এনআইডি ওয়ালেট (Nid Wallet) : বর্তমান সময়ে যারা অনলাইন থেকে এনআইডি সার্ভিস নিয়েছেন তারা অবশ্যই, এনআইডি ওয়ালেট নামটা শুনেছেন বা এর সাথে পরিচিত আছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় এনআইডি ওয়ালেট এর প্রয়োজন হয়।
তবে, আমাদের মধ্যে যারা অনলাইন থেকে এখনো এনআইডি সার্ভিস নেননি ভবিষ্যতে নেবেন। তাদের কাছে এনআইডি ওয়ালেট নামটা অপরিচিত মনে হতে পারে। তাই তাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে।
আপনাদের কে সহজভাবে জানানোর চেষ্টা করব। এনআইডি ওয়ালেট কি ? Nid Wallet এর কাজ কি ? এনআইডি ওয়ালেট ছাড়া কোনভাবে কি এনআইডি একাউন্ট খোলা সম্ভব ?
- যারা নতুন ভোটার স্মার্ট কার্ড পাননি তাদের জন্য পরামর্শ
- একাধিকবার ভোটার হলে কি করবেন ? দ্বৈত ভোটার হলে করনীয়
- একাধিকবার ভোটার নিবন্ধন করলে যা হতে পারে
এ যাবতীয় তথ্য জানতে, আমাদের আগের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
Nid Wallet কি?
এনআইডি ওয়ালেট (Nid Wallet) : হচ্ছে- Multi Purpose মোবাইল অ্যাপস। উক্ত এনআইডি ওয়ালেট অ্যাপ টি ডেভেলপ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃপক্ষ।
আপনারা জানেন বর্তমান সময়ে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ডের প্রায় সকল সার্ভিস সংগ্রহ করা যায়।
অনলাইনের মাধ্যমে সহজে এনআইডি সার্ভিস পেতে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট স্টেশন করে আইডি একাউন্ট তৈরি করতে হয়।
এনআইডি সার্ভিস অ্যাকাউন্টে লগইন করে, প্রয়োজনীয় এনআইডি কার্ড ডাউনলোড করা বা এনআইডি কার্ড এর আবেদন। এছাড়া এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করা সম্ভব হয়।
যেহেতু জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড একাউন্টে নাগরিক এর ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে।
তাই একজন ব্যক্তি এনআইডি একাউন্ট এ অসৎ উদ্দেশ্য সাধনের জন্য যাতে, অন্য কোনো ব্যক্তির রেজিস্টেশন নাকরতে পারে।
সে জন্য এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সিস্টেম টি এনআইডি ওয়ালেট এর মাধ্যমে, সিকিউরিটি করা হয়েছে।
Nid Wallet এর কাজ কি ?
অনলাইনের মাধ্যমে এনআইডি অ্যাকাউন্ট তৈরি করার সময় আবেদনকারীর ফেস ভেরিফাই করার দরকার হয়।
জাতীয় পরিচয় পত্র আইডি সার্ভারের থাকা ছবির সাথে আবেদনকারীর ভেরিফাই করার জন্য এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়।
মানে এনআইডি ওয়ালেট এর মূল কাজ হচ্ছে, ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে সঠিক ব্যক্তিকে শনাক্ত করা। Nid Wallet এর কাজ কি ?
এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় প্রথমে, জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করতে হয়।
দ্বিতীয় ধাপে, স্থায়ী এবং বর্তমান ঠিকানা নির্বাচন করতে হয়।
তৃতীয় ধাপে আবেদনকারীর মোবাইল নাম্বার দিয়ে বার্তা প্রেরণ করা হয়।
মোবাইলে 6 ডিজিট যাচাইকরণ কোড চলে আসে সেটি দিয়ে. সাবমিট করলে উপরের ছবির মত একটি পেজ চলে আসে এবং সেখানে একটি qr-code দেখানো হয়।
এনআইডি ওয়ালেট এর মাধ্যমে, উক্ত QR Code টি স্ক্যান করার পর, এনালি ওয়ালেটে আবেদনকারীর স্ক্যান করতে হয়।
এনআইডি এর সার্ভার থাকা ছবির সাথে আবেদনকারীর ফ্যামিলি গেলে ভেরিফিকেশন কমপ্লিট হয়। এবং পেজটি রিডাইরেক্ট হয়ে পরবর্তী অংশ নেয়া যায়।
এছাড়া প্রক্রিয়াটি শেষ করতে হলে কি কি করণীয় সে বিষয়ে এই পেজের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে বিবরণ দেওয়া আছে।
একাউন্ট একাউন্ট রেজিস্টার করার সময় QR Code স্ক্যান করা এবং এনআইডি ওয়ালেট এর এই পর্যন্ত এর কাজ শেষ। উক্ত কাজ ছাড়া বাকি তেমন কোনো কাজ এনআইডি ওয়ালে নেই।
Nid Wallet ডাউনলোড
আমাদের মধ্যে অনেকেই এনআইডি ওয়ালেট ডাউনলোড করার জন্য চেষ্টা করেন। আমার ব্যক্তিগত মতে যা কখনই ঠিক নয়। এ্যান্বল্লেট ডাউনলোড করতে গিয়ে অনেকের অনেক ধরনের বিপদে পড়তে হয়।
ইন্টারনেটের সকল তথ্য যে সঠিক তা কিন্তু নয়। অনেক অসাধু ব্যক্তি রয়েছে। যারা মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের ভাইরাস তৈরী করে বিভিন্ন নামে ইন্টারনেটে ছড়িয়ে থাকে। Nid Wallet এর কাজ কি ?
এনআইডি ওয়ালেট এপিকে ডাউনলোড করতে গিয়ে অনেক সময় ভাইরাসযুক্ত লিংকে ক্লিক করে আপনার মোবাইল এর সকল মূল্যবান ডাটা নষ্ট হয়ে যেতে পারে এমনকি আপনার মোবাইল হ্যাক পর্যন্ত হতে পারে।
তাই কোন সময়ে এনআইডি ওয়ালেট এপিকে ফাইল ডাউনলোড করবেন না।
তো বন্ধুরা এখন প্রশ্ন করতে পারেন যে, এনআইডি ওয়ালেট তাহলে কিভাবে কোনটি ডাউনলোড করব। এক্ষেত্রে আপনার কোন চিন্তার কারন নেই আমরা এখানে জনপ্রিয় একটি এনআইডি ওয়ালেট ডাউনলোড করার নিয়ম জানিয়ে দিব। Nid Wallet এর কাজ কি ?
Nid Wallet ডাউনলোড করার নিয়ম
এনআইডি ওয়ালেট অ্যাপটি কিন্তু দুর্বল না। খুব সহজে পাওয়া যায় এবং এর ফাইল এর সাইজ অনেক ছোট তাই পরামর্শ দিচ্ছি এনআইডি ওয়ালেট এপিকে ফাইল ডাউনলোড না করার জন্য।
এনআইডি ওয়ালেট ডাউনলোড করার প্রয়োজন হলে সরাসরি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন এবং এনআইডি ওয়ালেট (Nid Wallet) লিখে সার্চ করবেন।
তারপর দেখবেন নিচের ছবির মত এনআইডি ওয়ালেট অ্যাপস চলে এসেছে। নিচের ছবিটি দেখুন-
এনআইডি ওয়ালেট অ্যাপসটি আপনার মোবাইলে ইন্সটল করে ব্যবহার করবেন। বাইরে থাকে এনআইডি ওয়ালেট এপিকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার থেকে গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা 100% নিরাপদ।
ডাউনলোড করুন- Nid Wallet
শেষ কথাঃ
তো বন্ধুরা আজ আমাদের এই পোস্টে আপনাকে জানানো হলো- Nid Wallet কি ? Nid Wallet এর কাজ কি ? এবং এনআইডি ওয়ালেট কোথা থেকে ডাউনলোড করতে হয় সে বিষয়ে আমরা জানিয়ে দিয়েছি।
তো আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার পর আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর আপনার বন্ধুদের এনআইডি ওয়ালেট ডাউনলোড করার বিষয়ে একটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।
আর আমাদের এই ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড সংক্রান্ত নতুন তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।