বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত : আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর মানুষ বিভিন্ন ধরণের ভিসা ক্যাটগরি নিয়ে গমন করেন।
তো আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি যেতে চান? তাহলে আপনিও হয়তো জানতে চান? বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত টাকা।
যদি তাই হয়! আপনি একদম সঠিক একটি সাইটে এসেছেন। কারণ আমরা আজ বাংলাদেশ টু সৌদি আরবের বিমান ভাড়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।
তাই আপনি যদি এই বিষয়ে সঠিক তথ্য পেতে চান? তাহলে আমাদের দেওয়া আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।
আমরা জানি বাংলাদেশী নাগরিকরা দেশের বাইরে বিভিন্ন কাজের উদ্দেশ্যে সৌদি গমন করেন। সৌদি আরব প্রবাসিরা বাংলাদেশের জন্য অনেক অর্থনীতি উন্নয়ন করেছে।
কিন্তু যখন কোভিড-১৯ মহামারি ছিল। তখন অনেক প্রবাসি ‘রা নিজের দেশে চলে এসেছিল।
কিন্তু কোভিড-১৯ টিকা আসার পরে, প্রবাসিরা টিকা গ্রহণ করে, সৌদিতে আপনার গমন করেন। সেই সঙ্গে আরো নতুন অনেক নাগরিক সৌদি প্রবাসি হওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছেন।
তো যারা নতুন করে, বাংলাদেশ থেকে সৌদি যেতে চান? তাদের একটাই প্রশ্ন। বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত টাকা।
তো এই প্রশ্নের উত্তর জানতে নিচে দেওয়া তথ্য গুলো ধাপে ধাপে পড়ুন।
সৌদি আরবের বিমান ভাড়া কত ?
সৌদি আরবে আজকের তারিখ অনুযায়ী বিমান ভাড়া হচ্ছে- 48 হাজার 500 টাকা। শ্রীলঙ্কা এয়ারলাইন্সে সৌদি আরব এর বিমান ভাড়া 46 হাজার 247 টাকা। সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স 38 হাজার 900 টাকা।
আগের সময় গুলোর থেকে সৌদি আরব বিমান ভাড়া অনেক গুণ বেড়ে গেছে। তাই আপনাদের ধারণা দেওয়ার জন্য সৌদি বিমান ভাড়া তুলে ধরলাম।
সৌদি আরব এর বিমান ভাড়া সংক্রান্ত আরো সম্পন্ন তথ্য জানতে আপনারা এয়ারলাইন্স কোম্পানি আছে। সেই সকল অফিসিয়াল ওয়েবসাইট সন্ধান করে, বিমান টিকেটের দাম জেনে নিতে পারবেন। উক্ত সাইট গুলোতে আপডেট বিমান ভাড়া গুলো জানিয়ে থাকে।
বিমান টিকিট পাওয়া উপায়
আপনারা চাইলে বাংলাদেশ থেকে ৪ প্রকার বিমান টিকিট গ্রহণ করতে পারবেন। যা আলাদা আলাদা বিমান আর আলাদা আলাদা বিমান ভাড়া হবে। তো এই চারটি প্রকার কি জেনে নেওয়া যাক।
- ইকনোমিক ক্লাস
- প্রিমিয়ার ইকনোমিক ক্লাস
- বিজনেস ক্লাস
- ফাস্ট ক্লাস
আপনার উপরিউক্ত বিমান এয়ালাইন্স ক্লাস এর মাধ্যমে, সৌদি গমন করতে পারবেন। তো চলুন এখন জেনে নেওয়া কোন এয়ারলাইন্স এর মাধ্যমে গেলে বিমান ভাড়া কত টাকা।
ইকোনমি ক্লাস : বিমান ভাড়া
- বিমান বাংলাদেশ- ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া 1 লাখ 40 হাজার টাকা।
- ওমান এয়ার- ঢাকা থেকে বিমান ভাড়া 1 লাখ 20 হাজার টাকা।
- শ্রীলঙ্কা এয়ারলাইন্স- ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া 46 হাজার 247 টাকা।
- এমিরেটস- ঢাকা হতে রিয়াদ বিমান ভাড়া 39 হাজার 400 টাকা।
- কাতার ওয়অরওয়েজ- ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া 49 গাহার 700 টাকা।
- সৌদি আরবিয়ান এয়ারলাইন্স- ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া 38 হাজার 900 টাকা।
- সৌদিয়া- ঢাকা হতে রিয়াদ বিমান ভাড়া 78 হাজার 500 টাকা।
প্রিমিয়াম ইকনোমি ক্লাস– ঢাকা হতে রিয়াদ বিমান ভাড়া 52 হাজার 700 টাকা।
- সৌদি আরব কোম্পানি ভিসা ২০২৩ (নতুন আপডেট)
- সৌদি আরব ভিসা চেক এবং ভিসা প্রসেসিং করার খরচ
- আমেরিকা স্টুডেন্ট ভিসা খরচ ২০২৩
বিজনেস ক্লাস : বিমান ভাড়া
- ওমান ওয়ারলাইন্স- ঢাকা হতে রিয়াদ বিমান ভাড়া- 1 লাখ 22 হাজার 400 টাকা।
- কাতার ওয়ারওয়েজ- ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া 1 লাখ 77 হাজার টাকা।
- আমিরাত এয়ারলাইন্স- ঢাকা হতে রিয়াদ বিমান ভাড়া 1 লাখ 13 হাজার টাকা।
- সৌদি আরবিয়ান এয়ারলাইন্স- ঢাকা হতে রিয়াদ বিমান ভাড়া 1 লাখ 12 হাজার টাকা।
- ইতিহেড এয়ারলাইন্স- ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া 1 লাখ 35 হাজার টাকা।
ফার্স্ট ক্লাস : বিমান ভাড়া
- এমিরেটস- ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া 2 লাখ 44 হাজার 600 টাকা।
- এমিরেটস গাল্ফ এয়ার- ঢাকা হতে বিমান ভাড়া 2 লাখ 72 হাজার 500 টাকা।
আপনারা উপরিউক্ত এয়ারলাইন্স হতে পছন্দ মতো বিমান টিকিট বুক করতে পাবেন। তবে আমরা যে, বিমান ভাড়া সম্পর্কে বলেছি, সে গুলো কম বেশি হতে পারে।
আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি যেতে চান? তারা উপরিউক্ত বিমান ভাড়া তালিকা অনুসরণ করে, খুব সহজেই যে কোন এয়ারলাইন্স থেকে বিমান টিকেট করতে পারবেন।
শেষ কথাঃ
তো আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে চান? তাদের অবশ্যই বিভিন্ন এয়ারলাইন্স হতে, বিমান ভাড়া সম্পর্কে জেনে বিমান টিকিট ক্রয় করতে হবে।
তাই আমি আপনার সুবিধার জন্য এখানে বিভিন্ন ক্যাটাগরির এয়ারলাইন্স এর বিমান ভাড়া কত টাকা। সেই বিষয়ে জানিয়ে দিয়েছি।
এখন আপনি যদি সৌদি আরবের কোন ভিসা করে থাকেন। তাহলে উক্ত যে কোন একটি এয়ারলাইন্স থেকে বিমান টিকিট কিনে নিয়ে গমন করতে পারেন।
আর এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তাহলে একটি কমেন্ট করে, জানাতে পারেন। ধন্যবাদ।