নতুন ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার কার্যকরি উপায় (2023)

যারা ব্লগিং এ নতুন এসেছেন এবং নতুন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করেছেন। তারা প্রথমত যে সমস্যাটিতে ভোগেন সেটি হচ্ছে ভিজিটরের সমস্যা। কেননা নতুন একটি ওয়েবসাইটে ভিজিটর ড্রাইভ করাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি কিভাবে একটি নতুন ওয়েবসাইটে ভিজিটর ড্রাইভ করবেন এবং অতি অল্প সময়ে অনেক বেশি পরিমানে ভিজিটর প্রবেশ করাতে পারবেন।

একটি নতুন ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য বেশকিছু কার্যকরী মাধ্যম রয়েছে, আমি তাদের মধ্যে জনপ্রিয় কিছু মাধ্যম নিয়ে আলোচনা করলাম যেগুলোর মাধ্যমে আপনারা চাইলেই আপনার ব্লগে প্রচুর ভিজিটর নিয়ে আসতে পারবেন।

তো আমরা জানতে চলেছি কিভাবে একটি নতুন ওয়েবসাইটে ভিজিটর আনবেন? এই পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনিও আপনার নতুন সাইটে প্রচুর ভিজিটর আনতে পারবেন।

new website Drive visitor
new website Drive visitor

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন/SEO

একটি ওয়েবসাইটে ভিজিটর আনার মাধ্যমগুলির তালিকার মধ্যে প্রথমেই যেটি সেটি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO। SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি লংটার্ম কাজ। এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবুও SEO করলে একটি ওয়েবসাইটে আস্তে আস্তে ভিজিটর বাড়তে থাকবে। আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) সম্পর্কে না জানেন তাহলে আপনি আমাদের এই SEO এর গাইড লাইন টি দেখতে পারেন। পূর্ণাঙ্গ SEO গাইড।

সোসাল মিডিয়া

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO এরপরেই যে মাধ্যমিকে রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যে কেউ চাইলেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে একটি নতুন ওয়েবসাইটে খুব সহজেই আনতে পারে। এবং এটি ইনস্ট্যান্ট কাজ করে থাকে। বেশ কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া রয়েছে।

আমি কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার নাম নিম্নে দিয়ে দিলামঃ

  • Instagram
  • YouTube
  • Facebook
  • Twitter
  • TikTok
  • Pinterest
  • Snapchat

মেসেঞ্জার এর মাধ্যমে ভিজিটর ড্রাইভঃ

বর্তমানে ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনার ওয়েব সাইটের লিংক শেয়ার করে ভিজিটর আনার একটি কার্যকরী উপায়। কেননা যাদের একটি স্মার্টফোন রয়েছে তারাও বেশ কিছু সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার ব্যবহার করে থাকেন। তাই আপনি চাইলেই আপনার ব্লগের লিংক বিভিন্ন মেসেঞ্জারে শেয়ার করার মাধ্যমে ইনস্ট্যান্ট ভিজিটর নিয়ে আসতে পারেন।

সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু মেসেঞ্জার হলঃ

  • WhatsApp
  • Facebook Massenger
  • Wechat
  • Viber
  • Line
  • Telegram
  • Imo

গেস্ট পোস্ট/ গেস্ট ব্লগিং

একটি নতুন ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার মাধ্যমগুলোর মধ্যে এরপরে যে মাধ্যমটি রয়েছে সেটি হল গেস্ট ব্লগিং গেস্ট পোস্টিং। বর্তমানে বিভিন্ন ব্লগ ঘোরাঘুরি করলেই দেখতে পারবেন বিভিন্ন ব্লগে গেস্ট পোস্ট গ্রহণ করে থাকে। আরো একটু সহজ করে বলি বিভিন্ন ব্লগে দেখতে পাবেন যে আমাদের লিখুন।

আপনি চাইলেই একটি ভাল মানের আর্টিকেল লিখে সেখানে আপনার ওয়েবসাইটের একটি লিংক দিয়ে আসলে সেখান থেকে আপনার ওয়েবসাইটে ভালো পরিমানে ভিজিটর আসবে। একটি নতুন ব্লগ এ ভিজিটর আনার জন্য সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী মাধ্যম গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্ট, এটা বলার অপেক্ষা রাখে না। এবং গেস্ট ব্লগিং এর মাধ্যমে যে সমস্ত ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে সে সকল ভিজিটরকে হাই কোয়ালিটি ভিজিটর বলা হয়।

আরোও পড়ুনঃ অনলাইনে আয়ের সেরা মাধ্যমগুলো।

ব্লগ কমেন্ট করে ভিজিটরঃ

একটি নতুন ওয়েবসাইটে ভিজিটর আনার আরো একটি কার্যকরী উপায় হচ্ছে ব্লগ কমেন্টিং। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের রিলেটেড যেকোনো ওয়েবসাইটের আর্টিকেল এর নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার ওয়েবসাইট এর লিঙ্ক সহ কমেন্ট করে আসতে পারেন। যখন আপনি অন্য কোন ব্লগ বা ওয়েবসাইটে কমেন্ট করে আসবেন সে ওয়েবসাইটের ভিজিটর আপনার কমেন্ট দেখে আপনার লিংকের উপর ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে আসবে।

তবে হ্যাঁ ব্লগ কমেন্ট খুব মার্জিত ভাবে করতে হবে কেননা আপনি যদি অতিরিক্ত মাত্রায় লিংক দেন বা অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে কমেন্ট করেন তাহলে সেই ব্লগের এডমিন আপনার কমেন্টটি এপ্রুভ করবে না। অথবা আপনার কমেন্ট কে স্পাম আকারে দেখা হবে, সে ক্ষেত্রে আপনার লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে।

প্রশ্নোত্তর সাইট থেকে

একটি নতুন ওয়েবসাইটে ভিজিটর আনার আরো একটি অন্যতম মাধ্যম হচ্ছে প্রশ্ন-উত্তর সাইট থেকে ভিজিটর আনা। বর্তমানে অনেক পপুলার প্রশ্ন-উত্তর ওয়েবসাইট রয়েছে আপনি চাইলেই সেই ওয়েবসাইটগুলোতে একজন মেম্বার হয়ে প্রশ্নের উত্তর দিয়ে অথবা প্রশ্ন করে আপনার ওয়েব সাইটের লিংকটি দিয়ে আসতে পারেন। এবং যে সকল ভিজিটর আসে এই প্রশ্ন সম্পর্কে জানতে আসবে সে আপনার লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে আসবে এক্ষেত্রে আপনি খুব ভালো মানের ভিজিটর পেতে পারেন।

আরোও পড়ুনঃ মোবাইল দিয়ে আয় করার জনপ্রিয় মাধ্যম।

জনপ্রিয় কিছু প্রশ্ন উত্তর সাইটঃ

  • www.quora.com
  • www.ehow.com
  • answers.yahoo.com
  • www.answers.com
  • superuser.com
  • www.blurtit.com
  • www.askdeb.com
  • stackoverflow.com
  • able2know.org
  • www.askmehelpdesk.com
  • ask.fm
  • www.flipter.com

ওয়েব টু থেকে ভিজিটরঃ

ওয়েব টু হচ্ছে একটি ব্লগিং প্লাটফর্ম এটা বিভিন্ন ওয়েব সাইট বা ব্লগ এ সুযোগটি দিয়ে থাকে। সেখানে যে কেউ চাইলেই ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে ভালো মানের আর্টিকেল প্রকাশ করতে পারবে। সেরকম ভাবেই আপনি বিভিন্ন ওয়েবসাইটে ভালো মানের আর্টিকেল দিয়ে সেখানে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে আসলে সেখান থেকে ক্লিক করে অনেক ভিজিটর আপনার ওয়েবসাইটে চলে আসবে।

এটাকে গেষ্ট পোস্টিং ও বলে।

বেশ কিছু জনপ্রিয় ওয়েব 2 সাইটের লিংক নিম্নে দেওয়া হলঃ

  • Blogger.com
  • WordPress.com
  • weebly.com
  • medium.com
  • wn.com
  • instructables.com
  • angelfire.com
  • sites.google.com
  • livejournal.com

ভিডিও মার্কেটিং এর মাধ্যমে ভিজিটরঃ

বর্তমানে অনলাইন মার্কেটিং ভিত্তিক যে মার্কেটিং গুলো রয়েছে তার মধ্যে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ভিডিও মার্কেটিং, আপনি চাইলে ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনার নতুন ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারেন এটি একটি কার্যকরী পদ্ধতি।

কেননা বর্তমানে ভিজিটর প্রতি বেশি আসক্ত হয়ে থাকে এবং তারা ভিডিও বেশি পছন্দ করে আপনি যদি ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনার ওয়েব সাইটের লিংকটি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনার ওয়েবসাইটে খুব ভালো পরিমানে ভিজিটর প্রবেশ করবে।

বেশ কিছু ভিডিও মার্কেটিং সাইট লিস্টঃ

  • YouTube.
  • Vimeo.
  • Dailymotion.
  • Blip.
  • Wistia.
  • Metacafe.
  • Veoh.
  • Megavideo.

এডস/প্রমোশন

এছাড়াও আপনি যদি চান আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য কিছু টাকা খরচ করবেন সে ক্ষেত্রে আপনি চাইলে পেইড অ্যাপস বা প্রমোশন চালাতে পারেন সেক্ষেত্রে খুব অল্প সময় আপনার কাঙ্খিত ভিজিটর পেয়ে যাবেন। বর্তমানে ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য বা ওয়েবসাইট প্রমোশন করার জন্য বেশ কিছু ওয়েবসাইট হয়েছে এর মধ্যে জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর লিঙ্ক আমি নিম্নে দিয়ে দিলাম।

জনপ্রিয় ওয়েব ওয়েব প্রমোশন সাভিসঃ (পেইড)

  • Google Adwords
  • Facebook Ads
  • Outbrain Amplify For Advertisers
  • LinkedIn Ads
  • Twitter Ads

আমাদের পরামর্শঃ

আপনি যদি একটি নতুন ওয়েবসাইট বানিয়ে থাকেন বা বানাবেন বলে ভাবছেন তাহলে কোন চিন্তা নেই আপনি চাইলে উপরের যে মাধ্যমগুলোতে ছড়িয়ে মাধ্যমগুলো অবলম্বন করে একটি নতুন ওয়েবসাইটে খুব অল্প সময়ে ভালো পরিমানে ভিজিটর ড্রাইভ করতে পারবেন এতে কোন সন্দেহ নেই। তবে হ্যাঁ এই কাজগুলো করার সময় অবশ্যই আপনাকে সর্তকতা অবলম্বন করতে হবে যেন কোন ক্ষেত্রে আপনি স্প্যাম না করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

10 thoughts on “নতুন ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার কার্যকরি উপায় (2023)”

  1. আরএসট্রিক২১

    ধন্যবাদ। আমার ব্লগ rstrick21.blogspot.com। ঘুরে আসার আমন্ত্রণ রইলো।

  2. আপনার লেখাটি চমৎকার । অনেকে এই আর্টিকেলটি পড়ে অনেক উপকৃত হবে । অনেক নতুনদের জন্য পথ প্রদর্শক হবে । আপনার প্রয়াসকে আমি সাধুবাদ জানাই । আপনার জন্য শুভকামনা রইলো ।

  3. আপনার আর্টিকেলগুলো আমাকে অনেক ভালো লাগে। আমি নিয়মিত আপনার আর্টিকেল পরি এবং কিছু শেখার চেষ্টা করি।আপনার আর্টিকেলগুলো পড়ে অনুপ্রাণিত হয়ে আমি আমার এই ব্লগ সাইটটি খুলেছি চাইলে ঘুরে আসতে পারেন। teaching-blog24.blogspot.com

  4. মাহাবুব

    আপনার আর্টিকেলগুলো আমাকে অনেক ভালো লাগে। আমি নিয়মিত আপনার আর্টিকেল পরি এবং কিছু শেখার চেষ্টা করি

  5. খুব ভালো লাগলো লেখাটি।
    আশা করি অনেকেই উপকৃত হবে।
    শুভকামনা নিরন্তর

Scroll to Top