সাইট ভিজিট করবেন।
তখন দ্রুত গতিতে লোড হবে। এর এই গুণ গুলো একটি এসইও ফ্রেন্ডলি ব্লগার থিমে থাকে। আর তাই তাকে, ব্লগার টেমপ্লেট বলা হয়।
আপনি যদি উক্ত আলোচনা মনযোগ দিয়ে পড়েন তাহলে আপনিও উক্ত বিষয়ে সঠিক তথ্য জানতে পারছেন।
আপনি যদি ব্লগার এসইও ফ্রেন্ডলি থিম আপনার সাইটে ব্যবহার করেন। তাহলে গুগল এডসেন্স এ আবেদন করার পরে দ্রুত এপ্রুভাল পাওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া আপনি উক্ত থিম গুলো ব্যবহার করে অনেক সহজে আপনার পছন্দ মতো সেটিংস বা কাস্টমাইজ করতে পারবেন। যেমন-
- আপনার মন মতো মেনু অপটিমাইজ করতে পারবেন।
- সাইটের ফুটার কাস্টমাইজ করতে পারবেন।
- ওয়েবসাইট এর বডি কাস্টমাইজ করতে পারবেন।
- এছাড়া আরো বিভিন্ন ধরণের এইচটিএমএল (HTML) কোড ব্যবহার করে সাইট ডিজাইন করতে পারবেন। আপনার মনের মতো করে।
৫ টি ফ্রি ব্লগার থিম ও টেমপ্লেট [ডাউনলোড করুন]
আমরা আগেই বলেছি, আপনি যদি ব্লগার ওয়েবসাইট পরিচালনা করতে চান।
সেক্ষেত্রে আপনাকে দ্রুত গতির এসইও ফ্রেন্ডলি থিম/ টেমপ্লেট ডাউনলোড করতে হবে।
যার ফলে আপনি ওয়েবসাইট পরিচালনা করে, ভালো অবস্থায় নিয়ে যেতে পারবব।
তো চলুন জেনে নেওয়া যাক ৫ টি সেরা ফ্রি ব্লগার থিম ডাউনলোড করার বিষয়ে।
আরো পড়ুনঃ
- 20 মিনিটে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করুন। পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস গাইড
- নতুন ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার কার্যকরি উপায় (2021)
- ওয়েবসাইট তৈরির খরচ কত? বিস্তারিত জেনে নিন
১। CB Theme : SEO Friendly Blogger Template (ব্লগার থিম)
CB Theme বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি ব্লগার থিম। উক্ত থিমটি শুধু ব্লগার সাইট এর জন্য তৈরি করা হয়েছে।
উক্ত থিম একদম ফ্রি এসইও ফ্রেন্ডলি। আপনি যদি উক্ত থিম আপনার ব্লগারে ব্যবহার করেন।
তাহলে পেইড থিম গুলোর মতো, সহজ ভাবে কাস্টমাইজ করতে পারবেন।
আপনি যদি এই থিম ব্যবহার করেন, তাহলে অধিকাংশ কাস্টমাইজ আপনার ব্লগার ড্যাশবোর্ড + লেআউট এর মাধ্যমে কোস্টমাইজ করে নিতে পারবেন কোন প্রকার কষ্ট ছাড়াই।
CB Theme এটি ব্লগারের জন্য পুরোপুরি ভাবে এসইও ফ্রেন্ডলি টেমপ্লেট। আপনি যদি ব্লগিং করার জন্য ব্লগার সাইট তৈরি করার চিন্তা করেন। তাহলে উক্ত থিম আজই ব্যবহার করুন।
ডাউনলোড করুনঃ CB Theme (ব্লগার থিম)
২। Ratio : Magazine Style Template [ব্লগার থিম]
Ratio একধরণের ম্যাগাজিন স্টাইলের ব্লগার থিম। উক্ত থিম বেশির ভাগ সময় মানুষ নিউজ ওয়েবসাইট এর জন্য ব্যবহার করে।
কিন্তু, আপনি যদি মনে, করেন আপনার মনে মতো করে। যে কোন ব্লগ সাইট তৈরি করে Ratio থিম টি ব্যবহার করতে পারবেন।
উক্ত থিম একদম এসইও ফ্রেন্ডলি। এই থিম ব্যবহার করার ফলে আপনি ওয়েবসাইট লোড অনেক ভালো পাবেন।
ডাউনলোড করুনঃ Ratio (ব্লগার থিম)
৩. Smart SEO : SEO Friendly Blogger Template [ব্লগার থিম]
বর্তমান সময়ে যারা ব্লগারের জন্য থিম ব্যবহার করে। তারা বেশি ভাগ সময় Smart SEO এই ফ্রি থিম টি ব্যবহার করে।
Smart SEO থিম নামে নয় বরং কাজেও ভালো। আপনি এই থিম অনলাইনে সার্চ করে সহজে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে।
আমরাও এই থিম আমাদের ব্লগার সাইটে ব্যবহার করি। আপনি চাইলে আজই এই থিম ডাউনলোড করে ব্যবহার করুন।
উক্ত থিম ব্যবহার করলে আপনি যদি গুগল এডসেন্স থেকে আয় করতে চান। তাহলে অনেক ভালো সুবিধা পাবেন। কারণ এটি অনেক ফাস্ট টেমপ্লেট।
এটি যে কোন ব্রাউজারে, সেকেন্ড এর মধ্যে লোড হয়। যে সকল সাইট দ্রুত লোড হয় সেই সকল সাইট গুগল এডসেন্স এ আবেদন করার পরে দ্রুত এপ্রুভাল দিয়ে থাকে।
ডাউনলোড করুনঃ Smart SEO (ব্লগার থিম)
৪. Phantom : SEO Blogger Template [ব্লগার থিম]
বর্তমান সময়ে, Phantom টেমপ্লেট অনেক সুন্দর একটি ফ্রেশ থিম। এখানে সিম্পিল লেআউট করে আপনার ব্লগ বা ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন।
আপনি যদি Phantom এই ফ্রি থিম ব্লগারের জন্য ব্যবহার করেন। তাহলে সাইট স্পিড অনেক ভালো থাকবে।
ডাউনলোড করুনঃ Phantom (ব্লগার থিম)
৫. SEO Pro : SEO Friendly Blogger Template
SEO Pro ফ্রি থিম বর্তমান সময়ে মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
আপনি যদি এই থিম ব্যবহার করেন, তাহলে আপনার সাইট স্পিড অনেক ভালো থাকবে। এবং আপনার ওয়েবসাইট দ্রুত রেঙ্ক হবে।
উক্ত ফ্রি ব্লগার থিম দেখতে অনেক সুন্দর। আপনি সহজেই লেআউটর এর সাহায্যে সকল প্রকার কাস্টমাইজ করতে পারবেন।
এবং বিভিন্ন Html কোড ব্যবহার করে আপনার ব্লগার আকর্ষণীয় ভাবে তৈরি করতে পারবেন।
আমি নিজে এই থিম ব্যবহার করি। আপনি যদি গুগল এডসেন্স থেকে দ্রুত অনুমোদন পেতে চান।
তাহলে আজই আপনার ব্লগারের জন্য SEO Pro ফ্রি থিম ব্যবহার করুন। উক্ত থিম আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।
ডাউনলোড করুনঃ SEO Pro (ব্লগার থিম)
ফ্রি ব্লগার থিম ও টেমপ্লেট ব্যবহারের সতর্কতা
তো বন্ধুরা, অনলাইনে ব্লগার সাইট এর জন্য অনেক প্রকার ফ্রি থিম দেওয়া হয়। যে, সকল ওয়েবসাইট গুলো ভালো এবং মানুষ অনেক পছন্দ করে।
সেই সকল ওয়েবসাইট থেকে আপনার ব্লগারের জন্য ফ্রি টেমপ্লেট ডাউনলোড করে ব্যবহার করুন।
আপনি যদি কোন শপিং সাইট থেকে ফ্রি থিম ডাউনলোড করেন। তাহলে আপনার ফ্রি থিম ও টেমপ্লেট এর সাথে আপনার ওয়েবসাইট এ ভাইরাস চলে যেতে পারে।
তাই আপনাকে ভালো সাইট থেকে ফ্রি থিম ডাউনলোড করবেন। যেমন- আমরা উক্ত আলোচনায় যে, ৫ টি ব্লগার থিম ও টেমপ্লেট দেখিয়েছি।
সেই সকল থিম ডাউনলোড করলে ঝামেলা মুক্ত ফ্রিতে সারা জীবন ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ
শেষ কথাঃ
আমাদের আজকের পোস্ট থেকে আপনাকে জানানো হলো- ফ্রি ব্লগার থিম ও টেমপ্লেট ডাউনলোড করার উপায়।
আপনি যদি ব্লগার এর মাধ্যমে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে অনলাইন থেকে আয় করতে চান। তাহলে আপনাক আকর্ষণীয় ভাবে একটি থিম বা টেমপ্লেট ব্যবহার করতে হবে।
তাই উক্ত যে কোন একটি থিম পছন্দ করে আপনার ব্লগার সাইট যোগ করুন। এই সকল থিম ব্যবহার করে আপনার সাইট অনেক আকর্ষণীয় করে তুলতে পারবেন।
Tags: ৫ টি ফ্রি ব্লগার থিম ডাউনলোড করুন (Free Template For Blogger) ৫ টি ফ্রি ব্লগার থিম ডাউনলোড করুন (Free Template For Blogger) ৫ টি ফ্রি ব্লগার থিম ডাউনলোড করুন (Free Template For Blogger)
৫ টি ফ্রি ব্লগার থিম ডাউনলোড করুন (Free Template For Blogger) ৫ টি ফ্রি ব্লগার থিম ডাউনলোড করুন (Free Template For Blogger) ৫ টি ফ্রি ব্লগার থিম ডাউনলোড করুন (Free Template For Blogger)
আমাদের দেওয়া আর্টিকেল আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।