প্লেজারিজম কি : বর্তমান সময়ে আমরা যারা ব্লগিং করি, তারা সকলেই প্লেজারিজম এর সাথে পরিচিত। তবে আমাদের মধ্যে এমন অনেক নতুন ব্লগার/ কনটেন্ট রাইটার আছে। যারা প্লেজারিজম কি এই বিষয়ে জানেন না।
আর যারা প্লেজারিজম সম্পর্কে না জেনে, আর্টিকেল/ কনটেন্ট লিখছেন। তাদের কি ধরণের ক্ষতি হচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তাই আজ আমাদের এই পোস্টে, আপনাদের জানিয়ে দেবো, প্লেজারিজম কি এবং কিভাবে প্লেজারিজম চেক করতে হয়।
আপনি যদি এ বিষয়ে বিস্তারিত ধারণা পেতে চান? তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
প্লেজারিজম কি ? এবং প্লেজারিজম বলতে কি বুঝায় ?
বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে অসংখ্য পরিমাণের তথ্য আছে এ সকল তথ্য থেকে হুবহু কোন কিছু কপি করে। নিজের নামে চালিয়ে দেওয়া বা কোন তথ্য আংশিক পরিবর্তন করে, নিজের নামে চালিয়ে দেয়াকেই প্লেজারিজম বলা হয়।
- ফ্রিতে ব্যবহার করুন ৫ টি ইউটিউব মার্কেটিং টুলস
- আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট (25 টি) [নতুনদের জন্য]
- কিভাবে আকর্ষনীয় ব্লগ পোস্ট/আর্টিকেল লিখবেন (Best Quality)
আপনাকে সহজভাবে বলতে গেলে কারো কোন কাজ বা লেখাকে নিজের নামে ব্যবহার করা বা নিজের নামে প্রকাশ করাকে প্লেজারিজম বরা হয়।
আপনাকে যদি আরও নিখুত ভাবে বলা যায়। তাহলে কেউ যদি অন্য কোন মানুষের গবেষণা করা, এবং আইডিয়া হুবহু নকল বা সামান্য পরিবর্তন করে, সেটি নিজের কাজে ব্যবহার করে, তাহলে সেটিকে বলা হয় প্লেজারিজম।
তো বন্ধুরা আমরা আপনাকে প্লেজারিজম কি এই সম্পর্কে বোঝাতে সফল হয়েছি। আপনি যদি প্লেজারিজম বলতে কি বুঝায় সেটি না বুঝে থাকেন।
তাহলে, সংক্ষিপ্তভাবে বলছি মনে করুন আপনি ব্লগিং করেন। এখন আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল লিখেন এখন আপনি কোন বিষয়ে আর্টিকেল লিখতে চাচ্ছেন।
কিন্তু আপনি সেই আর্টিকেল বিষয়ে বোঝেন না। সে ক্ষেত্রে আপনি অন্য কারো ওয়েবসাইট এর লেখা কপি করে/ চুরি করে নিয়ে এসে কিছু কিছু শব্দ পরিবর্তন করে। নিজের ওয়েবসাইটে আপলোড করে দেন। আর সেটিকেই প্লেজারিজম বলা হয়।
প্লেজারিজম কারা বেশী করেন ?
বর্তমান সময়ে যারা ব্লগিংয়ের সাথে জড়িত তারাই বেশিরভাগ সময় না জেনে বুঝে প্লেজারিজম করে বসেন।
অনেক ব্লগার রয়েছে যারা ইচ্ছা করে, অন্যের আর্টিকেল কপি করে, নিজের ওয়েবসাইটে প্রকাশ করে, নিজের নামে চালিয়ে দেন।
এছাড়া আবার অনেকে আছে না জেনে বুঝে এমনটা করে থাকে। এ বিষয়টি জেনে হোক বা না জেনে হোক প্লেজারিজম একটি অনৈতিক কাজ।
প্লেজারিজম করার জন্য অনেকেই বড় সমস্যায় পড়ে থাকে। অনেকে আবার আইনের জটিলতার মতো বড় ধরনের সম্মুখীন হয়।
প্লেজারিজম করলে, কি ধরনের সমস্যা হয়। সেটি আমরা এখানে আপনাকে জানিয়ে দেব।
প্লেজারিজম করার ফলে আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন। তার মধ্যে সবথেকে অন্যতম হলো ইনকাম।
আপনি যদি আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স ব্যবহার করেন। তবে আপনার এডসেন্স ডিজেবল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
যার ফলে আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে আর কোন ধরনের টাকা ইনকাম করতে পারবেন না। তাছাড়া আইনের জটিলতায় পড়ার লক্ষণ তো রয়েছেই।
আমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা প্লেজারিজম করে আইনি সমস্যায় পড়েছেন। আপনি নিশ্চয়ই চাইবেন না এরকম কোন সমস্যা আপনার সাথেও হোক।
তাই আপনি ভুলবশত অন্য কারো ওয়েব সাইটে লেখা কপি করে নিজের ওয়েবসাইটে প্রকাশ করছেন কিনা সেটি সেটি আপনাকে অবশ্যই জানতে হবে।
তার আগে চলুন প্লেজারিজম থেকে বাঁচার উপায় কি সেই সম্পর্কে জেনে নেয়া যায়।
প্লেজারিজম (Plagiarism) থেকে বাঁচার উপায়
প্লেজারিজম থেকে বাঁচতে চাইলে আপনাকে আপনার ওয়েবসাইটে পোস্ট বা লেখা শেয়ার করার আগে তা যাচাই করে দেখতে হবে।
বর্তমান সময়ে, প্লেজারিজম চেক করার জন্য অসংখ্য ফ্রী প্লেজারিজম চেকার রয়েছে।
আপনারা সিম্পলি পোস্ট লিখে, প্লেজারিজম ট্র্যাকার ব্যবহার করে আগে চেক করে দেখবেন আপনার লেখা পোস্টে, কোন ধরনের প্লেজারিজম রয়েছে কিনা।
প্লেজারিজম চেক করে ওয়েবসাইটের আর্টিকেল শেয়ার করলে, আপনি প্লেজারিজম থেকে সুরক্ষিত থাকতে পারবেন।
আপনারা প্লেজারিজম চেকার ফ্রিতে ব্যবহার করে, জানতে পারবেন আপনার লেখা আর্টিকেল কত পারসেন্ট প্লেজারিজম রয়েছে এবং কত পারসেন্ট ইউনিক রয়েছে।
প্লেজারিজম চেক করার নিয়ম
প্লেজারিজম চেক করার জন্য আপনি অনেক ধরনের অনলাইন টুলস গুগলে পেয়ে যাবেন। আপনারা চাইলে নিজে নিজে ম্যানুয়ালি প্লেজারিজম যাচাই করতে পারবেন কিন্তু প্লেজারিজম চেক করার জন্য টুলস ব্যবহার করে, আপনারা খুব সহজেই প্লেজারিজম যাচাই করে নিতে পারবেন।
অনলাইন টুলস ব্যাবহার করে, প্লেজারিজম চেক করলে, প্লেজারিজম ফলাফল যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন।
যেমন-
- কত % প্লেজারিজম রয়েছে
- কত % ইউনিক রয়েছে
- লেখা কোন ওয়বসাইটের আর্টিকেল এর সাথে মিল আছে ইত্যাদি।
তো আপনি যদি প্লেজারিজম টলস ব্যবহার করেন তাহলে এ সকল তথ্য সহজেই জানতে পারবেন।
প্লেজারিজম ম্যানুয়ালি যাচাই করার জন্য আপনি যে লেখাটি নিজের ওয়েবসাইটের শেয়ার করেছেন। তার কিছু অংশ বা অংশ গুগলে সার্চ করবেন।
যদি হুবহু মিল খুঁজে পান। তাহলে এই লেখাটি কখনোই আপনার ওয়েবসাইটে শেয়ার করবেন না।
তবে যেমনটা আগেই বলেছি আপনি যদি ম্যানুয়ালি প্লেজারিজম যাচাই করেন তবে আপনি ডিটেলস সহ জানতে পারবেন না।
আর আপনি যদি টুলস ব্যবহার করে, প্লেজারিজম চেক করেন। তাহলে এখানে আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
তাই আমি আপনার সুবিধার জন্য এখানে প্লেজারিজম চেক করার ফ্রী জনপ্রিয় কিছু সম্পর্কে জানিয়ে দিয়েছি। যে টুলসগুলো আপনারা গুগলে সার্চ করে সহজেই পেয়ে যাবেন।
5 টি ফ্রি আর্টিকেল প্লেজারিজম চেকার
- smallseotools.com
- www.duplichecker.com
- www.quetext.com
- searchenginereports.net/plagiarism-checker
- plagiarismdetector.net
শেষ কথাঃ
তো বন্ধুরা আজ আমাদের এই পোস্টে আপনাকে জানিয়ে দেয়া হলো, প্লেজারিজম কি এবং প্লেজারিজম চেক করার সেরা 5 টি অনলাইন টুলস সম্পর্কে।
আপনার যারা ব্লগিং সেক্টরে কাজ করেন তারা অবশ্যই প্লেজারিজম চেক করে তারপর ব্লগে বা ওয়েবসাইটে আর্টিকেল লেখার চেষ্টা করবেন। আর না হলে আপনারা উপরে, উল্লেখিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন।
তো শেষ মুহূর্তে আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
আর আপনার বন্ধুদেরকে এই আর্টিকেল সম্পর্কে জানাতে নিচে দেওয়া যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন ধন্যবাদ।