রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা : আমাদের বাংলাদেশে থেকে অনেক সংখ্যক মানুষ কাজের উদ্দেশ্যে রাশিয়ায় গিয়ে পারি জমিয়েছে।
আবার অনেকেই বাংলাদেশ থেকে রাশিয়া যাওযার জন্য স্বপ্ন দেখছেন। সেই লক্ষ্যে অনেকেই গুগল সন্ধান করে, জানতে চাই যে, রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা।

তাই তাদের জন্য আজকের এই পোস্টে, রাশিয়ার ১ টাকা বাংলাদের কত টাকা হয় সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া চেষ্টা করব। তবে প্রথমেই বলে রাখি।
রাশিয়ার টাকার রেট প্রতিদিন পরিবর্তন হয়। তাই আপনি এখন জানবেন টাকা রেট একটি অন্য সময় দেখবেন টাকার রেট পরিবর্তন হয়ে গেছে।
তাই বাংলাদেশ থেকে বা রাশিয়া থেকে টাকার রেট আপডেট জানার জন্য একটি লিংক শেয়ার করে দেব। যেখানে ক্লিক করে প্রতিদিনের আপডেট রাশিয়া টু বাংলাদেশি টাকার রেট জেনে নিতে পারবেন।
তো চলুন আর সময় নষ্ট না করে, রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আপনারা যারা রাশিয়ার ১ টাকা/ রাশিয়ার রুশ রুবল সমান বাংলাদেশের কত টাকা হয় জানতে আগ্রহী থাকেন।
তারা আমাদের এই আর্টিকেল পড়ে অনেক উপকৃত হতে পারবেন। বিস্তারিত জানতে নিচের আলোচনা শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।
রাশিয়ার রাজধানীর নাম কি?
বর্তমানে যারা বাংলাদেশ থেকে রাশিয়া যেতে চাই। তারা অনেক সময় প্রশ্ন করেন যে, রাশিয়ার রাজধানীর নাম কি? তো রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে- মস্কো।
রাশিয়া কোন মহাদেশে অবস্থিত?
রাশিয়া নির্দিষ্ট কোন মহাদেশে অবস্থান করে না। রাশিয়া পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া মহাদেশ এ অবস্থিত। বিশ্বের বৃহত্তর একটি জনপ্রিয় দেশ।
তাই বলা যায়, রাশিয়া- ইউরোপ ও এশিয়ার দুইটি মহাদেশে অবস্থিত।
রাশিয়ার টাকার নাম কি?
আর্টিকেলের শুরুতেই আপনাকে জানিয়ে দিচ্ছি, যারা মূলত জানতে চান? রাশিয়ার টাকা নাম কি? উত্তর হলে- রাশিয়ার টাকা নাম হচ্ছে- রুশ রুবল।
প্রতিটি ঘন্টায় এই রুশ রুবল কম বেশি হয়ে থাকে। তাই আপনি যদি রাশিয়া থেকে বাংলাদেশে টাকা/ রুশ রুবল পাঠাতে চান?
তবে আপডেট টাকার রেট জেনে তারপরে পাঠাবেন, তাহলে লাভজনক হতে পারবেন।
রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা
আমরা আমাদের বাংলাদেশে যেভাবে মুদ্রাকে টাকা বলে থাকি। তেমনি ভাবে রাশিয়ান’রা টাকা কে রুশ রুবল বলে থাকেন। এক্ষেত্রে, বাংলাদেশি টাকা এবং রাশিয়ার রুশ রুবল রেট ভিন্ন হয়ে থাকে।
আমি আজকের তারিখ অনুযায়ী রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা সেই বিষয়ে বলে দেব। আজ ২১ জুলাই ২০২৩ ইং তারিখে রাশিয়ার ১ টাকা/ ১ রুশ রুবল বাংলাদেশে- ১ টাকা ২১ পয়সা।
তাই আজকে আপনি যদি রাশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান? তাহলে ১ রুশ রুবল পাঠালে বাংলাদেশি টাকায় পাওয়া যাবে ১.২১ টাকা।
তবে আপনি এখন যে টাকার রেট দেখলেন। এটি কিন্তু একঘন্টা পরে একই নাও থাকতে পারে। কারণ রুশ রুবল প্রতি মুহুতে পরিবর্তন হয়ে থাকে।
এক্ষেত্রে, আপনি কখন নিজেরে দেশে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর আগে অবশ্যই রুশ রুবল রেট জেনে তারপরে, টাকা পাঠান। যখন দেখবেন, টাকার রেট বেশি তখন টাকা পাঠাবেন।
রাশিয়ার ১ টাকা হতে ১ লাখ টাকা বাংলাদেশের কত টাকা
আপনি উপরের আলোচনায় রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা এই সম্পর্কে জানতে পারলেন। তবে আমি আপনাকে এখন রাশিয়ার ১ টাকা হতে ১ লাখ টাকা বাংলাদেশে কত টাকা হয় সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব।
এছাড়া, আপনি এখন রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা হয় প্রতিটি মুহূতে জানার জন্য আপডেট লিংক পেয়ে যাবেন। যা ব্যবহার করে, টাকা পাঠানোর আগে চেক করে নিবেন।
রাশিযার ১ টাকা বাংলাদেশের কত টাকা আপডেট জানতে ভিজিট করুন
রাশিয়ান রুশ রুবল |
সমান |
বাংলাদেশি টাকায় |
01 রুশ রুবল |
সমান | 1.21 টাকা |
05 রুশ রুবল | সমান |
6.03 টাকা |
10 রুশ রুবল |
সমান | 12.05 টাকা |
50 রুশ রুবল | সমান |
60.26 টাকা |
100 রুশ রুবল |
সমান | 120.52 টাকা |
200 রুশ রুবল | সমান |
241.05 টাকা |
500 রুশ রুবল |
সমান | 602.61 টাকা |
700 রুশ রুবল | সমান |
843.66 টাকা |
1000 রুশ রুবল |
সমান | 1205.23 টাকা |
1500 রুশ রুবল | সমান |
1807.84 টাকা |
2000 রুশ রুবল |
সমান | 2410.46 টাকা |
2500 রুশ রুবল | সমান |
3013.07 টাকা |
3000 রুশ রুবল |
সমান | 3615.69 টাকা |
4000 রুশ রুবল | সমান |
4820.91 টাকা |
5000 রুশ রুবল |
সমান | 6026.14 টাকা |
6000 রুশ রুবল | সমান |
7231.37 টাকা |
7000 রুশ রুবল |
সমান | 8436.60 টাকা |
8000 রুশ রুবল | সমান |
9641.83 টাকা |
9000 রুশ রুবল |
সমান | 10847.06 টাকা |
10000 রুশ রুবল | সমান |
12052.29 টাকা |
50000 রুশ রুবল |
সমান | 60261.43 টাকা |
100000 রুশ রুবল | সমান |
120522.87 টাকা |
শেষ কথাঃ
আপনরা উপরে আলোচনাতে, রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা জানার পাশাপাশি। প্রতিদিন আপডেট টাকা রেট জানার জন্য লিংক সম্পর্কে জানতে পারলেন। যা অনুসরণ করে, বাংলাদেশে রুশ রুবল পাঠানোর আগে যাচাই করে দেখতে পারবেন।
এছাড়া, আমাদের এই ওয়েবসাইট থেকে আরো অন্যান্য দেশের টাকার রেট জানতে, ভিজিট করুন।
ধন্যবাদ।