জিপি ব্যালেন্স ট্রান্সফার করার উপায় : বর্তমান সময়ে, বাংলাদেশের জনপ্রিয় একটি sim অপারেটরের নাম হচ্ছে, গ্রামীণ (জিপি) সিম। তো বর্তমানে সিম ব্যবহার করলে অবশ্যই মোবাইল রিচার্জ করার প্রয়োজন হয়।
কিন্তু আমরা এমন অনেক সময় জরুরি জায়গায় অবস্থান করে, যেখানে থেকে সিম ব্যালেন্স লোড করার মত কোন সিস্টেম থাকেনা। কিন্তু জিপি সিম একটি দারুন সার্ভিস চালু করেছে।
জিপি টু জিপি খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করা যায়। তাই আপনারা যারা google সন্ধান করে জানতে চান? জিপি ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করব? তারা সঠিক একটি আর্টিকেলে চলে এসেছেন।
আমরা আপনার সুবিধার জন্য এখানে জিপি ব্যালেন্স ট্রান্সফার করার কোড সম্পর্কে জানিয়ে দিব। যা ব্যবহার করে, আপনারা খুব সহজেই যে, কোন জিপি নাম্বার থেকে অন্য আরেকটি জিপি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন।
তো আপনারা যারা জিপি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান? তাদেরকে প্রথমে গ্রামীন সিমে ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি তে নিজের সিম রেজিস্ট্রেশন করে নিতে হয়।
জিপি ব্যালেন্স ট্রান্সফার করার রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে। এখন আপনারা সরাসরি জিপি সিমের কোড ডায়াল করে, রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।
জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন, টাকা পাঠানোর পদ্ধতি, টাকা পাঠানোর লিমিটেশন সকল তথ্য সম্পর্কে জানতে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
জিপি ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি
একটি জিপি সিম থেকে অন্য একটি জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে, গ্রামীন সিম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য ইউ এস এস ডি কোড সিস্টেম চালু করে দিয়েছে।
আপনারা চাইলে কোড ডায়াল করে, খুব সহজেই জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফারের যোগ্যতা
জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে, আপনার সিমের বয়স হতে হবে প্রায় ছয় মাস। এবং জিপি সিমে ৩০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে হবে।
আপনারা যখন এ দুটি শর্ত পূরণ করতে পারবেন। তখন জিপি থেকে জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার যোগ্যতা অর্জন করবেন।
কিভাবে জিপি ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন করবেন ?
আপনারা একটি জিপি সিম থেকে অন্য আরেকটি জিপি সিমে, ব্যালেন্স ট্রান্সফার করার জন্য সবার আগে, মেসেজ অপশনে গিয়ে REGI লিখে 1000 নম্বরে সেন্ড করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে।
জিপি ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন ইউএসএসডি কোড
আপনারা যারা জিপি ব্যালেন্স ট্রান্সফার করার যোগ্যতা অর্জন করেছেন, তারা চাইলে, *121*1500# ডায়াল করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে পারবেন।
এই ইউএসএসডি কোড ডায়াল করার পরে, আপনার ফোন মেনু থেকে 1 প্রেস করতে হবে। কোন প্রকার চার্জ ছাড়াই একদম বিনামূল্যে জিপি ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।
রেজিস্ট্রেশন কার্য সম্পাদন হয়ে গেলে আপনাকে একটি এসএমএসের মাধ্যমে, ব্যালেন্স ট্রান্সফার পিন কোড জানিয়ে দেয়া হবে।
জিপি টু জিপি সিমে টাকা ট্রান্সফার
আপনারা উপরোক্ত সকল যোগ্যতা অর্জন করার পরে জীবিত জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে, ডায়াল করুন- *121*1500#, তারপর, ডায়াল মেনু থেকে 2 প্রেস করুন।
পর্যায়ক্রমে মোবাইল নাম্বার টাইপ করুন, টাকার পরিমান যুক্ত করুন এবং পিন কোড লিখুন।
এরকম ভাবে আপনি যে, কোন গ্রামীন সিম থেকে গ্রামীন সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
জিপি ব্যালেন্স ট্রান্সফার লিমিট কত ?
জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার করলে, আপনার একাউন্ট থেকে বাড়তি কোন চার্জ নেওয়া হবে না। তবে যে নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করছেন সেই নাম্বারে দুই টাকা কমে যাবে।
মনে করুন আপনি জিপি নাম্বারে ১০০ টাকা পাঠিয়েছেন। তার ওখানে ৯৮ টাকা যাবে দুই টাকা চার্জ হিসেবে কেটে নেয়া হবে।
ব্যালেন্স ট্রান্সফার লিমিট হিসেবে, সর্বনিম্ন ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। প্রতি মাসে আপনারা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
তো আপনারা যারা জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে চান? তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, ইউএসএসডি কোড ডায়াল করে, খুব সহজেই জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
এছাড়া, আপনারা যারা জিপি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার পাশাপাশি মিনিট ট্রান্সফার করতে চান? তারা আমাদের পরবর্তী আর্টিকেলের জন্য অপেক্ষা করতে পারেন।
তার পাশাপাশি আমরা এই ওয়েবসাইটে জিপি সিম ব্যালেন্স ট্রান্সফার করার পাশাপাশি। আরও বিভিন্ন সিম কোম্পানির ব্যালেন্স ট্রান্সফার সম্পর্কে আর্টিকেল পাবলিশ করব।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা জিপি ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম জানতে চেয়েছিলেন। তারা উপরোক্ত আলোচনা অনুসরণ করে, খুব সহজেই ডায়াল কোডের মাধ্যমে, এক জিপি সিম থেকে অন্য জিপি সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন।
জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কোন চার্জ প্রযোজ্য হবে না। একদম ফ্রিতে জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
আর এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে, কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।