পুরাতন দলিল তল্লাশি এবং দলিল তল্লাশি ফি কত টাকা

পুরাতন দলিল তল্লাশি : বর্তমান সময়ে অনেকেই google সন্ধান করে প্রশ্ন করেন। পুরাতন দলিল তল্লাশি অনলাইনে কিভাবে পাওয়া যায়।

তো আর্টিকেলের শুরুতে আপনাকে বলতে চাই, আপনারা দলিল তল্লাশি অনলাইনে করতে পারবেন না। কারণ এখনো কোনো এ ধরনের সিস্টেম চালু করা হয় না।

তবে আপনাদের প্রশ্ন হতে পারে পুরাতন দলিল তল্লাশি কিভাবে করব। তাই আজকের এই প্রশ্নের উত্তর নিয়েই আর্টিকেলকে প্রস্তুত করা হয়েছে।

পুরাতন দলিল তল্লাশি এবং দলিল তল্লাশি ফি কত টাকা
পুরাতন দলিল তল্লাশি এবং দলিল তল্লাশি ফি কত টাকা

আপনারা যারা প্রশ্ন করে থাকেন পুরাতন দলিল তল্লাশি কিভাবে করব, এবং দলিল তল্লাশি ফি কত টাকা। তারা এই প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

দলিল তল্লাশি মানে কি, দলিল তল্লাশি মনে হচ্ছে খোঁজাখুঁজি করা। যখন একটি দলিল উপজেলা সাব রেজিস্টার অফিসে রেজিস্ট্রি করা হয় তখন সেটি অনুমোদন হলে, বালাম বহিতে লিপিবদ্ধ করা হয়।

তাছাড়া দলিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, দুটি পত্র তৈরি করা হয়। অফিসিয়াল এই সকল কাজ সম্পন্ন হওয়ার জন্য, একটি দলিল সম্পাদন হওয়ার পরে, তা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেজিস্টার অফিসে জমা হয়ে থাকে। তারপর নির্দিষ্ট দলিলগুলো গ্রহিতাকে প্রদান করা হয়।

উক্ত দলিল গুলো কেউ যদি কোনো কারণে হারিয়ে ফেলে বা কোনভাবে নষ্ট হয়ে যায়। তখন সার্টিফিকেট কপি প্রয়োজন পড়লে, সরাসরি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে নির্দিষ্টি পরিশোধ করে, পুরাতন দলিল তল্লাশি করে, উত্তোলন করতে পারবেন।

Table of Contents

কেন দলিল তল্লাশির প্রয়োজন হয়

বর্তমান সময়ে আমাদের অনেক প্রয়োজনে দলিল তল্লাশি করার দরকার হয়। মনে করুন- ১০ বছর আগে একটি দলিল আপনার কাছে ছিল।

কিন্তু কোন একটি দুর্ঘটনার কারণে দলিলটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়।

এছাড়া, দলিল নাম্বার বা অন্যান্য তথ্য আপনার কিছুই মনে নেই। এ অবস্থায় কোন আইনের জটিলতার কারণে, বা মামলা মোকদ্দমার কারণে দলিলটি অনেক প্রয়োজন হতে পারে।

এক্ষেত্রে কিন্তু দলিল তল্লাশি ছাড়া বিকল্প কোন পদ্ধতি, ব্যবহার করে, দলিলের নকল তোলা সম্ভব নয়।

তাই আপনাদের প্রয়োজনীয় পুরাতন দলিল তলাশী করে খুঁজে পেতে, সরাসরি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করতে হবে।

সূচিপত্র তল্লাশ ও রেজিস্ট্রার বহি পরিদর্শন ফিসের হার

জমির দলিল তল্লাশি ফি পরিশোধ এর ক্ষেত্রে আইনের বিধি-বিধান রয়েছে। মানে দলিল তল্লাশীর জন্য আপনাকে অবশ্যই ফী পরিশোধ করতে হবে।

তারপর আপনি নিজে প্রয়োজন মত পুরাতন দলিলগুলো তল্লাশি করার সুযোগ পাবেন।

দলিল তল্লাশি ফি

কোন নির্দিষ্ট কার্যালয় এর প্রতি দলিলে, সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং অন্তর্ভুক্ত সম্পত্তির বিবরণ সংক্রান্ত প্রতিটি ভুক্তির জন্য সূচি দলিল তলাশের ক্ষেত্রে, নিম্ন হারে ফী পরিষদ করতে হবে। যেমন-

  • দলিল তল্লাশি ফি এক বছরের জন্য ২০ টাকা।
  • একাধিক বছরের জন্য প্রথম বছরের ক্ষেত্রে ২০ টাকা আর অতিরিক্ত বছরগুলোর জন্য ১৫ টাকা হারে ফি পরিশোধ করতে হবে।

রেজিস্টার বহি পরিদর্শন ফি

উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি বহি পরিদর্শন করার জন্য আপনাকে ফি প্রদান করতে হবে। পরিদর্শন ফি ১ নং, ৩নং এবং ৪নং বহিতে অন্তর্ভুক্ত প্রতিটি নকল বা অন্যান্য রেজিস্ট্রার বহি বা কোন নির্দিষ্ট দলিল বা নথির কোন পৃষ্টা পরিদর্শন জন্য ১০ ফি প্রদান করতে হবে।

এ ধরনের ফি পরিশোধ করার জন্য কিছু শর্ত প্রযোজ্য হবে যেমন-

  • কোন নির্দিষ্ট অফিসের সূচি বহিতে অন্তর্ভুক্ত কোন একটি নাম বা সম্পত্তির বিবরণ তল্লাশ এর ক্ষেত্রে সি পরিমাণ 150 টাকা বা তার কম হবে।
  • কোন আবেদনকারী যদি কোন নির্দিষ্ট বছরের নির্দিষ্ট কোন ভুক্তি তলাশের জন্য আবেদন দাখিল ক্রমে, আবেদনের নিরাপত্তি প্রাপ্ততার অধিক ভক্তি সম্পর্কে প্রকাশ সংগ্রহ করে, তবে তাকে আবেদনকারীর সময় জমাকৃতিক মোট ১৫০ টাকা পরিশোধ করতে হবে।
  • যদি কোন দলিলের নকল সংগ্রহের জন্য আবেদন এর সহিত নিবন্ধিত মূল দলিল কোনলিপি দাখিল করা হয় তাহলে কোন তল্লাশি ফি পরিশোধ করার প্রয়োজন হবে না।

কিভাবে জমির দলিল তল্লাশি করবেন?

আপনার যারা কোন কারণে দলিল হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন, সেই ক্ষেত্রে পুরাতন দলিল তল্লাশি করতে চাচ্ছেন। দলিল তল্লাশি করার জন্য আপনাকে সরাসরি উপজেলা রেজিস্ট্রি অফিসে যেতে হবে।

সেখানে গিয়ে আপনার পুরাতন দলিলের মালিকের নাম, ডাকনাম এবং খতিয়ান নং বলতে পারলে, খুব সহজেই পুরাতন দলিল তল্লাশি করে নিতে পারবেন।

আর পুরাতন দলিল তল্লাশি করতে কত টাকা ফি জমা দিতে হবে, সে বিষয়ে আমরা উপরে উল্লেখিত আলোচনা জানিয়ে দিয়েছি।

শেষ কথাঃ

বন্ধুরা আপনার যারা পুরাতন দলিল তল্লাশি এবং দলিল সে ফি কত টাকা লাগে জানার আগ্রহী। তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

পুরাতন দলিল তল্লাশি ও তল্লাশি ফি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন। আর আমাদের ওয়েবসাইট থেকে জমির দলিল সংক্রান্ত আরো অন্যান্য আর্টিকেল পড়তে চাইলে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top