ছাড়পত্রের জন্য আবেদন (ছাড়পত্র লেখার নিয়ম)

ছাড়পত্রের জন্য আবেদন : বর্তমান সময়ে, বেশির ভাগ সময় স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা মূলত ছাড়পত্রের আবেদন করতে চাই।

ছাড়পত্রের আবেদন করার কারণ হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবার এর স্থানান্তর।

তবে অনেক স্টুডেন্ট আছে, যারা মূলত সঠিক ভাবে, ছাড়পত্রের জন্য আবেদন করতে পারেন না। বিশেষ করে, ছাড়পত্র লেখার নিয়ম জানে না।

ছাড়পত্রের জন্য আবেদন (ছাড়পত্র লেখার নিয়ম)
ছাড়পত্রের জন্য আবেদন (ছাড়পত্র লেখার নিয়ম)

তাই আপনি যদি ছাড়পত্রের জন্য আবেদন কিভাবে লিখতে হয় সন্ধান করেন। তাহলে সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন।

আমরা আপনার সুবিধার জন্য এখানে, ছাড়পত্রের জন্য আবেদন কিভাবে লিখতে হয়, তার নমুনা জানিয়ে দেব। যা ফলো করে, আপনার প্রয়োজনীয় প্রতিষ্ঠান থেকে ছাড় পত্র গ্রহণ করতে পারবেন।

তো এই বিষয়ে বিস্তারিত জানতে, আমাদের দেওয়া আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম

আপনি যদি একটি ছাড়পত্রের জন্য আবেদন করেন। সে ক্ষেত্রে, অবশ্যই ছাড়পত্রের কিছু বিষয় আছে। সেই বিষয় গুলো লক্ষ্য করে, ছাড়পত্র লিখতে হবে।

তো একটি ছাড়পত্র লেখার জন্য আপনাকে যা ফলো করতে হবে।

সেগুলো হলো-

  • ছাড়পত্রের জন্য আবেদন লেখার শুরুতে তারিখ উল্লেখ করে দিতে হবে।
  • তারপরে, যে প্রতিষ্ঠানে ছাড়পত্রের জন্য আবেদন করবেন, সেই প্রতিষ্ঠান প্রধানের বরাবর আবেদন করতে হবে।
  • ছাড়পত্রের বিষয় হিসেবে আপনাকে লিখতে হবে, ছাড়পত্রের জন্য আবেদন।
  • ছাড়পত্র লেখার শূরুতে আপনাকে জনাব/ মহোদয়/ মহাত্মান লিখতে হবে।
  • তারপরে, আবেদনের শুরুর লাইনে, সবিনয় নিবেদন এই যে, বা যথাবিহিত সম্মান পূর্বক বিনিত নিবেদন এই যে, লেখার পরে সংক্ষেপে বক্তব্য গুলো লিখতে হবে।
  • এখন প্রতিষ্ঠান এর সঙ্গে সংশ্লিষ্টতার মেয়াদ লিখতে হবে।
  • তারপরে, প্রতিষ্ঠান ছাড়ার কারণ উল্লেখ করতে হবে।
  • সর্বশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর সদয় বিবেচনার জন্য আর্জি জানাতে হবে।

ছাড়পত্রের জন্য আবেদন লেখার নমুনা (স্কুল এন্ড কলেজ)

আপনার উক্ত আলোচনায় জানতে পারলেন, ছাড়পত্রের জন্য কি কি বিষয় থাকে। এখন আমি আপনাকে ছাড়পত্রের জন্য আবেদন কিভাবে লিখতে হয়। তার একটি নমুনা উল্লেখ করেছি। দেখুন…

তারিখ : ০২/০৬/২০২৩ ইং

বরারব

প্রধান শিক্ষক/ অধ্যক্ষ

এখানে স্কুল/ কলেজের নাম উল্লেখ করতে হবে।

এখানে স্কুল/ কলেজের ঠিকানা উল্লেখ করতে হবে।

বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।

মহোদয়,

যথাবিহিত সম্মান পূর্বক বিনিত নিবেদন এই যে, আমি মোঃ/ মোছাঃ এখানে আবেদনকারীর নাম লিখতে হবে। আমি আপনার স্কুল/ কলেজের একজন নিয়মিত ছাত্র/ ছাত্রী। আমার ক্লাস রোল : ০৫। আবার বাবা একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে চাকুরি করেন। সম্প্রতি আবার বাবা ঢাকা তে বদলী হয়েছেন। আমার পুরো পরিবার সহ ঢাকা তে যেতে হবে। সঙ্গত কারণ বসত আমার বাবা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমাকে ঢাকা সিটি স্কুলে ভর্তি করে দিবেন।

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, আমাকে বিদ্যালয় ত্যাগ এর একটি ছাড়পত্র প্রদান করে, আমার লেখা পড়ার পথ সুগম করার জন্য আপনার সু-আজ্ঞা হয়।

নিবেদন

আপনার একান্ত অনুগত ছাত্র/ ছাত্রী

এখানে আবেদকারীর নাম

শ্রেণী : ……….. রোল : ……………

ছাড়পত্রের জন্য আবেদন লেখার নমুনা (কর্ম ক্ষেত্রে)

উক্ত আলোচনায় আপনারা জানতে পারলেন, স্কুল ও কলেজ থেকে ছাড়পত্রের জন্য আবেদন কিভাবে করতে হয়। এখন আপনাকে জানাব, কর্ম ক্ষেত্রে, কিভাবে ছাড়পত্রের জন্য আবেদন করতে হয়।

তারিখঃ ০২ জুন ২০২৩ ইং

বরাবর

ব্যবস্থাপক

এখানে অফিসের নাম লিখবেন

এখানে অফিসের ঠিকানা লিবেন।

বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।

মহাত্মন,

সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী, এখানে পদের নাম লিখবেন যেমন- “কম্পিউটার অপারেটর”, এখানে অফিসের নাম লিখবেন। এখানে অফিসের ঠিকানা লিখবেন। আমি সরকারি ভাবে ঢাকায় একটি অফিসিয়াল প্রশিক্ষণের চিঠি পেয়েছি। সেই লক্ষ্যে আগামী ০২ জুন ২০২৩ ইং অফিস ত্যাগের পড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আগামী ০৩ জুন ২০২৩ ইং হতে ০৫ জুন ২০২৩ ইং পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে বিধায় আপনার নিকট একখানা ছাড়পত্রের জন্য আবেদন করিলাম।

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, উপরে উল্লিখিত বিষয়ে সু-দৃষ্টি রেখে, আমাকে ছাড়পত্র প্রদানে বাধিত করবেন।

নিবেদন

এখানে আপনার নাম ও স্বাক্ষর

এখানে আপনার প্রতিষ্ঠানের নাম

এখানে আপনার প্রতিষ্ঠারে ঠিকানা

আপনার মোবাইল নাম্বার

আপনারা যারা স্কুল জীবন থেকে চাকরি জীবন পর্যন্ত ছাড়পত্রের আবেদন করতে চান? তাহলে উক্ত আলোচনায় যে, নমুন দেখলেন।

এটি ব্যবহার করে, খুব সহজেই ছাড়পত্রের জন্য আবেদন করে, ছাড়পত্র সংগ্রহ করতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা স্কুল ও কলেজের জন্য ছাড়পত্রের আবেদন করতে চান? তাহলে আমাদের দেওয়া নমুন অনুসরণ করুন।

ঠিক সেরকম ভাবে কর্ম ক্ষেত্রের জন্যও আপনারা উক্ত নমুনা ফলো করে, ছাড়পত্রের জন্য আবেদন করে ফেলুন।

আর ছাড়পত্রের জন্য আবেদন করার বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তাহলে কমেন্ট করে জানতে পারেন। ধন্যবাদ…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top