জমির দলিলের নকল তুলতে কত টাকা লাগে : বর্তমান সময়ে, আপনারা যারা পূর্বপুরুষের রেখে যাওয়া জমি ভোগ করা থাকেন। কিন্তু জমির দলিল নেই। সে ক্ষেত্রে আপনাদের অবশ্যই জমির দলিলের নকল কপি তুলতে হবে।
জমির দলিলের নকল/ কপি তোলার উপায় কি এবং নকল তুলতে কত টাকা লাগে ? এই বিষয়ে আমাদের পোস্টে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।
তাই আমাদের দেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।
আর্টিকেলের শুরুতে আপনাকে বলতে চাই, উপজেলা রেজিস্ট্রি অফিস হতে জমির দলিল এর নকল কপি উত্তলণ করার জন্য।
এবং পুরাতন জমির দলিল খুজে বের করার জন্য। সরকারি ফি হিসাব করার জন্য একটি নকল তল্লাশ ফি ক্যালকুলেটর মোবাইল এপস ব্যবহার করতে পারবেন।
উক্ত অ্যাপস ব্যবহার করে, নিজের ঘরে বসেই আপনার প্রয়োজনীয় নতুন দলিল এবং পুরাতন দলিল এর নকল তুলতে কত টাকা লাগে সেই বিষয়ে হিসাব করতে পারবেন।
আপনার সুবিধার জন্য মূলত উক্ত নকল তল্লাীশ ফি ক্যালকুলেটর ডাউনলোড করার লিংক উক্ত অংশে যুক্ত করে দিয়েছি। যা ব্যবহার করে, আপনারা সঠিক তথ্য জেনে নিতে পারবেন।
তো এখন আপনারা যারা জমির দলিলের নকল তুলতে কত টাকা লাগে? এই বিষয়ে আমাদের লেখা আর্টিকেল থেকে বিস্তারিত জানতে চান?
তারা নিম্নোক্ত তথ্য গুলো শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।
জমির দলিলের নকল উত্তোলণ আইন
জমির দলিল রেজিস্ট্রেশন আইন 1908 এর 57 নং ধারা অনুসারে, প্রয়োজনীয় ফি পূর্বে পরিশোধ করে যে, কোন ব্যক্তি ১ নং এবং ২ নং রেজিস্ট্রার বহি এবং ১ নং রেজিস্ট্রার বহি সম্পর্কে সচি বহি পরিদর্শন করতে পারবেন।
এছাড়া, উক্ত আইন এর 62 নং ধারা মোবাতাবেক উত্তর বহি সমূহে লিপিবদ্ধ বিষয় এর নকল মানে, দলিল এর সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন।
উক্ত একই লাইনে 57 নং ধারা অনুসারে প্রয়োজনীয় ফি পরিশোধ সাপেক্ষে জমির দলিল সম্পাদন কারী। বা তার এজেন্ট কিংবা সম্পাদন কারীর মৃত্যুর পরে।
যে কোন আবেদনকারী ৩ নং বহি তে লিপিবদ্ধ থাকা বিষয় এর উইল। কিংবা অছিয়ত দলিল এর নকল কিংবা সার্টিফাইড কপি ও ৩ নং বহি সম্পর্কে সূচি পত্র এর নকল সংগ্রহ করতে পারবেন।
জমির দলিল নকল উত্তোলণ প্রাপ্তির আবেদন
জমির দলিল রেজিস্ট্রেশ আইন ও বিধি মালা 2014 এর 108 অনুচ্ছেদ সূচি বহিতে তল্লাশ এবং নকল দলিল আবেদন এর নিয়মাবলি লিপিবদ্ধ ভাবে উল্লেখ করা আছে।
উক্ত অনুচ্ছেদ এ বলা হয়েছে। যে সকল ক্ষেত্রে তল্লাশি ও পরিদর্শন এর জন্য কোন ফি পরিশোধ যোগ্য নয়। সেই সকল ক্ষেত্র ছাড়া সকল ক্ষেত্রে, জমির দলিল নকল এর জন্য আবেদন পত্র দাখিল করার পূর্বে তল্লাশ এবং পরিদর্শন এর জন্য আবেদন করতে হবে।
জমির দলিলের নকল তুলতে কত টাকা লাগে ?
দফা জি এ অনুযায়ী কোন দলিল এর নকল প্রস্তুত করার জন্য কি পরিমাণের টাকা ফি পরিশোধ করতে হবে। সেই বিষয়ে জানতে নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করুন।
- বাংলা ভাষায় লিখিত প্রতি ১০০ শব্দ বিশিষ্ট কিংবা তার অংশ বিশেষ এর জন্য ১০ টাকা লাগবে।
- ইংরেজি ভাষায় রিীখত প্রতি ১০০ শব্দ বিশিষ্ট কিংবা তার অংশ বিশেষ এর জন্য ১৫ টাকা লাগেব।
দফা জি বি অনুযায়ী ফি ‘র পরিমাণ
জমির দলিলের নকল উত্তলণের আবেদনকারী কার্যালয়ের অন্যান্য নকল এর কাজ অপেক্ষা তার প্রার্থিত নকল এর জন্য অগ্রাধিকার চাইলে, তাকে অতিরিক্ত ৫০ টাকা ফি জমা দিতে হবে।
আর যদি নকল প্রতি পৃষ্ঠায় ৩০০ শব্দ বিশিষ্ট চার পৃষ্ঠার বেশি হয়। তবে প্রতি পৃষ্ঠার জন্য ১৫ টাকা করে অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে।
ইতোমধ্যে যদি কোন আবেদনকারী নিবন্ধিত কোন জমির দলিল এর মুদ্রিত/ প্রিন্ট বা টাইপ করা নকল দাখিল করে, সেটি কে অবিকল নকল মর্মে, প্রত্যয়ন যোগ্য রুপে পাওয়ার আবেদন করে।
তবে, এরুপ না করলে, তুলনা করার জন্য ফি এবং পারিশ্রমিক এর দফা জি ও জি জি অনুযায়ী ধর্ম যোগ্য ফি ও পারিশ্রমিক এর অর্ধেক হবে।
ফি প্রদান হতে রেহাই প্রাপ্ত জমির দলিল নকল ব্যতীত অন্যান্য সকল নকল আবেদন এর কোর্ট ফি আইন 1870 অনুযায়ী 20 টাকা কোর্ট ফি প্রদান করতে হবে।
এছাড়া, জমির দলিলের নকল স্ট্যাম্প শুল্ক ফি এর পরিমাণ ৫০ টাকা।
শেষ কথাঃ
তো আপনারা যারা জমির দলিলের নকল তুলতে কত টাকা লাগে ? এই বিষয়ে জানতে চান? তারা উক্ত আলোচনা অনুসরণ করে, রেজিস্ট্রার অফিসে পুরাতন জমির নকল উত্তলণ ফি পরিশোধ করে, দ্রুত নকল সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, উক্ত জমির দলিলের নকল তুলতে কত টাকা লাগে এই বিষয়ে আরো কিছু জানতে, কমেন্ট করতে পারেন। ধন্যবাদ…